![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং বাংলাদেশের মোবাইল ফোন কোঃ গুলো যে হারে এস এম এস এবং ভয়েস কলের মাধ্যমে বিজ্ঞাপনের মহড়া চালিয়ে যাচ্ছে তাতে মনে হয় মোবাইল ব্যবহারকারীদের নাভিশ্বাস উঠেছে। ডেইলি কমপক্ষে ৫/৬ Promotional Sms এবং 2/3টি IVR Voice call। কাস্টমার কেয়ার সেন্টারেও কল করে কোন কাজ হয় না। সময় অসময় কিছু নেই। আসলে এর থেকে মুক্তি কি?
বিশেষ করে Banglalink বিরক্তির শেষ সীমানায় নিয়ে গেছে তার কাস্টমারদের। গতকালও আমার ফোনে ৫টি এস এম এস এসেছে এবং কল এসেছে ৪বার। আজ সকাল থেকে এ পোস্টটি লেখা পর্যন্ত আলরেডি ৩টা এসে গেছে।
শুনেছি ইন্ডিয়াতে আইন করে বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। একমাত্র সরকারি জনগুরুত্বপূর্ণ তথ্য গুলো ছাড়া অন্য কোন Promotional এস এম এস করতে পারে না কোঃগুলো।
আমাদের দেশে কবে হবে সে আইন? বা
এর থেকে মুক্তির উপায় কী?
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
গ্রাস ফডিং বলেছেন: উপায় নাইরে ভাই।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
গোবর গণেশ বলেছেন: শুনেছি গ্রামীনফোনের একটা কাষ্টমার জরিপ চলছে, কি ধরণের সার্ভিস কাস্টমার চায়, কোন অভিযোগ আছে কিনা ইত্যাদি। মনেহয় কিছু একটা হতে পারে।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
সপ্নাতুর আহসান বলেছেন: ঠিক ই বলেছেন, বিরক্তির শেষ সীমানায় নিয়ে গেছে।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
বিডি আইডল বলেছেন: জাস্ট টার্ন ইট অফ। মোবাইল আসার আগেও বাংলাদেশের মানুষ বেচেঁ ছিলো। কল করার প্রয়োজন হলে অন করে আবার বন্ধ করে রাখুন।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
গ্য।গটেম্প বলেছেন: মুক্তি চাই বাংলালিংক এর অত্যাচার থেকে।