নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : আমার বৌএর জন্মদিন

১৬ ই জুন, ২০২০ রাত ৩:০৫

সকালে ঘুম থেকে উঠে চা-বিস্কুট খেলাম অন্য দিনের মতোই। আজ অফিস ছুটি। না আমার বৌএর জন্মদিন উপলক্ষ্যে সরকার ছুটি ঘোষণা করেনি।আমার এক সহকর্মীর করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। আজ পুরো অফিস স্যানিটাইজ করা হবে । তাই আমার ছুটি।
তো জন্মদিনে বৌএর জন্য কী স্পেশাল করা যায় ভাবতে ভাবতে ঠিক করলাম চুল কাটতে যাব সেলুনে। কারণ এই মুহূর্তে চুল কাটাটা সবচেয়ে স্পেশাল ব্যাপার। কতদিন আগে কেটেছি!
.
যে সেলুনে চুল কাটি তার নাম "শাইনিং জেন্টস পার্লার।" যে কাটে তার নাম পাপাই। পাপাই প্রথমে ডেটল জল স্প্রে করল আমার সারা গায়ে। জামা ভিজে টিজে সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। তারপর হাতে স্যানিটাইজার দিয়ে বলল, "ভাল করে হাতে ঘষুন। তারপর মুখে লাগান তারপর চুলে।"
আমি অবাক হয়ে বললাম, "হ্যান্ড স্যানিটাইজার মুখে চুলে?"
পাপাই অভয় দিল, "কিচ্ছু হবে না। আমি সবাইকেই দিয়ে তারপর কাটছি।"
আমার মুখ জ্বলতে শুরু করল। তখন পাপাইও হাতে স্যানিটাইজার লাগাচ্ছে।
আমাকে পাপাই জিগ্যেস করল, "জ্বলছে? তার মানে করোনাগুলো মরছে।"
আমি নিশ্চিন্ত হয়ে বসলাম। কারণ করোনা বা কোভিড মরার এমন নিশ্চিত প্রমাণ কেউ পেয়েছে বলে মনে হয় না।
যাক, সব করোনা মরে যাওয়ার পর মানে জ্বলুনি কমার পর ও চুল কাটা শুরু করল। আমি বললাম, "একটু দেখে কাটিস। গতবার এমন খাপচে দিয়েছিলি যে কদিন বাড়ি থেকে বেরোতে পারিনি।"
পাপাই বলল, "আমাদের কষ্টটা কেউ বোঝে না। এইসব বেখাপ্পা মুখে চুল সেট করা যে কী ঝামেলার! নিন নিন সোজা হয়ে বসুন। দেখছি কী করা যায়!"
.
চুল কেটে বেরোতেই দেখি একটা খাসি মাংসের দোকানে বেজায় ভিড়। মাইকে অ্যানাউন্স করছে, "শুধুমাত্র আজকের জন্য সাতশো টাকার খাসি মাংস পাঁচশো টাকা কেজি।"
বৌএর জন্মদিনের জন্য স্পেশাল ডিসকাউন্ট নাকি!
একজনকে জিগ্যেস করতে সে আমাকে গলা নামিয়ে বলল, "ছাগলগুলোর করোনা হয়েছে তাই সস্তায় ছেড়ে দিচ্ছে, বুঝলেন?"
আমি অবাক হয়ে বললাম, "পশুদের করোনা হয় না শুনেছি?"
লোকটা মুখ বেঁকিয়ে বলল, "ধুর মশাই, এই তো এক্ষুনি দেখলাম একটা ছাগল দুবার হাঁচল অমনি তাকে ভেতরে নিয়ে চলে গেল।"
আমি দেখলাম বাইরে কিছু ছাগল বাঁধা আছে। তারা মাঝে মাঝেই হাঁচছে।
.
সে যা হয় হোক, আজ খাসি খেতেই হবে। আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম।
আমি লক্ষ করলাম, প্রত্যকের মাস্ক গলায় ঝুলছে। আমি একজনকে জিগ্যেস করলাম, "আচ্ছা দাদা করোনা কি এখন গলা দিয়ে ঢুকছে? সবারই দেখছি মাস্ক গলায় ঝুলছে।"
ওই লোকটা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, "তো কী পোঁদ দিয়ে নিশ্বাস নেব? শালা নাকে-মুখে বেঁধে দম আটকে আসছে!"
নাহ্ এইসব লোককে ভাল মনে কিছু জিগ্যেস করতে যাওয়া উচিত নয়।
.
বৌএর জন্মদিন যে সাধারণ ব্যাপার নয় সেটা সকালেই বুঝে যাই। কারণ প্রথম শুভেচ্ছা বার্তা আসে ভোডাফোন থেকে। আমার এই মুহূর্তে সব চেয়ে রাগ যার ওপর তার থেকেই প্রথম শুভেচ্ছা! ভোডাফোনের যা জঘন্য সার্ভিস তাতে তারা ঠিক দিনে যে ঠিক মানুষের কাছে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে এটা দেখেই রীতিমতো আশ্চর্য হলাম।
এরপর শুভেচ্ছা বার্তা আসে ফ্লিপকার্ট, সস্তাসুন্দর এবং চন্দ্রাণী পার্লস থেকে।
তারপর অবশ্য কিছু আত্মীয়ও শুভেচ্ছা জানান। এ বছর বৌএর জন্মদিন এভাবেই সাদামাটা কাটালাম। পরের বছর ইচ্ছা আছে...আচ্ছা একদিনের জন্য তাজমহল বুক করলে কত টাকা নেয়? সেসব না হয় পরের বছরই জেনে নেব। আপাতত যাই একটু ভাতঘুম দিই...

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ রাত ৩:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ...আচ্ছা একদিনের জন্য তাজমহল বুক করলে কত টাকা নেয়?
............................................................................................
দাদা, বৌএর জন্মদিন বলে কথা, টাকা দিয়ে কি হবে ???

১৬ ই জুন, ২০২০ রাত ৩:২১

গেছো দাদা বলেছেন: ঠিক ঠিক ।

২| ১৬ ই জুন, ২০২০ রাত ৩:৩৭

এনাম আহমেদ বলেছেন: ভাল লেগেছে

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:২৫

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৬ ই জুন, ২০২০ ভোর ৪:৪৩

নেওয়াজ আলি বলেছেন: গরুর অজানা রোগ হচ্ছে । মনে হয় করোনা

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:২৮

গেছো দাদা বলেছেন: হতেও পারে । যা খবর চারদিকে !! কিচ্ছু বোঝা যাচ্ছে নাা ।

৪| ১৬ ই জুন, ২০২০ সকাল ৭:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কেকটা একটু বড় হয়ে গেলনা?

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৩

গেছো দাদা বলেছেন: না না ঠিকই আছে। এর থেকে বড় হলে ও একা খেতে পারবে না। আর আমি কেক খাই না। ডাক্তারের নিষেধ। লকডাউনে বাড়িতেও আর কেউ নেই ।

৫| ১৬ ই জুন, ২০২০ সকাল ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বরাবরের মতোই দারুন রম্য :)

+++

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৪

গেছো দাদা বলেছেন: আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য +++

৬| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৫২

শায়মা বলেছেন: ফাঁকিবাঁজি জন্মদিন! ভাবীটা ভালো বলে ..... :P

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৯

গেছো দাদা বলেছেন: এখানে কোথায় আমি ফাঁকি দিলাম দিদিভাই ? বৌ এর জন্য সারাদিন কত পরিশ্রম করলাম !! হা হা হা ...

৭| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: স্ত্রীর জন্মদিন পালনের আপনি বোধকরি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেলেন দাদা! :D

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৪

গেছো দাদা বলেছেন: তাহলে দেখুন আমি বৌকে কত ভালবাসি !! হা হা হা ...

৮| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: বউকে লাই দিবেন না। জন্মদিন আবার কিসের? সব সময় চাপের উপর রাখবেন। তাকে যে ভালোবাসেন কখনও বুঝতে দিবেন না।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৫

গেছো দাদা বলেছেন: দাদা আপনি কি বিবাহিত ?

৯| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: জন্মদিন এর শুভেচ্ছা জানিয়ে দিবে।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৬

গেছো দাদা বলেছেন: জানাবো। ধন্যবাদ ।

১০| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: *দিবেন (দুঃখিত)

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৭

গেছো দাদা বলেছেন: ঠিক আছে। দুঃখিত হবেন না ।

১১| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:২১

পদ্মপুকুর বলেছেন: আমার তো মনে হয় সক্কাল সক্কাল রাগ ঝাগ করে বৌদি সোজা বাপের বাড়ি! আর আপনি চামে ব্লগে বসে খাসির করোনার গপ্পো মারছেন....

:-P

১৭ ই জুন, ২০২০ রাত ৩:২৭

গেছো দাদা বলেছেন: না না এখন লকডাউন চলছে । বাপের বাড়ি যাওয়া বন্ধ । হা হা হা

১২| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:২২

বিজন রয় বলেছেন: আপনি তাকে একদিন রান্না করে খাওয়াবেন।

১৩| ১৭ ই জুন, ২০২০ রাত ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বৌদি কি জানে আজ তার জন্মদিন??
যদি স্মরণ থাকতো তা হলে খাসির মাংশ
ছাড়া ঘরে এসে ভাত ঘুম দেবার সাহস
তোমার দাদারও হতোনা। করোনায়
বৌদি সব ভুলে গেছে তাই রক্ষে !!

১৪| ১৭ ই জুন, ২০২০ রাত ২:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়াটা বেশ মজার

১৫| ১৭ ই জুন, ২০২০ রাত ৮:৪৯

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: ১ দিন পর আমারটার জন্মদিন। কি হয় কে জানে!!!

১৬| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: আনন্দে কাটুক আপনাদের জীবন!

১৭| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সেন্স অফ হিউমার দুর্দান্ত। আমার বেশ ভালো লাগে।

২০ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৫

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.