নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের কথা ভেবেই , মানুষ এর উপকার কারা উচিৎ \nhttps://volkig.com/

গাজী রাসেল

সহজ সরল মানুষ। একা একা ভাবতে ভাল লাগে ।

গাজী রাসেল › বিস্তারিত পোস্টঃ

যায় দিন ভাল আসে দিন খারাপ!!!

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮




যায় দিন ভাল আসে দিন খারপ, প্রচলিত কথাটি সাথে অনেকেই পরিচিত। সময় এবং সমু্দ্রের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নিয়ম মাফিক সময় তার গতিতে ধেয়ে যাচ্ছে, ধরার সাধ্যই বা কার।দেখতে দেখতে ২০১৭ পার করে ২০১৮ চলে আসলো।
এই রকম কোন এক সময় , মনে হয়ে ছিল যে ২০১৫ সালটা তাও ভাল কেটেছে, কিন্তু ২০১৬ টা একদাম বাজে কাটলো। তারপর কেটেগেল অারো একটা বছর। তখন মনে হল ২০১৬ সাল টা ভালই ছিল কিন্তু ২০১৭ টা খুব বাজে কাটলো ।
আসলে, সময়টাকে উপলব্ধি করাটাই অপারগতা ব্যাপার। সময় টা তো টিকই আছে , এই বছর গুলোতে কারো না কারো খুব ভাল সময় কাটিয়েছে। তারা হয়তোবা চাইবে সে সময় গুলো যাতে বার বার ফিরে আসে তাদের জীবনে।
ঘটনাটি ২০১৭ সালে মাস বা তারিখটা সঠিক মনে নেই,
=> হাতিরপুল থেকে নীলখেত হয়ে পলাশী বাজার যাবো। তখন চোখের দৃষ্টি টানলো, এক লোক ঠেলাগাড়ি টানছিল। ঠেলা বোঝাই বড় বড় ড্রাম। পিছনে ঠেলাটি ঠেলছে একটি পিচ্চি বয়স খুব বেশী হলে ৯ কি ১০ হবে। পিচ্চি ঠেলছে আর বলছে, আব্বা খিদা লাগঠে, আর পারুমনা।
লোক: মলিন চেহারায় বলল, এই তো বাবা , আর অল্প একটু আছে । তার পরই আমরা খামু।
পিচ্চি: আর কত একটু একটু কইতে কইতে গাবতলী থেইকা এইখানে। আব্বা সত্যি কইরা কও তো সদরঘাট এখান থেকে কত দূর???
লোক: এইতো আর অল্প একটু।

এই বলতে বলতে যেতে থাকলো। তারপর আমার খুব জানতে ই্চ্চা করছিল পিচ্চিটা কি খেতে পেরে ছিল??
কি দিয়ে তার দুপুরের খাবার সর্ম্পূন হয়ে ছিল? সময় সাথে সব কিছু ই চলে যায় কিন্তু কিছু জিনিস শুধু শুধুই মনে পরে।ভাবায় আরকিছুই না।
তার পরও সবাইকে ২০১৮ / ইংরেজি নবর্বষ এর শুভেচ্ছা। সবাই ভাল থাকবেন ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

শামচুল হক বলেছেন: কষ্টের কথা।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: আসলে ভাল/খারাপটা ব্যাক্তিবিশেষের উপর নির্ভর করে।।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫২

নিতাই পাল বলেছেন: আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

এখানে মডারেশনের কোনও ভূমিকা না থাকলে, দীর্ঘ ৫মাসেও আমার করা পোস্টগুলো প্রথম পাতায় প্রকাশ পায় না কেন? এই স্বনামধন্য ব্লগের সবার কাছে আমার জিজ্ঞাসা।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বেশ কষ্ট পেলাম।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: আহারে ---

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: দিনকে দিন মানুষের কষ্ট বোধহয় বাড়তে থাকে। কারও কারও অবশ্য সদ্গতি হয়।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই খারাপ লাগে ছোট ছোট শিশুদের কাজ করতে দেখলে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.