নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকার হয়ে যেসব জেনারেলা যত দেশে ক্যু করেছে, যারা তাদের ভাড়াটে হিসেবে কাজ করেছে তদের ৮০ ভাগের শাস্তি হয়েছে পরে, ৩০/৪০ ভাগ প্রাণ হারায়েছে।
জেনারেল জিয়া যদি আমার মতো করে ভাবতো, তাকে এই সুন্দরী স্ত্রী ফেলে অকালে "শহীদ" হওয়ার দরকার হতো না। মুক্তিযুদ্ধে অবদানের কারণে মেজর থেকে লাফ মেরে জেনারেল হয়েছিলো; কিন্তু মাথাটা ডালিম'এর মতো ছিলো, আইয়ুবের মতো হয়নি।
আল-কায়েদা, মায়দা, হামাস, কামাস সবাই আমেরিকার জন্য খেটেছিলো এক সময়, তাদের বেশীর ভাগই পরে আমেরিকার অস্ত্রের শিকার হয়েছে। ইহার কারণ, আমেরিকা ঠিক বিশ্বাসঘাতক নয়; আসলে ওদের প্রেসিডেন্সিয়াল সিষ্টেম ও বিদেশী কুটনীতি শাখা একইভাবে, একই নিয়মে কাজ করে না। কুটনীতিবিদেরা পুরোপুরি দলীয় নয়, আবার পুরোপুরি ব্যুরোক্রেট নয়; ওদের অনেক ক্ষমতা থাকে বটে; কিন্তু বিভিন্ন সময়ে তারা দেশের প্রেসিডেন্টের নীতিতে ধরা খায়; আর তাদের শিকারে পরিণত হয় ভাড়াটেরা।
আমার ধারণা, আমাদের ছাত্ররা যারা এবার আমেরিকার ক্যু'তে ভাড়াটিয়া খেটে, আমাদের ব্লগার ঢাবিয়ানের জন্য "নতুন স্বাধীনতা" এনেছেন, তারা রাজননৈতিক দল করে দেশের রাজনীতিতে "তৃতীয় লিংগে" পরিনত হবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
মানুষ এখন "লাইলী মজনুর" বই পড়তে চাহে না; যারা শিক্ষিত তারা বইমেলার বই পড়ে না, এরা বিদেশী বই পড়ে; আর যারা পড়েত পারে না, তারা ইউটিউবে শাহাদাত উদরাজীদের দেখে।
আমাদের জাতির সংস্কৃতি লুট করেছে জামাত-শিবির, হেফাজত ও মোল্লারা।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রদের দল মুজিববাদ ও জিয়াবাদ কে ক্ষমতায় দেখতে চায় না। আবার গতকাল বললো আওয়ামী লীগ ও জামায়াত নাকি আওয়ামী লীগের দালাল। তারা খিলাফত শক্তি দেখতে চায় না। এরা কখন কি বলে তার ঠিক নেই।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৮
জেনারেশন৭১ বলেছেন:
মানুষের সামনে কোন রাজনৈতিক দল নেই; মানুষের সামনে শেরে বাংলা বা ভাষানীর মতো মানুষ থাকলে, মানউষের মনে সাহস আসতো। মানুষ ড: ইবলিশ ও হায়েনা ৪ ছেলেকে নিয়ে কিসের স্বপ্ন দেখবে?
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: ইন্টেরিম সরকারের বেকুবগিরির কারণে সয়াবিন তেল বাজার থেকে উধাও। বসুন্ধ্ররা গ্রুপ, মেঘনা গ্রুপ ও এস আলম মিলে সিন্ডিকেট করে বেশি মূল্যে টিসিবির জন্য তেল কিনতে বাধ্য করেছে। এখন আরো মুনাফার জন্য রমজান মাস শুরু হওয়ার এক মাস পূর্বে সয়াবিন তেলের বোতল উধাও করেছে। সাধারণ মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ১/২ টি দোকানে পাওয়া যায় যেখানে ৫ লিটার তেলে স্থান ভেদে ৮০/১০০ টাকা বেশি দামে পাওয়া যাচ্ছে। তেল কিনে বাসায় এসে এই কথা বলাতে আম্মা অগ্নিমূর্তি ধারণ করে বলে, তোগো ছাত্রগো ঝাড়ুর বাড়ি দেওন লাগবো। সারাদিন আন্দোলন করে নাকি দেশের অবস্থা খারাপ করে তুলেছি আমরা।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:১৮
জেনারেশন৭১ বলেছেন:
পরীক্ষার ১০ দিন আগে প্রশ্নপত্র দিলেও ছাত্রা পাশ করার কথা নয়; সেখানে তারা শিবিরের ছাত্রদের কি করে চিনবে। সিনডিকেটরা জানে জামাত-শিবির কতো পপুলার।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৩৬
কামাল১৮ বলেছেন: তুলসী গ্যাবার্ড এদের পিটিয়ে দেশ ছাড়া করবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
খুবই দরকার, না'হয় আমাদের নাম বদলিয়ে রাখতে হবে "পুর্ব পাকিস্তান"। আরবরা এসব হায়েনা পালে, আমরা ডুবে যাবো।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
টাকা পয়সা হৈছে।
এই বার বিবাহ কর বাজান।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:১৫
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশে শতকরা কতজন মেয়ে বিয়ের পর সুখী হয় বলা মুশকিল; দরিদ্র ও ধনীদের বেলায় সুখীর শতকরা হার শুন্যের কাছাকাছি।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উপরের ছবিখানা ছাড়জিছ ও তাহার নববধুর।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:৪০
জেনারেশন৭১ বলেছেন:
ঐ ভাড়াটে প্রতারক শিবির বিয়ে করেছে? পাকিস্তানী আইএসআই থেকে অভিনন্দন পাবার কথা।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: জামাতের কোনো লজ্জা নেই।
তারা চ্যাটাং চ্যাটাং কথা বলছে। আবার প্রতিদিন কোনো না কোনো দেশের রাষ্ট্রদূতের সাথে দেখা করছে। টাকা দিয়ে দেশের সবর্ত্র ওয়াজমাহফিল করাচ্ছে। নারীদের ফুটবল ম্যাচ ছিলো, সেটা করতে দেয় নাই। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ঝগড়া করছে, কেন গরুর মাংস পাওয়া যায় না।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
জেনারেশন৭১ বলেছেন:
এইভাবে লেবাননকে হেজবুল্লাহ ও ইয়েমেনিরা ইয়েমেনকে ধ্বংস করেছে।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রদের দল কেমন হবে তার আইডিয়া পেলুম আজ। লিখবো দেখি সময় পেলে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
জেনারেশন৭১ বলেছেন:
শিবির ( ইসলামী ছাত্র সংঘ ) ১৯৭১ সালে রাজাকার ও আল বদর হয়ে লাখ লাখ মানুষ হত্যা করেছে; এবার ওদের জংগী শাখা খুলছে।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যুক্তরাজ্যে মোবাইলের সিম কিনতে কিছুই লাগে না।
মুদির দোকানে সিম ঝুলানো থাকে।
০.৯৯ পাউন্ড দিয়ে যত খুশী সিম কিনে বাসায় নিয়ে আসা যায়।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৭
সৈয়দ কুতুব বলেছেন: আজকে সারাদিন ঢাকার মিরপুর ১১ ও ১২ তে ছিলাম। প্রতিটি রোডে দুইটি করে আদর্শ মানুষ বানানোর প্রতিষ্ঠান। কয়েকটি প্রতিষ্ঠান দেখলাম সাবেক সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে। এর কারণ হিসাবে যে বিষয় টি বুঝতে পারলাম তা হলো, সরকারি পরিসংখ্যান বুরো জরিপ করে দেখেছে মিরপুরে দারিদ্রতার হার ১২.১ শতাংশ। মিরপুরে গরীব মানুষের বাস। আদর্শ মানুষ বানানোর প্রতিষ্ঠানে ভাত মনে হয় অনুদানের চাল, মুরগী, গোরু থেকে আসে। খাবার টা ফ্রী পাচ্ছে তাই এত প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
মিরপুর এলাকায় আগে ৬০-৭০ টি লাইব্রেরি ছিলো। এখন ৫-৭ টা। বিভিন্ন বিদেশি লেখকের বই এত দাম মানুষ কিনে পড়তে পারে না। পুরাতন গল্পের বইয়ের দোকানগুলো এখন বন্ধ হয়ে গেছে। সেখানে শুধু খাবারের দোকানের মেলা বসেছে। পাঠাগার পুরো মিরপুরে ২/৩ টি আছে। সাংস্কৃতিক গোষ্ঠী আছে হাতে গোণা ২/৩ টা। কি আশা করেন এই জাতির কাছ থেকে? বিশ্বব্যাপী মেট্রোরেলে মানুষ বই পড়ছে আর আমরা ফেইসবুকের রিলসে বিভিন্ন মেয়েদের হাসি তামাশা নাচ গান দেখছি।