নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের কথা ভেবেই , মানুষ এর উপকার কারা উচিৎ \nhttps://volkig.com/

গাজী রাসেল

সহজ সরল মানুষ। একা একা ভাবতে ভাল লাগে ।

গাজী রাসেল › বিস্তারিত পোস্টঃ

বাঙালি দের যেটা মানা করা হয় সেটা তারা বেশী করে করে।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২০

দুই জন লোক ভুল করে এক শহরে ঢুকে গেল। সে খুব চিন্তিত এ কথায় চলে আসলাম। কিছু দূর সামনে আসার পর নিচের সাইন বোর্ড টি দেখতে পেল। অনেকক্ষন পড়ার চেস্টা করে।তারপরও বুঝল না এইটা কোন ভাষা ।
লোকটি বুদ্ধি করে ফোটো নিয়ে গুগল ভাইয়া কাছে সার্চ দিল কি লিখা জানার জন্য । সে দেখল লিখা আছে " এখানে ময়লা ফেলা নিষেধ "
ট্যাঁস করে বুঝে ফেলল যে আমি ‪#‎ঢাকা‬ এ ঢুকে পরছি।
তাঁর সাথের জন অবাক " আপনি কেমনে বুঝলেন ???
তিনি উত্তর দিলেন " বাঙালি দের যেটা মানা করা হয় সেটা তারা বেশী করে করে।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/gazi420/gazi420-1471976414-4a5bbc1_xlarge.jpg

ঢাকা পরিষ্কার রাখার জন্য অনেক অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিসন্ধেহে খুবেই ভাল উদ্যোগ ।
গুঁটি কয়েক মানুষ পুরো ঢাকাকে পরিষ্কার করতে পারবে না। সবাই নিজ নিজ স্থান থেকে কাজ করতে পারি।
আমার দেশ , আমার শহর , আমার বাড়ি , আমার ঘর এই ভেবেই নিজে শুরু করা উচিৎ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৪

মহা সমন্বয় বলেছেন: যেখানে সেখানে ময়লা ফেলানোটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ছোট সময় থেকেই অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুল,কলেজ,মাদ্রাসা এবং মিডিয়া এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.