নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেনীমাধব বেনীমাধব তোমার বাড়ি যাব
বেনীমাধব তুমি কি আর আমার কথা ভাবো?
বেনীমাধব মোহনবাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে;
ডেস্কে বসে অংক করি ছোট্র ক্লাসঘর
বাইরে দিদিমনির পাশে দিদিমনির বর।
আমি তখন নবম শ্রেনী আমি তখন শাড়ি
আলাপ হোল বেনীমাধব সুলেখাদির বাড়ি।
বেনীমাধব বেনীমাধব লেখাপড়ায় ভালো
শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো
তোমায় দেখে এক দৌঁড়ে পালিয়ে গেছি ঘরে
বেনীমাধব আমার বাবা দোকানে কাজ করে
কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরী
সন্ধ্যেবেলা পড়তে বসে অংকে ভুল করি
আমি তখন নবম শ্রেনী আমি তখন ষোল
ব্রীজের ধারে বেনীমাধব লুকিয়ে দেখা হোল।
বেনীমাধব বেনীমাধব এতদিনের পরে
সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে!
সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে ?
আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে
দেখেছিলাম আলোর নীচে অপূর্ব সে আলো
স্বীকার করি দুজনকেই মানিয়েছিলো ভালো;
জুড়িয়ে দিলো চোখ আমার পুড়িয়ে দিলো চোখ
বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক।
রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে
মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে।
আমার পরে যে বোন ছিলো, চোরা পথের বাঁকে
মিলিয়ে গেছে, জানিনা আজ কার সঙ্গে থাকে।
আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি,
আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমনি।
তবু আগুন বেনীমাধব আগুন জ্বলে কই
কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই??
... এটি আমার প্রিয় কবি জয় গোস্বামীর লেখা "মালতিবালা বালিকা বিদ্যালয়" শীর্ষক কবিতা। বন্ধুদের জন্য পোষ্ট করলাম।
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন:
সুন্দর কবিতা শেয়ার করলেন; ধন্যবাদ আপনাকে। তবে বেশ কিছু টাইপো রয়ে গেছে।
শুভকামনা জানবেন।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৭
কিরমানী লিটন বলেছেন: আমার প্রিয় কবিতাগুলোর একটি - অসাধারণ
৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫২
পদ্মপুকুর বলেছেন: এটা কবিতা হিসেবে পড়ার আগে আমি গান হিসেবে শুনেছিলাম। লোপা মুদ্রার কন্ঠে। অদ্ভূত ভালোলাগা জড়িয়ে আছে এই গানটার সাথে। অনেক আগে আমার একটা পোস্টও ছিলো এই গানটা নিয়ে।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৩
জুন বলেছেন: অপুর্ব
+