নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : নিউটনের ভুলে যাওয়া কিছু সূত্র এবং বিনামূল্যে ইউরিন টেস্ট !!!

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৫

*১)লাইনের সূত্র:*
*যখন আপনি তাড়াতাড়ি সামনে এগোনোর জন্য একটা লাইন ছেড়ে অন্য লাইনে দাঁড়াবেন, তখন ছেড়ে আসা লাইনটা আপনি পরে যে লাইনে দাঁড়িয়েছেন তার চেয়ে দ্রুত এগোতে থাকবে।*
*২)টেলিফোনের সূত্র:*
*যখন আপনি কোনো রঙ নাম্বারে ফোন করবেন, তখন কোনো এনগেজড টোন শুনতে পাবেন না।*
*৩)গ্যারেজের সূত্র:*
*গ্যারেজে কাজ করতে করতে যখন দুই হাত একদম কালিঝুলিতে ভরে যায় ঠিক তখনই নাকের ডগাটা চুলকায়।*
*৪)বাথরুম সূত্র:*
*জল ঢেলে সারা শরীর এবং চুল একদম ভিজিয়ে ফেলার পরপরই ফোনটা বেজে উঠবে।*
*৫)কারণ দেখানোর সূত্র:*
*যখনই আপনি আপনার ঊর্ধ্বতনকে দেখাতে যাবেন কম্পিউটারটা ঠিকমতো কাজ করছে না, তখনই দেখবেন সেটা ঠিকঠিক কাজ করছে।*
*৬)চুলকানির সূত্র:*
*শরীরের সেই স্থানের চুলকানি সবসময় বেশি তীব্র হয় যে স্থানে হাত পৌঁছানো বেশি কঠিন।*
*৭)কফির সূত্র:*
*যখনই এক মগ গরম কফি হাতে নিয়ে আপনি আরাম করে খেতে বসবেন, ঠিক তখনই বস আপনাকে ডেকে পাঠাবে কোনো জরুরি কাজ করে দেওয়ার জন্য।*
*৮)দেখা হওয়ার সূত্র:*
*স্ত্রীর সঙ্গে শপিংয়ে বের হলে এমন একজন বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনার দেখা হবে যাকে আপনার স্ত্রী দু'চোখে দেখতে পারে না।*
*৯)মিথ্যা বলার সূত্র:*
*অফিসে দেরি হওয়ার কারণ হিসেবে মিথ্যা বলুন গাড়ির টায়ারটা রাস্তায় পাংচার হয়ে গিয়েছিল। ঠিক পরদিন সকালে অফিসে যাওয়ার সময় টায়ারটা পাংচার হয়ে যাবে।*
*১০)কেনাকাটার সূত্র:*
*দোকান থেকে কোনো কিছু কিনে খুশিমনে ফিরতে গেলে দেখবেন অন্য একটা দোকানে একই জিনিস আরও কম দামে বিক্রি হচ্ছে।*
*১১)বীমার সূত্র:*
*যে দুর্ঘটনার আশঙ্কায় বীমা করবেন, ধরে রাখুন সেটা ছাড়া বাকি সব দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে।*
*১২)দরজা খোলার সূত্র:*
*দরজা খোলার সময় আপনার একটা হাতে কোনো জিনিস ধরা থাকে তাহলে দরজার চাবিটা থাকবে যে হাতটা খালি ঠিক তার বিপরীত দিকের পকেটে।*
*১৩)দরকারের সূত্র:*
*বছরের পর বছর পড়ে আছে বলে কোনো জিনিস ফেলে দিলে দেখবেন ঠিক পরের সপ্তাহেই জিনিসটা আপনার দরকার।*
*১৪)কলিংবেল বাজার সূত্র:*
*বাড়িতে যখন একা থাকবেন এবং ঠিক যখন কমোডে বসবেন, তখনই কলিংবেলটা বেজে উঠবে।*
*১৫)ডাক্তারের কাছে যাওয়ার সূত্র:*
*শরীর খারাপ লাগার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান, চেম্বারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানোর আগেই শরীরটা ভালো হয়ে যাবে। কিন্তু না গিয়ে ঘরে বসে থাকুন, কিছুতেই শরীর ভালো হবে না।*
*১৬)বিনামূল্যে ইউরিন টেস্টের সূত্র :
একটি গাছের গোড়ায় যান এবং হিসু করুন।
. যদি প্রচুর পিঁপড়ে এসে ভিড় করে তাহলে আপনার "হাই সুগার"।
. যদি জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে আপনার "হাই-সোডিয়াম"।
. যদি সেটা থেকে মানুষের ন্যায় গন্ধ বেরোয় তাহলে আপনার "হাই-কোলেস্টেরল"।
. হিসু করার সময় প্যান্টের চেন খুলতে ভুলে গেলে "অ্যালজাইমার"।
. ঠিকঠাক গাছের গোড়ায় লক্ষ্য করে হিসু না করতে পারলে "পারকিনসন্"।
. যদি হিসু আপনার পায়ের উপর পড়ে তাহলে "প্রোস্টেট সমস্যা"।
. আর যদি হিসুর গন্ধ না পান তাহলে ডেফিনিটলি "কোভিড-১৯ "।
.
(ডিসক্লেইমার--এটি আমার মৌলিক লেখা নয়। সংগৃহীত ও কিছুটা পরিমার্জিত করে পরিবেশন করলাম।আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে।)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৬

মা.হাসান বলেছেন: পুরাতন বান্ধবির সাথে পরকিয়াতে দূরের কোথাও লাঞ্চে গেলে ওখানে বর্তমান স্ত্রীর ভাই-বোন- কাছের বান্ধবির সাথে দেখা হয়ে যাবে। এর নাম- পৃথিবী গোল তত্ত্ব।

যা হোক, দুঃসংবাদঃ আমার আলঝেইমার, পারকিনসন, প্রোটেস্টের সমস্যা, হাই সুগার, হাই সোডিয়াম- সব গুলোই আছে, সুসংবাদঃ কোভিড বা হাই কোলেস্টেরল মনে হয় নেই।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০২

গেছো দাদা বলেছেন: //আমার আলঝেইমার, পারকিনসন, প্রোটেস্টের সমস্যা, হাই সুগার, হাই সোডিয়াম- সব গুলোই আছে//....দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।

২| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩১

এইচ তালুকদার বলেছেন: পোষ্টটা আরেকটু আগে দিতেন ।আজ সকালেই বেশ কিছু টেষ্ট করালাম,একগাদা টাকা বেরিয়ে গেল।হিসু টেষ্ট করার খরচটা ত অন্তত বাচাতে পারতাম।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩০

গেছো দাদা বলেছেন: আপসোস .... এবার থেকে আর ভুল হবে না । একটা ফোন করবেন আগে খালি । হা হা হা ।

৩| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: আপনি মশাই দারুন দুষ্টলোক।

১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১২

গেছো দাদা বলেছেন: দুষ্টলোকের মিষ্টকথা । হা হা হা ।

৪| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রত্যেকটা সূত্রই নির্ভুল!

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৮

গেছো দাদা বলেছেন: আপনিই প্রকৃত সত্যবাদী । হাহাহা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.