![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ সরল মানুষ। একা একা ভাবতে ভাল লাগে ।
আমি একটা কবিতা লিখতে চাই,
যে কবিতায় থাকবেনা কোন বিচ্ছেদের পঙতি,
থাকবেনা রোমান্টিক কোন লাইন।
থাকবে শুধু হাহাকার, আর থাকবে বিষাদ লাইন।
আমার কবিতায় কেউ মানচিত্র খেতে চাইবেনা,
চাইবেনা কেউ ভালবাসা।
পদ্মা নদীর তীরে বসে বলবে বিদেশী ভাষা।
ধষির্ত তোমার বনলতা সেন, ধষির্ত চারুলতা
ঘুম থেকে তুমি উঠবে কবে কাটবে অলসতা।
এই সমাজে ঘুনে ধরেছে, দেখ নাই কি তুমি,
সমাজ যাক ভেস্তে আমি কাড়িকাড়ি টাকা গুনি।
কবিতা আমার শেষ হচ্ছে নাকো, নয় এটা শেষ লাইন,
পরেরটা লিখবো আবার থাকুন অনলাইন।
২| ২৮ শে মে, ২০২১ রাত ২:২৬
জটিল ভাই বলেছেন:
কবিতা বড্ড ফাইন!
পরেরটার জন্য কি আরো ১ বছর চাইন?
৩| ২৮ শে মে, ২০২১ রাত ৩:০০
সেলিম আনোয়ার বলেছেন: লিখে ফেলুন।
৪| ২৮ শে মে, ২০২১ রাত ৩:১২
কামাল১৮ বলেছেন: একে অন্যের উপকার না করলে এই সমাজ টিকবেনা।আমাদের নিজের সার্থেই এটা করা প্রয়োজন।
৫| ২৮ শে মে, ২০২১ সকাল ৮:৪৯
শেরজা তপন বলেছেন: ' থাকবে শুধু হাহাকার আর থাকবে বিষাদ লাইন'
..............'সমাজ যাক ভেস্তে আমি কাড়াকাড়ি( নাকি কাড়িকাড়ি) গুনি।'
এদুটো লাইনে বড্ড অমিল- ভাষয় কি দু'জনের?
২৯ শে মে, ২০২১ রাত ১১:১৬
গাজী রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য। আসলে এমনেই লিখলাম। কবি হতে চাইনি। হতেও পারবোনা।
তারপরও যে আমার এই লিখাটা আপনি পড়েছেন তাতেই আমি অনেক খুশি হলাম।
৬| ২৮ শে মে, ২০২১ সকাল ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার বক্তব্যে বৈপরীত্য রয়েছে, পারম্পর্য নেই।
২৯ শে মে, ২০২১ রাত ১১:২২
গাজী রাসেল বলেছেন: আসলে কবিতার আমাকে সব সময় অবাক করে। কবিতার ছন্দ, কবিতার শব্দ, কবিতার গল্প।
আমার ছন্দতেই কেমন এলোমেলো হয়ে যাই। আর কবি হওয়ার ইচ্ছাটাও আমার তেমন নেই। তবে আমার এই লিখাটা পড়েছে আপনি আপনাকে ধন্যবাদ। তবে কোন পরামর্শ পেলে খুশি হবো।
৭| ২৮ শে মে, ২০২১ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: কবিতা লিখেছেন।
এবার ভালো কিছু করুন।
৩০ শে মে, ২০২১ রাত ১:৩৬
গাজী রাসেল বলেছেন: ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাইজানকি আমার লেখায় রাগ করলেন বা মনে কষ্ট পেলেন?
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০২১ রাত ২:০৯
আমি সাজিদ বলেছেন: আমরা অবশেষে একজন শান্ত কবি গাজী সাহেবকেও পেলাম। চমৎকার।