![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ সরল মানুষ। একা একা ভাবতে ভাল লাগে ।
কথা ছিল ভর দুপুরে টেপ টেনিসের দুই ওভার
কথা ছিল ম্যাচ জিতলে হবে দুই লিটার।
কথা ছিল এক সিগারেটে পাঁচ-ছয় জনের ভাগ
করোনার দুষ্টুমিতে এসব না হয় আজ থাক।
কথা ছিল পলাশীর মোড়ে মনিরের রং চা
কথা ছিল সেন্টুর গাঁজা, যা তুই গিয়ে খা।
কথা ছিল আম গাছে, ঢিল তুই মার আগে
কথা ছিল লবণ মরিচ আনবি পকেট ভরে।
কথার কথা যাই থাক হচ্ছে না আর কিছু
করোনা আমায় আঘাত করেছে, ছাড়ছে না আমার পিছু।
দেয়া কথা সবই হবে, হলো না হয় শুধু আজ
এমন করে ভালো থাকুক আমার বাংলা সমাজ।
২| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০৬
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।
০১ লা জুন, ২০২০ রাত ৯:৩১
গাজী রাসেল বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। আপনার মন্তব্যের জন্য।
৩| ০১ লা জুন, ২০২০ রাত ৯:১৫
সাদা মনের মানুষ বলেছেন: কথাগুলো আজ না হয় থাক, করোনাকালের পর সবই হবে আবার......ছন্দ ভালো লেগেছে।
০১ লা জুন, ২০২০ রাত ৯:৩২
গাজী রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৫
মীর আবুল আল হাসিব বলেছেন: চমৎকার!!!