![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলে আপনাকে স্বাগতম। আমি গাজী মিজানুর রহমান, ৩৫ বিসিএসের একজন ক্যাডার। যদিও এর আগে পূবালী ব্যাংক লিমিটেডে প্রায় এক বছর সিনিয়র অফিসার হিসেবে চাকরি করেছি । আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। আমার বাস্তব জীবনের অভিজ্ঞা থেকে বিসিএস ও ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে নিয়মিত ফেইসবুক ও ইন্টারনেটে লেখালেখি করি। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার উপর সাজেশনভিত্তিক একটি বই লিখেছি; বইটির নাম- BCS Preliminary Analysis
আমার বাংলা, আমার স্বদেশ
গাজী মিজানুর রহমান
আমার বাংলা, আমার স্বদেশ
যাতে আমি করেছি নিবেশ
বদলাতে চাই এই দেশ
যেথায় ঘুমায় দরবেশ!
আমি জানাই আহূতি
যার আজ দুর্গতি
আয় আয় তোরা ফিরে আয়
আমার এই স্নিগ্ধ-কোমল বাংলায়।
যেথায় ঘুমায় লাখো শহীদের মাথা
যা আজ মোরা আপন স্বার্থে দিয়েছি যাতা।
অকুতোভয়ে জীবন দিয়েছে যাঁরা
তাঁদের আজ মোরা করেছি সারা।
জীবন নিয়ে যাঁরা করেছিল বাজি
আজ মোরা তা দিতে নাই রাজি।
আয় আয় তোরা ফিরে আয়
আমার স্বদেশ বাংলায়।
হয়তো ভয় পাচ্ছিস তোরা,
এই কেমন বাংলা
যেথায় মানুষগুলো নিত্য-নতুন
করছে শুধু হামলা!
তাই বলে ভয় পাচ্ছিস তোরা
থামিয়ে দিবি রথ-
ভুলে গিয়ে জীবনের গতিপথ?
আমি বলি- আয় আয় তোরা
ফিরে আয় আমার স্বদেশ বাংলায়
মোরাই গড়ে নিবো, মোদের মতো করে
মোদের এই সবুজ- সোনার বাংলা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫
গাজী মিজানুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ @তুহিন, ওকে
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
এম এইচ নাজমুল বলেছেন: আধুনিকতা নামক পরগাছার ছায়ায় আশ্রয় নিতে ব্যস্ত সবাই। আহবান শোনার সময় কই..?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
গাজী মিজানুর রহমান বলেছেন: একেবারে সত্যি কথা@ নাজমুল
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
গাজী মিজানুর রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন@ নাজমুল, ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার কবিতা,
একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক