নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

দেশের বর্তমান অবস্হা কি নিম্নরুপ; নাকি, আলাদা কিছু?

২৫ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১



১) দেশ এখন মিলিটারীর হাতে, মিলিটারী নিজেই আমেরিকার পকেটে; ফলে, আমরা অস্বাস্হ্যকর রাষ্ট্রীয় জীবন যাপন করছি; কারণ, দেশের উপর দেশের নাগরিকদের কোন নিয়নত্রণ নেই।

২) ড: ইউনুসের অন্তবর্তীকালীন সরকার যা যা করছে, ইহা্তে কি দেশের অবস্হা খারাপের দিকে যাবে, নাকি ভালোর দিকে যাবে, তা পরিস্কার নয়; কারণ, সরকারের লোকজন জনতার আশার প্রতিফলন ঘটাচ্ছে না: তারা আমেরিাকন এম্বসী ও সেনাবাহিনীর ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে।

৩) অন্তরবর্তীকালীন সরকারে ছেলেপেলেকে স্হান দেয়ায়, সরকারের উপর দেশের মানুষের আস্হা ও ভরসা নেই।

৪) শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা-বিরোধীরা ভয়ে আছে যে, ভারত হয়তো শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে।

৫) আওয়ামী সাপোর্টারদের উপর অত্যাচারের খড়গ নেমে এসেছে; ইহার ফলে, জাতি যেভাবে বিবক্ত হয়েছে, ইহা জাতিতে ভয়ংকর সংঘাতের সৃষ্টি করবে; ফলে, ভবিষ্যত হবে আরো দুর্যোগময়।

৬) ড: ইউনুসের সরকার দেশের মানুষকে আশার আলোক দেখাতে পারেনি ও ঐক্যবদ্ধ করতে পারেনি; ফলে, মানুষ হতাশ ও মানুষ এনার্খীর শিকার।

৭) দেশের এই অস্হিতিশীল অবস্হা থেকে দেশকে ভালোর দিকে নেয়ার ক্ষমতা দেশবাসীর হাতে নেই, ইহা আমেরিকার হাতে। কিন্তু আমেরিকা কোনভাবে ইহাকে সঠিক কক্ষপথে আনতে পারবে না।


মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: এইবছর ক্রিসমাস বাঙালি মুসলিম রা মেরী ক্রিসমাস বলা থেকে বিরত থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এতে নাকি আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব মেনে নিচ্ছেন বলে আলেম ওলামারা ফতুয়া দিয়েছেন। ইহা করিলে শিরক হয়ে যাইতে পারে।

বাংলাদেশের মিডিয়া পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে। আওয়ামী লীগের দালাল খ্যাত মিডিয়া সময় টিভি ছাত্রদের আক্রমণের শিকার। এতে জনগণ খুব আনহ্যাপী না। কারণ সময় টিভি খুবই ফালতু টাইপ মিডিয়া। সারাদিন শেখ হাসিনাকে প্রমোট করতো। বিরোধী দলগুলোকে বেইজ্জতি করতো।

গার্মেন্টস ইন্ড্রাষ্টি ডাউনফলের দিকে! ২০২৪ সালে শতাধিক গার্মেন্টস বন্ধ হয়েছে। কাজ হারিয়েছেন ১ লাখের বেশি শ্রমিক।

২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১০

জেনারেশন৭১ বলেছেন:



আব্রাহামিক ধর্মগুলোর মাঝে ইসলাম প্রচারিত হয়েছে ভয়ংকর জাতিগুলোর এলাকায়; ফলে, আজকের আধুনি যুগে, ইহার সংস্কৃতি মানব সমাজের জন্য ভালো কিছু করতে পারছে না, তারা নিজেরাও ভালো থাকতে পারছে না। আমরা এই সংস্কৃতির ভিকটিম।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৩

শাহ আজিজ বলেছেন: আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে । আমিও কোমলমতিদের নিয়ে হতাশ । তবে আমেরিকান প্রশাসন আমাদের উপদেষ্টাদের পক্ষে আছেন , আর্মির পক্ষে আছেন জেনে কিঞ্চিত আশাপ্রদ । একদম হতাশ হবেন না ।

২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৪

জেনারেশন৭১ বলেছেন:



গত ৫৪ বছরে ভারত কোথায় গেছে, পাকিস্তানের কি অবস্হা? ৫৩ বচর পে, আমাদের সরলকার নেই, মিলিটারী আর আমেরিকান এম্বেসী কেন আমাদের চালাচ্ছে? পাকিস্তানী কমান্ডো ছেলেগুলো আমাদেরকে লেবানন কিংবা সিরিয়া বানাচ্ছে ক্রমেই!

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১০

সৈয়দ কুতুব বলেছেন: আপনি একজন জামাতপন্থী ব্লগারের ব্লগে লাইক দিয়েছেন! সারাদিন গাইল্লান এদের কে :-P । নাকি কেউ কমেন্ট করছে না দেখে অনুপ্রাণিত করার জন্য লাইক দিলেন?

২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪৯

জেনারেশন৭১ বলেছেন:




আমার ৯০ ভাগ "লাইক হচ্ছে" লেকককে বুঝাতে যে, আপনার পোষ্ট পড়েছি।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আওয়ামী লীগ খুব দ্রুতই সংগঠিত হয়ে মাঠে নামবে।
তবে তাদের নেতৃত্বের কিছু পরিবর্তন করা খুবই জরুরী।

২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪৮

জেনারেশন৭১ বলেছেন:



পাকী কমান্ডোরা দেশে যা করছে, ইহা দেশকে গৃহযুদ্ধের মাঝখানে নিয়ে গেছে; ওরা জোর করে বেরিয়া াসবে সময়ের সাথে; তখন দেশ সিরয়া কিংবা সুদানে পরিণত হবে

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩৯

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:আমাদের সরলকার নেই, মিলিটারী আর আমেরিকান এম্বেসী কেন আমাদের চালাচ্ছে?

- গত ১৫ বছর কোন এম্বেসী চালিয়েছে ?

২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৫৪

জেনারেশন৭১ বলেছেন:



আমার ধারণা, গত ১৫ বছর শেখ হাসিনা, ব্যুরোক্রেট ও সেনাবাহিনী মিলে চালাচ্ছিলো; আওয়ামীরাও দেশ চালানোর সুযোগ পায়নি।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১১

কামাল১৮ বলেছেন: পাক আর্মি দেশে ঢুকাতে সরকারের সাথে আর্মির দূরত্ব সৃষ্টি হয়েছে।কথাটা কতোটুকু সত্যি।পাক আর্মি ঢুকেছে এটার প্রমান পেয়েছি।আপনিতো উন্নত্ বিশ্বের পেপার পত্রিকা পড়েন তাই আপনাকে প্রশ্ন।আমি পড়ি না।

২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:০০

জেনারেশন৭১ বলেছেন:



মোল্লাদের ড্রেসপরা পাক আর্মি দেশে দীর্ঘ সময় ধরে আছে; ওরা হাজার হাজার শিরিরকে গৃহযুদ্ধের জন্য তৈরি করেছে।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেশ সিরিয়া কিংবা সুদানে হবেনা আওয়ামীলীগে আগামী ১০/১৫ ফিরে আসবেনা।

২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫৮

জেনারেশন৭১ বলেছেন:



আওয়ামী লীগ লাগবে না, আপনার মতো যারা আছে, তারাই ইহাকে ইয়েমেন বানাবে

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



দেশ এখন নষ্টদের দখলে।

২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫৯

জেনারেশন৭১ বলেছেন:



বিকলাংগদের দখলে

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫১

কামাল১৮ বলেছেন: আমি বলছি ড্রেসপরা আর্মিক কথা।তারা বিশেষ বাহিনী হিসাবে কাজ করছে।তাদের ড্রেস বাংলাদেশের কোন বাহিনীর না। তারা যে অস্ত্র ব্যবহার করছে সেটা বাংলাদেশের কোন বাহিনী ব্যবহার করে না।তাদের বিশেষ অপারেশনের জন্য তৈরি করা হচ্ছে।কোন সে অপারেশন?
পশ্চিম বাংলায় অনেক জঙ্গি ধরা পরছে।আলামত সুবিধার না।

২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০০

জেনারেশন৭১ বলেছেন:



দেশে পাকিস্তানী কমান্ডো ট্রােইনারেরা আছে দীর্ঘ সময় ধরে

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮

ক্লোন রাফা বলেছেন: আমরা আরো প্রকটভাবে বিভাজিত হলাম! তথাকথিত মেটিকুলাসলি প্ল‍্যান করেই করা হয়েছে সব কিছু। বাঙালি ব্লাডি সিভিলিয়ান হওয়ার জন্য এক সাথে দাঁড়িয়ে আছে ।বুটের শাসনে আমাদের দেশ বার বার পিছিয়ে গেছে ।২০২৪ অর্জন হবে সবচাইতে ভয়ংকর । এখন যারা দেশের মা বাপ দাবি করছে তারা বিশ্ব রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত! চাদাবজি , ও দুর্নীতির কম্পিটিশন চলছে। প্রেসক্রিপশন দিচ্ছে সকল মিডিয়া’কে । হুমকি দিচ্ছে, না শুনলে ধ্বংস করে দিবে বলে ।

২৬ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

জেনারেশন৭১ বলেছেন:



আমেরিকান এম্বেসী শেখ হাসিনা উৎখাত করতে গিয়া যাদের কাজে লাগায়েছে, এরা জাতিকে ১ দিনে পাকিস্তানের চেয়ে খারাপ করেছে; ব্লগের বেকুবরা ভারতের বিপক্ষে যুদ্ধ করতে চায়; এসব লিলিপুটিয়ানরা যুদ্ধের কি বুঝে? দেশ, সমাজ নিয়ে ২ লাইন বাংলায় লিখতে গিয়ে ১০টি ভুল করে, তারা যুদ্ধ করবে।

তবে, আমেরিকা আমাদের ডুবায়েছে।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@পাকিস্তান আর্মি এসেছে দেশে এইটা কোন ইউটিউবারের থেকে জেনেছেন?

২৬ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

জেনারেশন৭১ বলেছেন:



আমি ইউটিুব ও ফেইসবুকের লোক নই; আমার ধারণা, পাকি আইএস সব সময় ছিলো বাংলাদেশে ও শিবির, হেজবুতদের ট্রানিং দিয়ে যাচ্ছে। এই যে বালছাল সমন্মক দেখছেন, এগুলো পাকি কস্কার হবে।মান্ডো। এই কমান্ডোরা গত কয়েক বছর কোথায় ছিলো, কি করছিলো, সেটা বের করলে অনেক কিছু পরিস্কার হবে।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


এমন পরিস্থিতি বর্তমানে কোন কোন দেশে চলমান?

২৬ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

জেনারেশন৭১ বলেছেন:



ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, লেবানন, পাকিস্তান

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


হাসান কালবৈশাখী বলেছেন:

আগুন লাগার সময়টায় জনৈক সমন্বয়ক হাসিবকে সচিবালয়ের ভেতর দেখা গেযার বিরুদ্ধে মেট্রোরেলে আগুন লাগানোর অভিযোগ ছিল, এত রাতে সচিবালয়ে এই সমন্নয়কের কি কাজ ?

নাকি এবারও বলা হবে এটি যেমন খুসি তেমন সাজো অনুষ্ঠান? তার কথায় যুক্তি আছে।



২৬ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

জেনারেশন৭১ বলেছেন:




এইসব সমন্মকদের মতো ৩০ হাজারের বেশী পাকি কমান্ডো আছে দেশে, এবং নতুন গ্রুপদের ট্রেনিং চলছে।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৪

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ কবে ফিরবে?

২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫২

জেনারেশন৭১ বলেছেন:




আওয়ামী লীগ আগামী ৬ মাসের ভেতর ফিরবে; মতিয়ার মৃত্যু না;হলে, দেশ এখন আওয়ামী লীগকে রাস্তায় দেখ্তো।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

আঁধারের যুবরাজ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ কবে ফিরবে?


- পরিকল্পনা হচ্ছে কলকাতায় বসে ,আওয়ামীলীগের বড় বড় হোমরাচোমরা এক হয়েছে সেখানে। ফেনী সীমান্ত দিয়ে শেখ হাসিনা সহ দেশে ঢুকার চিন্তা ভাবনা চলছে। ফেনীর সেনানিবাসে আওয়ামীলীগের বিশ্বস্ত কর্মকর্তা রয়েছেন, তাদের নিরাপত্তা দেবার কথা। তাদের আশ্রয়দাতার সবুজ সংকেত পেলে চেষ্টা করবে।

২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৩

জেনারেশন৭১ বলেছেন:



যারা ভারতে গেছে, তারা চুরি করে ঢুকবে; তবে, ভেতরের কেহ কেহ ৬ মাসের মাসে রাস্তায় নামবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.