![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন যোদ্ধাজাতি কালামগণ বুদ্ধকে দর্শন করতে এসে, তাঁরা বুদ্ধকে বললেন- ভদন্ত, আমাদের এখানে যে সব সাধু সন্ন্যাসী ও শাস্ত্রবিদগণ আসেন, তাঁরা সবাই নিজেদের মতবাদকে বড় করে দেখান, ফলাও করে বলেন, প্রশংসা করেন এবং পরধর্মকে নিন্দা করেন, সমালোচনা করে উড়িয়ে দেন, তাতে শুধু আমাদের মন সংশয়াচ্ছন্ন হয় । কার কথা সত্য, কার কথা মিথ্যা, আমরা বুঝতে পারিনা। কোন মতটি গ্রহণীয়, কোন মতটি পরিত্যাজ্য জানতে পারিনা, শুধু আমরা বিভ্রান্ত হই ।
তখন বুদ্ধ বললেন-'বিভ্রান্ত হবারই কথা,এতে সন্দেহ আসা বিচিত্র নয় ।
-হে কালামগণ,শোনা কথায় বিশ্বাস করিও না ।
বংশপরম্পরায় প্রচলিত বলে বিশ্বাস করিও না ।
সর্বসাধারণে এটা বলছে বলে বিশ্বাস করিও না ।
ধর্মগ্রন্থে লিখিত আছে বলে বিশ্বাস করিও না ।
গুরুজন বা বয়োজ্যেষ্ঠরা বলছে বলে বিশ্বাস করিও না ।
কারো ব্যক্তিত্বের প্রভাবে অভিভূত হয়ে বিশ্বাস করিও না ।
তর্কের চাতুর্যে বিশ্বাস করিও না ।
নিজের মতের সাথে মিল আছে বলে বিশ্বাস করিও না ।
দেখতে সত্য বলে মনে হয়-একারণে বিশ্বাস করিও না ।
কালামগণ বুদ্ধকে প্রশ্ন করলেনঃ- তাহলে আমাদের কি করা উচিত ?
কি অভিজ্ঞা আমরা প্রয়োগ করব ?
তার জবাবে বুদ্ধ বললেন - এই সেই অভিজ্ঞা । নিজেদেরকে জিজ্ঞেস কর - এগুলো অযোগ্য কিনা, এগুলো নিন্দার্হ কিনা ।
এগুলো জ্ঞানী ব্যক্তিদের দ্বারা নিন্দনীয় কি না ।
এগুলো দুঃখ দুর্দশার দিকে পরিচালিত করে কি না ?
হে কালামগণ - নিজের বিচার বুদ্ধি, বিচক্ষনতা প্রয়োগ করে যদি দেখতে পাও- এগুলো যুক্তির সাথে মিলে এবং নিজের ও সকলের জন্য মঙ্গলজনক, কল্যাণকর, তাহলে সেটা গ্রহন করবে, এবং সেই অনুযায়ী জীবন যাপন করবে।
_অঙ্গুত্তর নিকায়
http://www.accesstoinsight.org/tipitaka/an/an03/an03.065.soma.html
©somewhere in net ltd.