নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : বৌ এর ভালবাসা !!

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২২

গত শুক্কুরবারের কেস। ছুটির দিন সক্কাল সক্কাল জমিয়ে ব্রেকফাস্ট সেরে সবে সামু খুলে বসেছি, ঝড়ের বেগে ওষুধের বাক্স হাতে গিন্নীর আগমন..."এই নাও, একটা ক্যালপল খেয়ে নাও।"
এ্যান্টেনাতে কাগ, আমি তো অবাক!..."নাহ, আমার তো জ্বর -ফর কিছু হয়নি তো।"
"তবে একটা ডাইজিন খেয়ে নাও।"...গিন্নীর আবদার।
" নাহ, আমার এ্যাসিডিটিও হয়নি।"...আমি নাচার।
"ঠিকাছে, একটা পুদিনহরা খেয়ে নাও অন্তত।"...গিন্নী নাছোড়।
" কিন্তু কেন!? আমার পেট একদম ঠিকঠাক।"...আমিও ত্যাদোড়।
" আচ্ছা, এই কম্বিফ্লেমটা খেয়ে নাও লক্ষীটি। তোমার হাত, পায়ের ব্যাথা কমে যাবে।"...গিন্নীও ছাড়বে না।
"কি আশ্চর্য!! বলছি আমার কিছু হয়নি, শুধুশুধু ওষুধ খেতে যাব কেন?! আমি একদম ঠিক আছি। সুস্থ, সবল বলে যাকে।"... আমিও মানবো না।
" তবে আর কোনো বাহানাই চলবে না। সারা বাড়ি ঝুল পড়ে ভুত বাংলো হয়ে আছে। ওই নাও ঝাড়ু, আর সাফাইয়ে লেগে পড়। এরপর বাথরুমও আছে। শুরু করো ঝটপট।"
.
আমি পুরা বেহুঁশ !!!

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪১

মা.হাসান বলেছেন: আপনার প্রতি শুক্রবার এমন আনন্দ দায়ক হয়ে উঠুক B-))

ভাবিকে সামুতে একখান অ্যাকাউন্ট খুলে দিলেও পারেন, এটা ছাড়া আপনার কষ্ট ওনর বুঝতে পারার কথা না।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৭

গেছো দাদা বলেছেন: হা হা হা । ধন্যবাদ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫০

শায়মা বলেছেন: সামু খোলা দেখেই এই অবস্থা বুঝা গেলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬

গেছো দাদা বলেছেন: হা হা হা ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালয় ভালয় একটা টেবলেট খেয়ে নিতেন,কি আর অমন অসুবিধা হতো।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৮

গেছো দাদা বলেছেন: যাঃ । এরম হয় নাকি !!

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয়তমা বৌয়ের শেষ আবদারটা যে এমন হবে, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হুঁশ হইছে কিনা বলেন :)

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩১

গেছো দাদা বলেছেন: হ । অহন হইসে ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি যখন ফিট
গিন্নী তখন হিট !!!
হা হা হা

..............................................................................

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪০

জাহিদ হাসান বলেছেন: তাড়াতাড়ি কাজ করুন নয়তো গিন্নি আপনার থোতা ফাটাবে

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

পদ্মপুকুর বলেছেন: একটা কৌতুক মনে পড়লো-
এক লোক প্রতিবেশির কাছে এসে বললো- ভাই, তোমার হালের বলদ দুটির কি অবস্থা?
লোকটা তার বলদ দুটি নেয়ার ধান্ধায় এসেছে বুঝতে পেরে সে বললো- বলদ দুটি খুব ভালো অবস্থায় আছে, একটু পরেই আমি ওদেরকে নিয়ে উত্তরের জমিতে যাবো, আজ সারাদিন জমি চাঁষ করবো...
সঙ্গে সঙ্গে লোকটি বললো- তাহলে তোমার সাইকেলটা আমাকে আজ একটু দাও, আমাকে একটু শহরে যেতে হবে.....

বাই দ্য ওয়ে, আপনার ওখানে ছুটির দিন তো রবিবার হওয়ার কথা..

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ দারুন বুদ্ধিমতি।
আর কোনো বাহানা চলবে না লেগে পড়ুন

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: বাহ!

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১

একাল-সেকাল বলেছেন:
অন্ততপক্ষে, শেষ আবদারটা রাখা উচিৎ।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এবার যাবেন কোথায়? কাজে লেগে যান।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একেই বলে ; শঠে শেঠাং !! অথবা
যেমন বাঘা ওল, তেমন বাঘা তেতুল!! অথবা
বুমেরাং !! নারীদের ষোল কলার এক কলা দেখলেন
আরো ১৫টা বাকী। ঝটপট ঝুলগুলো ঝেড়ে ফেলুন
না হলে নিজেই ঝুল হয়ে ঝুলে থাকবেন !! হাত লাগান
দেরী না করে =p~

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

শাহ আজিজ বলেছেন: লেগে পড়ুন , ব্যায়াম হবে ।


রাতে বলবেন হ্যাগা আমার গা হাত টিপে দাওনা গো ।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু সাধু সাধু-------।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বউরা তাদের ভালোবাসা এভাবেই প্রকাশ করে থাকেন। এটার কোনও জাতি, ধর্ম, বর্ণ নাই। এই রকম ভালোবাসা সার্বজনীন। আমি এখন বাসার সব কাপড় ধোয়ার দায়িত্বে আছি। আমি সব কাপড় ধুই শুধু নিজের গুলি রেখে আসি বউয়ের জন্য। এটা এক ধরনের প্রতিবাদও বলতে পারেন। এর চেয়ে বেশী প্রতিবাদ করার সাহস আমার কখনই ছিল না। এই জন্য আমরা সদা সুখি দম্পতি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.