নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশের সাধারন পাবলিকের একজন

গেন্না বয়

গেন্না বয় › বিস্তারিত পোস্টঃ

নৌকায় ভোট দেয়ায় স্ত্রীকে তালাক

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

ছোট দেবর নুরুল বশর ভাবীকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রদানের অপরাধে বড়ভাই স্ত্রীকে তালাক দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ৫ জানুয়ারী রবিবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কান্্জর পাড়া এলাকায়।



আওয়ামী লীগ হোয়াইক্যং ৫ নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি মেম্বার ছৈয়দ হোছাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



স্থানীয় সুত্রে জানা যায়-কানজর পাড়া এলাকার গোদার ডেইল পাড়ার মৃত হাকিম আলীর পুত্র বিএনপি সমর্থিত দিন মজুর তাজুর মুল্লুকের (৩৬) স্ত্রী উখিয়া উপজেলার বালুখালী এলাকার মৃত মুক্তিযোদ্ধা পাটোয়ারীর কন্যা আনোয়ারা বেগমকে (৩০) নিয়ে দেবর নুরুল বশর সকাল সাড়ে ১০টায় স্থানীয় কান্জর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে উখিয়া-টেকনাফ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান বদির পক্ষে নৌকা প্রতীকে ভোট দেয়।



স্ত্রী নৌকায় ভোট দেয়ার খবর পেয়ে তেলে-বেগুনে জ্বলা স্বামী আর কোন দেরী না করে ঘরে পৌঁছা মাত্রই তালাক নামক তীরটি ছুঁড়ে মারে স্ত্রীর দিকে। স্বামীর দেয়া জঘন্য তম এই শব্দ শুনে কিংকর্তব্যবিমূঢ় সাত সন্তানের জননী স্ত্রী আনোয়ারা তাৎক্ষণিক স্বামীর ঘর ত্যাগ করে।



স্ত্রী আনোয়ারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে স্বাধীন নাগরিকের পরিচয় দেয়ায় স্বামী তাজুর মুল্লুক ব্যক্তি স্বাধীনতা খর্ব করেছেন বলে অভিযোগ করেন স্থানীয় আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দিলু।



তিনি স্বামী তাজুর মুল্লুকের দৃষ্টতাপূর্ণ আচরণের শাস্তি দাবী করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।



সূত্র

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

মিরপুর থেকে বলেছেন: লোকটি সাহশী বটে। B-)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

গেন্না বয় বলেছেন: B:-) B:-) B:-)

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

সংবাদিকা বলেছেন: এটার জন্য তালাক দেওয়া দুঃখ জনক..

ঐ এলাকায় নৌকার প্রার্থী ছিল মাদক এবং ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদি।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঠিকই আছে, হাজবেন্ড এর কথা শুনবে না কেন!

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

গেন্না বয় বলেছেন: তাইতো, এত বড় সাহস হাজবেন্ড এর কথা শুনবে না কেন!

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

কলাবাগান১ বলেছেন: "ঠিকই আছে, হাজবেন্ড এর কথা শুনবে না কেন!"

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

নিকষ বলেছেন: "বিএনপি সমর্থিত দিন মজুর" জিনিষটা কি?

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

আমি তুমি আমরা বলেছেন: লিংক কই?

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

গেন্না বয় বলেছেন: লিংক সংযুক্ত।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৯

নিশি মানব বলেছেন: কথাটা মেনে নিতে পারলামনা।
স্ত্রীর একটা স্বাধীনতা আছে । আছে তার নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার।
মানলাম লোকটা এটা পছন্দ করেনি। তাই বলে এভাবে তালাক দেবে।
মান্সুহটা শুধু এই পারে।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১০

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: যারা ঐ ব্যাটার পক্ষে সাফাই গাচ্ছেন তাদের একটা কথা বলি ভবিষ্যতে আপনাদের মা/বোন অথবা নিজের বেলায় ঘটতে পারে। স্বামীর কথা না শুনলে তালাক।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

ভুক্তভোগী বলেছেন: "বিএনপি সমর্থিত দিন মজুর" "মৃত মুক্তিযোদ্ধা পাটোয়ারীর কন্যা "
ভাষার কি ব্যবহার!!!!!!!

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাহা স্বামী আপোষহীন সৈনিক

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

অন্য কথা বলেছেন: ভুক্তভোগী বলেছেন: "বিএনপি সমর্থিত দিন মজুর" "মৃত মুক্তিযোদ্ধা পাটোয়ারীর কন্যা "

ভাষার কি ব্যবহার!!!!!!!

:|

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

HHH বলেছেন: হাম্বাদের এখন আর কেউ মানুষ বলে মনে করছে না।
এদের সাথে বসবাস করাও কঠিন হয়ে গেছে।

এইরকম ঘটনার পরে হাম্বাদের উচিত কচুগাছের মাথা থেকে লাফ দিয়া আত্মহত্যা করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.