![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে-বিদেশে সব যায়গায় আজকে জামাত-শিবিরের অবস্থা কেরোসিন।
দেশের অবস্থা আমরা সবাই জানি, তাদের কোন রকম প্রপাগান্ডাতেই কোন কাজ হচ্ছে না, এমনকি মানুষ খুনের মত জঘন্য ঘটনাও তারা ঘটিয়েছে। ভেবেছিল এক ঢিলে সব পাখি মারবে কিন্তু সয়ং মহান আল্লাহও তাদের তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন (সুবাহান আল্লাহ)।
বিদেশের মিডিয়া বা লবিস্ট ফার্মে তারা গত ৪ বছরে হাজার হাজার কোটি ডলার খরচ করে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল। সেসব চালিয়াতির কিছু নুমনা আমরা দেখেছি গত কয়েক বছরে। কিন্তু মাত্র দু-সপ্তাহের শাহবাগের আন্দোলনে দাবার ঘুটি উল্টে গেছে।
পূ্র্বে জাপান থেকে পশ্চিমের আমেরিকা, উত্তরের আইসল্যান্ড থেকে দক্ষিণের সাউথ আফ্রিকা সব দেশের মানুষ এবং মিডিয়া আজ জানে জামাত-শিবিরের আসল পরিচয়, তারা যে যুদ্ধাপরাধীদের দল ১৯৭১ সালে তারা যেসব অপরাধ করেছিল তাদের সকল ফিরিস্তি আজ সবাই জেনে গেছে।
তাইতো একসময়ের তাদের প্রতি সহানুভূতিশীল বা দাতা সৌদি আরব, ইরান এমনকি ইসরাইল পর্যন্ত তাদের থেকে মুখ মিফিয়ে নিতে বাধ্য হচ্ছে। তারা ঘোষণা দিচ্ছে আমরা আর জামাত-শিবিরের সাথে নেই।
বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ্!!
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
মনে নাই বলেছেন: জামাত-শিবির-রাজাকারদেরকে কেবল বাংলার মাটি থেকেই নয় দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
টুটুল২০০৮ বলেছেন: শয়তান যতই ছোট হোক ক্ষতি মারাত্মকই করে থাকে । নিশ্চিহ্ন ছাড়া গতি নেই দেশের।