নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাতে কলম ,কবিতা ,গল্প ,নাটক লেখার চেষ্টা করি

মোঃআব্দুল গফুর প্রামানিক

আমি সরল সাদা

মোঃআব্দুল গফুর প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ইন্টারভিউ বোর্ড এ যা অবশ্যয় করবেন আর ইন্টারভিউতে যা করবেন না

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

1. অবশ্যই হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবেন যাতে অন্তত ৩০ মিনিট আগে ইন্টারভিউ এর অফিস এ পৌছাতে পারেন।

2. মুখে মাউথ ফ্রেশনার ব্যবহার করুন যাতে দুর্গন্ধ না বের হয় মুখ থেকে।

3. খালি পেটে ইন্টারভিউ বোর্ড এ ঢুকবেন না কারণ তাতে শরীরে শর্করার ঘাটতি হয় এবং মাথা ঠিকমত কাজ করে না।

4. অনুমতি নিয়ে প্রবেশ করুন ও সময় বুঝে ইন্টারভিউয়ারদের উদ্দেশ্যে গুড মর্নিং,গুড আফটারনুন,গুড ইভিনিং বলুন।

5. বসতে না বললে চেয়ার এ বসবেন না। বসতে বললে চেয়ার টেনে আসতে আসতে বসুন।

6. শিক্ষার ও অন্যান্য সনদ পত্র একটি ফাইল এ রাখুন। খালি হাতে খোলা ভাবে এগুলো নিয়ে যাবেন না।

7. হাচি, কাশি এলে তা দিয়ে দুঃক্ষিত বলবেন।8. ইন্টারভিউয়ার কোনো খাবার যেমন চা বা বিসকুট অফার করলে ভদ্রভাবে না করুন এবং অফার করার জন্য ধন্যবাদ দিন।

9. চেয়ারে হালকা হেলান দিয়ে এবং শিরদাড়া সোজা করে বসবেন। এতে বোঝা যায় আপনি এ বেপারে কতটুকু সিরিয়াস।

10. মেয়েরা হাতব্যাগটা চেয়ারের পাশে মাটিতে রাখুন কিংবা চেয়ারে ঝুলিয়ে দিন।ছোট হাতব্যাগ হলে আলতো করে টেবিলের একপাশে রাখুন।

11. বেরোবার সময় সময় আবার সময় বুঝে ইন্টারভিউয়ারদের উদ্দেশ্যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বলুন।

ইন্টারভিউতে যা করবেন না

1. কখনই মাথা নিচু করে কথা বলবেন না।

2.চাকরিটা হবে কিনা তা জিজ্ঞাসা করবেন না

3.আপনার পরিবেশ ও পেশার সাথে মানায় না এমন পোশাক পরবেন না।

4. বেশী রঙ্গিণ পোশাক পরবেন না।

5. চেয়ারে বাঁকা হয়ে বসবেন না।

6. তাদের সামনে রুমাল বের করে ঘাম মুছবেন না।

7.হাত চুলকাবেন না।* আমতা আমতা করে কথা বলবেন না।

8. প্রশ্নের উত্তর না জানলে সরাসারি জানি না বলুন।

9. পরীক্ষকদের সম্মান হানি হয় এমন কিছু কবেন না।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫

অশ্রুকারিগর বলেছেন: সুন্দর পোস্ট +

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬

মোঃআব্দুল গফুর প্রামানিক বলেছেন: Thanks

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৮

প্রামানিক বলেছেন: সুন্দর একটি পোষ্ট। ধন্যবাদ

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭

মোঃআব্দুল গফুর প্রামানিক বলেছেন: Thank you

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৩

ফেরারিআমি বলেছেন: ্When u come out, just say 'Thank you very much for your time'.

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


" কিংবা চেয়ারে ঝুলিয়ে দিন। "; হাত ব্যাগের ব্যাপারে

-হাত ব্যাগ চেয়ারে ঝুলাবেন না, সোজা কথা, টেবিলেও রাখবেন না, আপনার চেয়ারে পাশে কার্পেটে রাখবেন।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

মোঃআব্দুল গফুর প্রামানিক বলেছেন: Hmmm

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন: ইন্টারভিউ বোর্ডে এসব সবাই ই করবে।

এতে মনে হয় না কারো দৃষ্টি আকর্ষণ করা যাবে।

দৃষ্টি আকর্ষণ করতে অবশ্যই নিজের অ্যাটিটিউড বজায় রাখা লাগবে।
Attitude is Everything.

Attitude is everything - Short Film
এটা দেখতে পারুন ইচ্ছা করলে।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

মোঃআব্দুল গফুর প্রামানিক বলেছেন: Hm

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮

মোস্তাক_আহম্মদ বলেছেন: সুন্দর পোষ্ট

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

মোঃআব্দুল গফুর প্রামানিক বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.