নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ১ জন ব্লগারকে "জ্বীন ব্লগার" হিসেবে জানি; তিনি রাজনৈতিক পোষ্টও লেখেন; উনি আরবে চাকুরী করেন! গতকাল, উনার রাজনৈতিক পোষ্ট বের হয়েছে, সেটার সারমর্ম হলো: শেখ হাসিনা ভারতপনহী রাজনীতি করতেন; উনার পতনের পর, ভারতপনহী রাজনী্তি করে কেহ বাংলাদেশে জয়ী হতে পারবে না, ইসলামীপন্হীরা জয়ী হবেন।
ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, শেখ হাসিনা বা কোন বাংগালী ইহা কি আয়ত্ত করতে পারার কথা? এখানকার কোন বাংগালী উহা আয়ত্ব করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না; মাত্র ১ জন বাংগালী উহা পেরেছিলেন, তিনি ছিলেন শেরে বাংলা।
আপনি যদি রাজনীতি কিছুটা বুঝেন, তাহলে আমাদের সমসাময়িক রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে আপনার ধারণা থাকার কথা। এই মহুর্তে আমাদের দেশে যা ঘটছে ইহার সঠিক রাজনৈতিক ডেফিনেশন হচ্ছে "এনার্খি", বাংলায় নৈরাজ্য। যেকোন আন্দোলনের পর, দেশে নৈরাজ্য হতে পারে, সময়ের সাথে উহা কোথায়ও গিয়ে থামবে।
আপনি যদি আমাদের জাতির আভ্যন্তরীণ রাজনীতি না'বুঝেন, তা'হলে আপনি ভারত-পন্হী কিংবা ইউরোপিয়ান পন্হী রাজনীতি বুঝার কোন সম্ভাবনা নেই।
ইসলামী পন্হী রাজনীতি বলতে কোন কিছু নেই, ইসলামের জন্ম হয়েছিলো সামন্তবদে, আরবেরা ইহার নাম দিয়েছিলো খেলাফত। মুসলিম দেশগুলোতে রাজতন্ত্র কিংবা সামন্তবাদী ধরণের স্বৈরতণ্ত্র কিংবা জংগীবাদ চলছে। আমাদের জ্বীন ব্লগার বলছেন যে, বাংলাদেশে ইসলামী পন্হীরা জয়ী হবে; অর্থাৎ দেশে সামন্তবাদী স্বৈররতন্ত্র চালু হবে, কিংবা জংগীবাদ কায়েম হবে।
১৪ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
জেনারেশন৭১ বলেছেন:
আমি বেশী মিষ্টি খেয়ে, এখন উহা নিয়ে সমস্যায় আছি। আগে, গ্রামের মেয়েদের জ্বীনে প্রায়ই পেতো; আজকাল জ্বীনে কম পাচ্ছে।
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৭
জেনারেশন৭১ বলেছেন:
অনেক ধন্যবাদ, আমার ফ্রন্ট-পেইজ ব্যান তুলে নেয়ার জন্য পোষ্ট দিয়েছেন।
২| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৫
সৈয়দ কুতুব বলেছেন: আমার বড়ো ফুপুর ছোট মেয়ে নাম রোকেয়া গ্রামে পরিবারের সাথে থাকতো । মেয়েটি আমার সমবয়সী ও দেখতে তেমন সুন্দর নয়। রোকেয়া গ্রামের একটি কলেজ থেকে ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন করেছে। প্রাইমারি স্কুল নিয়োগে ভাইভা দিয়েছিল কিন্তু ভাইভা বোর্ডে তার কাছে আকারে ইঙ্গিতে টাকা চাওয়া হলে সে বুঝতে পারে না; বাদ পড়ে। দেখতে সুন্দর না হওয়াতে বিয়ার প্রোপজাল আসছিল না। এক্ষেত্রে চাকুরি পেলে অনেকে হয়তো আগ্রহ দেখাতো তাই সে সরকারি চাকুরির জন্য চেষ্টা করছিল। কিন্তু পারিবারিক অবস্থা ভালো না হওয়াতে চাকুরী পড়ার জন্য বই খাতা, আবেদনের জন্য টাকা তার পরিবার দিতে পারছিল না। বাবা নেই রোকেয়াদের। পরে একটি মাদরাসায় বাংলা পড়ানোর জন্য রোকেয়াকে রাখা হয়। রোকেয়া একেবারে গ্রাম্য স্টাইলে হিজাবী ছিলো না। তবে বড়ো ওড়না পড়তো। সবসময় মাথায় কাপড় দিয়ে চলতো। আমি একবার গ্রামে গেলে দেখতে পাই রোকেয়া পুরোপুরি হিজাবী হয়ে গেছে। আমি এর কারণ জানতে চাই। কারণ সে এখন হাত ও পা মোজা পড়ে, আমার সাথে পর্দা করছে। আগে এমনটি করতো না। পরে রোকেয়ার ছোট ভাই থেকে জানতে পারি রোকেয়া মাদরাসায় পড়াতে যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করতো সেখানে একটি গাছে জ্বীন থাকতো। সে জ্বীন নাকি রোকেয়াকে পছন্দ করে। কিন্তু রোকেয়া পরদা করতো না দেখে তাকে জ্বালাতে শুরু করে। জ্বীন নাকি রোকেয়াকে বিয়া করে অচিনপুরে নিয়ে যেতে চায়। রোকেয়া তাই জ্বীনের কথামতো পরদা করছে। যাক জ্বীন শেষপর্যন্ত রোকেয়াকে কোন ক্ষতি না করে ব্রেকাপ করে দেয়। এরপর রোকেয়া কেমন জানি পাগলের মতো আচরণ করতো। খোনার বলেছেন দ্রত বিবাহ না দিলে নাকি জ্বীন আবার ফিরে আসতে পারে। পরে তাকে ৩ দিনের মধ্যে মধ্যে খোনারের ছেলের সাথে বিবাহ করিয়ে দেয়া হয়। খোনারের ছেলের আগে এক বিয়া হয়েছিল।
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৮
জেনারেশন৭১ বলেছেন:
আমার ধারণা, মাদ্রাসার চাপে সে হিজাব পরছিলো। মাদ্রাসার কাউকে হয়তো পছন্দও হয়েছিলো; মনে হয়, উহা টিকেনি।
পরিবারের অবস্হা ভালো নয়, চাকুরী পায়নি, বিয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছিলো না; সব মিলে মানসিক সমস্যায় ভুগছিলেন রোকেয়া।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৭
সৈয়দ কুতুব বলেছেন: খোনার= তাবিজ ও ঝাড়ফুক হুজুর।
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪০
জেনারেশন৭১ বলেছেন:
আমি ফেনীর ভাষায় কথা বলতে পারি; ফলে, খোনার শব্দ ও প্রফেশানটা পরিচি্ত।
৪| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: দেড় বছর হলো বিয়ে হয়েছে। ছেলে মাদরাসায় চাকুরি করে ১২ হাজার বেতন। এখনও সমস্যা হয় নি। ছেলের তো লাভ হয়েছে। আগে বউ ছিলো তার। একটা অবিবাহিত মেয়ে বিয়ে করেছে। তবে রোকেয়ার শশুর কে আমার ভয় লাগে। তিনি যে সব গল্প বলেন তার খোনারির সেগুলো ভয়ংকর। বাণ, জাদু টোনা ও কুফুরী কালাম নিয়ে সে ব্যাডা পড়ে থাকে। এসব লোকের বাসায় বিয়ে হয়েছে বলে বোনের এখন আমরা যাই। এসব থেকে দূরে যত থাকা যায় ভালো।
আমার সন্দেহ হচ্ছে মাদরাসার কোন জ্বীন হুজুরের পাল্লায় পড়েছিলো রোকেয়া। হয়তো রোকেয়ার সাথে খারাপ কিছু করার ইচ্ছা ছিলো কিন্তু রোকেয়া রাজি হয় নি। একটু শিক্ষার আলো পেয়েছিলো তো সে। পরে রোকেয়ার মন ভেঙে যায়। বুঝেন ই তো বিয়ার চাপ ছিলো।
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৭
জেনারেশন৭১ বলেছেন:
আপনার অনুমান সঠিক বলে আমার মনে হয়; মাদ্রাসার কেহ বিয়ে করবে আশা দেয়ায় হিজাব পররেছিলো, পরে তা হয়নি; তাতে সে মুষড়ে পড়েছিলো। যা হয়েছে, আশাকরি সুখী হবে।
৫| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫০
সৈয়দ কুতুব বলেছেন: আপনি ২ নং মন্তব্যের কমেন্ট সংশোধন করেছেন। সমস্যা নেই! আপনি যে আশঙ্কা করেছে উহা অমূলক নয়। এসব সমস্যা বাংলার গ্রামের মেয়েদের প্রতিনিয়ত ফেইস করতে হয়।
যে মেয়ের জামাই অথবা জামাইয়ের পরিবার খারাপ হয়। হোক সে চাকুরিজীবী অথবা গৃহিনী: বাংলাদেশের প্রেক্ষাপটে তার কপাল খারাপ।
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০০
জেনারেশন৭১ বলেছেন:
পরিবারের সংস্কৃতি সমস্যার শিকার হয় ছেলেদের বউরা
৬| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৬
সৈয়দ কুতুব বলেছেন: আমার বড়ো ফুপুর দুই মেয়ের ভাগ্য খারাপ। দুইজন বাংলা মিডিয়ামে গ্রাজুয়েশন করার পরও বিয়ে হলো কওমী লাইনের হুজুরদের সাথে। একবার বড়ো ফুপুর বড়ো মেয়ের জামাই আমাকে বলেছিলো আকারে ইঙ্গিতে যে মেয়েদের এত পড়িয়ে লাভ কি? সেই তো হাড়ি পাতিল মাজা লাগবে, রান্না করা লাগবে। নিজেরা কাঠমোল্লা হয়ে এত শিক্ষিত মেয়ে পেয়েছে খুশি ধরে না।
৭| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
ভারত,মায়ানমার দিয়ে বাংলাদেশ ঘেষা তাই বিপদমুক্ত,মুসলিম রাস্ট্র থাকলে ইসলামপন্থীরা এই ব্লগই রাখতো না।
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩০
জেনারেশন৭১ বলেছেন:
ইসলামিকদের মাঝে জ্ঞানী মানুষ নেই, আছে জ্বীনের ভাই, শয়তানের ভাই, মোল্লা, জংগী, ভুয়া ও বেকুবের দল।
৮| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৪
সৈয়দ কুতুব বলেছেন: ভারতের রুপির মান কমে যাচ্ছে দিন দিন। প্রেডিকশন করা হচ্ছে এপ্রিলের মধ্যে ১ ডলার = ১০০ rs হয়ে যেতে পারে। বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ তুলে নিচ্ছে সমানে।
১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৫
জেনারেশন৭১ বলেছেন:
চীনের মতো ভারত কিন্তু "ম্যানুফেকচারিং" সেন্টার নয়; ভারত গাড়ী ও দামী এরোপ্লেনের মার্কেট পায়নি ইউরোপে ও আমেরিকায়; ফলে, তাদের রুপির পেছনে শক্ত ব্যাক-আপ নেই। একই সাথে ভারত নিজের দেশে আমদানী কমিয়ে রাখার চেষ্টা করে।
৯| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:২২
কামাল১৮ বলেছেন: আমরা বাংলাদেশের রাজনীতিই বুঝিনা,ভারতের রাজনীতি বুঝার প্রশ্নই আসে না।আমরা বুঝি খিলাফত।কাল্পনিক চার খলিফার শাসন আমল আমাদের মুখস্ত।
আমাদের দেশে গনতন্ত্রের বিকাশ হলে আমরা গনতান্ত্রিক শাসন বুঝতাম।আমরা বুঝি সামরিক শাসন।দেশের বিরাট একটা অংশ সামরিক শাসন চায়।ব্লগেও আছে এমন কয়েক জন।
১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
ব্লগে শেরে বাংলা, মওলানা ও শেখের সাপোর্টার শতকরা ১০ ভাগ হবে; জিয়ার সাপোর্টার হবে ৫০ ভাগ, বাকী ৪০ ভাগ গোলাম আজম গোষ্ঠী।
১০| ১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জ্বিন খায় মানুষের খাবার পর যে সব উচ্ছিষ্ট হাড়গোড় থাকে সেগুলো।
এভাবেই তারা মানুষকে সুন্দর দূষণ মুক্ত পরিবেশ উপহার দেয়।
১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৩১
জেনারেশন৭১ বলেছেন:
বেদুইনদের রূপকথা, মরুভুমিতে জ্বীনকে মানায়। আমাদের আছে ভুত, পেত্নী, ডাইনী ও রাক্ষস; খৃষ্টানদেরও আছে ডাইনী।
১১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের গ্রামের এক বাড়িতে এক ছেলে মাদ্রাসায় পড়তো । সে জায়গীর থাকতো।
এক রাতে বাড়ির কর্তী ঘুম থেকে জেগে দেখেন ছেলেটি পড়শোনা করছে । কিন্তু তার পা ছিল ঘরের সিলিংএ। অর্থা’ সে সিলিং এ পা রেখে ঝুলে টেবিলের উপরে রাখা কিতাব পাঠ করছিল।
জ্বিন বড়ই আচানক প্রাণী। আমি জ্বি বালা পাই। বড় হলে আমি জ্বিনের খামার দেব। আমি অনলাইনে জ্বিনের বেচকেনা করবো।
সবার কাছে দোয়ার দরখাস্ত রৈল।
১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
২ ব্লগার জ্বীনের মিথ্যা গল্প করেন ও রাজনীতি নিয়েও লেখেন; উনারা আমাদরকে লিলিপুটিয়ান পেয়েছেন?
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১০
সৈয়দ কুতুব বলেছেন: জ্বীন নাকি মিষ্টি পছন্দ করে। আপনি কি মিষ্টি খেতে পছন্দ করেন?