নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : লকডাউন ও আমার পরকীয়া

২০ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৬

বস বললেন ওনার স্ত্রীকে টাটানগরে পৌঁছে দিয়ে আসতে। লকডাউন আছে তাই গাড়িতে পাঠাতে পারছেন না।লকডাউন স্পেশাল ট্রেন চলছে। ওই ট্রেনে করে পৌঁছে দিতে হবে। টাটানগর স্টেশনে ওনার বাপের বাড়ির লোক থাকবে। তাই স্টেশনে নামিয়ে দিয়ে আমি আবার ফিরে আসতে পারব।
.
ট্রেনে যখন বসলাম তখন ট্রেন ফাঁকা। পাশাপাশিই বসতে হল। ম্যাডাম বেশ গম্ভীর। হাসা দূরের কথা একটা কথাও বলেননি।
ট্রেন যখন ছাড়ল তখন ট্রেনে বেশ ভিড় হয়ে গেছে।
হঠাৎ দেখি দুটো রো আগে পিটু বসে আছে। পিটুকে দেখেই আমার হৃৎপিণ্ডটা ধক ধক করে জোরসে দৌড়াতে লাগল।
পিটু একটা কথা বলার মেশিন। পৃথিবীতে যদি বেশি এবং একটানা কথা বলার কোনও প্রতিযোগিতা থাকে ওর ফার্স্ট প্রাইজ বাঁধা।
আমি মনে মনে বললাম, "হে ভগবান পিটু যেন আমায় দেখতে না পায়!"
.
কিন্তু ভগবান খুব কমই আমার কথা শোনে, আজও শুনল না!
হঠাৎ পিটু আমাকে ট্রেনের মধ্যে আবিষ্কার করে হট্টগোল শুরু করে দিল, "আরে তুই? বউদিও আছে দেখছি? একদম চিনতে পারিনি বউদিকে! মাইরি বলছি। কী চেঞ্জ! সবই বিউটিশিয়ানের কৃপা! কী বলিস? বউদির কত লম্বা চুল ছিল! বউদির চুল দেখলেই ওই কবিতার লাইনটা মনে পড়ত, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা... এক মাথা চুল সব কেটে ফেলে বয়েজ কাট্ করে দিলেন বউদি? যাই বলুন বউদি, বড় চুলেই আপনাকে ফ্যান্টা লাগত। এখন কেমন যেন লাগছে! আর গায়ের রঙটাও পুড়ে গেছে। সে যাইহোক এটা অবশ্য বলতেই হবে যে এখন বউদিকে খুব মডার্ন লাগছে! কী রে তোর মুখে কোনও কথা নেই যে! মুখ ঘুরিয়ে বসে আছিস কেন?"
.
ম্যাডামের হ্যান্ড-ব্যাগে থাকা ফোন বেজে যাচ্ছে। ম্যাডাম এত রেগে গেছেন যে ফোন ধরছেন না।
আমি পিটুর দিকে তাকিয়ে কাঁচুমাচু হয়ে বললাম, "একটু চুপ কর প্লিজ!"
পিটু শুনতে পেল না বা শুনতে পেলেও গ্রাহ্য করল না।
চেঁচিয়েই বলল, "বউদিকে নিয়ে ঘাটশীলা যাবি নাকি রে? ওখানে আমার চেনা একটা ভাল হোটেল আছে। ওই হোটেলে উঠতে পারিস। কালই বোধহয় পূর্ণিমা। রাত্রে ডিনারের পর সুবর্ণরেখার তীরে দুজনে বসে থাকিস। উফফ্ জ্যোৎস্নার আলোয় প্রেমের কেমন জোয়ার এসে যায় দেখিস! তুই যদি বলিস আমি হোটেলে ফোন করে দিচ্ছি। তুই আমার বন্ধু, তাই ডিসকাউন্টও দেবে!"
আমি দেখলাম মিসেস বসের মুখ ডবল গম্ভীর হয়ে গেছে।
ম্যাডাম ব্যাগ থেকে বোতল বের করে জল খেলেন। আমারও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু জল পেলে ভাল হত!
.
কিন্তু এখন আমার প্রধান কাজ হল পিটুকে থামানো। নইলে চাকরি 'ঘচাং ফু' হয়ে যাবে।
জোরে বললাম, "ঘাটশীলা নয় টাটানগর যাব।"
পিটু বলল, "তাহলে ওখান থেকে ডিমনা লেক-টেকগুলো তো দেখবিই আর হাতে একটু সময় নিয়ে দলমা স্যাংচুয়ারিতে চলে যাস। দারুণ জায়গা। দুজনে খুব এঞ্জয় করবি। বউদি সিওর যাবেন কিন্তু। আরে বউদি স্পিকটি নট যে! বন্ধুর সঙ্গে ঝগড়া-টগড়া হয়নি তো? মান-অভিমানের পালা চলছে নাকি?"
আমি ঠোঁটে আঙুল রেখে ইশারায় পিটুকে চুপ করতে বললাম।
পিটু বলল, "এই জন্যই শালা বিয়ে করিনি বুঝলি। চুপ করে, শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে থাকতে পারব না বাপু। কী বউদি আপনার হাসব্যান্ডের বন্ধুর কথায় রাগ করলেন নাকি?"
.
ম্যাডামের ফোন আবার বাজছে কিন্তু ম্যাডাম ধরছেন না। তাঁর মেজাজ কী পরিমাণ উত্তপ্ত হয়েছে এতেই বোঝা যাচ্ছে।
মিসেস বস যে কোনও সময় আমার গালে একটা থাপ্পড় কষিয়ে দিলে আশ্চর্যের কিছু নেই।
.
আমি গলা উঁচিয়ে বললাম, "উনি আমার বউ নয়। তুই ভুল করছিস। আর আজেবাজে বকছিস।"
কামরায় উপস্থিত বসে থাকা দাঁড়িয়ে থাকা জনগণ আমার দিকে তাকাল বড় বড় চোখ করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে 'বোর' হয়ে যাওয়া লোকজন রসের গন্ধ পেয়ে নড়ে চড়ে উঠল।
পিটু থমকে গেল। আমি ভাবলাম যাক বাঁচা গেল! চাকরির কী হবে জানি না কিন্তু মহিলার হাতে মার খাওয়া থেকে এ যাত্রায় বেঁচে যেতেও পারি।
.
আমার ফোন বেজে উঠল। বসের ফোন। বললেন, "সব ঠিক আছে তো? আমি দু তিনবার ফোন করলাম, অলি মানে আমার মিসেস ধরল না তাই আপনাকে করছি। বসার জায়গা-টায়গা পেয়েছেন তো?"
আমি বললাম, "হ্যাঁ স্যার সব ঠিক আছে। আপনি একদম চিন্তা করবেন না।"
ম্যাডাম আমার দিকে ফিরেও তাকালেন না, তিনি এক মনে জানলার বাইরের দৃশ্য দেখতে লাগলেন।
.
কয়েক মিনিট পরে পিটু আবার মুখ খুলল। বলল, "মনটা খারাপ হয়ে গেল রে। বিশ্বাস কর তোকে আমি অন্য রকম ভাবতাম। ভাবতাম খুব ভাল ছেলে তুই। তুইও শালা... ছিঃ! বউদির জন্যই খুব খারাপ লাগছে! বহুদিন যাইনি তোদের বাড়ি, কালই যাব, বউদির সঙ্গে দেখা করতে হবে!"
তারপর কামরার দেওয়ালকে শুনিয়ে জোরে জোরে বলল, "কী পরকীয়ার জোয়ার এল রে বাবা! আবার কোর্ট নাকি বলেছে পরকীয়া বৈধ! ব্যাস লেগে পড়ো বন্ধুগণ, আর কী!"
.
সর্বনাশ! পিটু কি ভেবেছে আমি অন্য কারুর বউকে নিয়ে বেড়াতে যাচ্ছি? এ তো কেলেঙ্কারির একশেষ! কম্পার্টমেন্টের সবাই কেচ্ছার গন্ধ পেয়ে আমাদেরকে দেখছে! মিসেস বস একবার আমার দিকে তাকাতেই আমার শরীরের রক্ত শুকিয়ে গেল! যা বুঝলাম চাকরি তো যাবেই তার সঙ্গে জেলখানার ভাতও না খেতে হয়। এতো অপমান কোনও ভদ্রমহিলার পক্ষে, আবার সে যদি হয় বসের বউ, মুখ বুজে মেনে নেওয়া অসম্ভব।
টাটানগরে পৌঁছেই একটা ফোন হবে ব্যাস! আমার রাহুর-দশা, শনির-দশা, কালসর্প যোগ সব একসঙ্গে শুরু হয়ে যাবে।
.
.
এইসময় আবার আমার ফোন বেজে উঠল। বসের ফোন।
উদ্বিগ্ন গলায় বস বললেন, "একটা জরুরি কারণে আপনাকে ফোন করছি। আমার মিসেস, কানের একটা জটিল অসুখে ভুগছে। এটা আপনাকে বলা হয়নি। ও হিয়ারিং এইড ছাড়া কিচ্ছু শুনতে পায় না। আর এক্ষুনি কাজের মেয়ের থেকে জানতে পারলাম শোনার যন্ত্রটা পরে যেতে ভুলে গেছে। এইজন্যই আমার ফোন বেজে গেছে ও ধরেনি। ইন ফ্যাক্ট শুনতে পেলে তো ধরবে! আপনি কিন্তু ওকে চোখে চোখে রাখবেন। টাটানগর স্টেশনে ওর ভাইয়ের কাছে সাবধানে পৌঁছে দেবেন তাহলেই আপনার কাজ শেষ।"
.
কিচ্ছু শুনতে পায় না! কীয়ানন্দ! জ্বর দিয়ে ঘাম ছাড়ল!
হ্যাঁ জানি জানি, খুশির চোটে শব্দ এদিক ওদিক হয়ে গেছে...

মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: আপনার রসবোধে আমি মুগ্ধ!

তবে আপনাকে চুপি চুপি বলি- পরকীয়া করার ইচ্ছা আছে আমার। বিয়ের আগে যেমন প্রেমে মজা। তেমনি বিয়ের পর পরকীয়ায় মজা।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

গেছো দাদা বলেছেন: ভুলেও করবেন না । আল্টিমেটলি এতে কোনো লাভ নাই। মজার থেকে সাজা বেশি ।

২| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা চাঁপা মারার আর যায়গা পেলেন না।।
হাতে নাতে কট তাই এখন অন্য গল্প ফাঁদা হচ্ছে।
যে দিন হাইকোর্ট রায় দিলো পরকীয়া চলবে সেদিন
হাফ ছেড়ে বাঁচলেন। তাই বলে বসের ব্উয়ের সাথে !!
আপনার খবর আছে। আজ পিটু যেনেছে, কাল বৌদি !!
পরশু পাড়ার লোক। পর্যায়ক্রেমে ভারত তার পর বঙ্গ দেশ!!

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

গেছো দাদা বলেছেন: ঠিকই বলেছেন। আপনার বৌদিই আল্টিমেটলি আমার বস। সে জানলে আমার খবর আছে ।

৩| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:১৯

পদ্মপুকুর বলেছেন: বেঁচে থাকো রোগবালাই....

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫০

গেছো দাদা বলেছেন: না না একি আমি রোগবালাই একদম পছন্দ করি না।হা হা হা ...

৪| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। আপনার পাঞ্চগুলো দারুন। খুব উপভোগ করছি আপনার লেখা।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৩

গেছো দাদা বলেছেন: নিজের জীবনে আবার এসব পরকীয়ার চক্করে পরতে যাবেন না !! এসবে কোনো লাভ হয় না শেষপর্যন্ত। হা হা হা ...

৫| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বছর পাঁচেক আগে এই ব্লগে একটা পোস্ট এসেছিল। পোষ্টের শিরোনাম ছিল ঃঃ
মোবাইলের সেরা নোকিয়া /
প্রেমের সেরা পরকীয়া।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫

গেছো দাদা বলেছেন: বাহ ...

৬| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সত্যি কিয়ানন্দ দশাই বটে!

বেড়ে রম্য লেখেন দাদা। চালিয়ে যান। খুব হবে মাইরি!
দিব্যি করে বলচি ;)

:P B-) =p~

+++

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯

গেছো দাদা বলেছেন: এরকম উৎসাহ পেলে কার না লিখতে ভালো লাগে !! ধন্যবাদ ।

৭| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বছর পাঁচেক আগে এই ব্লগে একটা পোস্ট এসেছিল। পোষ্টের শিরোনাম ছিল ঃঃ
মোবাইলের সেরা নোকিয়া /
প্রেমের সেরা পরকীয়া।

আপনার আজকের লেখাটি অসাধারণ হয়েছে‌ খুবই ভালো লেগেছে‌ ।

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ ।

৮| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৯

সাহাদাত উদরাজী বলেছেন: একদম জমিয়ে দিয়েছেন!
আহা, কি কল্পনা রে!

২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১১

গেছো দাদা বলেছেন: হুমম .... ধন্যবাদ ।

৯| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: দূর্দান্ত হয়েছে দাদা, আপনি তাহলে গাছ থেকে নেমে অবশেষে ট্রেনে চড়লেন :D

২০ শে জুন, ২০২০ রাত ১১:৪৫

গেছো দাদা বলেছেন: হ বাই ।

১০| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: +++

২০ শে জুন, ২০২০ রাত ১১:৪৯

গেছো দাদা বলেছেন: আপনাকেও +++

১১| ২০ শে জুন, ২০২০ রাত ৮:২৫

মুজিব রহমান বলেছেন: আমরাও খুশি। যাক চাকরি তো বাঁঁচলো করোনাকালে!

২৪ শে জুন, ২০২০ রাত ২:৪৭

গেছো দাদা বলেছেন: হুমমম ... চাকরি বলে কথা !!

১২| ২০ শে জুন, ২০২০ রাত ৮:৪০

শায়মা বলেছেন: যাক বাবা বাঁচলে ভাইয়া।

শয়তান বন্ধুটাকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দাও......

২৪ শে জুন, ২০২০ রাত ২:৫১

গেছো দাদা বলেছেন: না গো দিদি । বন্ধু মরে যাবে যে ! সবাই বলে আমার নাকি দয়ার শরীর !! হা হা হা ...

১৩| ২০ শে জুন, ২০২০ রাত ৯:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজীব নুর বলেছেন: তবে আপনাকে চুপি চুপি বলি- পরকীয়া করার ইচ্ছা আছে আমার। বিয়ের আগে যেমন প্রেমে মজা। তেমনি বিয়ের পর পরকীয়ায় মজা।

হায়রে দূর্ভাগা দেশ
মানুষের খায়োশের নাই শেষ !!
কখন কে মুখোশের আাড়ালে
ধরে কোন বেশ !!

২১ শে জুন, ২০২০ দুপুর ২:০৪

গেছো দাদা বলেছেন: এরপর একটা গানের ধুন চলবে !! আহা বেশ বেশ বেশ ... আহা বেশ বেশ বেশ ।

১৪| ২০ শে জুন, ২০২০ রাত ১০:১৫

মা.হাসান বলেছেন: আল্টিমেটলি এতে কোনো লাভ নাই। মজার থেকে সাজা বেশি

গেছোদাদা, এটা কি জীবন থেকে নেয়া?
আপনি সাধারণত বেশ গভীর রাতে পোস্ট দেন, যখন ভাবি ঘুমিয়ে থাকে। হঠাৎ এট সাহস বৃদ্ধির কারণ কি? নাকি ভাবি কোথাও বেড়াতে গেলো?

যা হোক, পিটু আপনাদের দুজনের ছবি তুলে সোসাল মিডিয়ায় তুলে দেয় নি, এটাই ভাগ্যি।

২৪ শে জুন, ২০২০ রাত ২:৫৫

গেছো দাদা বলেছেন: লকডাউন । ভাবি বাড়িতেই আছে। সাহস বৃদ্ধির কারন ?? আরে দাদা, মাঝে মাঝে কুঁজো রো তো চিৎ হয়ে শুতে ইচ্ছে করে !! এটাও অনেকটা সেরকম । হা হা হা ...

১৫| ২০ শে জুন, ২০২০ রাত ১০:৪১

বিজন রয় বলেছেন: এখন আর একটা রম্য লিখুন তো যার যিনি কানে ভাল শুনতে পান।

২১ শে জুন, ২০২০ রাত ৯:৩১

গেছো দাদা বলেছেন: চেষ্টা করব । ধন্যবাদ।

১৬| ২০ শে জুন, ২০২০ রাত ১০:৪৩

বিজন রয় বলেছেন: আপনার মাথায় এসব আসে কি করে??

দারুন।

২৪ শে জুন, ২০২০ রাত ২:৫৭

গেছো দাদা বলেছেন: //আপনার মাথায় এসব আসে কি করে??// কি জানি !!

১৭| ২১ শে জুন, ২০২০ রাত ১২:১৫

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ভাবনার প্রকাশ।

২১ শে জুন, ২০২০ রাত ১:০৭

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

১৮| ২১ শে জুন, ২০২০ ভোর ৬:০৮

ইসিয়াক বলেছেন:
হা হা হা খুব মজা পেলুম।

২৪ শে জুন, ২০২০ রাত ২:৫৮

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

১৯| ২১ শে জুন, ২০২০ সকাল ৮:৫৮

নতুন নকিব বলেছেন:



হাসতে হাসতে শেষ! দারুন +

২১ শে জুন, ২০২০ দুপুর ২:০০

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

২০| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:৪৯

কাছের-মানুষ বলেছেন: রম্য ভাল হয়েছে। যাক বাচা গেল তাহলে। ভাগ্য ভাল বলতে হবে আপনার।

২৪ শে জুন, ২০২০ রাত ২:৫৯

গেছো দাদা বলেছেন: হুমম... ধন্যবাদ।

২১| ২১ শে জুন, ২০২০ দুপুর ২:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হিয়ারীং কিটটা ভুলে রেখে এসেছেই বলে বেঁচে গেলেন। যা অব্স্থা এই করোনা কালে চাকুরী গেলে না খেয়ে মরতে হতো।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:০২

গেছো দাদা বলেছেন: একদম । হা হা হা ...

২২| ২১ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: আমি যখন এই পোষ্টে মন্তব্য করি- তখনই ভেবেছিলাম এবং বুঝতে পেরেছিলাম নূর মোহাম্মদ নূরু সাহেবের আমার মন্তব্য ভালো লাগবে না। হলোও তাই।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:০১

গেছো দাদা বলেছেন: একট প্রবাদ আছে ... কৃষ্ণ কেমন ?? যার মন যেমন !!

২৩| ২১ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজীব নুর বলেছেন: আমি যখন এই পোষ্টে মন্তব্য করি- তখনই ভেবেছিলাম এবং বুঝতে পেরেছিলাম নূর মোহাম্মদ নূরু সাহেবের আমার মন্তব্য ভালো লাগবে না।

কি যে বলেন খানসাব !! আমি অত্যন্ত পুলকিত হয়েছি আপনার
গোপন মনের খায়েশের কথা জানতে পেরে! এখন যৌবন যার, যুদ্ধে
যাবার তার শ্রেষ্ঠ সময় !! তবে দুঃখ আপনার অর্ধঙ্গীনি একই ছাদের
নিচে থেকেও আপনার এই তথ্যটি জানেন না। আফসোস কি বাত !!
এখন যে

২৪ শে জুন, ২০২০ রাত ৩:০৭

গেছো দাদা বলেছেন: অর্ধাঙ্গীনি কনসেপ্ট ইসলামে আছে ?

২৪| ২২ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হা হা হা কিয়ানন্দ :)

ব্লগে ইদানিং রম্য পোষ্ট আসে না বলতে গেলে। কারন অনেকেই রম্য করতে গিয়ে ভাড়ামি করেন।

কিন্তু আপনি রম্য খুবই উপভোগ্য। ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:১০

গেছো দাদা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা জানাই।

২৫| ২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৫৫

নীল আকাশ বলেছেন: রাজীব নুর বলেছেন: আপনার রসবোধে আমি মুগ্ধ!
তবে আপনাকে চুপি চুপি বলি- পরকীয়া করার ইচ্ছা আছে আমার। বিয়ের আগে যেমন প্রেমে মজা। তেমনি বিয়ের পর পরকীয়ায় মজা।
সুরভী ভাবীকে বলে দেবো আমি! তখন টের পাবেন কত ধানে কত চাল হয়!
লেখা মজাদার হয়েছে। মা হাসান ভাইয়ের মন্তব্যের উত্তর দিলেন না কেন?

২৪ শে জুন, ২০২০ রাত ৩:১৪

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ । হাসান ভাইয়ের মন্তব্যের উত্তর দিলাম । আসলে আমার ব্যক্তিগত কাজের ব্যস্ততার জন্য সময় খুব কম পাই। উত্তর দিতে দেরী হয়ে যায়। এজন্য আমি ক্ষমাপ্রার্থী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.