![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ডেক্সটপ এ এক ব্যতিক্রমী সমস্যার উদ্ভব হয়েছে। সমস্যাটা হলঃ ৯৯.৯৯% ডাউনলোড হয়ে আর হয় না। কি যন্ত্রণা! ৩/৪ ঘন্টা ডাউনলোড হয়ে তারপর যদি এমন হয় তাহলে কেমন লাগে?
Please যারা এ ব্যপারে পন্ডিত আছেন আমাকে হেল্প করেন। আমাকে বিপদ থেকে উদ্ধার করেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১
গ্রাস ফডিং বলেছেন: যে কোন।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এই প্রবলেম আমারো হয় কোন কোনও ফাইল ডাউনলোডে......
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
নামহীন একজন বলেছেন: আপনার antivirus কি?
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৩
দা ডার্ক নাইট বলেছেন: মনে হচ্ছে আপনি ইসেট অ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকিউরিটি ইউজ করেন। দুঃখজনক হলেও সত্যি যে মূলত ইসেটই এই সমস্যাটা করে। এটি ডিসেবল করলেও কাজ হবে না। আনইন্সটল করতে হবে।
IDM এও কিছুটা পরিবর্তন আনতে হবে। সবসময় লেটেস্ট ভার্সন ইউজ করতে হবে। আর IDM এর Option থেকে Connection> Default Max. Conn. Number 1 করে দিন। সমস্যার সমাধান হবে আশা করি।
তবে সবচাইতে ভাল উপায় হল- IDM Backup Manager সফটওয়্যারটি ইউজ করা। ৯৯% হওয়ার পর ব্যাকাপ করে ফেলেন। তারপর রিজিউম করেন। ডাউনলোড ফেইল হলেও ভয় নাই, রিস্টোর করে দেন, আবার ৯৯% থেকে ডাউনলোড শুরু হবে।
সাধারণত লিঙ্ক রিফ্রেশ করলেই আবার রিজিউম হয়। তবে যদি লিঙ্ক রিফ্রেশ করে কাজ না হয়, তাহলে উপরের পদ্ধতিগুলো কাজে লাগাবেন।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৫
বটের ফল বলেছেন: দা ডার্ক নাইট এর পর আর বলার কিছু থাকেনা।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
লজিক মানুষ বলেছেন: কি ডাউনলোড দিছেন? সেটা আগে জানা দরকার।