নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লকডাউন আবার তার সময় সীমা বাড়িয়ে নিলো ।আপাততঃ ৩ মে । সে বাড়ুক ,আমরা তো তাকে এতোদিনে নিকট আত্মীয় বলে মেনেও নিয়েছি।
এখন মুশকিল হচ্ছে ,এত বজ্র আটুনির মধ্যেও কিছু ফস্কা গেরো আমাদের হাতে দিয়েছেন ,যা খুলে আমরা লকডাউন সংসারে দৈনন্দিন চাহিদা মিটিয়ে সচল রাখতে পারি ।সরকারের তার একটা গালভরা নাম আছে " অত্যাবশ্যকীয় পন্য সামগ্রী"
এখানেই কিছু গোলমাল হয়ে যাচ্ছে !
কার কখন কোনটা অত্যাবশ্যকীয় তখন তো বোঝা যায় না ,আর সরকারের পক্ষেও তা মেটানো সম্ভব নয় ।
যেমন ধরুন পাড়ার গদাইদা ।লকডাউনের পরে ঐ এক হাওয়াই চপ্পল পড়ে ঘরে বাইরে রোজ হাঁটছে ,
ফিতে গেল ছিঁড়ে ! পাবে কোথায় ,দোকান বন্ধ!
পাড়ারই সুদেব পুরোহিত ,দৈনিক চারটে মন্দিরে পূজো করেন ,দু চারজন যজমানের বাড়িতেও যান,
গড়ে দৈনিক ১৫/২০ টা ছোট বড় মিষ্টি তার বিরাট উদরে স্থান পেত ,এখন ফক্কা !সব মিষ্টির দোকান বন্ধ ।কে খাওয়াবে ? নেশাখোরদের কথা আর নাইবা বল্লাম ।কখন কার কোনটা অতি আবশ্যক হবে ,ভগবানও জানেন না ।
এই যেমন আমি কী বিপদে পড়েছি ,কি আর বলবো । তবু বলি :-
আমি বাড়িতে লুঙ্গিই পড়ি ।বছরে ৩/৪টে লুঙ্গি কিনতে হয় ।মার্চের প্রথম সপ্তাহে দেখি লুঙ্গি দুটোতে দাঁড়িয়েছে ।কিনতে চাইলাম ,গিন্নী ধেয়ে এলো ,আরে হাঁদা ,এখন কেন কিনবে ,সামনেই তো চৈত্র সেল শুরু, তখন তো আমি গোটা কয়েক শাড়ি কিনবই ,তখন তোমার জন্য লুঙ্গিও কিনবে ।
কি আর বলি ,আমিও তাতেই সায় দিলাম ।
ব্যস ,এসে গেল লকডাউন ।মেয়াদ বাড়ছে বাড়ছে,লুঙ্গির পট পট আওয়াজ ক্রমশ বাড়ছে,
কয়েকদিন আগে চেয়ার থেকে উঠতে গিয়ে এমন ককিয়ে উঠলো আর ধরে রাখা গেলোনা ।
অবশিষ্ট একটা । এটার উপর একটু বিস্বাস ছিল হয়তো লকডাউন টা কাটিয়ে দেবে । দিয়েও ছিলো কিন্তু যেই শুনলো ,লকডাউনের মেয়াদ বেড়ে গেল অমনি ,রাগে হোক বা দুঃখেই হোক ,আজ ঘুম থেকে উঠতেই এমন আর্তনাদ করে উঠলো,আর রাখা গেলোনা । নববর্ষের দিন ,চোখের জলে বিদায় দিলাম ।
যাকগে ,লুঙ্গি তো আমার দেহ ত্যাগ করে চললো গিন্নীর ঘর মোছায় ,আমি এখন কি করে লজ্জা ঘোচাই । টাওয়েল জড়িয়ে বাথরুম সেরে চা'এর টেবিলে বসে গিন্নীকে সব বলতে ,তিনি নির্বিকার চিত্তে বলে দিলেন ,এ কটা দিন ট্রাউজার পড়ে কাটিয়ে দাও ।
৩৭ ডিগ্রি গরম ,সারাদিন ,বাড়ির মধ্যে প্যান্ট পড়ে থাকা যায় ? তুমি বরং তোমার ৫/৬ শ শাড়ী থেকে দুটো আমাকে দাও ,লুঙ্গি করে পড়ি ।
যতটা উত্তেজিত হবে ভেবেছিলাম তা হলোনা।শুধু নিস্পৃহ গলায় বললো , আমার যেকটা শাড়ি আছে, সেগুলো তোমার শরীরে লুঙ্গি হয়ে শোভা বর্ধন করার জন্য জন্মায়নি , তুমি ওঘরে গিয়ে মোদিজির ভাষনটা শোন ,আমি দেখছি কি করা যায় ।
আমি অনেক আশ্বস্ত হয়ে টিভি খুলে বসে গেলাম।
কিছুক্ষন বাদে উনি হাতে করে কিছু একটা নিয়ে আমার কাছে এলেন,পাশে বসলেন ।
আমি ওকে জানালাম ,তিনদিন লকডাউন বেড়ে গেল ।
তা বারুক । এই নাও ,এই দুটো লকডাউন পর্যন্ত পড়বে ।
এগুলো কী ?
আমার সায়া ।
হোয়াট !! সায়য়া ! এই রংচটা ৩৬" সায়া ভদ্রসমাজে কোনো ভদ্রলোক পড়ে ? তুমি বল্লে কি করে ?
দ্যাখ চেঁচিও না ,ঠান্ডা মাথায় শোন ,এখন সমাজ বলে কিছু নেই ,লকডাউনে আছি তুমি আর আমি।
চাণক্য তো বলেছিলো " শত্রু যখন অদৃশ্য তখন বুদ্ধিমানের কাজ হলো ,নিজেকে লুকিয়ে ফেলা"।
আপাতত আমি গিন্নীর দেওয়া রংচটা ৩৬" সায়া পড়ে চ্যানেলে Madly ম্যান দেখছি।
১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৫
গেছো দাদা বলেছেন: কিভাবে নাচলেন ? বৌদির সায়া পড়ে ??
২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৯
মা.হাসান বলেছেন: গেছো দাদা, এতো কমেডি না, ট্রাজেডি। লক ডাউন আরো কিছুদিন এভাবে চললে, নাঙা বাবা হয়ে জটা ধরা চুল নিয়ে পায়ে হেঁটে হিমালয়ের দিকে রওনা দিতে হবে।
১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪০
গেছো দাদা বলেছেন: লক ডাউন জীবন টাকে একেবারে ফালাফালা কইরা দিসে !!
৩| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৪
বিভ্রান্ত পাঠক বলেছেন: দাদু, সায়ায় চেইন লাগিয়ে নিন।।
১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩২
গেছো দাদা বলেছেন: এইভাবে আমাকে বিভ্রান্ত কইরেন না ভাইজান। হালার সব দরজির দোকানে অহন লকডাউন চলতাসে ।
৪| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইতো বলি দাদা সেইযে বেগুন ভাজি নিয়ে পালালেন
খুঁজে পাচ্ছিনা কেন!! বৌদির সায়া যখন নিম্নাঙ্গে জড়িয়েছেন
আর ভাবনা কি? সামনে আসুন পেন্নাম হই !!
৫| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫০
রাজীব নুর বলেছেন: আপনার রসবোধ আমাকে মুগ্ধ করে।
৬| ১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৫৬
রাফা বলেছেন: সমাধানটা একেবারে ঝাক্কাস দিছে ।
কি আর করা অসামাজিক হয়ে চালিয়ে দিন কটা দিন।
বিনোদিত করার জন্য ধন্যবাদ,গে.দাদা।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪২
নেওয়াজ আলি বলেছেন: আমরা লকডাউনে লুঙ্গি ড্যান্স করেছি বিবাড়িয়ায়