নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশের সাধারন পাবলিকের একজন

গেন্না বয়

গেন্না বয় › বিস্তারিত পোস্টঃ

বিএনপির কূটকৌশলে কাছে এবার মিডিয়া ধরাশায়ী

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪

বিএনপির নামক এই অসভ্য বর্বর দলটি বর্তমানে টিকে আছে মিডিয়ার কল্যাণে। সেই মিডিয়াই এখন বিএনপির কূটকৌশলে কাছে ধরাশায়ী। অতীতে কোন রাজনৈতিক আন্দোলন না রাজনৈতিক কর্ম সূচি হলে নেতা কর্মীরা মাঠে নেমে গন সংযোগ করতো। কিন্তু বিএনপি'র নেতারা এখন গুহা থেকে মিডিয়াতে খবর পাঠায়। কবে হরতাল হবে। আর সেটা মিডিয়া প্রচার করে। এখন আজ যদি মিডিয়া তাদের হরতালে কথা না প্রচার করে। তাহলে কাল থেকে আর দেশে হরতাল থাকবে না। বিএনপি নামক অসভ্য বর্বর দলটি গুহাতেই বিলুপ্ত হয়ে যাবে।



তাই মিডিয়ার উচিত দেশ ও জনগনের স্বার্থে বিএনপি নামক অসভ্য বর্বর দলটির খরর প্রচার না করা। আর যদি আপনারা তাদের খবর প্রচার করেন। তাহলে সেই বর্বর দলটি দেশের সাধারন মানুষ পুড়িয়ে বলবে। আমরা হরতাল দেই নাই, আমরা অবরোধ দেই নাই। এটা মিড়িয়ার কাজ। যা তারা এখনই বলতে শুরু করছে নিচের খবরটির মধ্য দিয়ে -



"২০ দলীয় জোটের পক্ষ থেকে ৩৬ ঘণ্টার হরতাল বর্ধিতকরণের বার্তাটি নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে প্রচার হওয়া এ বার্তাটিতে তার সই কেটে এনে বসানো হয়েছে।"- সময় টিভি নিউজ

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিষয়টি সাংঘাতিক!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

গেন্না বয় বলেছেন: গভীর ভাবে ভাবতে হপে......

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

রাহমান বিপ্লব. বলেছেন: একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অন্যতম একটি শক্তিশালী দলকে এভাবে মৃত্যু মুখে ঠেলে দেয়ার ক্ষেত্রে সরকার কতটুকু দায় এড়াতে পারে? মিছিল, সমাবেশ করতে না দেয়া হলে ভবিষ্যতে আওয়ামীলীগও কী এওই ভাবে গুহা বাসী দলে পরিনত হবে?

বাংলাদেশের গণতন্ত্র যেখানে হুমকির সম্মুখীন সেখানে গণতন্ত্র উত্তরনই আমাদের প্রধান বিবেচ্য হওয়া দরকার।

লেখককে ধন্যবাদ তার মত প্রকাশের জন্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

গেন্না বয় বলেছেন: বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামীলীগকে গুহা বাসী দলে পরিনত করবে না। তারা আওয়ামীলীগকে পরপার বাসী করবে। যেটার চেষ্টা একবার ২১ শে আগষ্টে করেছিল।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

গরম কফি বলেছেন: কোন সরকার কবে বিরধী দলকে জামাই আদর করে সমবেশ করতে দিয়েছিলো । এবাবেই সমাবেশ মিছির করতে হয় । জনসমর্থন এভাবেই নিতে হয় । মানুষকে পুড়িয়ে মানুষের কোন সমর্থন পাওয়া যায়না । তবে ভয় দেখিয়ে কাজ আদায় করার চেস্টা হিসাবে বলা যেতে পারে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

গেন্না বয় বলেছেন: নিজেদের স্বার্থ আদায়ের জন্য সাধারণ মানুষকে পুড়িয়ে মারা ক্ষমার অযোগ্য অপরাধ।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

আহলান বলেছেন: আপনার কথায় যুক্তি আছে .....

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

গেন্না বয় বলেছেন: :( :( :(

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: গরম কফি, একমাত্র আওয়ামী লীগের দেখানো পথ ছাড়া অন্য কোন পথে আন্দোলন জায়েজ হবেনা। তাইনা? এর আগে কোন সরকার কি বিরোধী জোটের সমাবেশের অনুমতি নিয়ে ধানাই পানাই করেছিল? কোন ইতিহাস আছে?

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

ফাহীম দেওয়ান বলেছেন: নীল আকাশ ২০১৪ বলেছেন: এর আগে কোন সরকার কি বিরোধী জোটের সমাবেশের অনুমতি নিয়ে ধানাই পানাই করেছিল? কোন ইতিহাস আছে


নীল আকাশ ২০১৮ এর ইতিহাস জ্ঞান যে পর মুখে শোনা পর্যন্তই বিস্তৃত...উপরের বাক্যটিতেই বুঝা যাচ্ছে।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সাংঘাতিক ব্যাপার।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


মিডিয়াগুলো টাকা পাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.