![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলে আপনাকে স্বাগতম। আমি গাজী মিজানুর রহমান, ৩৫ বিসিএসের একজন ক্যাডার। যদিও এর আগে পূবালী ব্যাংক লিমিটেডে প্রায় এক বছর সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেছি । আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। আমার বাস্তব জীবনের অভিজ্ঞা থেকে বিসিএস ও ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে নিয়মিত ফেইসবুক ও ইন্টারনেটে লেখালেখি করি। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার উপর সাজেশনভিত্তিক একটি বই লিখেছি; বইটির নাম- BCS Preliminary Analysis
অামরা প্রায়ই "ভালোবাসার সংজ্ঞা" খুঁজে বেড়াই, অাসুন তাহলে কবিতার মাঝেই সেই কাঙ্ক্ষিত সংজ্ঞাটি একটু খোঁজার চেষ্টা করি দেখি...
ভালোবাসার সংজ্ঞা
গাজী মিজানুর রহমান
অবুঝ মনের কিছু স্বপ্ন চাওয়া
যা হয়তো কখনো হয় না পাওয়া,
স্বপ্ন দেখে ,স্বপ্ন ভাঙে
ভাঙা-গড়ায় হৃদয় মিলে।
প্রহর গোনে কাটে বেলা,
স্বপ্ন অাঁকে সারা বেলা।
শ্রাবণ দিনে মনে পড়ে,
উদাস দুপুরে ক্ষণে ক্ষণে।
মান-অভিমানের পালা শেষে
পাশে বসে মুচকি হাসে।
তোমার ভাষা অামার ভাষা
প্রকাশ করে মনের ভাষা,
চোখের কোণে হাসি-ব্যথা
তার-ই নাম ভালোবাসা।
দু'নয়নের বোঝলে ভাষা
তাকে-ই বলে ভালোবাসা।
©somewhere in net ltd.