নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ছোট বেলায় একবার বাড়ি থেকে পালিয়ে গেছিলাম।চন্দননগর থেকে ট্রেনে করে হাওড়া স্টেশানে পৌছে গেছিলাম।ক্লাস থ্রীতে পড়ি তখন।
বিকেল নাগাদ পালিয়ে একটা ফলওলার কাছে বসেছিলাম।মনে আছে ফলওলাটা আঙ্গুর আর আপেল খেতে দিয়েছিল।সারা সন্ধ্যে ধরে ফল বেচার মাঝেমাঝে আমাকে অনেক গল্প শুনিয়েছিল।সব গল্প মনে নেই।ওর গ্রামের গল্প,বাড়িতে থাকা মেয়ের গল্প শুনিয়েছিল। তারপর সন্ধ্যে পেরিয়ে যেই রাত হোল অমনি মায়ের জন্য মন খারাপ করল।আবার ফিরতি ট্রেন ধরে ফিরে এলাম।আসার সময় ফলওলাটা বলেছিল আবার কখনও পালিয়ে চলে এসো আমার কাছে।কিন্তু আর ফিরে যাওয়া হয়নি।
এখনও রোজ মাঝে মাঝে একটু একটু করে হারিয়ে যাই।আসলে এখন বড় হয়ে বুঝি হারিয়ে যাওয়াটাই ভবিতব্য।আমরা সবাই রোজ একটু একটু করে হারিয়ে যাই।এই ভাবে হারাতে হারাতে এক সময় ফুরিয়ে যাই আর পৌছে যাই যারা আগেই হারিয়ে গেছে।নাকি কে জানে যেদিন সবটা হারিয়ে যাব সেদিন কোথাওই পৌছাবনা।সবটুকু হারিয়ে গেলে আর কোথাও পৌছানো যায়না।তখন আর কোন কিছুরই অস্তিত্ব থাকেনা।তখন থাকে খালি শূন্যতা।আসলে আমরা সবাই রোজ একটু একটু করে হারাতে হারাতে শূন্য হয়ে যাই।শূন্য হয়ে মিলিয়ে যাই আকাশের তারা হয়ে।
জীবনটাও আসলে সিগারেটের ধোঁয়ার মতোই।ধোঁয়া হয়ে উড়তে উড়তে ছাই হয়ে শেষ হয়ে যায় এক সময়।তারপর সেই ছাই মিশে যায় হাওয়ায় হাওয়ায়।পরে থাকে খানিকটা গন্ধ।ঠিক যেমন আমরা হারিয়ে যাওয়ার পরে আমাদের বিছানায়,বালিশে,বইতে আমরা খানিকটা করে থেকে যাই।আমাদের ফেলে যাওয়া পোষাকে লেগে থাকে আমাদের শরীরের ঘামের গন্ধ।তারপর একদিন কেউ সেসব কেচে তুলে রাখে কোন বাক্সে ঢুকিয়ে ন্যাপথলিন দিয়ে।পুরোনো গন্ধকে ঢেকে দেয় নতুন গন্ধ।আমরা তখন আর থাকিনা,কোথাও থাকিনা।খালি মাঝে মাঝে দমকা হাওয়ার সাথে স্মৃতিতে ভেসে এসে আমরা জানান দিয়ে যাই আমরাও ছিলাম একদিন আমাদের সব রাগ,দুঃখ,হাসি,কান্না নিয়ে।তারপর একদিন সেই হাওয়াটাও মিলিয়ে যায় বাষ্প হয়ে।আমরাও মুছে যাই এই পৃথিবী থেকে।
সব শেষ হয়ে যাওয়ার পরে থাকে খালি শূন্যতা।আর ঝরে পরা ছাই ভেসে বেড়ায় একা একা।তার থাকে খালি নিঃসঙ্গতা।শূন্য থেকে শুরু করে আবার শূন্য হয়ে যায় জীবন।থাকে খালি কিছু হারিয়ে যেতে থাকা ঘামের গন্ধ আর কিছু কিছু কথা।
২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৪২
গেছো দাদা বলেছেন: সবাইকে একদিন এই ভাবনায় আসতেই হবে। কেউ আগে, কেউ পরে !!
২| ২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: বাপ্পি লাহিড়ীর একটা গান আছে না??
জীবনটা কিছু নয়, শুধু একমুঠো ধুলোর বালি।
২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৪৭
গেছো দাদা বলেছেন: শুনি নাই তবে কিশোর কুমারের এই গানটি শুনতে পারেন।আমার খুব প্রিয় এটি। লিঙ্ক দিলাম ইউটিউবের।
https://www.youtube.com/watch?v=JWOoEU-UXr0
৩| ২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৫৩
ইব্রাহীম আই কে বলেছেন: হারিয়ে তো যেতেই হবে, তবে স্মৃতি রেখে যাওয়াটাই মূখ্য।
২৭ শে জুন, ২০১৯ রাত ৯:২৫
গেছো দাদা বলেছেন: // তবে স্মৃতি রেখে যাওয়াটাই মূখ্য। // একমত, কিন্তু কেন ??
৪| ২৭ শে জুন, ২০১৯ রাত ৯:০১
আর্কিওপটেরিক্স বলেছেন: হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর !!!
অর্ণবের এই গানটা শুনুন। view this link
২৭ শে জুন, ২০১৯ রাত ৯:২৩
গেছো দাদা বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।
৫| ২৭ শে জুন, ২০১৯ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
মোদী বাবুর বিজেপি রোগে ধরেছে, মনে হয়!
২৭ শে জুন, ২০১৯ রাত ৯:২৩
গেছো দাদা বলেছেন: বুঝিয়ে বলুন চাঁদ দাদা .......
৬| ২৭ শে জুন, ২০১৯ রাত ৯:৩৩
আহা রুবন বলেছেন: পালানোর কথা মনে এল কেন,বৌদির সাথে কিছু হয়েছে?
২৮ শে জুন, ২০১৯ রাত ১১:১৮
গেছো দাদা বলেছেন: হা হা হা ।
৭| ২৭ শে জুন, ২০১৯ রাত ৯:৪৩
হুদাই পাগলামি বলেছেন: +++
২৭ শে জুন, ২০১৯ রাত ১১:৩৭
গেছো দাদা বলেছেন: আপনাকেও +++ জানাই ।
৮| ২৭ শে জুন, ২০১৯ রাত ১১:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন প্রোফাইল পিকচার দেখছি
এটা আগেরটার থেকে ভালো লেগেছে
২৮ শে জুন, ২০১৯ রাত ১১:১৯
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ ।
৯| ২৮ শে জুন, ২০১৯ রাত ১:৩২
রাজীব নুর বলেছেন: লিংকটা কাজ করছে না। আবার দিন।
২৮ শে জুন, ২০১৯ রাত ১১:১৫
গেছো দাদা বলেছেন: দিলাম দাদা ।
১০| ২৮ শে জুন, ২০১৯ ভোর ৫:২৫
এমজেডএফ বলেছেন: জন্মটা যদি মৃত্যুর মধ্যেই শেষ হয়ে যায় তাহলে এ ধরণীতে আসার সার্থকতা কী! মৃত্যু অবশ্যাম্ভী। তাই শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচার মত বেঁচে থাকার চেষ্টা করুন।
২৮ শে জুন, ২০১৯ রাত ১১:১৭
গেছো দাদা বলেছেন: একমত।
১১| ২৮ শে জুন, ২০১৯ রাত ১১:১৬
গেছো দাদা বলেছেন: এই তো জীবন
১২| ২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লেগেছে দাদা, মন ছুঁয়ে গেল আপনার এ লেখাটা। শেষের কথা দুটো খুব সত্য।
একটা কথা জিজ্ঞেস করি, এতকিছু থাকতে "গেছোদাদা" ছদ্মনামটা কেন? কোন বিশেষ কারণ আছে কি? তবে যে কারণেই হোক, নামটা কিন্তু আমার বেশ ভাল লাগে, মনে মনে কৌতুহল জাগালেও।
পোস্টে প্লাস + +
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনাকে মোল্লাদের রোগে পেয়েছে, "ভাইয়েরা, আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে"!
ফলওয়ালা আছে কিনা দেখেন, আরেকবার হাওড়া যান।