নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : রাশিফল

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৫

ঘুম থেকে উঠে ডাবুর প্রথম কাজ হল খবরের কাগজ দেখা। খবরের কাগজের খবর পড়ার তার এক মিলিগ্রামও আগ্রহ নেই। খবরের কাগজ খুলেই ডাবু চলে যায় ভেতরের পাতায় যেখানে দেওয়া আছে রাশিফল বা "আপনার আজকের দিনটি কেমন যাবে"।
.
আজও তাই করল। ডাবুর কর্কট রাশি। আজকের ভবিষ্যদবাণী হল 'স্বপ্ন হবে সত্যি।'
ডাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। দুবার কচলে নিয়ে আবার দেখে কনফার্ম হল। আর তারপরেই আনন্দে লাফাতে লাগল।
মা অবাক হয়ে বলল,"কিরে প্যান্টে আরশোলা ঢুকে গেছে নাকি? লাফাচ্ছিস কেন?"
শালা একটু আনন্দ করারও জো নেই!
.
ডাবুর কাছে ছিল সাকুল্যে দুশো সত্তর টাকা। সারা সকালটা সেই টাকাগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে রইল। চোখ টনটন করছে, তাও চোখ সরালো না। আর বিড়বিড় করে 'টাকা টাকা' বলে যেতে লাগল। কারণ ও শুনেছে যা দেখা হয় বা ভাবা হয়, ঘুমলে তারই নাকি স্বপ্ন দেখে মানুষে।
টাকা দেখতে দেখতে খাওয়া ভুলে গেল ডাবু। তারপর মায়ের ধ্যাতানিতে খেল। হুটোপুটি করে মুখে কিছু দিয়েই আবার টাকার সামনে চোখ খুলে ধ্যানে বসে গেল। টাকার স্বপ্ন আজ দেখতেই হবে।
.
দুপুরে চান করে ভাত খেয়ে শুয়ে পড়ল ডাবু। আজ দুপুরে টাকার স্বপ্ন দেখবে সে। এটা গ্যারান্টি। কোনও ফাঁক রাখেনি। ক'ঘন্টা ধরে শুধু টাকাই দেখেছে আর কিচ্ছু নয়। শুধু টাকার কথাই ভেবেছে মাথায় আর কিচ্ছু ঢুকতে দেয়নি। পাশের বাড়ির নতুন ভাড়াটিয়ার মেয়েটা তাকে শুনিয়ে ছাদে জোরে জোরে গেয়েছে, "কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া..." তাও ছাদে ঝাড়ি মারতে যায়নি সে। তাড়াতাড়ি ঘরের জানলা বন্ধ করে দিয়ে টাকায় বিভোর হয়ে থেকেছে।
আর টাকার স্বপ্ন দেখলেই কেল্লা ফতে। স্বপ্ন সত্যি হবে। তার মানে লটারিটা লাগবেই। টিকিট কাটা আছে তার। আজই খেলা। প্রথম পুরস্কার এক কোটি এগারো লাখ টাকা।
শোওয়ার আগে মাকে বলল,"আমার কাল রাত্তিরে একটুও ঘুম হয়নি। দুপুরে ঘুমাবো, তুমি মোটেও হাবিজাবি কারণে ডাকাডাকি করবে না।"
.
দুপুরে সত্যিই স্বপ্ন দেখল ডাবু।
.
স্বপ্নটা এইরকম। নড়বড়ে একটা টেবিল। তারওপর একটা স্টিলের বাক্স। নোট আর কিছু কয়েন বাক্সে ছড়ানো। একটা হাড়গিল্লে টাইপের লোক টেবিলের পাশে টুলে বসে আছে।
হাড়গিল্লে হাত বাড়িয়ে ডাবুকে বলল,"পিস্যাব তো? দু টাকা দ্যান।"
লোকটার পেছনে বড় বড় করে লেখা আছে "সুলভ শৌচালয়।"
ডাবুর খুব পেয়ে গেছে। আর চাপতে পারছে না।
লোকটা হাত দেখিয়ে বলল,"বাঁয়ে চলে যান।"
দৌড়ে গিয়ে ডাবু ব্লাডার খালি করে দিল।
উফ্ শান্তি শান্তি!
.
আর তারপরেই ঘুমটা ভেঙে গেল। ডাবু দেখল বিছানা ভিজে জবজবে হয়ে গেছে।
ছি ছি ছি, শেষমেষ বিছানাতেই কিনা...
এতদিন পরে রাশিফল যদিও-বা মিলল তাও শালা এই ভাবে!!!

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~

যাচ্ছলে! কি হলো?
কোটিপতি হতে গিয়ে বিছানা ভেজালো :P

হা হা হা

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:২০

গেছো দাদা বলেছেন: বাস্তব টা এরকমই দাদা !!

২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:১২

খায়রুল আহসান বলেছেন: ছোটবেলায় এরকম অনেকেরই হয়। কিন্তু বড় হয়েও??
তবে রাশিফলের তো দোষ দেয়া যাচ্ছে না!

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:২৩

গেছো দাদা বলেছেন: রাশিফল এর কুনো দুষ নাই গে দাদা !!

৩| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৮

তারেক ফাহিম বলেছেন: :) :D :P

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:২৫

গেছো দাদা বলেছেন: :) :) :):) :) :):) :) :):) :) :):) :) :):) :) :):) :) :):) :) :):) :) :)

৪| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন I মুগ্ধ I

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:২৬

গেছো দাদা বলেছেন: আমিও মুগ্ধ আপনার সুন্দর মন্তব্য পেয়ে ।

৫| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:২৭

গেছো দাদা বলেছেন: হুমমম

৬| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা শেষ মেষ ভিজিয়ে দিলে !!
দোষ চাপালে ডাবুর ঘারে !!
তুমি পারোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:২৯

গেছো দাদা বলেছেন: আমি আবার কেমন করে ভিজিয়ে দিলাম ? নুঙ্কু টা তো ডাবুর ছিলো !! হা হা হা ।

৭| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৮

ঢুকিচেপা বলেছেন: রশি ফলের এই অবস্থা হলে তো ব্যবসা চাঙ্গে উঠবে।

ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:৩৩

গেছো দাদা বলেছেন: "রশি ফল" টা আবার কি জিনিস ? হা হা হা । একটু মজা কোরলাম। কিছু মনে কৈরেন না ।

৮| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২৮

মা.হাসান বলেছেন: স্বপ্ন এভাবে সত্যি হলো!

গেছো দাদা, এবার তো বিছানায় শোয়া বাদ দিয়ে গাছে ঘুমাতে হবে B-))

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:৩৮

গেছো দাদা বলেছেন: হুমমম... "গাছে ঘুমানো" শেখার একটা ক্রাশ কোর্স করতে হবে আগে !!

৯| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৪

আকিব ইজাজ বলেছেন: হা হা হা
এই জন্যেই গুণীজনে বলে- স্বপ্নে যদি টয়লেট দেখো তবে ভুলেও তার কাছে যেও না, কারণ ঐটা একটা ফাঁদ!
আহা! এটা যদি ডাবু জানতো!

দারুন মজার হয়েছে :D

১৬ ই জুলাই, ২০২০ রাত ২:৩৯

গেছো দাদা বলেছেন: একদম ঠিক । হা হা হা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.