নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : স্যোসাল মিডিয়া ও প্রানীজগৎ

১৭ ই মে, ২০২০ রাত ১০:৩২

যদি অন্য প্রাণীদের স্যোসাল মিডিয়া অ্যাকাউন্ট থাকত তাহলে কেমন হত তাদের স্ট্যাটাস আপডেট ??

আরশোলা: এইমাত্র বেঁচে ফিরলাম,
একটা মোটু লোকের পায়ের নিচে একটু হলেই
চাপা পড়ছিলাম আর কি ! হায় ভগবান, একি রিস্কি জীবন দিয়েছ আমাকে ?
feeling sad!!

বিড়াল : আজ সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল৷
আমার ৭ নম্বর বাচ্চাটা হঠাৎ গলা জড়িয়ে ধরে জানতে চাইল ওর বাবা কে ?
আমি এখন কি করে বলি ?
আমার নিজেরই যে মনে নেই !
feeling confused!!

মশা : OMG ! আমি HIV পজিটিভ !
কেন যে টেস্ট না করেই রক্ত
খেতে গেলাম !!!
feeling heartbroken!!

ছাগল : যাক, কোরবানি শেষ হলো।
এবার একটু শান্তিতে বাইরে বেরুতে পারব।
feeling relaxed!!

মুরগী : কাল যদি আমি কোন স্ট্যাটাস না দিই, তাহলে বুঝে নিও ফ্রেন্ডস আমি আছি কোনো বিয়ে বাড়ির রোস্টের ডিশে।
feeling disappointed!!

বাঘ : ব্যাটা আসছে বন্দুক নিয়ে আমাকে শিকার করতে...., একটা 'হালুম' করছি শ্লা আর ভয়ে দে দৌড় !
feeling proud!!

বাদুড় : সারাদিন তো সিধা হয়ে ঝুলে থাকি,
মানে পা ওপরের দিকে আর মাথা নিচের দিকে। আজ কিছুক্ষণের জন্য উল্টো হলাম। আর দেখি কি আজব তামাশা !
মানুষগুলো সব উল্টো হয়ে হাঁটছে !
feeling crazy!!

ময়ুরী : জন্মদিনটা চমৎকার কাটল....
ও আমাকে আজ পেখম মেলে নাচ দেখালো...
বেঁচে থাকার মাঝে এতো সুখ কি যে করি ??
feeling loved!!

কোকিল : শীত এসে গেল, আর শীত গেলেই তো শুরু হয়ে যাবে আমাদের লাইভ কনসার্ট। গেলাম। আবার রেওয়াজে বসতে হবে....
feeling excited!!

উকুন : আ্যডমিন আজ টেনশনে ফেলে দিয়েছিলো। হঠাৎ করে আজ মাথায় চিরুনি অভিযান চালাচ্ছিলো। অল্পের জন্যে চিরুনির ফাঁক দিয়ে বেঁচে ফিরেছি।
feeling awesome!!

টিকটিকি : ইয়েস, আই ডিড ইট !
ব্যাটা সারাদিন কম্পিউটার
খুলে স্যোসাল মিডিয়া তে মুখ গুঁজে বসে থাকে। বাথরুমটা সেরেছি একেবারে মাথার উপরের ছাদে বসে,
একেবারে ঠিক টাকের উপর।
ওয়াও ! হোয়াট আ টার্গেট !
feeling satisfied!!
.
(আমার নয়, আমার বন্ধু মাখনের লেখা। ভালো লাগলো তাই একটু সম্পাদনা করে আপনাদের জন্য দিলাম।)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২০ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: গেছো দাদা,




মাখনের মতোই পিচ্ছিল রম্য স্ট্যাটাস। =p~

১৭ ই মে, ২০২০ রাত ১১:২৪

গেছো দাদা বলেছেন: হুমম ।

২| ১৭ ই মে, ২০২০ রাত ১০:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গেছো দাদার কথা তো কিছু লিখলেন না?

১৭ ই মে, ২০২০ রাত ১১:৪৬

গেছো দাদা বলেছেন: গেছো দাদা কে ? হা হা হা ....

৩| ১৮ ই মে, ২০২০ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: বাহ!!!!

১৮ ই মে, ২০২০ রাত ১:৩৩

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ ।

৪| ১৮ ই মে, ২০২০ রাত ১:১৮

আল-ইকরাম বলেছেন: চমৎকার লিখেছেন। পড়ে অনেক মজা পেয়েছি। শুভেচ্ছা অগনিত।

১৮ ই মে, ২০২০ রাত ২:৩৬

গেছো দাদা বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই ।

৫| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

Feeling awesome !!

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:০৬

গেছো দাদা বলেছেন: feeling loved !!

৬| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:০৫

নেওয়াজ আলি বলেছেন: বেশ । ভালোবাসা ও শুভ কামনা।

১৮ ই মে, ২০২০ বিকাল ৫:২৬

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন ।

৭| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২২

পদ্মপুকুর বলেছেন: রম্যর মধ্যেও কমন একটা বিষয় হলো- মোটামুটি সব প্রাণীই মানুষ নিয়ে চিন্তিত!! শালার মানুষ জাতটাই দেখছি প্রাণীকুলের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে...

২৬ শে মে, ২০২০ রাত ২:২৫

গেছো দাদা বলেছেন: feeling sad ...!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.