নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যে হয়েছে কিছুক্ষণ আগে। আজ কী বার জানি না। বুধবার হতে পারে বা শুক্রবার। মঙ্গলবার হলেও আশ্চর্যের কিছু নেই। লকডাউন সব গুলিয়ে দিয়েছে। এবং আজ কী বার তা নিয়ে কারুর কোনও মাথাব্যথাও নেই।
কতদিন অফিস যাইনি। কতদিন বায়োমেট্রিকে আঙুলের ছাপ দেওয়ার পর নারীকন্ঠের 'থ্যানক ইউ' শুনিনি। পীযূষের বানানো চা কতদিন খাইনি। কতদিন ঝন্টুর চপ-তেলেভাজা খেতে খেতে দোকানে বসে আড্ডা মারিনি।
মাঝে মাঝে অফিসের সহকর্মী ও অন্যান্যদের ফোন আসে। সবার একটাই প্রশ্ন, আর কতদিন? কতদিন চলবে এই ভাবে?
.
বউ চা করে দিয়ে গেছে। চা খেতে খেতে এইসব ছাইপাঁশ ভাবছি...
.
হঠাৎ নিস্তব্ধ সন্ধ্যেয় কেমন একটা ধুপ্ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে চায়ের কাপ রেখে দৌড়ে গেলাম পাশের ঘরে।
.
যা দেখলাম তাতে মাথা ধাঁ করে ঘুরে গেল!
বউ পড়ে আছে পাশের ঘরের মেঝেতে।
কেমন উপুড় হয়ে পড়ে আছে। মাঝে মাঝে ওঠার আপ্রাণ চেষ্টা করছে।
একটু উঠেই ধুপ্ করে পড়ে যাচ্ছে। পারছে না। উঠতে কিছুতেই পারছে না। হাড়গোড় নির্ঘাত ভেঙেছে। কোমরের হাড় ভাঙা খুব সাংঘাতিক! ফিমার বোন ভাঙল না পেলভিস কে জানে! নাকি মেরুদণ্ডেই জোরদার আঘাত লাগল!
এই লকডাউনে কী করব, কোথায় যাব ভেবে হাত-পা ঠান্ডা হয়ে গেল। আমার বুকের মধ্যে দুম দুম করে কেউ হাতুড়ি পিটছে।
শরীর অবশ হয়ে গেছে। বউকে যে ধরে তুলব সে ক্ষমতাও নেই। মনে হচ্ছে আমিই না এবার পড়ে যাই!
.
কেন আমি সাহসী নই কেন আমি ভীতু এই নিয়ে আমি অনেক ভেবেছি একসময়। আমার এক মাসতুতো দাদা বেজায় সাহসী। মাসির বাড়িতে গিয়ে তার সাহসের কত যে নমুনা দেখেছি আর ভয়ে শিউরে উঠেছি তা বলার নয়। সেই দাদা আমাকে বলত, তুই এত ভীতু কেন জানিস?
আমি 'জানি না' বলে উত্তরটা শোনার জন্য দম বন্ধ করে অপেক্ষা করতাম। সেই দাদা তখন বলত, তুই সাহসী নয় তাই এত ভীতু।
এমন গোলমেলে উত্তর পেয়ে আরও বিপর্যস্ত হয়ে পড়তাম। তবে এইটা বুঝেছিলাম আমি ভীতু আর চিরদিন ভীতুই থাকব।
যাইহোক মনে মনে বার কয়েক, 'বল বীর বল উন্নত মম শির' লাইনটা আবৃত্তি করে এর আগে কয়েকবার ফল পেয়েছি। এবারও বিড়বিড় করে কয়েকবার লাইনটা আওড়ানোর পর মনে একটু সাহস, বুকে একটু বল পেলাম।
.
এখন প্রথম কাজ হল, বউকে যে করেই হোক মেঝে থেকে তোলা।
আমি উপুড় হয়ে পড়ে থাকা বউকে সমস্ত শক্তি দিয়ে টেনে তোলার চেষ্টা করলাম।
.
.
.
বউ ঝাঁঝিয়ে উঠল, "টানাটানি করছ কেন? দেখছ না আমি ভুজঙ্গাসন করছি? উফফ একটু শান্তিতে আসনও করতে দেবে না। পেছন পেছন এ ঘরে চলে এল। চা করে দিয়ে এলাম বসে বসে খাবে তা নয়...."
১৪ ই মে, ২০২০ রাত ১১:২২
গেছো দাদা বলেছেন: এরকম উৎসাহ পেলে লেখার আগ্রহ বাড়ে । অনেক ধন্যবাদ জানাই হে পাঠক ।
২| ১৪ ই মে, ২০২০ রাত ১১:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো জানি আসল কাহিনী কি !!
আরো দাদা যতই গাজীসাবের মতো ম্যাওপ্যাও করো
কাজ হবেনা। সব বলে দিবো !!
সরকার কঠিন আদেশ জারী করেছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত
করতে হবে, তা বাইরে যেমন, ঘরেও ঠিক তেমনি। তুমি দাদা বহুত
খাতারনাক। এত জিংজিং করার খায়েশ কেন? বৌদির তোমার এই খাই খাই
স্বভাবের জন্য ঘরে তোমাকে কোয়ারেন্টাইন করেছে। তাই যেই একটা ছুতা পাইলা
অমনি ছোঁয়ার বাহানা !! করোনার সময় একটু বুঝতে চেষ্টা করো !!
১৫ ই মে, ২০২০ রাত ১২:০৮
গেছো দাদা বলেছেন: হা হা হা ।
৩| ১৫ ই মে, ২০২০ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: বাস্তবে বউরা মজা কম বুঝে। তারা অল্পতেই সিরিয়াস হয়ে যায়।
১৫ ই মে, ২০২০ রাত ১২:৪৯
গেছো দাদা বলেছেন: না না । আমার বৌ অমন নয় । আমার বৌ খুব ভালো । বৌ আমাকে কত্ত ভালবাসে। আমাকে একদমই সিরিয়াসলি নেয় না !! হা হা হা ।
৪| ১৫ ই মে, ২০২০ রাত ১:০৩
বুরহানউদ্দীন শামস বলেছেন: বিয়ের পর বউ কে যেকোনো আসন করা থেকে বিরত রাখতে হবে...
দারুন লাগলো...
১৫ ই মে, ২০২০ রাত ১:৫৬
গেছো দাদা বলেছেন: বৌকে "আসন" করা থেকে বিরত রাখবো, নাকি "শাসন" করা থেকে ? হা হা হা ।
৫| ১৫ ই মে, ২০২০ রাত ১:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কতোদিন পর বৌদির ছবি দিলেন।নিউ মার্কেটে একদিন আপনার সাথে দেখেছিলাম ।একটু মুটিয়ে গেছে,তাই ব্যায়াম করছে।
১৫ ই মে, ২০২০ রাত ২:২৮
গেছো দাদা বলেছেন: ছবিতে মোটা দেখাচ্ছে ? আপনার চশমার পাওয়ারটা ঠিক আছে তো ?? হা হা হা ।
৬| ১৫ ই মে, ২০২০ রাত ২:০৫
নেওয়াজ আলি বলেছেন: লক ডাউনে ঘরে বেকার বসে থেকে এমনি মাথা নষ্ট। বউ রাগ করলে আরো নষ্ট হবে
১৫ ই মে, ২০২০ রাত ২:৫৭
গেছো দাদা বলেছেন: ঠিক কথা । এইজন্যই আমি বৌকে কখনও রাগাই না । হা হা হা ।
৭| ১৫ ই মে, ২০২০ রাত ২:৩৪
সুপারডুপার বলেছেন:
দাদা আপনার বউয়ের ছবি বদলিয়ে যায় কেন?
আর জারনো ওরফে নুরু হুজুরের খায়েশ বুঝছেন? ডিটেইল মন্তব্যগুলো
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
১৫ ই মে, ২০২০ রাত ১১:০০
গেছো দাদা বলেছেন: ভারচুয়াল বৌ তো , তাই ছবি পাল্টায় !! হা হা হা ।
৮| ১৬ ই মে, ২০২০ ভোর ৪:২৮
সুপারডুপার বলেছেন:
লেখক বলেছেন: ভারচুয়াল বৌ তো, তাই ছবি পাল্টায় !! হা হা হা ।
- জারনো ওরফে নুরু হুজুরের এই পোস্ট (জারনো কেমন ছবি পোস্টে দিতে/দেখতে চায় লিংক ) থেকেও সামনে দেখতে পারেন।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:১৩
গেছো দাদা বলেছেন: নুরু বাবু আমার সামু ব্লগের একজন সহ ব্লগার। এর বাইরে আর কোনো কিছু জানার ব্যাপারে আমার কোনো আগ্রহ বা সময় নেই। আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন দাদা ।
৯| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৫১
Rajibrpsoft বলেছেন: টুইষ্টটা ভালো লাগলো দাদা.......
২৬ শে মে, ২০২০ রাত ২:১৯
গেছো দাদা বলেছেন: অনেক ধন্যবাদ ...
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২০ রাত ১০:৫০
মীর আবুল আল হাসিব বলেছেন:
রম্য গল্পেও টুইস্ট??
দারুন লাগলো। এরকম মাস্টারপিস আপনার কাছ থেকেই আশা করা যায়।