নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে সঠিক পথ প্রদর্শন করাই আমার কর্তব্য।

gazi salah uddin

gazi salah uddin › বিস্তারিত পোস্টঃ

দেশ কোথায় যাচ্ছে জানিনা।

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:১৪

বাংলাদেশে মসজিদ যখন ভোটকেন্দ্র, দেশ কোথায় যাচ্ছে জানিনা।লাইনদিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করছে মানুষ । বারান্দায় রাখা টেবিলের উপর ব্যালট পেপার এবং ভোটের বাক্স স্প্ট দেখা যায় কিন্তু ফেসবুকে দেখলাম কিছু দলকানা নাকি দেখে ওটা একটা স্কুল!! নাউজুবিল্লাহ । মসজিদকে ওরা স্কুল দেখে.....।সেই সব দলকানা আর চোখ কানাদের জন্য ছবিটি দেখার অনুরোধ থাকল দেখেন লাল বৃত্তের মধ্যে কি লেখা ( বুথ নং পুরুষ) তার মানে আশে পাশে মহিলা বুথ ও ছিল!!)কি অবাক হচ্ছেন ? না এটাই সত্য যা ঘটেছে আজ ৪/০৬/২০১৬তে শরীয়তপুরের প্রিয় কাটি কানেশ্বর বাইতুল আমান জামে মসজিদ এটি । এটি ১৯৯৩ সালের ৫ মার্চ উদ্ভোধন করা হয় ।মসজিদে ভোট গ্রহন দৃশ্য দেশ কোন দিকে যাচ্ছে কেউ কি জানেন ???ভোটার বিহীন নির্বাচনের প্রধানমন্ত্রী সারা দেশে দলীয় লোকদের মেম্বার চেয়ারম্যান বানানোর জন্য নিজের মতই ভোট ছাড়া নির্বাচনের যে ফর্মূলা চালু করল তাতেই এ পর্যন্ত ১৩৩ জন মারা গেল! এখন সে মারামারীটাকে মসজিদের মধ্যে নিয়ে এসেছে । এই দু:সাহস কোথা থেকে পেল?? কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত প্রতিটা নির্বাচনী অফিস, থানা ডিসি কার্যালয় সহ প্রশাসনের সব খানে হিন্দুদের রামরাজত্ত্ব । সরকার কি তা হলে তার দলীয় কয়েক কুটি মুসলমানদের বিশ্বাস করেন না । তা হলে প্রশ্ন মসজিদে ভোটকেন্দ্র চালু করে খুনের দরীয়া বসিয়ে দেয়ার এমন কাজ কাদের প্ররোচনায় ? প্রশ্ন করুন আপনার বিবেককে ??? শাসনের নামে এ কেমন জাহিলিয়াত ? মানুষের বিবেক কি মরে গেছে ? নব্য ফেরাউন শাসনের আবির্ভাব কি আমাদের সামনেই , যদি তাই হয় তাহলে বলার কিছুই থাকবেনা চেয়ে দেখা ছাড়া !!!জানিনা বাংলাদেশের মানুষের বিবেক কবে জাগ্রত হবে , তা নাহলে অপেক্ষা করতে হবে কখন আদ, সামুদ জাতির মত আল্লাহ আমাদের দেশেও না আসমানি গজব দেয় হয়তো (আল্লাহু তাআলা) সেদিন বেশি দূরে নয় কারন জালিম সীমালংগন কারি শাসকের যখন উদয় হবে তখন আমাদের ও অধপতন হবে এটাই স্বাভাবিক। তাই আল্লাহর কাছে ক্ষমা প্রাথনা ছাড়া আমাদের আর কিছুই করার নেই মুনাফিকদের চরিত্র এভাবেই ফুটে উঠে .........।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: এটা খুবই কষ্টকর সংবাদ।

২| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:২৪

টুথব্রাস বলেছেন:





বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহ‍ৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়‍ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।

একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধার‍াই বদলে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুম‍ুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগ‍ালি শুরু করে দিয়েছে।

প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.