নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাস ফড়িং

গ্রাস ফডিং

আমি সবসময় ইতিবাচক মনভাবাপন্ন।

গ্রাস ফডিং › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিকে ৯৭.৯২% পাস, ইবতেদায়ীতে ৯৫.৯৮%!

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯


বছর দুয়েক আগে আমি ৫ম শ্রেনীর এক ছাত্র পড়িয়েছিলাম। অভিভাবকের অনেক উচ্চাশা ছেলে PEC Exam দিবে। প্রথম দিন গেলাম পড়াতে ! মাথায় হাত! বাংলা বর্ণমালা গুলোও পড়তে পারে না। সরাসরি অভিভাবককে বললাম, আমার পক্ষে ওকে কোনভাবে পাশ তো দূরের কথা ফেল করানোও সম্ভব না। অভিভাবকের অনুমতিক্রমে আমি তাকে বর্ণমালা পড়াতে শুরু করলাম। বছর শেষ। ছাত্রটি পরীক্ষায় অংশগ্রহন করলো। রেজাল্ট হল। ফলাফল! যা হওয়ার তাই হল।
কিন্তু আমার বিবেক বলে - '' আমিই ফেল করলাম!''
এবার পড়িয়েছিলাম প্রায় ৪০ জন। তাদের মধ্যেও ...............আর বলতে চাই না।
পুনশচঃ একটা সময় এরাই এ দেশকে চালাবে। বাংলাদেশ নিয়ে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
শিক্ষার মান এভাবেই বাড়বে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫

ফেরদাউস আল আমিন বলেছেন: মাদ্রাসার এক পরিচিত জন এই তো কিছুদিন আগে আমাকে জানালেন তার এলাকার পরীক্ষার বর্তমান অবস্থা জানালে। বললেন তার মাদ্রাসা কি রকম ভাবে পরীক্ষা পরিচালনা করা হচ্ছেঃ-

-- কি রকমভাবে? আমার প্রশ্ন!
-- সরকারের থেকে পরিদর্শক এসে মাদ্রাসা কর্তৃপক্ষকে বললেন, পরীক্ষায় যারা লিখতে পারবে না, তাদের উত্তর আপনারা নিজে লিখে দেবেন।
-- তাই, নাকি এই "উন্নতি" দেশের!
-- না হইলে পাশের হার এরকম হয়।

সত্য কি মিথ্যা জানি না, তার থেকে শোনা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৮

কলাবাগান১ বলেছেন: জামাতি রা আছে কিভাবে রটনা কে সত্য বলে স্হাপন করা যায়...... কত লক্ষ ছাত্র/ছাত্রী পরীক্ষা দিয়েছে যদি ধরে নেই আপনার অভিযোগ সত্য..। একটা কেন্দ্রে যৈ ন্যূনতম ভাবে ও যদি ১০০০ হাজারের মধ্যে ২০-৩০ জনের উত্তর পত্র শিক্ষক লিখে দিয়ে থাকে, তাহলে সারা দেশে কত ঘন্টা লেগেছিল শিক্ষকদের এত লক্ষ ছাত্র/ছাত্রীর উত্তরপত্র লিখে দিতে.... আপনি নিজেও শিওর না তবে গুজব রটানোর জন্য ই এই কমেন্ট করলেন.........।

এত স্কুলের শিক্ষকরা আছেন খাতা দেখার জন্য তার মধ্যে ৫০% তো সরকার বিরুধী হতে পারে কই তাদের মধ্যে থেকে ১০ জন শিক্ষক ও এসে সরাসরি বলছে না যে তাদের কে নির্দেশ দেওয়া হয়েছিল যে ছাত্র/ছাত্রীর উত্তর পত্র লিখে দিতে? আপনাদের কেন গা জ্বলে তা বুঝতে কস্ট হয় না

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮

কলাবাগান১ বলেছেন: "এবার জেএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫২ জন কমে গেছে। এর মধ্যে ঢাকা বোর্ডেই অর্ধেকের বেশি কমেছে।"

৪| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩০

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.