নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : বড়দের ব্যাপার স্যাপার !!

১৫ ই মে, ২০২০ রাত ১১:৫৩

-- "আচ্ছা দাদা, বাবা আর মা সবসময় এত ঝগড়া করে কেন রে? আর তুই আমি ঝগড়া করলেই ঝগড়া করতে বারণ করে, বলে, ঝগড়া করিস না, ঝগড়া করতে নেই, দুষ্টুরা ঝগড়া করে!"
-- "ছোটদের ঝগড়া করতে নেই। বড়রা করতে পারে। বড় হলে আমিও খুব ঝগড়া করব।"
-- "আমিও। আচ্ছা দাদা, ডুবে ডুবে জল খাওয়া মানে কী রে ? মা যে বাবাকে বলে?"
-- "কী জানি। মনে হয় বাবা কোনও লেকে গিয়ে ডুবে ডুবে জল খায়। কিন্তু জল খাওয়ার জন্য বাবা কেন যে এত কষ্ট করে সেটা আমি জানিনা।"
-- "আর মা যে বলে, বাবা মাকে টুপি পরাচ্ছে, কই কোনোদিন তো হাতে করে বাবাকে টুপি আনতে দেখিনি? আমাদেরকেও কোনোদিন পরায়নি। শুধু মাকে না পরিয়ে আমাদেরকেও তো মাঝে মাঝে পরাতে পারে বল? আমার টুপি পরতে খুউব ভাল লাগে।"
-- "আমারও।"
-- "মা ঝগড়ার সময় চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মেয়ে দেখলেই নাকি বাবার জিভে জল আসে, কেন রে? আইসক্রিম, ক্যাডবেরি দেখলে আমার জিভে জল আসে, বাবার মেয়ে দেখলে কেন আসে রে দাদা?"
-- "আমার.. আমার তো আলুকাবলির কথা ভাবলেই জিভে জল আসে। বড়দের মনে হয়, মেয়ে দেখলে জিভে জল আসে। বড়দের সব উল্টোপাল্টা ব্যাপার। মাথায় কিছু ঢোকে না। সেদিন ঝগড়ার সময় মা বাবাকে কেঁদে কেঁদে বলল, 'তোমার পায়ে পড়ি, আমায় একটা দড়ি এনে দাও, আর আমার ভাল লাগছে না!' একটা দড়ির জন্য মা কাঁদছে, আমার কী কষ্ট হল, আমি দৌড়ে একটা দড়ি নিয়ে গেলাম, অমনি বাবা এক চড় মারল আমায়..বড়দের ব্যাপার স্যাপার কিছুই বুঝি নারে .."
.
.
-- "কী রে পড়া বন্ধ করে দিয়ে গল্প করা হচ্ছে?"
মায়ের চিৎকার শুনে দুই পিঠোপিঠি ভাই হোমটাস্কে মনোনিবেশ করল..

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২০ রাত ১২:৩৯

আল-ইকরাম বলেছেন: রম্য হলেও বিষয়ের আলোকপাত টি বেশ গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। আমরা যারা বোকা ও মুর্খের মতো ছোট বাচ্চাদের সামনে একে অন্যকে বকা দেই: ঝগড়া করি তারা আসলে গুরুতর অপরাধ করি। এহেন অপরাধ বাচ্চাদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যার ভবিষ্যৎ মোটেই শুভ নয়। শুভেচ্ছা অগনিত।

১৬ ই মে, ২০২০ রাত ১:১২

গেছো দাদা বলেছেন: সত্যিই আমাদের মতো বড়োদের বাচ্চাদের সামনে সতর্ক ভাবে চলা উচিৎ।ওরা আমাদের রোল মডেল মনে করে। কাজেই ...

২| ১৬ ই মে, ২০২০ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: হাসতে হাসতে ঘুমাতে গেলাম। শুভ রাত্রি। ভালো থাকুন।

১৬ ই মে, ২০২০ রাত ১:৫১

গেছো দাদা বলেছেন: সুইট ড্রিম । শুভরাত্রী ।

৩| ১৬ ই মে, ২০২০ রাত ১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: অনেক ভাল লাগলো

১৬ ই মে, ২০২০ রাত ২:৫৭

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১৬ ই মে, ২০২০ রাত ২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা গাজীসাবের জিং জিং খেলা নিয়েতো
কিছু বললা না !!! নাকি বড়দের খেলা তাই
ছোটদের বলতে মানা !!

১৬ ই মে, ২০২০ দুপুর ২:০৪

গেছো দাদা বলেছেন: আপনার মন্তব্য আমার মাথার উপর দিয়ে গ্যালো । জিং জিং খেলাটা কি জিনিস ?

৫| ১৬ ই মে, ২০২০ দুপুর ১:২৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: গেছোদাদা, হাসালেন ,হাসলাম।

মনে হাজারো প্রশ্ন আসে কিন্তু আসলেই অনেক অনেক প্রশ্নের ই উত্তর নেই ।কেন নেই তাও জানা নেই। তা সে ছোট কিংবা বড়।

১৬ ই মে, ২০২০ দুপুর ২:৩৬

গেছো দাদা বলেছেন: আপনি সঠিকভাবেই এই রম্যের মর্মমূলে পৌঁছতে পেরেছেন। ধন্যবাদ জানাই দাদা।

৬| ১৬ ই মে, ২০২০ রাত ১০:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনার মন্তব্য আমার মাথার উপর দিয়ে গ্যালো । জিং জিং খেলাটা কি জিনিস ?

আপনি কি প্রশ্নফাস জেনারেশন !!!?
গাজীসাব আপনাকে প্রশ্ন ধরলে আপনার খবর আছে।
খানসাবকে জিজ্ঞাস করেন জিং জিং খেলাটা কি !!! :-P :-P

১৭ ই মে, ২০২০ রাত ১২:৩৪

গেছো দাদা বলেছেন: "প্রশ্নফাস জেনারেশন"... এটা আবার কি ? আমাদের ভারতে এরকম কোনো শব্দ তো শুনিনি !! "গাজীসাব" টাই বা কে ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.