![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ সরল মানুষ। একা একা ভাবতে ভাল লাগে ।
বাংলাদেশ রক্ত ঝরা৭১ এ স্বাধীনতা অর্জন করেছে ঠিকই সাথে করে বলদ প্রজাতির নাগরিক পেয়েছে বটে। কেউ এক পক্ষকে গালি দিচ্ছে আবার কেউবা বক্তিতা শুনে হাত তালি দিচ্ছে।
আমার প্রশ্ন কয়জন বুঝে কাজ গুল করছে?
স্বাধীন দেশের নগরিক হিসাবে , আমাদের স্বাধীন ভাবে রাজনিতিক দলকে সমর্থনকরার কথা ছিল। কিন্তু কয় জন তাঁর ইচ্ছা মত সমর্থন করছে?
সমর্থনক পুরো প্রক্রিয়া একটা সিস্টেম এর মধ্যে দিয়া আসে। যেমন আমার বাবা মা আওয়ামীলীগ সমর্থন করে , তাই আমিও আওয়ামীলীগ। আমার বাবা বি এন পি করে , তাই আমিও বি এন পি সমর্থন করব। পাড়ার বড় ভাই আওয়ামীলীগের নেতা সে আমাকে মারামারিতে সাপোর্ট করে তাই আমি আওয়ামীলীগ। বি এন পি সরকার ক্ষমতায় ,বি এন পি এর ভাইরা মারামারিতে সাপোর্ট করে তাই আমি বি এন পি ।
আমাদের ছোট থেকে বড় হওয়া কার না কার বদনাম শুনে , তাই আমরাও কার না কার বদনাম করি।
একবারের জন্য চিন্তা করি না, যে বাবা মারাও ভুল জানতে পারে। এইভাবে আমরাও নতুন প্রজন্ম ভুল শিক্ষা দিব। আসলে আমরা আমাদের স্বাধীন ভাবি কিন্তু আমরা স্বাধীন না । আমরা আমাদের বিবেক কে সমালোচনার বেড়াজালে আটকে ফেলেছি। আমারা চাইলেই নিজের মত করে চিন্তা করতে পারি না।
আমারা সবাই বালিশ খেলা সম্পর্কে জানি যেখানে , কয়েকজন মানুষ গোল হয়ে বসে থাকবে। একদিক দিয়া সুর বাজবে কিছু খনের জন্য । তাদেরকে একটা বালিশ দাওয়া হবে সেটা একজন আরেকজনের কাছে দিবে । সুর বন্ধ হওার সময় যার হাতে বালিশ থাকবে , সে খেলা থেকে আউট।
আমাদের নেতারা খেলতে বসেছে, এর বালিশ এর স্থানে দেশের বর্তমান পরিস্থিতি দোরে খেলা শুরু হয়। কন কিছু ঘটলে , সরকারি দল সেকেন্ড এর মধ্যে বিরোধী দলের হাতে দিয়ে দেয়। আবার সেকেন্ডে বিরোধী দল সরকারি দলের হাতে দিয়ে দেয় ।
সরকারি দল বলে "এইসব বিরোধী দলের কাজ , এর দায়ভার আপনাদেরই নিতে হবে"
আর বিরোধী দল বলে "সরকার পরিকল্পিত ভাবে কাজটি করেছে, এর দায়ভার আপনাদেরই নিতে হবে
কিন্তু, দুঃখের বিষয় এই খেলায় কোন নেতা / নেত্রী আউট হয় না । কারণ সুর তো বন্ধ হয় না একটার পর একটা লেগেই থাকে ।
আমারা যারা বংশীয় ভাবে যার যার সমর্থনে , হাত তালি দি বা গালি দি এর থেকে বেশী কিছু না।
©somewhere in net ltd.