| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোষামুদে বেষ্টিত অফিসে
কেউ সাগর সেচে
কেউ মাছ খায়!
শাস্ত্রী প্রবন্ধ লিখে নাম কুড়িয়েছেন-তৈল
চাটুকর লুফে নিয়েছে সূত্র!
প্রয়োগ করে উঠে যায় সিঁড়িতে
কর্মঠ পড়ে থাকে পেছনে
ঘটে থাকে আমাদের সামনে
এই সব কত কিছু কর্মজীবনে।
কাজ কম তেল বেশি
ঢেলে ঢেলে কত দিন
যেতে পারে তেলবাজ যাকনা
আমরা কাজ করে
রুজিটা হালাল করে
তারপর বাসায় ফিরি
নিজের কাছে থাকি স্বচ্ছ ।
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
গাজী মিজান বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
স্বপনবাজ বলেছেন: আমরা কাজ করে
রুজিটা হালাল করে
তারপর বাসায় ফিরি
নিজের কাছে থাকি স্বচ্ছ ।
++