নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশের সাধারন পাবলিকের একজন

গেন্না বয়

গেন্না বয় › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া জনগনের নেত্রী হতে হলে, জনগনের কাছে যেতে হবে।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আজ পত্রিকায় পড়লাম ২৯ তারিখের সমাবেশ উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছেন - আমি না থাকলেও নয়াপল্টনে আসুন। কি চমৎকার সমাবেশ ডেকে, ওনি এসি রুমে বসে টিভিতে দেখবেন ওনার চেলা চামচারা কি ধ্বংসজজ্ঞ চালায়।



বিগত টানা অবরোধের সময় উনি আদালতে হাজিরা দিতে যান নি । কারন হিসাবে রাস্তার নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। কি অদ্ভুদ কথা অবরোধ ডেকে রাস্তায় নিরীহ মানুষ পুড়িয়ে মারছেন। আর নিজে এসি রুমে বসে টিভি দেখছেন আর বলেছেন রাস্তায় নিরাপত্তা নেই।



খালেদা জিয়া, জনগনের নেত্রী হতে হলে, জনগনের কাছে যেতে হয়। জনগনের থেকে দূরে থেকে, জনগনকে বিপদে ফেলে, নিজে নিরাপদে থাকলে জনগনের নেত্রী হওয়া যায় না। তাই বোধহয় জনগন আপনাকে ডাকে ম্যাডম। আর শেখ হাসিনাকে ডাকে বুবু।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ইউরো-বাংলা বলেছেন: আমি না থাকলেও নয়াপল্টনে আসুন। ঐ মিয়া বুঝতে ভুল করেন কেনো ? দেশে যেভাবে ধর-পাকর শুরু হয়েছে এবং খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্ধি করে রাখা হয়েছে। সেই পেক্ষাপটেই উনি এই কথা বলেছেন।

এবং দেশের মানুষও আশংকা করছে এই ফ্যাসিষ্ট সরকার হয়ত খালেদা জিয়াকে গ্রেফতার করবে।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

গেন্না বয় বলেছেন: গ্রেফতার হলে হবে। গ্রেফতারে এত ভয় কিসের ? রাজনীতি মানে কি শুধু এসি রুমে বসে থাকা ? রাজনীতি করতে হলে তো পুলিশের বাড়ী খেতে হবে, জেলে যেতে হবে, রোদে পুড়তে হবে, ঘাম ঝরাতে হবে। তবে না জনগনের কাছে যাওয়া যাবে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ভোরের সূর্য বলেছেন: আপনার সাথে সহমত যে খালেদা জিয়াকে সব ভুলে নতুন করে আবার জনগণের কাছে যেতে হবে এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।
আগে হরতালের সময় দেখতাম যে হরতালের আগের দিন বিএনপি নেতারা রাস্তায় রাস্তায় পাবলিকের কাছে যেয়ে লিফলেট বিতরণ করছে হরতাল সফল করার জন্য। ব্যাপারটা ভালই লেগেছিল।

আমরা সাধারণ জনগনও কিন্তু আওয়ামীলীগের এসব পছন্দ করছিনা কিন্তু আন্দলনে শরিক হতে পারছেনা কারণ বিএনপি কে কেউ বিশ্বাস করছে না। তাই ভোটের সময় যেমন সবাই জনগণের কাছে যায় তেমনি জনগণ কে অনুরোধ করে এবং বুঝিয়ে এই আন্দোলনে নিতে হবে এবং অবশ্যই সহিংসতা এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

গেন্না বয় বলেছেন: গ্রেফতার হলে হবে। গ্রেফতারে এত ভয় কিসের ? রাজনীতি মানে কি শুধু এসি রুমে বসে থাকা ? রাজনীতি করতে হলে তো পুলিশের বাড়ী খেতে হবে, জেলে যেতে হবে, রোদে পুড়তে হবে, ঘাম ঝরাতে হবে। তবে না জনগনের কাছে যাওয়া যাবে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

সাইলেন্ট কিলার বলেছেন: " মার্চ ফর ডেমোক্রেসিতে থাকবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের উপস্থিতির বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন, দলটির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজউদ্দিন আহম্মেদ।"
লিংক
লীগের দালালদের চুলকানি শুরু হয়ে গেছে।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

ভোরের সূর্য বলেছেন: তবে আপনার একটা ব্যাপারে একমত না। সেটা হল বর্তমান পরিস্থিতীতে আসলে খালেদা জিয়া বাইরে বেড় হতে পারছেন না ইচ্ছা করলেও কারন তাকে প্রায় অবরুদ্ধ করতে হবে।আর জনগণের কাছে যাওয়া মানে কিন্তু খালেদা জিয়াকে সবার দ্বারে দ্বারে যেতে হবে।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

পাঠক১৯৭১ বলেছেন: উনি আর বের হওয়ার সুযোগ খুব একটা পাবেন না; শিবির উনার কাজ চালিয়ে যাবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

গেন্না বয় বলেছেন: বিএনপি জামাত ভাই ভাই
আওয়ামীলীগের রক্ষা নাই

ছাত্রদল শিবির ভাই ভাই
আওয়ামীলীগের রক্ষা নাই

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

সায়েব আহমেদ শাকিল বলেছেন: বাস্তব সম্মত না আপনার কথা গুল। যদি খবররা খবর দেখতেন ঠিক মত এই ধরনের পোস্ট মারতেন না । আশা করি আপানার ভুল ভাংবে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

গেন্না বয় বলেছেন: তা বাস্তব সন্মত খবরটা কি ? গ্রেফতারে এত ভয় কিসের ? রাজনীতি মানে কি শুধু এসি রুমে বসে থাকা ? আর ক্ষমতায় যাবার জন্য মানুষ পুড়িয়ে মারা। আর ক্ষমতায় গিয়ে বিরোধীদলের উপর গ্রেনেট মারা।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

গান পাগলা বলেছেন: চুলকানি আছে নাকি ভাই?

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

মুহসিন বলেছেন: না যাওয়াই ভালো। গেলে খালেদার কিছু হলে সহিংসতা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বেনা তার নিশ্চয়তা কোথায়। আমরা সাধারণ মানুষেরা আর রাজনৈতিক হানাহানি দেখতে চাইনা।

হাসিনা খালেদা চুক্তি করে ৫ বছর ৫বছর করে দেশ শাসন করলেই পারে। কি আছে পরস্পর আরেকটু সহিষ্ণু হয়ে দেশবাসীকে একটু শান্তি দিলে?

যে দলই ক্ষমতায় যায় বা বিরোধী দলে যায়, নায়ক আর ভিলেন এর পাট শুধু বদল হয়, বাকী দৃশ্য সব একই।

কোন উন্নত দেশে এ দৃশ্য দেখিনা আমরা।

কবে আমাদের দেশের লোকজন পরস্পর পরমতসহিষ্ণু হবে, সেটা সময়ই শুধু বলতে পারবে।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

দখিনা বাতাস বলেছেন: যাইতে কইলেও যাইবো না। বাসায় বইসা হিন্দি ছবি দেখবো। বিএনপি সবসময় ধান্দায় থাকে, আন্দোলনেও সেই একি কাহিনী। যদি জামাতরে দিয়া হইয়া যায় সব-- ঐ ধান্দায় আচে ম্যাডাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.