নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

পোস্ট, মন্তব্য এবং প্রতি-মন্তব্য দেখে ব্লগারদের বয়স অনুমান করা যায়

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৯

বয়সের সাথে সাথে মানুষের চিন্তা ধারার কিছুটা পরিবর্তন হয়। তরুণের লেখা তারুণ্যে ভরা থাকে আর বয়স্ক লোকের লেখায় বয়সের পরিপক্বতা প্রকাশ পায়। কোন ব্লগারের বিভিন্ন লেখা দীর্ঘ দিন পড়ার পরে অনুমান করা যায় এই ব্লগার কি তরুণ, মধ্য বয়সী নাকি বৃদ্ধ। অনেক সময় লেখায় ইঙ্গিত পাওয়া যায় বয়সের ব্যাপারে। আমি গত প্রায় ৭ বছর ধরে নিবন্ধন করা ব্লগার। তার আগে আরও ২ বছর ছিলাম নিবন্ধন ছাড়া। এই প্রায় ৯ বছরের অভিজ্ঞতার আলোকে আমি বিভিন্ন ব্লগারের বয়স অনুমান করেছি। নীচে আমার অনুমান সমুহ উপস্থাপন করলাম। প্রকৃত বয়সের চেয়ে ৩ বছর কম বা বেশী হলে আশা করি ধরে নেয়া যাবে যে আমার অনুমান সঠিক আছে। ইদানীং যারা লেখা দিয়েছেন বা মন্তব্য করেছেন তাদের বয়সই অনুমান করার চেষ্টা করেছি। আমি যাদের লেখা বেশী পড়েছি তাদেরটাই শুধু দিচ্ছি। অনেকের লেখা তেমন পড়া হয়নি, তাই তাদের বয়স অনুমান করতে পারলাম না। আশা করি যাদের নাম উল্লেখ করিনি তারা অন্য ভাবে নিবেন না। বয়স মোটামুটি সঠিক বললে জানাবেন। ভুল বললে সেটাও জানাবেন।

১। শায়মা – এই ব্লগারের অনেকগুলি নিক আছে। ওনার কোন কোন নিকের লেখাগুলি পড়লে মনে হবে ওনার বয়স ৬ এর বেশী হবে না। আবার কিছু নিকের লেখার মধ্যে পরিপক্বতা বা মুরুব্বীয়ানা ফুটে ওঠে। সেই নিকগুলির লেখা পড়লে মনে হবে ওনার বয়স প্রায় ৮০র কাছাকাছি হবে। তবে ওনার মূল নিক শায়মার বয়স হবে ৪৪ বছর।
২। সায়েমুজ্জামান – ওনার বয়স অনুমান করার দরকার নাই। কারণ উনি নিজেই তার পরিচয়ে বলেছেন যে তার জন্ম ১৯৮১ সালে।
৩। শ্রাবণধারা – ওনার বয়স ৫২ বছর।
৪। অপু তানভীর – ওনার বয়স ৪০
৫। আলামিন১০৪ – ওনার বয়স ৪০
৬। শাহ আজিজ – ওনার বয়স ৬৮ বছর
৭। নতুন নকিব – ওনার বয়স ৫৩ বছর
৮। জমীরউদ্দীন মোল্লা – বয়স ৩৭
৯। আহরণ – ৪৩ বছর
১০। সৈয়দ কুতুব – ৩১ বছর
১১। শেরজা তপন – বয়স ৫৪ বছর
১২। জুল ভার্ন – ৬৮ বছর
১৩। জেনারেল৭১ – ৭২
১৪। ঢাবিয়ান – ৪৭ বছর
১৫। রাজীব নূর – ৪০ বছর
১৬। ইসিয়াক – ৪০
১৭। কালো যাদুকর – ৪৩ বছর
১৮। ইফতেখার ভুইয়া – ৪২ বছর
১৯। মোহাম্মদ সাজ্জাদ হোসেন – ৫২ বছর
২০। সত্যপথিক শাইয়ান – ৪৭ বছর
২১। হাসান মাহবুব – ৪৫
২২। রূপক বিধৌত সাধু – ৩৮
২৩। সাহাদাত উদরাজী- ৫৫
২৪। বাকপ্রবাস – ৪৫
২৫। সরকার পায়েল – ৪৩
২৬। খায়রুল আহসান – ৭১
২৭। জাদিদ – ৪৫
২৮। মিরোরডডল – ৪৭
২৯। কাজী ফাতেমা ছবি – ৫০
৩০। মোহাম্মদ কামরুজ্জামান – ৫২
৩১। সৈয়দ মশিউর রহমান – ৩৮
৩২। জটিল ভাই – ৪৫
৩৩। মনিরা সুলতানা – ৫১
৩৪। বোকা মানুষ বলতে চায় – ৪৭
৩৫। সন্ধ্যা রাতের ঝি ঝি – ৩৩
৩৬। আরোগ্য – ৪২
৩৭। স্বপ্নবাজ সৌরভ – ৪০
৩৮। নীল আকাশ – ৪৫
৩৯। মহাজাগতিক চিন্তা – ৬০
৪০। শাহিন-৯৯ – ৫২
৪১। জিনাত নাজিয়া – ৬২
৪২। মায়াস্পর্শ – ৩০
৪৩। ভুয়া মফিজ – ৫৬
৪৪। গেঁয়ো ভুত – ৫৫
৪৫। নাহল তরকারি – ২৮
৪৬। সামিয়া – ৩৭
৪৭। করুণাধারা – ওনার লেখার পরিপক্বতা অনুযায়ী ওনার বয়স আমার চেয়ে প্রায় ১০ বছর বেশী হবে বলে মনে হয়।
৪৮। নিপুণ কথন – ৪০
৪৯। শূন্য সারমর্ম – ৩৫
৫০। ঠাকুর মাহমুদ – ৫৮
৫১। আহমেদ জী এস – ৭০
৫২। মোগল সম্রাট – ৫০
৫৩। শাম্মী নূর-এ আলম রাজু – ৪২
৫৪। রিফাত হোসেন – ৪৫
৫৫। মিশু মিলন – ৫২
৫৬। স্বপ্নের শঙ্খচিল – ৪২
৫৭। এ পথের পথিক – ২৮
৫৮। নতুন – ৪৫
৫৯। আজব লিঙ্কন – ৪০
৬০। নীল সাধু – ৫০
৬১। ঢাকার লোক – ৪৫
৬২। সোহানি – ৪৭
৬৩। বিষাদ সময় – ৫০
৬৪। মি বিকেল – ৪০
৬৫। গিয়াস উদ্দিন লিটন- ৫৩
৬৬। মঞ্জুর চৌধুরী – ৪৩
৬৭। কলাবাগান১ – ৪৮
৬৮। অধীতি – ৩২
৬৯। স্পাঙ্কড – ৪৫
৭০। রোকসানা লেইস – ৬৫
৭১। মোঃ মাইদুল সরকার – ৪২
৭২। কল্পদ্রুম – ৪৫
৭৩। সায়েমার ব্লগ – ৪৭
৭৪। রানার ব্লগ – ৪২
৭৫। পবন সরকার – ৪৫
৭৬। রাকু হাসান – ৪০
৭৭। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই – ৫৮
৭৮। সাইফুলসাইফসাই – ৪৫
৭৯। বুনোগান- ৪০
৮০। আমি সাজিদ – ৩৫
৮১। রিনকু ১৯৭৭ – ৪৮
৮২। এমএলজি – ৬০
৮৩। কামাল১৮- ৭৮
৮৪। অঙ্গনা – ৪২
৮৫। জুন - ৫৪

মেয়েদের বয়স প্রকাশ করা ঠিক না। তারপরেও সব ফাঁস করে দিলাম। :)

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা সব বুড়া হয়ে যাচ্ছি!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: দুঃখিত, আপনার নাম বাদ পড়ে গেছে। আপনার বয়স হল ৪০। সঠিক বলেছেন, আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি ধীরে ধীরে। অনেকে সেটা মানতে পারে না।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৯

কালো যাদুকর বলেছেন: গ্যালারিতে বসলাম, দেখি কে কি বলে। আমার বয়স ঠিকই বলেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েরা বলবে যে তাদের বয়স আমি বেশী বলেছি। ছেলেরা সঠিক বলার সম্ভবনা আছে। একজনের বয়স অন্তত সঠিক বলেছি এটাই তৃপ্তি।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার বয়স ৩৮ লিখেছেন (আসলে আরও ৬-৭ বছর কম হবে), ভাগ্যিস ৬০ লেখেননি। অনেকে তো আমাকে না দেখেই ষাটোর্ধ্ব বলে। বয়স আমার বেশি না, খালি চুল কয়টা পড়ে গেছে বাতাসে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিরা একটু ভাবুক এবং দার্শনিক টাইপের হয় তো ,তাই আপনার বয়স একটু বেশী অনুমান করেছি। :)

এখন চুল লাগানো যায় বাংলাদেশে। ঠিকানা লাগলে আমাকে জানাবেন। :)

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: ফেব্রুয়ারীতে ২৮ হবে । B-)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধরা যায় যে ৩ বছর বেশী বলেছি। আপনার আসল বয়স নিশ্চয়ই ২৯। :) আমি সার্টিফিকেট না আসল বয়স অনুমান করার চেষ্টা করেছি।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪০

হাসান মাহবুব বলেছেন: কাছাকাছি হয়েছে। নভেম্বরে ৪৪ হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি ৪৫ বলেছিলাম। গ্রহণযোগ্য সীমার মধ্যেই আছে তাহলে। উপরে রুপক বিধৌত সাধুরটা অতিরিক্ত বেশী বলে ফেলেছি। বাকিগুলি মোটামুটি ঠিক বলেছি।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৫

শায়মা বলেছেন: হা হা হা হা হাসতে হাসতে মরলাম!!!!!!!!

কেউ কেউ লাঠি নিয়ে তেড়ে ফুড়ে আসলে মজা বুঝিবেক ভাইয়ুমনিতা!!!!


ওকে আমার বয়স তিন রকম লিখেছো-

১। ৬ বছর
২। ৮০
৩। ৪৪

৬ বছর মনে হয় নিশ্চয় কমেন্টগুলো দেখে কারণ আমি বেশিভাগ সময় মজা করি মন্তব্যে। সিরিয়াসলী কিছুই বলতেই চাইনা একমাত্র ঝগড়া ঝাটি মারামারির সময়। তাও আমার মজাই লাগে কমেন্ট লিখে নিজে নিজেই হাসতে হাসতে মরি। এর কারণ আমার প্রফেশন্যাল ব্যপার সন্মদ্ধীয়।:) আমার বাচ্চাদের এইগ লেভেল ৪ থেকে ৫ আর তাই আমি মানে আমার বয়স ৬ :)

২। ৮০ বছর কারণ আমার অতীত অভিজ্ঞতা যখন লিখি তখন পৃথিবী ও বাংলাদেশের নানাস্থানে ভ্রমনের সুবাদে নানা ঘটনার বর্ণনা বিশেষ করে আমার গল্পের মাঝে আমি স্মৃতিগুলো ধরে রাখতে চাই। তাই এমনটা বলেছো বলে আমার ধারণা।

৩। ৪৪ কারণ তুমি আমাকে টিভি শো তে দেখেছো এবং সত্যিকারের বয়স অনুমানের চেরেষ্টা করেছো এটা তুমি বলেওছিলে। তবে ভাবীজী আমাকে আরও কম বলেছিলো তাই ভাবীজীকে অনেক অনেক ভালোাবাসা। আর এইবার বলি এত্তাও হয়নি! :P আমার সত্যিকারের বয়স ১৯। :)


ইহা বাড়েও না কমেও না। :) মাঝে মাঝে আমাকে রাগিয়ে কেউ কেউ বাড়ায় দেয় বা কমায় দেয়! :) :) :)


কুটনাবুড়াদের বয়স কত হয় ভাইয়ু!!!!!!!!!!! B-)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে এখন মানুষ কম। লাঠিওয়ালা মানুষও কম। :)

ছোট বাচ্চাদের মন বুঝে চলা এবং সঠিক পথে রাখা অনেক কঠিন কাজ। বাচ্চাদের সাথে থাকতে থাকতে আপনার মন মানসিকতা বাচ্চাদের মত হয়ে গেছে।

ভ্রমণ করলে এবং অনেক রকমের মানুষের সাথে মেশার সুযোগ পেলে চিত্তের উদারতা বৃদ্ধি পায়।

আমার বউ বলেছিল যে আপনার বয়স আরও কম হবে। তবে ১৯ বলে নাই। আমি তো তাও এই পোস্টে ৫ বছর কমিয়ে বলেছি, শুধু আপনার জন্য। পোস্টে বাকিদের ক্ষেত্রে এই সুবিধা দেই নাই।

আমার বয়স অনুমান করার চেষ্টা করেন।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০২

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার পর্যবেক্ষন শক্তি ভালো। ধন্যবাদ

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি আপনার বয়স মোটামুটি ঠিক বলেছি। :)

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬

শায়মা বলেছেন: হা হা হা তুমি তো কুটনা বুড়া..........

কুটনাবুড়াদের বয়স সব সময় ৮০ এর উপরে হয়। :)


আল আমাল মত ভালা মানুদেল বয়ত তওওওওওওওওওওওব তময় ১৯ :)


আলও তোত হবাল তময় আমি তোতলা হয়ে দাই।:)


০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ছোট বাচ্চা তো ফিডার নিয়ে স্কুলে যায়। আপনি মনে হয় ফিডার বা চুষনি নিয়ে যান স্কুলে। :)

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৬

ইসিয়াক বলেছেন: হায়! হায়!!
আমার বয়স এত কম!!!
আমার তো ৫২+

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৭

শাহ আজিজ বলেছেন: আমার বয়স ঠিক হয়েছে শুধু আর ৬ দিনপর ৬৮ তে পা দেব । ধন্যবাদ সা চু ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৩

গেঁয়ো ভূত বলেছেন:

বেশ ভাল পর্যবেক্ষন! একটা পোস্ট এ সঠিক বয়সের ক্ল দিয়েছিলাম ওটা মনে হয় খেয়াল করেছিলেন। আমি আর শেরজা খুব সম্ভবত একই বয়সী।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

নজসু বলেছেন:



আমার বয়সটা অনুমান করেন দেখি। :D

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৯

নজসু বলেছেন:



শ্রদ্ধেয়, চাঁদগাজী সাহেবের?

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: দুঃখিত, আপনার নাম বাদ পড়ে গেছে। আপনার বয়স হল ৪০। সঠিক বলেছেন, আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি ধীরে ধীরে। অনেকে সেটা মানতে পারে না। - আমারটা সামান্য এদিক ওদিক হয়েছে। আমার ১৮ বছর বয়স হবার ২০ বছররে এক্সপেরিয়েন্স আছে!

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯

জুল ভার্ন বলেছেন: এদের মধ্যে আমি ব্যক্তিগত ভাবে যাদেরকে চিনি তাদের বয়স একজনেরও মেলেনি বরং ৫- ১৪ বছরের ডিফারেন্!

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২

সাহাদাত উদরাজী বলেছেন: আমার বয়স সঠিক বলা চলে।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

জটিল ভাই বলেছেন:
কে কি কমেন্ট করলো তা দেখতে এলাম =p~

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

অপু তানভীর বলেছেন: সার্টিফিকেট তো দুরে থাকুক আমার আসল বয়সের থেকেও অনেক বেশি লিখেছেন।

ভুয়া সাহেব এরশাদ বিরোধী ছাত্রআন্দোলন করছেন । তার মানে সেই হিসাবে ঠিকই আছে। আর অঙ্গনা আফার বয়স আরেকটু বেশি হবে।
অন্য দিকে শায়মা আপুর বয়স মাত্র ১৬। এর বেশি হবে না।

আমি সাজিদ আমার থেকে কয়েক বছরের ছোট । ওর বয়স আরেকটু কম সম্ভবত।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪০

এ পথের পথিক বলেছেন: ৭ নাম্বার কমেন্টের সাথে একমত " আপনার পর্যবেক্ষন শক্তি ভালো। ধন্যবাদ"
তবে আসল বয়স বলতে চায় না ।

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯

কামাল১৮ বলেছেন: কথার ফাঁকে অনেকে বয়স বলে দেয়।কেউ মনে রাখে কেউ রাখে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.