নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : আমার রাগী বৌ

০৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৬

সামান্য, অতি সামান্য, কারণে বউ আমার ওপর বেদম রেগে যায়। তুচ্ছ তুচ্ছ কারণে কেন যে এত রেগে যায় কে জানে!
.
এই তো সেদিন বাথরুমে চান করতে যাওয়ার সময় বউ বলল, "রান্নাঘরে যাও, ভাতটা বসানো আছে একটু দেখো। ফেন উপচাতে শুরু করলে ওভেন বন্ধ করে দিও।"
আমি রান্নাঘরে গিয়ে একবার ভাতের হাঁড়ি আর একবার ফোন দেখতে থাকলাম। হঠাৎ দেখি ফোনের নেটওয়ার্ক নেই। কী সর্বনাশ! তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে তবে নেটওয়ার্ক এল। কী শান্তি!
.
কিছুক্ষণ পরেই শুনি বউয়ের তুমুল চিৎকার। একটা পোড়া গন্ধও পেলাম। রান্নাঘরে গিয়ে দেখি যাচ্ছেতাই অবস্থা। ভাতের হাঁড়ি থেকে ফেন পড়ে ভেসে যাচ্ছে। বউ রেগে আগুন চোখে আমার দিকে তাকাল।
আমি বললাম, "আরে এ তো ভালই হল। তোমাকে আর ফেন গালতে হল না।"
তারপরে চলল বউয়ের চেঁচানি। যা বলছিলাম এইরকম সামান্য কারণে বউ গাল দিয়ে ভূত ভাগিয়ে দিল!
.
আর একদিন বউ ওর বউদির সঙ্গে ফোনে কথা বলছিল সেই সময় মিউনিসিপ্যালিটির গাড়ি এল ময়লা নিতে।
বউ বলল, "যাও তো রান্নাঘরে ঝুড়িটা রাখা আছে, নিয়ে ওদের ময়লার গাড়িতে ফেলে দিয়ে এসো।"
আমি ফেলে দিয়ে এলাম। সুইপার জিগ্যেস করল, "আম কলা এইসব ফেলে দিলেন? পচে গেছে নাকি?"
আমি কিছুই বুঝতে পারলাম না। বউ ফেলতে বলেছে, পচাই হবে।
একটু পরে চিৎকার শুরু করে দিল বউ, "তুমি আনাজের খোসা রাখা ঝুড়িটা না ফেলে ফলের ঝুড়িটা ফেলে দিলে? হায় ভগবান!"
আমি বললাম, "এত সামান্য কারণে এমন চেঁচামেচি করছ কেন? ফল কী আর বাজারে পাওয়া যাবে না নাকি?"
জাস্ট এইসব সামান্য সামান্য কারণে বউ ক্ষেপে যায়!
.
একদিন রাতে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ বউয়ের চিৎকারে ঘুম ভেঙে গেল।
ঘুম ভাঙতে একটা পোড়া পোড়া কেমন যেন গন্ধ পেলাম। তার সঙ্গে বউয়ের চেঁচানি! একটু যে মনটা কনসেন্ট্রেট করে ভাবব সে উপায় নেই। দেখলাম বিছানার গদি পুড়ে ধোঁয়া বেরোচ্ছে।
একটু ভাবতে মনে পড়ল, একটা সিগারেট ধরিয়ে শুয়েছিলাম। ভেবেছিলাম শেষ করে ঘুমাব। কাল যে কী হয়েছিল, আমার মতো ইনসমনিয়াকের ফুস্ করে ঘুম চলে এল। তাই এই অগ্নিকাণ্ড!
বউ তিড়িংবিড়িং লাফাচ্ছে আর আমাকে গাল পাড়ছে!
আমি এক বালতি জল এনে বিছানায় ঢেলে দিতেই সুন্দর নিভে গেল। সিম্পল ব্যাপার।
আরে বিছানাই তো শুধু পুড়েছে। তাও জল ঢেলে দিতেই নিভে গেল। কত সামান্য একটা ব্যাপার!
ধুস্ বাবা এত লঘু কারণে রেগে গেলে চলে !!

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিছানা পুড়ে গেছে এটা আপনার কাছে সামান্য ব্যাপার ?
আচ্ছা দাদা সত্যি করে বলতো তুমি কি বউদিকে পুড়ে
মারার প্লান করেছিলে। সে পুড়ে মরলেই বুঝি বড় ব্যাপার
হতো। তোমার পেটে পেটে এত বুদ্ধি তবে আমাকে ধোকা
দেওয়া সহজ নয়। আমি সব বুঝি !!

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:২৫

গেছো দাদা বলেছেন: এই সেরেছে !! নুরুদাদা, তুমিই দেখছি হাটে হাড়ি ভাঙ্গবে আমার ! হা হা হা ....

২| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: একটা ব্যাপার দেখে বেশ মজা পেলাম। আপনার নিক হলো "গেছো দাদা", মজার ব্যাপার হলো আমাদের গ্রামে আস্ত গাধা বা বোকা টাইপের লোকজনকে আসলেই "গাইচ্ছা বলদ" বলে ডাকা হয়। আপনার ক্ষেত্রে ব্যাপাটা কাকতালীয় না ইচ্ছেকৃত তা ঠিক বোধগম্য হলো না, তবে আপনার কাজ-কর্মের সাথে মিল আছে বলতে হবে =p~ =p~ ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৩

গেছো দাদা বলেছেন: বাইরে যতই আমরা সুটেড বুটেড হই না কেন, আমাদের সবার ভেতরেই একটা করে "গাইচ্ছা বলদ" রয়েছে। কেউ কেউ বোঝে ,
আর কেউ কেউ বোঝে না। আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১:৪১

শায়মা বলেছেন: হা হা নুরুভাইয়া। ১০০ লাইক। আমারও মনে হচ্ছে ভাইয়ার এই প্লানই ছিলো। :P

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৬

গেছো দাদা বলেছেন: অ দিদি, শেষে তুমিও নুরুদাদার দলে !! আমি এখন কি করি ??

৪| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:



পুরো বালতি জল বিছানায় ঢাললেন? বউয়ের মাথায় সামান্য ঢালার দরকার ছিলো

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৯

গেছো দাদা বলেছেন: দাদা, আমার এই রম্য কেমন হয়েছে তা তো বললেন না ?

৫| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৩:৪৫

আজাদ প্রোডাক্টস বলেছেন: এভাবে চলতে পারে না

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৪

গেছো দাদা বলেছেন: ঠিক কথা। বৌ আমাকে ডিভোর্স দিতে চায় কিন্তু হিন্দু হিসেবে সাত জন্মের জন্য আমাদের বিয়ে বলে আমি তাকে পাশ কাটাই !! হা হা হা ...

৬| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৪:২৪

নেওয়াজ আলি বলেছেন: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে । ফলের ঝুড়ি ফেলে ভালোই করেছেন । ময়লার গাড়ির লোক খেতে পারবে।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৭

গেছো দাদা বলেছেন: আপনার এই তুলনামূলক বড় কমেন্টের জন্য একরাশ অভিনন্দন ও ভালোবাসা জানাই।

৭| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৬:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি সব সময় মনে মনে কাকে যেন চিন্তা করেন আর বৌদি সেটা টের পেয়েছে।তাই সকল কাজেই ভুল করেন।হাতে নাতে যেদিন ধরা খাবেন সেদিন খবর আছে।তাই সময় থাকতে সাবধান হয়ে যান।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫২

গেছো দাদা বলেছেন: সত্যিই তো ! আমি সব সময় মনে মনে কাকে যেন চিন্তা করি !! কাকে যেন চিন্তা করি ?? এই যাঃ , আবার ভুলে গেলাম !! নাঃ , আপনার বৌদির কাছে আমার খবর আছে !!!

৮| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ!
সাধু সাধু সাধু।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৪

গেছো দাদা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন দাদা ।

৯| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: বউকে সব সময় টাইট দিয়ে রাখবেন। আদর ভালোবাসা মাখা কম বলবেন। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৭

গেছো দাদা বলেছেন: এইসব করলে আমার সত্যিই খবর আছে !!! এমনিতেই যা ভুলোমন আমার !!

১০| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সিম্পল ব্যাপারে রেগে যাওয়া উচিত না হা হা হা

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৯

গেছো দাদা বলেছেন: আপনার বৌদিকে একটু বোঝান তো ! এমনিতেই বৌ রেগে গেলে আমি চোখে অন্ধকার দেখি !!

১১| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: লেখা পড়ে যা বুঝলাম যে আপনার বউ মানে আমাদের বউদি আর যাই করুক আপনাকে মারেন না। আপনার যা কাজের নমুনা তুলে ধরেছেন তাতে মনে হচ্ছে বউদি বাড়াবাড়ি কিছু করেন নি। মানুষ তো ঠেকে ঠেকে শেখে। আপনিও হয়ত একদিন শিখবেন।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৩

গেছো দাদা বলেছেন: ওই যে একটা প্রবাদ আছে ... "যার হয়না আটে,, তার হয়না আশি তে"। আমারো একই অবস্থা !!

১২| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজীব নুর বলেছেন: বউকে সব সময় টাইট দিয়ে রাখবেন। আদর ভালোবাসা মাখা কম বলবেন। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম।

খানসাব নিজের ঘরে কি এই চর্চা করেন !! =p~

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৬

গেছো দাদা বলেছেন: চুপ চুপ ... অন্যের ঘরে নজর দিতে নেই !! এতে পাপ হয় !! হা হা হা ...

১৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ নুরু ভাই - খান সাহেব পুরুষ বিদ্বেষী প্রবন্ধ লেখেন বউকে খুশি করতে ( অথবা বউয়ের হাত থেকে বাঁচতে )।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:১১

গেছো দাদা বলেছেন: বউকে খুশি করতে সব কিছু জায়েজ আছে। পৃথিবীর সব জ্ঞানী মানুষেরা বলেছেন !! হা হা হা ...

১৪| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৫

শায়মা বলেছেন: ৯. ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩১০

রাজীব নুর বলেছেন: বউকে সব সময় টাইট দিয়ে রাখবেন। আদর ভালোবাসা মাখা কম বলবেন। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম।




হা হা হা ভূতের মুখে রাম নাম............

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:১৪

গেছো দাদা বলেছেন: আপনারা কেউ রাজীব দাদাকে বোঝেন নি !! উনি আসলে উল্টো করে বলেছেন !!! হা হা হা ...

১৫| ০৬ ই জুলাই, ২০২০ ভোর ৪:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: বাইরে যতই আমরা সুটেড বুটেড হই না কেন, আমাদের সবার ভেতরেই একটা করে "গাইচ্ছা বলদ" রয়েছে। কেউ কেউ বোঝে, আর কেউ কেউ বোঝে না।
হা হা হা কম আর বেশী, তবে কথা সত্য। =p~ =p~ অবশ্য সবাইকে দিয়ে সবকিছু হয়ও না। সুট-বুট পড়ে কি আর গাছে চড়া যায়? B-) যেমন ছোটবলোয় খুব ভালো গাছে চড়তে পারতাম তখনতো আর সু্ট-বুট পড়া হতো না, এখন সুট-বুট পড়তে হয় জীবনের প্রয়োজনে কিন্তু গাছে আর চড়া হয় না। #:-S :( ভালো থাকুন।

১৬| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৯

পদ্মপুকুর বলেছেন: দুনিয়ার সব ঘটনা যে বৌদির নামে চালিয়ে দিচ্ছেন.... একটু সাবধানে দাদা! দেখা গেলো বৌদিও এই ব্লগে একটা আইডি খুলে আপনাকে দেখছেন.... তখন কিন্তু রাগের নতুন উপলক্ষ তৈরী হবে। B:-/

আপনার গল্প বলার স্বতন্ত্র একটা ঢং আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.