নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*১)লাইনের সূত্র:*
*যখন আপনি তাড়াতাড়ি সামনে এগোনোর জন্য একটা লাইন ছেড়ে অন্য লাইনে দাঁড়াবেন, তখন ছেড়ে আসা লাইনটা আপনি পরে যে লাইনে দাঁড়িয়েছেন তার চেয়ে দ্রুত এগোতে থাকবে।*
*২)টেলিফোনের সূত্র:*
*যখন আপনি কোনো রঙ নাম্বারে ফোন করবেন, তখন কোনো এনগেজড টোন শুনতে পাবেন না।*
*৩)গ্যারেজের সূত্র:*
*গ্যারেজে কাজ করতে করতে যখন দুই হাত একদম কালিঝুলিতে ভরে যায় ঠিক তখনই নাকের ডগাটা চুলকায়।*
*৪)বাথরুম সূত্র:*
*জল ঢেলে সারা শরীর এবং চুল একদম ভিজিয়ে ফেলার পরপরই ফোনটা বেজে উঠবে।*
*৫)কারণ দেখানোর সূত্র:*
*যখনই আপনি আপনার ঊর্ধ্বতনকে দেখাতে যাবেন কম্পিউটারটা ঠিকমতো কাজ করছে না, তখনই দেখবেন সেটা ঠিকঠিক কাজ করছে।*
*৬)চুলকানির সূত্র:*
*শরীরের সেই স্থানের চুলকানি সবসময় বেশি তীব্র হয় যে স্থানে হাত পৌঁছানো বেশি কঠিন।*
*৭)কফির সূত্র:*
*যখনই এক মগ গরম কফি হাতে নিয়ে আপনি আরাম করে খেতে বসবেন, ঠিক তখনই বস আপনাকে ডেকে পাঠাবে কোনো জরুরি কাজ করে দেওয়ার জন্য।*
*৮)দেখা হওয়ার সূত্র:*
*স্ত্রীর সঙ্গে শপিংয়ে বের হলে এমন একজন বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনার দেখা হবে যাকে আপনার স্ত্রী দু'চোখে দেখতে পারে না।*
*৯)মিথ্যা বলার সূত্র:*
*অফিসে দেরি হওয়ার কারণ হিসেবে মিথ্যা বলুন গাড়ির টায়ারটা রাস্তায় পাংচার হয়ে গিয়েছিল। ঠিক পরদিন সকালে অফিসে যাওয়ার সময় টায়ারটা পাংচার হয়ে যাবে।*
*১০)কেনাকাটার সূত্র:*
*দোকান থেকে কোনো কিছু কিনে খুশিমনে ফিরতে গেলে দেখবেন অন্য একটা দোকানে একই জিনিস আরও কম দামে বিক্রি হচ্ছে।*
*১১)বীমার সূত্র:*
*যে দুর্ঘটনার আশঙ্কায় বীমা করবেন, ধরে রাখুন সেটা ছাড়া বাকি সব দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে।*
*১২)দরজা খোলার সূত্র:*
*দরজা খোলার সময় আপনার একটা হাতে কোনো জিনিস ধরা থাকে তাহলে দরজার চাবিটা থাকবে যে হাতটা খালি ঠিক তার বিপরীত দিকের পকেটে।*
*১৩)দরকারের সূত্র:*
*বছরের পর বছর পড়ে আছে বলে কোনো জিনিস ফেলে দিলে দেখবেন ঠিক পরের সপ্তাহেই জিনিসটা আপনার দরকার।*
*১৪)কলিংবেল বাজার সূত্র:*
*বাড়িতে যখন একা থাকবেন এবং ঠিক যখন কমোডে বসবেন, তখনই কলিংবেলটা বেজে উঠবে।*
*১৫)ডাক্তারের কাছে যাওয়ার সূত্র:*
*শরীর খারাপ লাগার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান, চেম্বারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানোর আগেই শরীরটা ভালো হয়ে যাবে। কিন্তু না গিয়ে ঘরে বসে থাকুন, কিছুতেই শরীর ভালো হবে না।*
*১৬)বিনামূল্যে ইউরিন টেস্টের সূত্র :
একটি গাছের গোড়ায় যান এবং হিসু করুন।
ক. যদি প্রচুর পিঁপড়ে এসে ভিড় করে তাহলে আপনার "হাই সুগার"।
খ. যদি জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে আপনার "হাই-সোডিয়াম"।
গ. যদি সেটা থেকে মানুষের ন্যায় গন্ধ বেরোয় তাহলে আপনার "হাই-কোলেস্টেরল"।
ঘ. হিসু করার সময় প্যান্টের চেন খুলতে ভুলে গেলে "অ্যালজাইমার"।
ঙ. ঠিকঠাক গাছের গোড়ায় লক্ষ্য করে হিসু না করতে পারলে "পারকিনসন্"।
চ. যদি হিসু আপনার পায়ের উপর পড়ে তাহলে "প্রোস্টেট সমস্যা"।
ছ. আর যদি হিসুর গন্ধ না পান তাহলে ডেফিনিটলি "কোভিড-১৯ "।
.
(ডিসক্লেইমার--এটি আমার মৌলিক লেখা নয়। সংগৃহীত ও কিছুটা পরিমার্জিত করে পরিবেশন করলাম।আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে।)
১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০২
গেছো দাদা বলেছেন: //আমার আলঝেইমার, পারকিনসন, প্রোটেস্টের সমস্যা, হাই সুগার, হাই সোডিয়াম- সব গুলোই আছে//....দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
২| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩১
এইচ তালুকদার বলেছেন: পোষ্টটা আরেকটু আগে দিতেন ।আজ সকালেই বেশ কিছু টেষ্ট করালাম,একগাদা টাকা বেরিয়ে গেল।হিসু টেষ্ট করার খরচটা ত অন্তত বাচাতে পারতাম।
১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩০
গেছো দাদা বলেছেন: আপসোস .... এবার থেকে আর ভুল হবে না । একটা ফোন করবেন আগে খালি । হা হা হা ।
৩| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: আপনি মশাই দারুন দুষ্টলোক।
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১২
গেছো দাদা বলেছেন: দুষ্টলোকের মিষ্টকথা । হা হা হা ।
৪| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রত্যেকটা সূত্রই নির্ভুল!
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৮
গেছো দাদা বলেছেন: আপনিই প্রকৃত সত্যবাদী । হাহাহা।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৬
মা.হাসান বলেছেন: পুরাতন বান্ধবির সাথে পরকিয়াতে দূরের কোথাও লাঞ্চে গেলে ওখানে বর্তমান স্ত্রীর ভাই-বোন- কাছের বান্ধবির সাথে দেখা হয়ে যাবে। এর নাম- পৃথিবী গোল তত্ত্ব।
যা হোক, দুঃসংবাদঃ আমার আলঝেইমার, পারকিনসন, প্রোটেস্টের সমস্যা, হাই সুগার, হাই সোডিয়াম- সব গুলোই আছে, সুসংবাদঃ কোভিড বা হাই কোলেস্টেরল মনে হয় নেই।