নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকে খুঁজে ফিরি সারাক্ষণ.. স্বপ্ন সে তো সত্যি নয়বুঝিনা কখনও....

এহতেশাম আহমেদ

গ্যাপম্যান

এহতেশাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন প্রাণ খুলে হাসি না....চলুন একটু চেষ্টা করি (মজার কিছু জোকস্) ১৮+/- সংগৃহীত[পর্ব-১] পোষ্ট টি সর্বাধিক পঠিত হিসেবে আলোচিত ব্লগে স্থান পওয়ায় সকল পাঠকবৃন্দের সম্মানে [পর্ব-২] এর ট্রেইলার......

০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:২৭


নোমিনেশন
জাতীয় নির্বাচনে জনৈক প্রার্থী নোমিনেশন জমা দিতে গেছে।
যে কোন কারনে ফরমটা ছিল ইংলিশে। এক জায়গায় লেখা ছিল -
Sex: ________
প্রার্থী লিখছে….
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
“দিনে ২ বার।“

এইটা দেখে রিটার্নিং অফিসার একটা ধমক দিছে, "কি মিঞা! এই সব কি লিখছেন?
এখানে লিখতে হবে ছেলে নাকি মেয়ে ।“
তখন ওই প্রার্থী বলে…..
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
"নাউজুবিল্লাহ্, ছেলে কেন হবে? মেয়ে....মেয়ে"..........

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:৩৪

কলাবাগান১ বলেছেন: মানুষের ছাগলামির একটা সীমা থাকা উচিত। উঠতি বয়সের বালক দের বলেন... পুলকিত হবে।

এটা ব্লগ...ফেস বুক না

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:২৭

এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনার উপদেশের জন্য।

ভাই ব্লগে আমি নতুন। তবে পড়াশুনা যা করেছি সেই হিসেবে যতটুকু জানি তা হলো, ব্লগ/ফেসবুক এই দুটোই সামাজিক যোগাযোগের মাধ্যম। আর এমন কোনো ব্লগ মনে হয় নেই যার প্লাটফর্ম ফেসবুকের থেকেও অধিক বিস্তৃত। আর ব্লগ ব্যবহারের শর্তাবলী অনেক মনযোগ দিয়ে আগেই পড়েছি। সেখানে ছাগলামী বিষয়ক লেখনীর কোনো উল্লেখ পাইনি। ভাই ব্লগাররা সাধারণ সমাজেরই বাস করা মানুষ। নিজেকে ব্লগার হিসেবে বিশেষ কিছু পরিচয় দেওয়ার নিমিত্তে যদি ব্লগারদের সাধারণ সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন, তাহলেই যে নিজেকে বিশেষ কোনো উচ্চতায় নিয়ে যেতে পারবেন তা কিন্তু না। আমার পোষ্ট আাপনার ভাল নাই লাগতে পারে... তাই বলে সব খানে জ্ঞান দেওয়ার সুযোগ খুজে নেওয়ার মানসিকতা ত্যাগ করুন। এখানে নিজ নিজ মতামত/পছন্দ প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে খেয়াল রাখার বিষয় হচ্ছে সেই স্বাধীনতা যেন অন্যকে আঘাত, অপমান বা হেয় না করে। সেই হিসেবে ভাইজান আপনি নেতিবাচক মনোভাব বা আচরণের প্রকাশ করেছেন। ভাইজান এই ধরনের অসামাজিক আচরণ সামাজিক যোগাযোগের মাধ্যমে কাম্য নয়। জ্ঞানী মানুষ জ্ঞান আহরন করে জ্ঞানী হয়, আপনার মতো শুধু শুধু জ্ঞান বিতরন করে কেউ নিজেকে জ্ঞানী পরিচয় দেয় না।

আর মানুষের জীবনে হাসির প্রয়োজনীয়তা কতটুকু তা বলে আপনাকে লজ্জা দিতে চাই না।

ভাল থাকবেন.... শুভরাত্রি।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৫৭

এহতেশাম আহমেদ বলেছেন: দুঃখিত ভাই ।

আমি আসলে একটা টিউব লাইট। সবকিছু বুঝতে সময় লাগে। এই জোকস্ টি কিন্তু আমার সংগৃহীত। আমি কিন্তু একটু এডিট করেছি। কারণ আসল টাতে কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দলের এম. পি. প্রার্থী হিসেবে উল্লেখ ছিল।

এখন বুঝতে পারছি ভাইজান এত রাগ কেন করলেন।

আমার এখন কষ্ট লাগতেছে। কারে কি বুঝাইতে এত কষ্ট করে আগের মন্তব্যটি লিখলাম। ভাই সত্যিই আমি একটা ছাগল।
=p~

২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনার আগেরটা মনে হয় সর্বাধিক পঠিতের তালিকায় গেছিল ১৮+ জন্য না।। অন্যান্য জোকস গুলি মোটামুটি মজার ছিল বলেই।। বিশেষ করে বুদ্ধিমান স্বামীগুলি।।
ধন্যবাদ।।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৩২

এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ। ভাই সত্যিকথা বলতে ১৮+ বলতে যা বুঝায় তা কোনোটাই কিন্তু সে রকম অশ্লীল নয়।

৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আল্লায়ে আমনেরে আরো জুকস বলার তৌপিক দেউক। লাইক দিছি!!

ফেসবুক ছাড়ছি ছাড়ছি ভাব, মাঝেমধ্যে উঁকিঝুকি দিয়ে চলে আসি! অথচ একসময় ২৪ ঘন্টায় ১৮ ঘন্টাই ফেসবুকে পড়ে থাকতাম!!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৩৩

এহতেশাম আহমেদ বলেছেন: ভাই অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.