নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : হাসবেন না পিলিজ !

১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৯

বউ : কি করছো এখন??
বর : এই তো অফিসে,খুব কাজের চাপ,তুমি কি করছো??
বউ : KFC তে এসেছি,তোমার পিছনে বসে আছি,ছেলে জিজ্ঞাসা করছে "বাবার সাথে ওই 'কাকীমা' টা কে বসে আছে"..!!
________________________
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি নেটওয়ার্ক
১) ফিমেল ।
২) ইমেল।
দুটিই নিমেষে এদিকের সমস্ত খবর ওদিকে ছড়িয়ে দিতে পারে।
_________________________
একদিন বেশ রোমান্টিক মুডে ফেসবুকে স্ট্যাটাস দিলাম:
"ডানা মেলে উড়ছি আমি তোমার আকাশে।"
বৌ কমেন্ট করলো:"নীচে নামলে দুইকেজি আলু আর তিনটে ডিম নিয়ে এসো। "
_________________________
বিবাহিত জীবন
দেখতে ঠিক কাশ্মীরের মত।
নিঃসন্দেহে সুন্দর।
কিন্তু সন্ত্রাস... বড্ড বেশী।।
________________________
বিয়ে কি ?
সেটা বোঝার জন্য এক বৈজ্ঞানিক বিয়ে করে নিলেন i
এখন সমস্যা হলো, তিনি এখন বুঝতে পারছেন না বিজ্ঞান কি ?
________________________
ধর্ম্মপিতা - নিজের পিতা নন।
ধর্ম্মমা - নিজের মা নন।
ধর্ম্মপুত্র - নিজের পুত্র নয়।
ধর্ম্মভাই - নিজের ভাই নয়।
ধর্ম্মবোন - নিজের বোন নয়।
কিন্তু শালা এই ভুলটা কি করে হয়ে গেল?
ধর্ম্মপত্নী মানে নিজের বৌ!??
খুঁজে দেখুন শাস্ত্রে ভুলটা কোথায় হয়ে গেছে।
_________________________
স্বামী - গাড়ির জানালাগুলো খুলে দাও, বড্ড গরম লাগছে।
স্ত্রী - লাগুক, কাঁচ খুললেই সবাই বুঝে যাবে আমাদের গাড়ি এসি নয়।
________________________
এক ইংরেজ, এক কিপটে মালিককে জিজ্ঞাসা করল, আপনার অফিসে সবাই টাইমের আগে চলে আসে কি করে?
অন্য কোথাও তো এটা দেখা যায় না...
কিপটেঃ-দেখুন দাদা আমার অফিসে ৩০ জন লোক কাজ করে, কিন্তু অফিসে চেয়ার রেখেছি ২৯টা, আর যে দেরিতে আসবে তাকে সারাদিন দাঁড়িয়ে কাজ করতে হবে।
________________________
ডাক্তার- রেগে গেলে যেমন করে স্বামীর দিকে তাকান ঠিক তেমন করে আমার দিকে তাকান।
মহিলা- কেন?
ডাক্তার- চোখে আই ড্রপ দেবো।
_________________________
পরীক্ষা হলের স্যার আর নাপিতের মধ্যে মিল কোথায়???
শালা!দূজনের মধ্যে কেউই ঘাড় ঘোরাতে দেয় না।
(সংগৃহীত )

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: রসোত্তীর্ণ।

১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৮

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বরোমিশালি বেশ ভালো হয়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:৩১

গেছো দাদা বলেছেন: উৎসাহ পেলাম। ধন্যবাদ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:১৮

কামাল১৮ বলেছেন: আলু ডিম ভালো লেগেছে।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৫

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪১

শেরজা তপন বলেছেন: কিছু আগে থেকে শোনা আর কিছু নতুন- সব মিলিয়ে ভাল লাগল।
* গেছো দাদা কি খুব চেঙ্গীতে আছেন নাকি?

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৬

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। তবে চেঙ্গী টা বুঝলাম না।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪৭

বিটপি বলেছেন: সব গুলোই নতুন আমার কাছে। মারহাবা!

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৭

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৫

বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে, চেয়ার এর ব্যাপারটা খুব ভাল লেগেছে

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৮

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

নজসু বলেছেন:


জটিল ছিলো।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৯

গেছো দাদা বলেছেন: খাইসে !!!

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৬

গেঁয়ো ভূত বলেছেন: একদম গরম মসল্লা!

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২০

গেছো দাদা বলেছেন: খাওয়া ভালো হইসে ? হা হা হা ।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

শাহ আজিজ বলেছেন: ইংরেজ আর কিপটে মালিকের ২৯ চেয়ার খুব মজার । এই সন্ধ্যায় ভাপা পিঠে আর জোকস বেশ রসিয়ে গেলো ।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২১

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.