নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবকিছু করছে মানুষ!

২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২২



৭ই অক্টোবর হামাসের আক্রমণের পর, গাজা যে থাকবে না, সেটা অনেক মানুষজন অনুমান করতে পেরেছিলেন, গাজাবাসী ও বাকী ফিলিস্তিনীরা ইহা বুঝতে পারেনি। তারা বঝতে পারলে, বন্দী করে আনা ইহুদী নরনারীর মুখে থুথু দিতো না। যেসব পরিবাররা মিলে ৫০ হাজার মানুষ হারায়েছে, যারা আহত হয়েছে, বাসস্হান হারায়েছে ও ৪৭৭ দিন অভুক্ত থেকে এই যুদ্ধে টিকে আছে, তারা হাঁড়ে হাঁড়ে বুঝতে পেরেছে যে, এই ধ্বংসযজ্ঞ মানুষ চালায়েছে, আল্লাহ চালায়নি।

যারা মনে করেন যে, ইহা আল্লাহের ইচ্ছায় হয়েছে তারা বেকুব। যুদ্ধে ব্যবহৃত সকল টেকনোলোজী মানুষ তৈরি করেছে, মানুষ সেসব ব্যবহার করেছে; এখানে আল্লাহের কোন ভুমিকা নেই; যদি আল্লাহের ভুমিকা থাকতো, মানব জাতিতে এই ধরণ্বের অসম হত্যাকান্ড কাউকে চালাতে দিতো না। তবে, একটা ভালো দিক হলো, যেসব ফিলিস্তিনী মাতা বিশ্বাস করেন যে, ইহুদীদের বোমায় মৃত তাঁর সন্তান বেহেশতে যাবে, তারা বেকুব হলেও ভাগ্যবতী।

যে কোন ব্লগারকে কিংবা রিক্সাচালককে প্রশ্নকে প্রশ্ন করে দেখতে পারেন, "গাজায় এই হত্যাকান্ড কারা চালায়েছে?" যারা স্বাভাবিক মানুষ তারা বলবেন, "ইসরায়েল ইহা করেছে"। কেহ বলবেন না যে, আল্লাহ ইহা করেছে। যারা বলবেন, ইহা আল্লাহ করেছে, উহারা অবশ্যই ইডিয়ট।


মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৯

সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব অবশেষে বাংলাদেশের বেকারত্ব নিরসনে আপনার সোস্যালিস্ট ইকোনমি আইডিয়া মাথায় ঢুকেছে। আপনি একচুয়ালি রাশিয়ার নভেম্বর বেকার বিপ্লব থেকেই আইডিয়া পেয়েছেন। মাত্র ১২ বছরে রাশিয়া ঘুরে দাঁড়ায়। বাংলাদেশে জুলাই বিপ্লব না হয়ে জুলাই বেকার বিপ্লব হলে মানুষের রাস্তায় পুলিশের ধোলাই খেয়ে পড়ে থাকতে দেখা লাগতো না। আজকে বেদম পিটিয়েছে শিক্ষকদের। বেতন মোটে ৮ হাজার ইবতেদায়ি শিক্ষকদের! সংসার চলে বলেন?

২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪১

জেনারেশন৭১ বলেছেন:



১৯৭৫ সালে শেখকে হত্যা না'কলে, ১৯৮০ সালের দিকে দেশের মানুষ চোখে আশার আলো দেখতে পেতো।

পুলিশ শিক্ষকদের পিটায়ে ভুল করেছে, তাদের নেতৃবৃন্দকে একটি মিটিং'এ ডেকে, তাদের কথা শুনে, তাদের জন্য দরকারী পদক্ষেপ নে্যার জন্য ড: ইউনুসকে বললেই ভালো হতো।

২| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৭

কামাল১৮ বলেছেন: এতো কিছু ধংসের পরেও যুদ্ধবিরতিত্ যারা আনন্দ করে তারা মানুষ না তারা মুসলমান।অথচ ইহুদিরা দুঃখ প্রকাশ করছে এতো মানুষকে মারতে হয়েছে বলে।

২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮

জেনারেশন৭১ বলেছেন:



ইহুদীদের ৩০/৩৫ ভাগ এই হত্যাকন্ডের বিরোধীতা করেছে; ফিলিস্তিনীরা মুরগীর মতো বুদ্ধিমান, তাদের সন্তানদের চিল কাউয়ার হাতে ছেড়ে দিয়েছে।

তবে, নেতানিয়াহু ইহুদী জাতিকে বিপদে ফেলেছে, ইউরোপ কোনদিনও ইহুদীদের এই হতয়াকান্ড সাপোর্ট করবে না।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৪

কথামৃত বলেছেন: নেতানিয়াহু ওয়াশিংটনের মনোভাব খুব ভালো বিশ্লেষণ করতে পারে। সেজন্য শুরুতেই তিনি ট্রাম্পের মনোভাব পড়ে নিয়েছেন। তিনি বুঝে নিয়েছেন যে ট্রাম্প ইসরাইলি বন্দীদের মুক্তির জন্য মূলত যুদ্ধবিরতি চাচ্ছে। সেজন্য যদি বন্দীরা মুক্তি পেয়ে যায় অথবা তাদের বেশিরভাগই ছাড়া পেয়ে যায়, তাহলে ট্রাম্পের পক্ষ থেকে আর কোনো বাধা থাকবে না। তখন গাজা বা পশ্চিমতীরে যা ইচ্ছে, তা-ই করতে পারবে।

দায়িত্ব গ্রহণের পর গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, এটি আমাদের যুদ্ধ নয়। এটি তাদের যুদ্ধ। আমি নিশ্চিত নই। তবে আমার মনে হয়, প্রতিপক্ষ অত্যন্ত দুর্বল।

২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৯

জেনারেশন৭১ বলেছেন:



ট্রাম্প বলেছে, গাজার ফিলিস্তিনীদের জর্ডান কিংবা মিশরে থাকার ব্যবস্হা করা হবে; তাফেরকে গাজা ছেড়ে চলে যেতে হবে।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:





আপনি ভিডিওটি দেখে বুঝতে পারবেন, কি হচ্ছে? একই কাজ যদি কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু করে মুসলিমদের সাথে কোনো মুসলিম ঘোষিত দেশে, তখন কি হতে পারে?

এই ভাবে ধর্ম প্রচার করা লোকগুলোকে আমার কাছে মানসিক রোগী মনে হচ্ছে।

২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:১০

জেনারেশন৭১ বলেছেন:



খৃষ্টানরা ধনী, ওদের মাঝে যারা বেকুব, তারা ধর্ম প্রচারের জন্য টাকা দেয় খৃষ্টান সংস্হাগুলোকে। মুসলমানেরা সবার থেকে চাঁদা তুলে উঃা দিয়ে ধর্ম প্রচারের চেষ্টা করে। ইহা এখন বেদরকারী কাজ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




illegal activities
illegal activities

ভিডিও লিংক

২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০১

জেনারেশন৭১ বলেছেন:




কুরানে যা আছে, উহা মৃত্যুর পরে কাজে লাগতে পারে।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৮

সৈয়দ কুতুব বলেছেন: Click This Link

কৃ্‌ষকের জন্য এত আবেগ আর কবে দেখেছেন? এরা মনে হয় পালনবাদী! 8-|

২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৭

জেনারেশন৭১ বলেছেন:



সবাই সস্তা দামে চাল, ডাল, মাছ , মাংস খেতে চায়; কতটুকু সস্তাা দামে উহা উদপাদন করা সম্ভব, উহা তো বেকুবদের মাথায় প্রবেশ করে না।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৫২

সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব রাতভর মারামারি দেশে। ঢাবি বনাম ঢাকা কলেজ। ঢাবির প্রো ভিসি একটু কড়া ভাষায় কথা বলেছেন তাই ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাবিতে হামলা করতে গিয়েছিল। রাত তিনটা পর্যন্ত এই মারামারি চলে।

রবীন্দ্রনাথের গান মনে পড়ছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। :(

২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৫৮

জেনারেশন৭১ বলেছেন:



এইসব হায়েনা ছেলেরা সরকারে প্রবেশ করাতে দেশের কি অবস্হা হয়েছে, দেখছেন! আজকের বিশ্বের দেশ আর নবাব সিরাজ উদ দৌলার বাংলা কিংবা হযরত ওমরের আরব এক নয়।

২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৫৯

জেনারেশন৭১ বলেছেন:




দেশ চালাতে মানুষ দরকার; মোল্লারা বেহেশতে চালাবার ফর্মুলা জানে।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর একটা লেখা লিখেছেন।

অনেক ধার্মিকেরাও বুঝেন-জানেন ঈশ্বরের সমস্ত ফর্মুলা দুনিয়াতে কাজ করে না। তারপরও তারা ঈশ্বর বন্দনা করেন। এটা জাস্ট বাওতাবাজি।

২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৫

জেনারেশন৭১ বলেছেন:



সামনতবাদের সময় মানুষের জীবনভাবনা এর থেকে বেশী হওয়া কোনভাবে সম্ভবপর ছিলো না।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: আল্লাহ এখন অবসরে আছেন। উনার সমস্ত কর্মকান্ড শুরু হবে কেয়ামতের পর।
কেয়ামতের পর আপনার ভয় নেই। আপনি বেহেশতে যাবে। আমি নিশ্চিত।

২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭

জেনারেশন৭১ বলেছেন:



বেহেশত-দোযখ সবই রূপকথা

১০| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জান্নাতের সব চেয়ে বড় পুরস্কার ৭২ খানা হুর।

এটার জন্যই বাংলার তামাম পুরুষকুল উন্মাদ হয়ে গেছে।

২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৮

জেনারেশন৭১ বলেছেন:



বেদুইনদের দলে আনার জন্য এসব রূপকথা চালু করা হয়েছিলো।

১১| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৪

সৈয়দ কুতুব বলেছেন: গাজা খালি করতে বলেছে ট্রাম্প। জর্ডান ও মিশরে চলে যেতে বলেছে। কারন কী? তাহলে হামাস কি করবে?

আপনার পর্যাপ্ত ঘুম দরকার। কে কি বলে জানি না তবে আপনার দীর্ঘদিন আরো সুস্থ ভাবে জীবন যাপন করা উচিত। শুধু আম্লিকের সাপোর্ট করেন দেখেই যত ঝামেলা। ;)। এই দলের পক্ষে বাংলাদেশকে আর লিড দেয়া পসিবল হচ্ছে না।

২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২১

জেনারেশন৭১ বলেছেন:



আমাদের এমপি ও আমাদের এলাকার মিনিষ্টার আমাকে অনেকবার বলেছেন যে, আমি '৭১এর মানুষ হয়ে আওয়ামী লীগের বিরোধীতা করে অন্যায় করছি।

ট্রাম্প গাজাকে হামাস মুক্ত করবে, গাজা ইসরায়েলের মিলিটারীর অধীনে থাকবে।

১২| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস ৫৭ টা মিটিং করেছে এবার বিদেশ গিয়ে। কিন্তু দেশে ফিরে সংবাদ সম্মেলন করবেন এমন নিউজ পেলাম না। মনে হয় কচু শুনে এসেছেন। সবাই আশা দিচ্ছে টাকা দিবে কিন্তু কেউ দিচ্ছে না। :(

২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৯

জেনারেশন৭১ বলেছেন:



কিজন্য টাকা দিবে? সরকার চালানোর মতো টাকা আছে, উন্নয়নের জন্য এই সরকারকে কেহ টাকা দেয়ার কথা নয়; বরং ট্রাম্প অনেক আমেরিকান প্রোগ্রাম'এর টাকা কেটে দিবে। এমন কি জাপানও টাকার পরিমাণ কমায়ে দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.