নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের সবচেয়ে বিখ্যাত সম্মান 'নোবেল'। 'নোবেল' পুরস্কারের মূল কথাই হলো মানবকল্যাণে সংশ্লিষ্ট আবিষ্কারের গুরুত্ব বিচার। ডিনামাইটের আবিষ্কর্তা স্যার আলফ্রেড নোবেলের নামানুসারে এই পুরস্কার। তিনি তাঁর মোট সম্পত্তির প্রায় ৯৪ শতাংশ এই পুরস্কারের জন্য দান করে যান। আলফ্রেড নোবেল, তাঁর এই পুরস্কারের তালিকায় বিজ্ঞানের তিনটি শাখা পদার্থবিদ্যা, রসায়ন ও চিকিৎসাশাস্ত্রকে স্থান দিয়েছেন। কিন্তু বাদ রেখেছেন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে। যা কিনা সমস্ত 'বিজ্ঞানের ভাষা' তথা 'কুইন অফ অল সায়েন্স ' গণিতবিদ্যা।
নোবেল কেনো গণিতবিদ্যাকে নোবেলের জন্য বেছে নিলেন না? প্রশ্ন চিহ্ন থেকেই যায়। তবে এর উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে অনেক মিথ। শোনা যায়, আলফ্রেড নোবেল বিয়ে না করলেও, তিনি সে সময় আলেকজান্দ্রা নামে একটি নারীর প্রেমে পড়েন। ওই নারী নোবেলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে অপর এক গণিতবিদকে বিয়ে করেন। সেই থেকেই নাকি নোবেল গণিতবিদদের পছন্দ করতেন না। অনেকে বলেন, উইল করার সময় নোবেলের মাথায় গণিতের কথা আসেনি। কিংবা তিনি গণিত শাস্ত্রের প্রয়োগ উপলব্ধি করতে পারেননি।
আলফ্রেড নোবেল নিজে ছিলেন একজন পদার্থবিদ ও রসায়নবিদ। তিনি তাঁর গবেষণায় গণিত খুব একটা ব্যবহার করতেন না বলে শোনা যায়। তাই তিনি গণিতকে এই সম্মানের জন্য বেছে নেননি। যদিও এগুলো সমস্তই এক একটি মিথ।
যাইহোক, নোবেল না পেলেও গণিতবিদরা কিন্তু থেমে থাকেনি। দিনের পর দিন গণিতশাস্ত্র নিয়ে গবেষণা করে বিজ্ঞান ও প্রযুক্তিকে সমৃদ্ধ করছে তাঁরা। গণিতবিদ্যায় নোবেল না দেওয়া হলেও 'ফিল্ডস মেডেল ' ও 'অ্যাবেল পুরস্কার' নামে দুটি গুরুত্বপূর্ণ সম্মান দেওয়া হয় । 'ফিল্ডস মেডেল' কে বলা হয় গণিতের নোবেল। 'নোবেল' প্রতি বছর দেওয়া হলেও 'ফিল্ডস মেডেল' দেওয়া হয় প্রতি চার বছর অন্তর। এবং এই সম্মান ৪০ বছরের কম বয়সী গণিতবিদদের গণিতশাস্ত্রে অভূতপূর্ব অবদানের জন্য দেওয়া হয়। ২০১৪ সালে মঞ্জুল ভার্গবের পর ২০১৮ সালে অপর ভারতীয় বংশোদ্ভূত অক্ষয় ভেঙ্কটেশ এই সম্মান জেতেন। প্রতিবার তিন থেকে চার জনকে এই সম্মান দেওয়া হয়। এছাড়াও নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামে দেওয়া হয় অপর একটি গুরুত্বপূর্ণ পুরস্কার 'অ্যাবেল'।
সূত্র: People's Reporter
২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৫
গেছো দাদা বলেছেন: এটাও হতে পারে।
২| ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৫
জগতারন বলেছেন:
আমি জানি কেন গনিতে 'নোবেল' পুরুষ্কার দেওয়া হয়না।
বলবো ?
আলফ্রেড নোবেল-এর মহিলা বন্ধুর উপর রাগ করে সে গনিত-এ
নোবেল পুরুষ্কার-এর প্রচলন করেন নি।
আলফ্রেড নোবেল-এর বান্ধবী গনিত সাস্রে উচ্চ শিক্ষিতা ছিলেন।
কিন্তু সে কথা মতো আলফ্রেডকে বিবাহ না করে অন্য পুরুষকে বিবাহ
করেছিলেন।
অর্থাত আলফ্রড নোবেল-এর বাগদত্তা তার সাথে গাদ্দারি করেছিলেন।
এই মনকষ্ট থেকে সে আর গনিত-এ নো' 'নোবেল'।
এর জন্য রাগ করে আলফ্রেড আর গনিত সাস্রে 'নোবেল'
না দেওয়ার সিধ্যান্ত নিয়েছিলেন।
কী বিশ্বাস হচ্ছে না ?
গুগল মামু'র কাছে জিজ্ঞাসা করুন উত্তর ঠিকই পেয়ে যাবেন।
গুগল মামু কিন্তু দুনিয়ার সকল জিজ্ঞাসার উত্তর জানেন।
আলফ্রেড নোবেল কেন গনিত সস্রে-এর নোবেল' প্রচলন করে যান নাই।
২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৭
গেছো দাদা বলেছেন: হা হা হা
৩| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজীর মন্তব্যের সাথে আমি একমত।
২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮
গেছো দাদা বলেছেন: আমিও কিছুটা।
৪| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৫
ল বলেছেন: আপনি কি একজন গণিতবিদ....
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৫
গেছো দাদা বলেছেন: গনিতবিদ না বলে গনিতের ছাত্র বললে বেশি খুশি হব। গনিত ও জাভা প্রোগ্রামিং আমার দুটি প্রিয় বিষয়। লেখালেখি অবকাশ সময়ের ভালোবাসা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২৩
চাঁদগাজী বলেছেন:
সম্ভবত: ফিজিক্স, কেমেষ্ট্রি ও ইকোনোমিক্সে অংক থাকায়, আলাদাভাবে ইহাতে পুরস্কার দেয়ার কথা উঠেনি।