নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : গোঁফ রাখার বিপদ

১৮ ই মে, ২০২০ রাত ১১:১৬

গোপালের মোবাইল ফোনটা হারিয়ে গেল। থানায় যেতে হবে ডায়েরি করতে। ছোটবেলা থেকেই থানা-পুলিশের নাম শুনলে গোপালের বুকের মধ্যে ভয়ে খোল-করতাল বাজতে থাকে। কিন্তু উপায় নেই, সিম লক না করালে কেলো হয়ে যেতে পারে। আর তার জন্য আগে ডায়েরি করতে হবে।
গোপাল ভাবল, ভাত খেয়ে একটু গড়িয়ে নিই তারপর উঠে যাব।
.
ইদানীং গোপাল ইয়া মোটা গোঁফ রেখেছে। পুরুষ্টু গোঁফ থাকলে লোকে মান্যিগণ্যি করে। বাড়ির সব্বার আপত্তি এই পেল্লাই গোঁফে, তার বান্ধবী তিন্নি'র তো দু চোখের বিষ। কিন্তু গোপালের সাফ কথা, রেললাইনে বডি দেবো গোঁফ দেবো না।
.
থানার ডিউটি অফিসার গোপালের লিখে নিয়ে যাওয়া দরখাস্তের একটা কপিতে সই করে, নম্বর লিখে, স্ট্যাম্প দিয়ে ফেরত দিয়ে দিলেন।
গোপাল থানা থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময় বড়বাবু তাঁর বিশাল বডি নিয়ে থানায় ঢুকলেন। গোপালের মুখোমুখি হতেই বললেন, "হুম, বেড়ে গোঁফ তো । তা কী জন্য থানায়?"
গোপাল বলল, "আজ্ঞে ফোন চুরি হয়ে গেছে তাই ডায়েরি করতে।"
বড়বাবু থমকে দাঁড়িয়ে পড়ে জিগ্যেস করলেন, "কী করা হয়?"
-- "চাকরি না মানে বেকার তাই চাকরির জন্য দরখাস্ত।"
বড়বাবু একজন কনস্টেবলকে বললেন, "একে বসিয়ে রাখ।"
গোঁফের গর্বে গর্বিত গোপাল ভাবল, গোঁফ কী করে মেনটেন করতে হয় বড়বাবু তারই টিপস নেবেন বোধহয়। কয়েকবার গোঁফে তা দিয়ে নিল গোপাল।
.
বড়বাবু নিজের চেম্বারে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিলেন। বাইরে একটা চেয়ারে গোপালকে বসতে বলা হলো।
চারদিন আগেই এই থানা এলাকায় একটা খুব বড় ডাকাতি হয়েছে। এক ব্যবসায়ীর বাড়িতে। পুলিশ কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
এস পি বড়বাবুকে তলব করেছিলেন। সাফ সাফ বলে দিয়েছেন, চব্বিশ ঘন্টার মধ্যে ডাকাত দলকে না অ্যারেস্ট করতে পারলে, চাকরি ঘচাং ফু হয়ে যাবে। উপরমহল নাকি টগবগ করে ফুটছে। অন্তত একটা ডাকাতকে ধরলেও এ যাত্রায় চাকরি বেঁচে গেলেও যেতে পারে।
.
তারপর বড়বাবু যা বললেন শুনে গোপালের অজ্ঞান হওয়ার জোগাড়।
-- "অই যে গুঁফো ছেলেটা, যাকে বসিয়ে রাখতে বললাম, ওকেই চালান করে দাও। বেশ একটা পেল্লাই গোঁফ আছে। ডাকাত বললে লোকের মনে ওইরকম গুঁফো একটা মুখের ছবিই ভেসে ওঠে।"
শুনেই গোপালের ভয়ে পটি-টটি সব পেয়ে গেল। শরীরের বিভিন্ন অঙ্গ কাঁপতে শুরু করল।
কী বলছে বড়বাবু? তাকে গ্রেপ্তার করবে? সে ডাকাত? সাধের গোঁফ আজ তাকে ডাকাত বানিয়ে দিল?
-- "এই যা ওকে লক আপে ভরে দে। আগে এস পি সাহেবকে খবরটা দিই তারপর মিডিয়াকে ডাকব।"
.
তারপরেই বড়বাবু ফোন করে এস পি সাহেবকে বললেন, "স্যার আমি আইসি তফাদার বলছি, ওই ডাকাতির কেসটায় একজনকে ধরেছি স্যার। অ্যাঁ? কী বলছেন? ডাকাতগুলো ধরা পড়ে গেছে? টাকা -গয়না সমেত? ও আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, স্যার..."
ফোন রেখে দিয়ে বড়বাবু হাঁকলেন, "অ্যাই ওই গুঁফো ছোকরাটাকে ভাগিয়ে দে। ডাকাতের দলটা বিহার বর্ডারে ধরা পড়ে গেছে।"
.
...শুনেই চোঁ চা দৌড় লাগাল গোপাল। ওহ্ , কানের পাশ দিয়ে বেরিয়ে গেল গুলিটা। আর একটু হলেই জেলের চাক্কি পিসিং পিসিং...
থানা থেকে বেরিয়েই প্রথমে যে সেলুনটা দেখতে পেল সেই সেলুনে ঢুকে পড়ল গোপাল.. চেয়ারে বসে বলল, "গোঁফটা উড়িয়ে দাও! আভি উড়াও!"
.
.
-- "কী রে গোপাল পড়ে পড়ে আর কত ঘুমাবি? সন্ধে হতে চলল যে।"
মায়ের ডাকে ঘুম ভেঙে গেল গোপালের। উঠেই এক লাফে আয়নার সামনে দাঁড়াল।
দেখল, 'গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি....'

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!!!!

১৯ শে মে, ২০২০ রাত ১২:২৩

গেছো দাদা বলেছেন: ভালো লাগেনি ?? হা হা হা ...

২| ১৯ শে মে, ২০২০ রাত ১২:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গোঁফ জোড়া কোথায় যেন দেখেছি।বুড় হয়ে গেছিতো তাই মনে করতে পারছি না।মনে পরেছে,বৌদির সাথে নিউমার্কেটে।কোথায় পান এত সুন্দর সুন্দর গল্প।ধন্যবাদ

১৯ শে মে, ২০২০ রাত ১২:৫১

গেছো দাদা বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন !! অভিনন্দন !!! বুঝলেন না ? গুগল করুন । হা হা হা....

৩| ১৯ শে মে, ২০২০ রাত ১২:০৬

আলো-আঁধারি বলেছেন: চর্যাপদ থেকে কিছু অনুবাদ প্রকাশ করলাম, আশা করি আপনাদের ভাল লাগবে, আমি ব্লগে নতুন, আমার ব্লগে ঘুরে আসার নিমন্ত্রন রইল।

১৯ শে মে, ২০২০ রাত ১:৫২

গেছো দাদা বলেছেন: আপনার ব্লগে ঘুরে এসেছি ও মন্তব্য করেছি। প্রতিউত্তর এর অপেক্ষায় রইলাম।

৪| ১৯ শে মে, ২০২০ রাত ১:২২

কল্পদ্রুম বলেছেন: আপনি শুনে হয়তো অবাক হবেন।আপনার গল্পটা আমি উলটো দিক দিয়ে পড়েছি।

১৯ শে মে, ২০২০ রাত ২:১৪

গেছো দাদা বলেছেন: বুঝতে পেরেছি আপনি গোয়েন্দা !! হা হা হা ...

৫| ১৯ শে মে, ২০২০ রাত ২:৩৫

আমি সাজিদ বলেছেন: কিছু শব্দ পশ্চিমবঙ্গ ফ্লেভার দিচ্ছে। সুন্দর।

১৯ শে মে, ২০২০ রাত ৩:১৩

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। আমি পশ্চিমবঙ্গেই থাকি।

৬| ১৯ শে মে, ২০২০ রাত ৩:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনাকে অভিনন্দন

২০ শে মে, ২০২০ রাত ১২:১৪

গেছো দাদা বলেছেন: পেলেন তাহলে !!

৭| ১৯ শে মে, ২০২০ রাত ৩:৪৭

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে বিমোহিত হলাম।

২০ শে মে, ২০২০ রাত ১২:১৫

গেছো দাদা বলেছেন: আপনাকে অভিনন্দন জানাই ।

৮| ১৯ শে মে, ২০২০ ভোর ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড়বাবুর বুদ্ধির নিকুচি করি।
ডাকাত দলের ধরতে না পেরে
চুনোপুটি চালান দেয়!! দাদা
সর্দারের নাম বলবো ? =p~

২০ শে মে, ২০২০ রাত ১২:১৯

গেছো দাদা বলেছেন: "মাইরি বলছি আমি না । বাড়িতে ছোটো বালবাচ্চা আছে। আমাকে ছেড়ে দেন হুজুর। আর কখনো করব না ।" হা হা হা ...

৯| ১৯ শে মে, ২০২০ সকাল ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বহুত খুব!

২০ শে মে, ২০২০ রাত ১২:২১

গেছো দাদা বলেছেন: কি ? গোঁফ না গল্প ?

১০| ১৯ শে মে, ২০২০ সকাল ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~

রেলে বডি দেব গোফ দেব না!
এই না হলে প্রেম ;)

দারুন রম্য :)

+++

২০ শে মে, ২০২০ রাত ১২:২২

গেছো দাদা বলেছেন: আপনাকে কমেন্টদাতা হিসেবে পেয়ে খুব ভালো লাগলো দাদা। শুভেচ্ছা জানাই।

১১| ২২ শে মে, ২০২০ দুপুর ২:১৯

পদ্মপুকুর বলেছেন: গোঁফ হারানো! আজব কথা! তাও কি হয় সত্যি?
গোঁফ জোড়া তো তেমনি আছে, কমে নি এক রত্তি।

২৬ শে মে, ২০২০ রাত ২:২৩

গেছো দাদা বলেছেন: গোঁফের আমি গোঁফের তুমি ... গোঁফ দিয়ে যায় চেনা ,
পাঠকের ভালবাসায় .... হই আমি কেনা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.