নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

পোস্ট, মন্তব্য এবং প্রতি-মন্তব্য দেখে ব্লগারদের বয়স অনুমান করা যায়

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৯

বয়সের সাথে সাথে মানুষের চিন্তা ধারার কিছুটা পরিবর্তন হয়। তরুণের লেখা তারুণ্যে ভরা থাকে আর বয়স্ক লোকের লেখায় বয়সের পরিপক্বতা প্রকাশ পায়। কোন ব্লগারের বিভিন্ন লেখা দীর্ঘ দিন পড়ার পরে অনুমান করা যায় এই ব্লগার কি তরুণ, মধ্য বয়সী নাকি বৃদ্ধ। অনেক সময় লেখায় ইঙ্গিত পাওয়া যায় বয়সের ব্যাপারে। আমি গত প্রায় ৭ বছর ধরে নিবন্ধন করা ব্লগার। তার আগে আরও ২ বছর ছিলাম নিবন্ধন ছাড়া। এই প্রায় ৯ বছরের অভিজ্ঞতার আলোকে আমি বিভিন্ন ব্লগারের বয়স অনুমান করেছি। নীচে আমার অনুমান সমুহ উপস্থাপন করলাম। প্রকৃত বয়সের চেয়ে ৩ বছর কম বা বেশী হলে আশা করি ধরে নেয়া যাবে যে আমার অনুমান সঠিক আছে। ইদানীং যারা লেখা দিয়েছেন বা মন্তব্য করেছেন তাদের বয়সই অনুমান করার চেষ্টা করেছি। আমি যাদের লেখা বেশী পড়েছি তাদেরটাই শুধু দিচ্ছি। অনেকের লেখা তেমন পড়া হয়নি, তাই তাদের বয়স অনুমান করতে পারলাম না। আশা করি যাদের নাম উল্লেখ করিনি তারা অন্য ভাবে নিবেন না। বয়স মোটামুটি সঠিক বললে জানাবেন। ভুল বললে সেটাও জানাবেন।

১। শায়মা – এই ব্লগারের অনেকগুলি নিক আছে। ওনার কোন কোন নিকের লেখাগুলি পড়লে মনে হবে ওনার বয়স ৬ এর বেশী হবে না। আবার কিছু নিকের লেখার মধ্যে পরিপক্বতা বা মুরুব্বীয়ানা ফুটে ওঠে। সেই নিকগুলির লেখা পড়লে মনে হবে ওনার বয়স প্রায় ৮০র কাছাকাছি হবে। তবে ওনার মূল নিক শায়মার বয়স হবে ৪৪ বছর।
২। সায়েমুজ্জামান – ওনার বয়স অনুমান করার দরকার নাই। কারণ উনি নিজেই তার পরিচয়ে বলেছেন যে তার জন্ম ১৯৮১ সালে।
৩। শ্রাবণধারা – ওনার বয়স ৫২ বছর।
৪। অপু তানভীর – ওনার বয়স ৪০
৫। আলামিন১০৪ – ওনার বয়স ৪০
৬। শাহ আজিজ – ওনার বয়স ৬৮ বছর
৭। নতুন নকিব – ওনার বয়স ৫৩ বছর
৮। জমীরউদ্দীন মোল্লা – বয়স ৩৭
৯। আহরণ – ৪৩ বছর
১০। সৈয়দ কুতুব – ৩১ বছর
১১। শেরজা তপন – বয়স ৫৪ বছর
১২। জুল ভার্ন – ৬৮ বছর
১৩। জেনারেল৭১ – ৭২
১৪। ঢাবিয়ান – ৪৭ বছর
১৫। রাজীব নূর – ৪০ বছর
১৬। ইসিয়াক – ৪০
১৭। কালো যাদুকর – ৪৩ বছর
১৮। ইফতেখার ভুইয়া – ৪২ বছর
১৯। মোহাম্মদ সাজ্জাদ হোসেন – ৫২ বছর
২০। সত্যপথিক শাইয়ান – ৪৭ বছর
২১। হাসান মাহবুব – ৪৫
২২। রূপক বিধৌত সাধু – ৩৮
২৩। সাহাদাত উদরাজী- ৫৫
২৪। বাকপ্রবাস – ৪৫
২৫। সরকার পায়েল – ৪৩
২৬। খায়রুল আহসান – ৭১
২৭। জাদিদ – ৪৫
২৮। মিরোরডডল – ৪৭
২৯। কাজী ফাতেমা ছবি – ৫০
৩০। মোহাম্মদ কামরুজ্জামান – ৫২
৩১। সৈয়দ মশিউর রহমান – ৩৮
৩২। জটিল ভাই – ৪৫
৩৩। মনিরা সুলতানা – ৫১
৩৪। বোকা মানুষ বলতে চায় – ৪৭
৩৫। সন্ধ্যা রাতের ঝি ঝি – ৩৩
৩৬। আরোগ্য – ৪২
৩৭। স্বপ্নবাজ সৌরভ – ৪০
৩৮। নীল আকাশ – ৪৫
৩৯। মহাজাগতিক চিন্তা – ৬০
৪০। শাহিন-৯৯ – ৫২
৪১। জিনাত নাজিয়া – ৬২
৪২। মায়াস্পর্শ – ৩০
৪৩। ভুয়া মফিজ – ৫৬
৪৪। গেঁয়ো ভুত – ৫৫
৪৫। নাহল তরকারি – ২৮
৪৬। সামিয়া – ৩৭
৪৭। করুণাধারা – ওনার লেখার পরিপক্বতা অনুযায়ী ওনার বয়স আমার চেয়ে প্রায় ১০ বছর বেশী হবে বলে মনে হয়।
৪৮। নিপুণ কথন – ৪০
৪৯। শূন্য সারমর্ম – ৩৫
৫০। ঠাকুর মাহমুদ – ৫৮
৫১। আহমেদ জী এস – ৭০
৫২। মোগল সম্রাট – ৫০
৫৩। শাম্মী নূর-এ আলম রাজু – ৪২
৫৪। রিফাত হোসেন – ৪৫
৫৫। মিশু মিলন – ৫২
৫৬। স্বপ্নের শঙ্খচিল – ৪২
৫৭। এ পথের পথিক – ২৮
৫৮। নতুন – ৪৫
৫৯। আজব লিঙ্কন – ৪০
৬০। নীল সাধু – ৫০
৬১। ঢাকার লোক – ৪৫
৬২। সোহানি – ৪৭
৬৩। বিষাদ সময় – ৫০
৬৪। মি বিকেল – ৪০
৬৫। গিয়াস উদ্দিন লিটন- ৫৩
৬৬। মঞ্জুর চৌধুরী – ৪৩
৬৭। কলাবাগান১ – ৪৮
৬৮। অধীতি – ৩২
৬৯। স্পাঙ্কড – ৪৫
৭০। রোকসানা লেইস – ৬৫
৭১। মোঃ মাইদুল সরকার – ৪২
৭২। কল্পদ্রুম – ৪৫
৭৩। সায়েমার ব্লগ – ৪৭
৭৪। রানার ব্লগ – ৪২
৭৫। পবন সরকার – ৪৫
৭৬। রাকু হাসান – ৪০
৭৭। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই – ৫৮
৭৮। সাইফুলসাইফসাই – ৪৫
৭৯। বুনোগান- ৪০
৮০। আমি সাজিদ – ৩৫
৮১। রিনকু ১৯৭৭ – ৪৮
৮২। এমএলজি – ৬০
৮৩। কামাল১৮- ৭৮
৮৪। অঙ্গনা – ৪২
৮৫। জুন - ৫৪

মেয়েদের বয়স প্রকাশ করা ঠিক না। তারপরেও সব ফাঁস করে দিলাম। :)

মন্তব্য ১২৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (১২৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা সব বুড়া হয়ে যাচ্ছি!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: দুঃখিত, আপনার নাম বাদ পড়ে গেছে। আপনার বয়স হল ৪০। সঠিক বলেছেন, আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি ধীরে ধীরে। অনেকে সেটা মানতে পারে না।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৯

কালো যাদুকর বলেছেন: গ্যালারিতে বসলাম, দেখি কে কি বলে। আমার বয়স ঠিকই বলেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েরা বলবে যে তাদের বয়স আমি বেশী বলেছি। ছেলেরা সঠিক বলার সম্ভবনা আছে। একজনের বয়স অন্তত সঠিক বলেছি এটাই তৃপ্তি।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার বয়স ৩৮ লিখেছেন (আসলে আরও ৬-৭ বছর কম হবে), ভাগ্যিস ৬০ লেখেননি। অনেকে তো আমাকে না দেখেই ষাটোর্ধ্ব বলে। বয়স আমার বেশি না, খালি চুল কয়টা পড়ে গেছে বাতাসে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিরা একটু ভাবুক এবং দার্শনিক টাইপের হয় তো ,তাই আপনার বয়স একটু বেশী অনুমান করেছি। :)

এখন চুল লাগানো যায় বাংলাদেশে। ঠিকানা লাগলে আমাকে জানাবেন। :)

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: ফেব্রুয়ারীতে ২৮ হবে । B-)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধরা যায় যে ৩ বছর বেশী বলেছি। আপনার আসল বয়স নিশ্চয়ই ২৯। :) আমি সার্টিফিকেট না আসল বয়স অনুমান করার চেষ্টা করেছি।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪০

হাসান মাহবুব বলেছেন: কাছাকাছি হয়েছে। নভেম্বরে ৪৪ হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি ৪৫ বলেছিলাম। গ্রহণযোগ্য সীমার মধ্যেই আছে তাহলে। উপরে রুপক বিধৌত সাধুরটা অতিরিক্ত বেশী বলে ফেলেছি। বাকিগুলি মোটামুটি ঠিক বলেছি।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৫

শায়মা বলেছেন: হা হা হা হা হাসতে হাসতে মরলাম!!!!!!!!

কেউ কেউ লাঠি নিয়ে তেড়ে ফুড়ে আসলে মজা বুঝিবেক ভাইয়ুমনিতা!!!!


ওকে আমার বয়স তিন রকম লিখেছো-

১। ৬ বছর
২। ৮০
৩। ৪৪

৬ বছর মনে হয় নিশ্চয় কমেন্টগুলো দেখে কারণ আমি বেশিভাগ সময় মজা করি মন্তব্যে। সিরিয়াসলী কিছুই বলতেই চাইনা একমাত্র ঝগড়া ঝাটি মারামারির সময়। তাও আমার মজাই লাগে কমেন্ট লিখে নিজে নিজেই হাসতে হাসতে মরি। এর কারণ আমার প্রফেশন্যাল ব্যপার সন্মদ্ধীয়।:) আমার বাচ্চাদের এইগ লেভেল ৪ থেকে ৫ আর তাই আমি মানে আমার বয়স ৬ :)

২। ৮০ বছর কারণ আমার অতীত অভিজ্ঞতা যখন লিখি তখন পৃথিবী ও বাংলাদেশের নানাস্থানে ভ্রমনের সুবাদে নানা ঘটনার বর্ণনা বিশেষ করে আমার গল্পের মাঝে আমি স্মৃতিগুলো ধরে রাখতে চাই। তাই এমনটা বলেছো বলে আমার ধারণা।

৩। ৪৪ কারণ তুমি আমাকে টিভি শো তে দেখেছো এবং সত্যিকারের বয়স অনুমানের চেরেষ্টা করেছো এটা তুমি বলেওছিলে। তবে ভাবীজী আমাকে আরও কম বলেছিলো তাই ভাবীজীকে অনেক অনেক ভালোাবাসা। আর এইবার বলি এত্তাও হয়নি! :P আমার সত্যিকারের বয়স ১৯। :)


ইহা বাড়েও না কমেও না। :) মাঝে মাঝে আমাকে রাগিয়ে কেউ কেউ বাড়ায় দেয় বা কমায় দেয়! :) :) :)


কুটনাবুড়াদের বয়স কত হয় ভাইয়ু!!!!!!!!!!! B-)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে এখন মানুষ কম। লাঠিওয়ালা মানুষও কম। :)

ছোট বাচ্চাদের মন বুঝে চলা এবং সঠিক পথে রাখা অনেক কঠিন কাজ। বাচ্চাদের সাথে থাকতে থাকতে আপনার মন মানসিকতা বাচ্চাদের মত হয়ে গেছে।

ভ্রমণ করলে এবং অনেক রকমের মানুষের সাথে মেশার সুযোগ পেলে চিত্তের উদারতা বৃদ্ধি পায়।

আমার বউ বলেছিল যে আপনার বয়স আরও কম হবে। তবে ১৯ বলে নাই। আমি তো তাও এই পোস্টে ৫ বছর কমিয়ে বলেছি, শুধু আপনার জন্য। পোস্টে বাকিদের ক্ষেত্রে এই সুবিধা দেই নাই।

আমার বয়স অনুমান করার চেষ্টা করেন।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০২

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার পর্যবেক্ষন শক্তি ভালো। ধন্যবাদ

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি আপনার বয়স মোটামুটি ঠিক বলেছি। :)

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬

শায়মা বলেছেন: হা হা হা তুমি তো কুটনা বুড়া..........

কুটনাবুড়াদের বয়স সব সময় ৮০ এর উপরে হয়। :)


আল আমাল মত ভালা মানুদেল বয়ত তওওওওওওওওওওওব তময় ১৯ :)


আলও তোত হবাল তময় আমি তোতলা হয়ে দাই।:)


০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ছোট বাচ্চা তো ফিডার নিয়ে স্কুলে যায়। আপনি মনে হয় ফিডার বা চুষনি নিয়ে যান স্কুলে। :)

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৬

ইসিয়াক বলেছেন: হায়! হায়!!
আমার বয়স এত কম!!!
আমার তো ৫২+

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার এতো বয়স আমার জানা ছিল না। একটা পোস্টে আমি বলেছিলাম যে আমি কলেজ জীবনে একবার মঞ্চ নাটকের প্রম্পটার হয়েছিলাম। আপনি নাটক করেন জানতাম। কিন্তু আপনি প্রম্পটিংয়ের সাথে তেমন অভ্যস্ত নয় মনে হল। তাই ভেবেছিলাম যে আপনার বয়স কম হয়তো।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৭

শাহ আজিজ বলেছেন: আমার বয়স ঠিক হয়েছে শুধু আর ৬ দিনপর ৬৮ তে পা দেব । ধন্যবাদ সা চু ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মুক্তিযুদ্ধের সময়ে কত বড় ছিলেন সেটা বিভিন্ন পোস্টে বলেছেন। তাই আপনার বয়স অনুমান করা সহজ। ভালো থাকবেন।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৩

গেঁয়ো ভূত বলেছেন:

বেশ ভাল পর্যবেক্ষন! একটা পোস্ট এ সঠিক বয়সের ক্ল দিয়েছিলাম ওটা মনে হয় খেয়াল করেছিলেন। আমি আর শেরজা খুব সম্ভবত একই বয়সী।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্ট 'আমার শৈশব -১' এর শুরুতে আপনি বলেছেন যে 'স্বাধীনতা যুদ্ধ শুরু হবার ছমাস আগের ঘটনা। আমার মা-বাবার দ্বিতীয় সন্তান হিসেবে আমি এই পৃথিবীতে জন্ম নেবার সুযোগ লাভ করি। '

তাই আপনার বয়স নির্ণয় করতে কষ্ট করতে হয়নি। :)

শেরজা তপন ভাই আর আপনি মনে হয় একই বয়সী হবেন। ওনার বিভিন্ন পোস্ট থেকে সেটাই আমি অনুমান করেছি।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

নজসু বলেছেন:



আমার বয়সটা অনুমান করেন দেখি। :D

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কবিতা বেশী লেখেন। এই কারণে বয়স অনুমান করা একটু কঠিন। তবে ২০১৯ সালের পরে আপনি কবিতা লিখেন নাই। আমাদের দেশে সাধারণত ৮০% পুরুষ বিয়ে করার ১/২ বছর পরে কবিতা আর লিখতে পারে না বা লেখে না। বাকি ২০% প্রকৃত কবি। বিয়ে এদের কবিতার উপরে কোন প্রভাব ফেলে না। আর মেয়েদের ক্ষেত্রে ৯৫% মেয়ে যত কবিতা লেখে সেটা বিয়ের আগে লিখে থাকে। বাকি ৫% প্রকৃত খাঁটি কবি। বিয়ের কারণে কবিতা লেখা থামে না। এই অভিনব সুত্রের আলোকে বলা যায় যে ২০১৯ সালের দিকে আপনি বিয়ে করেছেন। যদি আপনি ৩০ বছর বয়সে বিয়ে করে থাকেন তাহলে এখন আপনার বয়স ৩৬ বছর।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৯

নজসু বলেছেন:



শ্রদ্ধেয়, চাঁদগাজী সাহেবের?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: চাঁদগাজী সাহেবের নতুন নাম হল 'জেনারেল ৭১'। আমি পোস্টে বলেছি যে ওনার বয়স ৭২ বছর। তবে ওনার বয়স ৭৪ পর্যন্ত হতে পারে।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: দুঃখিত, আপনার নাম বাদ পড়ে গেছে। আপনার বয়স হল ৪০। সঠিক বলেছেন, আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি ধীরে ধীরে। অনেকে সেটা মানতে পারে না। - আমারটা সামান্য এদিক ওদিক হয়েছে। আমার ১৮ বছর বয়স হবার ২০ বছররে এক্সপেরিয়েন্স আছে!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৩ বছর কম বা বেশী হলে মোটামুটি সঠিক বলে ধরে নেয়া যায়। আপনি অনেক কম বয়সে আয় রোজগারে ঢুকেছেন মনে হয়।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯

জুল ভার্ন বলেছেন: এদের মধ্যে আমি ব্যক্তিগত ভাবে যাদেরকে চিনি তাদের বয়স একজনেরও মেলেনি বরং ৫- ১৪ বছরের ডিফারেন্!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মনে হয় যাদের চেনেন তারা নারী ব্লগার। এরা বয়সের ব্যাপারে সত্যি কথা বলতে চায় না। :)

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২

সাহাদাত উদরাজী বলেছেন: আমার বয়স সঠিক বলা চলে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বিভিন্ন লেখা থেকে আপনার বয়স অনুমান করা যায়। আপনি আর আমি সম্ভবত একই কোম্পানিতে কখনও চাকরী করেছি। তবে একই সময়ে না। আমার ভুলও হতে পারে। আপনি কোন চিকিৎসা সংক্রান্ত কোম্পানিতে কখনও চাকরী করেছেন কি?

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

জটিল ভাই বলেছেন:
কে কি কমেন্ট করলো তা দেখতে এলাম =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বয়সটা যা অনুমান করেছি, সেটা মনে হয় আপনার পছন্দ হয় নাই। :) আপনার নানী শাশুড়ির অবশ্য তার বয়সটা পছন্দ হয়েছে। :)

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

অপু তানভীর বলেছেন: সার্টিফিকেট তো দুরে থাকুক আমার আসল বয়সের থেকেও অনেক বেশি লিখেছেন।

ভুয়া সাহেব এরশাদ বিরোধী ছাত্রআন্দোলন করছেন । তার মানে সেই হিসাবে ঠিকই আছে। আর অঙ্গনা আফার বয়স আরেকটু বেশি হবে।
অন্য দিকে শায়মা আপুর বয়স মাত্র ১৬। এর বেশি হবে না।

আমি সাজিদ আমার থেকে কয়েক বছরের ছোট । ওর বয়স আরেকটু কম সম্ভবত।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বয়স নির্ণয়ের জন্য আমি একটা গানিতিক সূত্র ব্যবহার করেছিলাম। সেটা হল, বিভিন্ন অসমর্থিত সুত্র থেকে আমি জানতে পেড়েছি যে আপনি নাকি জীবনে ৩০ টার মত প্রেম করেছেন (খুচরা গুলি বাদে)। যদি আপনি ১০ বছর বয়সে প্রেম করা শুরু করেন (খুচরা ছাড়া) এবং প্রতি প্রেমের মেয়াদ যদি ১ বছর হয় তাহলে এখন আপনার বয়স হবে ৪০। কিন্তু আমার ধারণা ছিল না যে আপনার প্রেম সমুহের গড় স্থায়িত্ব কাল ১ বছরের চেয়েও কম। এখানেই আমি ভুল করেছি।

ভুয়া ভাইয়ের বয়স আমার ধারণা ৫৬ এর কাছাকাছি হবে। এর চেয়ে কম হওয়া সম্ভব না।

অঙ্গনা আপার বয়স আমার কাছেও মনে হয়েছিল আরেকটু বেশী। কিন্তু বেনিফিট অব ডাউট হিসাবে ৪২ দিয়েছি। ওনার কিছু লেখা পড়লে মনে বয়স কম। আবার কিছু লেখা পড়লে মনে হয় বয়স আরেকটু বেশী।

শায়মা আপুর বয়স ১৬ বললে আইনি সমস্যায় পড়তে হবে (১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেয়া যায় না) । অবশ্য ওনার পতি সম্ভবত বড় আইনজীবী, তাই সমস্যা হবে না।

আমি সাজিদের বয়স হয়তো আরেকটু কম। তার প্রেমের ইতিহাস জানলে আপনার মত একই সুত্রে বয়স নির্ণয় করতে পারতাম। :)

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪০

এ পথের পথিক বলেছেন: ৭ নাম্বার কমেন্টের সাথে একমত " আপনার পর্যবেক্ষন শক্তি ভালো। ধন্যবাদ"
তবে আসল বয়স বলতে চায় না ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ প্রশংসা করার জন্য। আশা করি আপনার বয়স মোটামুটি ঠিক বলেছি। :)

আমার বয়স যখন কম ছিল তখন আমাকে আরও কম বয়সী মনে হত। আর এখন আরও বেশী বয়সী ভাবে অনেকে।

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯

কামাল১৮ বলেছেন: কথার ফাঁকে অনেকে বয়স বলে দেয়।কেউ মনে রাখে কেউ রাখে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু কিছু তথ্য আমার মনে থাকে। অনেক বছর ধরে পর্যবেক্ষণ করলে একটা ধারণা পাওয়া যায়।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৪

জাদিদ বলেছেন: নাহ! মেলেনি! গ্যাপ আছে B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে আপনার বয়স হিসাব করার সময় কয়েকটা বিষয় বিবেচনা করেছি।
১। আপনার বাহ্যিক আকার আকৃতি, ভাব, সাব ইত্যাদি।
২। আপনি ঋষি কাপুর এবং ফারহার সিনেমা পছন্দ করেন। আমার আব্বাও ঋষি কাপুর আর ফারহার সিনেমা দেখতেন আমিও দেখতাম। তাই ভাবলাম যে আপনার বয়স বেশী কম হবে না।
৩। আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। ধরে নিয়েছিলাম যে উনি যুদ্ধের পরে বিয়ে করেছেন। তাই বয়স আপনার বেশী হবে না।

এই বিষয়গুলি গড় করতে গিয়ে একটু প্যাচ লেগে গেছে।

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০৪

আরোগ্য বলেছেন: ও মোর খোদা মোগো মিররডডলরে ওত বুড়া বানাইছুন কিয়ার লাই? তয় মনু মোর কাছত্ লাগে মিরোরডডল ২৫-২৭। আর হেতের নাম জেনারেশন ৭১। হেতে এতো হাজারবার জেনারেল খাইসে হেইয়ার লেইগা আমনে হেতেরে জেনারেল ৭১ বানায়া দিছুন। B-))

view this link মোর বয়স এই পোস্টে নয় নম্বর মন্তব্যে চায়া লয়েন। তয় মোর ৪২ পসন্দ হইসে। :`>

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরর ডল আমার পোস্টে আর আসে না, তাই বয়স রাগ করে একটু বাড়াইয়া দিলাম আর কি। :) আরও রাগ করলে আরও বাড়াইয়া দিমু সামনে।

জেনারেশন৭১ এর বয়স ১৯৭১ সালে ১৮ থেকে ২০ এর মধ্যে ছিল মনে হয়।

আপনার নানুর বয়স ৯৫ হলে আপনার মায়ের বয়স প্রায় ৭০ হবে। তাহলে আপনার বয়স ৪০ এর কোঠায় হতে পারে। :) মনে হয় বয়স অনুমান মোটামুটি ঠিক আছে।

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: যাক বেশ কিছু মিলেনিয়াল পাওয়া গেল।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: জী, মিলেনিয়ালরাই এখন তারুণ্যে ভরা। আপনিও সেই দলে আছেন। :)

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বয়স হল শুধু একটা সংখ্যা। মেয়েদের দেখলে পুরুষদের বয়স এমনিতেও কমে যায়। ৮০ বছর বয়সের পুরুষও চাঙ্গা হয়ে ওঠে।

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৫

ডার্ক ম্যান বলেছেন: জাদিদ ভাই ৪১।
সোনাবীজ ভাই ৫৭( সার্টিফিকেট)

শায়মা ৪৪।

সামিয়া ৩২।

আপনার বয়স ৪৯।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: জাদিদ ভাইয়ের আকার, আকৃতি আর ভাব সাবের কারণে বয়স নির্ণয়ে সমস্যা হয়েছে। তাছাড়া উনি আমার বাবার মত ঋষি কাপুরের সিনেমা পছন্দ করেন। প্রথমে ভেবেছিলাম উনি আমার বাবার বয়সী।

সোনাবীজ ভাইয়ের বয়স আমি বলেছি ৫৮। আপনি বলেছেন ৫৭।

শায়মা আপুর বয়স নিয়ে একাধিক মত আছে। উনি ওনার বয়স নিয়ে একটা ধুম্রজাল তৈরির চেষ্টা করেছেন। ওনার চেহারা দেখে বয়স নির্ণয় করার উপায় নেই। কারণ আটা, ময়দা, সুজি ইত্যাদির দ্বারা মুখ পলিশ করেন। :)

আমার বয়স আপনি বলেছেন ৪৯। আমি বলছি সাড়ে ৫২। :)

আপনার বয়স হল ৩৬। :)

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন:

১। শায়মা – ৬, ৪৪, ৮০
অনুমান ঠিক হয়নি। ১৯ হলো মনের বয়স। আর দেহের বয়স কইতাম না । কারণ আমরা ৯০

৪। অপু তানভীর – ওনার বয়স ৪০। অনুমান সঠিক হয়নি। তানভীর ভাইয়ার বয়স মনে হয় ৩০/৩৫

১২। জুল ভার্ন – ৬৮ বছর। মনে হয় ৬০

২৩। সাহাদাত উদরাজী- ৫৫ । আমার মনে হয় ৫৩/৫৪

২৬। খায়রুল আহসান – ৬৫/৬৬

২৯। কাজী ফাতেমা ছবি – ৫০ হাহাহাহা কইতাম না । অনুমান সঠিকও না বেঠিকও না

৩৩। মনিরা সুলতানা – ৫১। অনুমান কিছুটা সঠিকও বেঠিকও । আমরা ৯০


৪৩। ভুয়া মফিজ – ৫৬ এত মনে হয় না। ৫২/৫৩ হতে পারে


৮৫। জুন - ৫৪ । এত মনে হয় না

আপনার কত?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'আমরা ৯০' মানে কী? আপনি আর শায়মা আপু ৯০ সালে জন্ম নিয়েছেন? বুঝলাম না। :)

ব্লগার অপু তানভিরের এতো কম বয়স এটা আমার অনুমানের বাইরে। :)

খায়রুল ভাইয়ের বয়স ৭০ এর ঘরে। ১৯৭১ সালে উনি সম্ভবত কলেজ ১ম বর্ষে ছিলেন।

কাজী ফাতেমা ছবির বিবাহ যোগ্য পুত্র আছে মনে হয়। তাই তার বয়স হল শাশুড়িদের বয়সের সমান। :)

মনিরা আপুর বয়স সঠিক বলেছি। ২১ তারিখে ওনার জন্মদিন। ওনাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। :)

ভুয়া মফিজ ভাইয়ের বয়সও ঠিক বলেছি। উনি আমার চেয়ে প্রায় ৩/ ৪ বছরের বড় হবেন।

জুন আপার ছেলে বিদেশে পড়াশুনা করে। উনিও আপনার মত শাশুড়ি হতে যাচ্ছেন শীঘ্রই। :)

আমার বয়স সাড়ে ৫২। :) সার্টিফিকেট এইজ - সাড়ে ৫১।

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৯

শ্রাবণধারা বলেছেন: সম্ভবত আমরা একই ধরনের স্কুলে পড়েছি। যখন সেখানে ভর্তি হই, তখন খুব সম্ভব আপনি দশম, একাদশ বা দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
তাহলে ভেবে দেখুন আপনার ৩্+ বা ৩- এর হিসেবটা ঠিক কিনা?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমারও মনে হয় আমরা একই ধরণের স্কুলে পড়েছি। তবে একই স্কুলে না মনে হয়। আপনি সম্ভবত হিসাব বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। আমিও হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছি পরবর্তী পর্যায়ে।

আপনার বয়স আমি ৫২ বলেছি। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর হল আপনার বয়স ৪৭/৪৮/৪৯ হবে। :)

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৬

নতুন বলেছেন: আপনি বয়স ডাবল হিসাব করেছেন।

জীবনের অর্ধেক তো ঘুমিয়েই কাটাই তাই আমি রাতের হিসাব করিনা।

তাই আমার বয়স মাত্র ২২.৫ বছর। =p~

আর ব্লগিং করছি প্রায় ১৯ বছর।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: মনে হচ্ছে আপনার বয়স মোটামুটি ঠিক বলেছি। মৌনতাই সম্মতির লক্ষণ।

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৫

রানার ব্লগ বলেছেন: অনুমান লেগে গেছে !! একদম সঠিক না বলে একটু কমিয়ে বলতেন মনে সুখ খুজে পাইতাম ।

হাওয়ায় হাওয়ায় বসয় বারে

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বয়স নির্ণয়ে আমার ব্যর্থতার হার খুব বেশী মনে হচ্ছে না। :)

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৬

মনিরা সুলতানা বলেছেন: সঠিক হইছে ঢিলমারা !
২১ তারিখ শুভেচ্ছা জানাইয়েন জন্মদিনের।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঢিল মারি নাই। আপনি একদা আপনার বয়স সম্পর্কে মোটামুটি পরিষ্কার একটা ইঙ্গিত দিয়েছিলেন, মনে নাই? :)

প্রতি মাসে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে মনে হচ্ছে। মাস বললে এই ঝামেলায় পড়তাম না। :)

৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: মনে হচ্ছে আপনার বয়স মোটামুটি ঠিক বলেছি। মৌনতাই সম্মতির লক্ষণ।


আপনার অনুমান ঠিক আছে। :D

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ। :)

৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিসের ভিত্তিতে বয়স অনুমান করেছেন জানিনা তবে আমার বয়সে ধারেকাছেও হয়নি আপনার অনুমান। :(

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি অনেক পোস্ট দিয়েছেন কিন্তু আপনার পোস্টে ব্যক্তিগত তথ্য থাকে না বললেই চলে। দেশ বিদেশের রাজনীতির আলাপ বেশী। তাই হয়তো হিসাবে ভুল হয়েছে। তবে আপনার একটা পোস্টের মন্তব্যে দেখলাম যে আপনি ১৯৮৮ সালে লেখাপড়া শেষ করেছেন। সেই হিসাবে আপনার বয়স অন্তত ৬০ বছর।

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২২

আরোগ্য বলেছেন: লেখক বলেছেন: মিরর ডল আমার পোস্টে আর আসে না, তাই বয়স রাগ করে একটু বাড়াইয়া দিলাম আর কি। :) আরও রাগ করলে আরও বাড়াইয়া দিমু সামনে।
গোস্বা কইরা পোস্টে আওয়া বাদ দিসে তয় হেতের বয়োস কমাইয়া দেন, ল্যাদা পোলাইনের লাহান কতায় কতায় ছেইতা যাইবে হেইয়া কিরাম কতা। B:-) মুই আশংকা করি মোর পোস্টে একছের যেই মাত্রায় ক্ষেপিছে..... :||

আপনার নানুর বয়স ৯৫ হলে আপনার মায়ের বয়স প্রায় ৭০ হবে। ও মোর খোদা মোর মায় মোর নানীর ১০/১২ নম্বর মাইয়া, সৌর বর্ষ মতে, মোর জান্নাতি বয়স, এর চে বেশি কইতাম না। যা বুঝার বইজ্জা লইয়েন। :P

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমনে আর হিজাব আর নিকাব নিয়া পোস্ট দিয়েন না। মিরর আমনেরে আর মোরে সামনে পাইলে পিসা (ঝাড়ু) দিয়া বারি দিত। অস্ট্রেলিয়ায় পিসা আসে কি না হেয়া মুই জানি না কইলো। হ্যায় ভাবসে তারে মোরা নিকাব পরতে কইসি। তাই মোগো উপর জম্মের চ্যাতসে।

জান্নাতিদের বয়স হইল ৩৩ বছর। আমনার জুয়ান কাল চলতাসে তাইলে।

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

খায়রুল আহসান বলেছেন: ভালোই গবেষণা করেছেন দেখছি ব্লগারদের বয়স নিয়ে। পাঠকের মন্তব্যগুলো থেকে যা বুঝতে পারছি, আপনার অনুমান অনেকের ক্ষেত্রেই ঠিক আছে। যাদের ক্ষেত্রে ঠিক নাই, তাদেরটাও মোটামুটি কাছাকাছি আছে (+/- ২/৩ এর মধ্যে)।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল ভাই। আপনার বয়স আমার ধারণা মোটামুটি সঠিক বলেছি। উপরে ব্লগার সৈয়দ মশিউর রহমানের বয়স নির্ণয়ে বড় ভুল হয়ে গেছে। উনি ওনার ব্যক্তিগত তথ্য কম দিয়ে থাকেন পোস্টে। ভালো থাকবেন। অনেক দিন পরে কথা হল আপনার সাথে। আশা করি ভালো আছেন।

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

মিরোরডডল বলেছেন:





যদিও খুব কমন, তারপরও বয়স নিয়ে কিছু জোকস শেয়ার করলাম:

হাসপাতালে অপারেশন থিয়েটার প্রস্তুত। যার অপারেশন হবে সেই নারীকে চিকিৎসক জিজ্ঞেস করলেন-
চিকিৎসক : আপনার বয়স কত?
রোগী : ২৮ বছর।
চিকিৎসক : ডাক্তারের কাছে বয়স লুকোতে নেই।
রোগী : ৩২ বছর।
চিকিৎসক : অ্যানেসথেসিয়ার জন্য প্রকৃত বয়স জানা খুবই জরুরি! না হলে পরে সমস্যা হবে আপনার।
রোগী : ৩৭ বছর সর্বোচ্চ।
চিকিৎসক : বয়সের তুলনায় ওষুধের মাত্রা কম হলে আপনি ব্যথা পাবেন; বেশি হলে কিডনি অ্যাফেক্ট হতে পারে।
রোগী : ৪২ বছরের একটুও বেশি না ডাক্তার।
চিকিৎসক : আমার সন্দেহ হচ্ছে, আরেকবার ভেবে বলুন, প্লিজ!
রোগী : এবার হাসপাতাল ফাটানো চিৎকার দিয়ে বললেন, খোদার কসম! ৪৮ বছর! এইবার মইরা গেলে যামু, কিন্তু আর একদিনও বাড়াইতে পারুম না।


..................

বাসে খালি সিটে বসা নিয়ে দুই নারী ঝগড়া শুরু করে দিলেন। কন্ডাক্টর কোনো যুক্তিতেই তাদের দমাতে পারছিল না।
শেষে একটা বুদ্ধি তার মাথায় এলো—
কন্ডাক্টর: দুই আপারেই কইতাছি, আপনাগোর মধ্যে যিনি বয়সে বড় তিনি বসে যাবেন সিটে!

এ কথার পর হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঝগড়া বন্ধ! দুই নারীর কেউই আর বসলেন না সিটে।
মুখে কথা নেই, সারা রাস্তা তারা দাঁড়িয়ে পার করলেন।


............

পার্কে এক বৃদ্ধ লোক বসে ছিল। এক সাংবাদিক তার কাছে এগিয়ে গেল।
: আমি একজন সাংবাদিক৷ আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
: করেন।
: আচ্ছা আপনি তো মনে হয় এই বয়সেও ভালো আছেন। আপনার এই সুস্থ্য জীবনের রহস্য কী?
: আমি দিনে তিন প্যাকেট সিগারেট খাই। সপ্তাহে এক কার্টন হুইস্কি পান করি৷ জাঙ্ক ফুড খাই আর কখনও ভুলেও ব্যায়াম করি না।
: বলেন কি! তারপরেও আপনি চমৎকার আছেন। আপনার বয়স এখন কত চলছে?
: পঁচিশ।
..............

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিররের জোকস পড়ে আমি আরেকটু হলে হাসতে হাসতে বিছানা থেকে পরে জেতাম। :)

প্রথম জোকসটা মিরর সম্ভবত আগে শেয়ার করেছিল এখানে। পরের দুইটা জোকসও দুর্দান্ত। :)

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০১

মিরোরডডল বলেছেন:





সাচুর অনুমান সঠিক হয়নি।
আমার বয়স ৮০ বছর।
এটা আমার কথা না, ব্লগার সোহানাজোহা বলে গেছেন, আমি সুমিতা দেবী অথবা মায়া হাজারিকার মতো। ওনারা বেঁচে থাকলে এখন বয়স ৮০ অথবা বেশি হতো।

সোহানাজোহা এও বলেছেন, আমার ঘর ভরা নাতি পুতি। তার কথা অনুযায়ী নাতির ঘরে পুতি থাকলে আমার বয়স আশির নিচে হতেই পারে না। তারমানে এই ব্লগে আমি সবচেয়ে সিনিয়র। এখন থেকে আমাকে মুরুব্বি মানবে। সালাম দিয়ে কথা বলবে।

আরেকটা কথা আমি সিনিয়র হলেও যেহেতু নারী, আমার সামনে ঠিকঠাক মতো পর্দা করে আসবে।
বেপর্দা বেগানা পুরুষ আবার আমার না পছন্দ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোহানাজোহা সেই বিতর্কিত ব্লগার মনে হচ্ছে। তার ছায়া এখনও ব্লগে আছে মনে হয়।

৯০ বছর বয়সের পুরুষ ছাড়া কে যাবে ৮০ বছরের মেয়েকে দেখতে। :) তবে তাদেরও হাঁটু পর্যন্ত লম্বা হাফ প্যান্ট পড়ে যাওয়া উচিত। উপরে কিছু না থাকলেও চলবে। :) তবে হাফপ্যান্ট ঢিলাঢালা হতে হবে ( বেশী ঢিলাঢালা হলে খুলে পড়ে যেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে) ।

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৪

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আচ্ছা প্রশ্নপত্র তাহলে আগেই ফাঁস করা হয়েছিলো ! আমি আসলে মিন করেছি এই মাসের ২১ তারিখেই শুভেচ্ছা জানাতে পারেন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক আছে আপনার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম, যেন ভুলে না যাই। :)

৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১০

মিরোরডডল বলেছেন:





সত্যি মনিপু ২১ ফেব্রুয়ারি জন্মদিন?
ইফ সো, ইন এডভান্স শুভ জন্মদিন। যদি পরে মনে না থাকে, তাই এখনই শুভেচ্ছা জানিয়ে গেলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি ভুলে যাবো না। মণিপুকে আমি ২১ তারিখেই শুভেচ্ছা জানাবো, ইনশাল্লাহ।

৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৫

ঢাবিয়ান বলেছেন: আমার সম্পর্কে অনুমান ঠিক হয়নি। তবে আমার বয়সী অনেককেই দেখতে পারছি !:#P

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুল হয়ে গেছে। আপনার বয়স ৪৭ এর চেয়ে বেশী হবে। বিপাশা হায়াতকে দেখতে চারুকলায় যেতেন। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মোবাইল ফোন ছিল না। তার মানে আপনার বয়স হয়তো ৫২ হবে। :)

৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৭

মায়াস্পর্শ বলেছেন: বাহ্, আপনার অনুমান খুব ভালো। +- ৩ এর মধ্যেই আছি।
ধন্যবাদ এমন আকর্ষণীয় আর চমকপ্রদ লেখার জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনি পেশায় একজন ইঞ্জিনিয়ার সম্ভবত।

৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪০

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: সোহানাজোহা সেই বিতর্কিত ব্লগার মনে হচ্ছে। তার ছায়া এখনও ব্লগে আছে মনে হয়।

হ্যাঁ, বর্তমানের কোন একটা মাল্টি নিক তাকেই মনে করায়।
অনেকে ভাবছে এই মাল্টি এন্টি-রিলিজিয়াস বা বেধর্মী কথা বলে কিন্তু বিষয়টা তা না।
তার প্রতিটা মন্তব্য টিজিং করে করা।
শুধু তাই না, তার সব মন্তব্য শুরু অথবা শেষ হয় কোন একজন নির্দিষ্ট ব্লগারের কথা বলার ভঙ্গিমাকে টিজ করে।
ব্লগ একটা আজব জায়গা!


০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই মাল্টি ভয়ংকর প্রকৃতির। ভালো সাজে।

ব্লগে অনেক সাইকোপ্যাথও আছে। সমাজে এরা লুকিয়ে থাকে আর ব্লগে নিজ রূপ প্রদর্শন করে। অনেকে টিজ করে, গালি দেয়। ব্লগে আসলে অনেক মানুষের ভিতরের পাশবিক রূপ দেখা যায়।

৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ডল ! মাসের শুরু থেকেই শুভেচ্ছা জমানো শুরু করলাম :)
সাড়ে চুয়াত্তর ভাই আপনাকে ও ধন্যবাদ অ্যালার্ম এর দরকার নেই এখন ই অগ্রিম নিয়ে নিলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক আছে, কিছু জন্মদিনের শুভেচ্ছা অগ্রিম নেন। বাকিটা বাকির খাতায় থাকলো। :) ২১ তারিখে হিসাব চুকিয়ে দেয়া হবে। :)

৪৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৪

ঢাবিয়ান বলেছেন: হয় নাই :D বিপাশা হায়াতকে দেখতে চারুকলায় যেতাম, আপনারে কে কইল? আমার ফেভারিট ছিল শমী কায়সার। এরা সবাই আমার সিনিয়র অবস্য B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার লেখা পোস্ট থেকে এই তথ্য পেলাম। নীচে দিলাম কিভাবে পেয়েছি;

স্মৃতিতে চির রঙ্গীন ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭ ই মে, ২০২০ বিকাল ৪:১৫

………. চারুকলায় যাওয়া হত মুলত পহেলা বৈশাখে। আমাদের সময়ের চারুকলার শোভাযাত্রায় এত হাবিজাবি মুখোশের প্রচলন ছিল না। তবে চারুকলায় যারা পড়ত , তারা ছিল বিড়াট আতেল। সবসময় একটা বাড়তি গাম্ভীর্য নিয়ে তারা চলাফেরা করত। বিপাশা হায়াত তখন চারুকলায় পড়ত। তাকে দেখতেও মাঝে মাঝে যাওয়া হত। ………. :)

শমী বা বিপাশা আপনার চেয়ে সিনিয়র হলে আপনি এস এস সি দিয়েছেন ১৯৮৮/৮৯/৯০/৯১ সালে। :)

৪৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪২

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: ব্লগে অনেক সাইকোপ্যাথও আছে। ব্লগে আসলে অনেক মানুষের ভিতরের পাশবিক রূপ দেখা যায়।

আমি এভাবে সিরিয়াসলি দেখি না।
সাইকোপ্যাথ, পাশবিক রূপ নাথিং লাইক দিজ।

এখানে অনেকেই মাল্টি থেকে উল্টাপাল্টা করে, আমার মনে হয় জাস্ট ফর ফান করার জন্যই এসব করে।
ব্যক্তি জীবনে হয়তো তারা ভালো মানুষ হতেও পারে।

আবার উল্টোটাও আছে, ব্লগে খুব সুনাম এবং টিপিক্যাল সুশীল যাদের বলে, তাদের মাঝেও যে কোন লেভেলের হিপোক্র্যাসি!!!!
সেগুলো সময়ে সময়ে তাদের ব্যবহার থেকে বের হয়ে আসে।

মনে হয় পৃথিবীর সব জাজমেন্টাল মানুষগুলো এখানে আসে, কারণে অকারনে উল্টাপাল্টা জাজ করে ফেলে।
না জেনেশুনে, শুধুমাত্র অনুমান করে ট্যাগ দিয়ে দেয়।

এনিওয়ে,একসময় ব্লগে আসতাম ফান করতে সময় কাটাতে।
এখন আর সেই ফিল নেই, একের পর এক ব্লগারদের সাথে ভুল বোঝাবুঝি।
সত্যি বলতে বিরক্ত লাগে। যদিও সামটাইমস আসি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছি।

সামু একটা প্রিয় জায়গা ছিলো, প্রিয় কিছু মুখ।
সময়ের সাথে সাথে সব কেমন চেঞ্জ হয়ে গেছে!!!


০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব কিছু নিয়ে ফান করা যায় না। এই ধরণের আচরণ আসলে বিকৃত রুচির বহিঃপ্রকাশ। ফানি লোক বা মজার লোক চেনা যায়। যারা খোঁচাখুঁচি করে এরা ফান করে না। এদের রুচি বিকৃতির সমস্যা আছে। যে মানুষ ব্যক্তি জীবনে ভালো সে কু রুচির পরিচয় দিতে পারে না।

এটা ঠিক যে অনেকে ব্লগে ভালো সাজে। কিন্তু কোন অসতর্ক মুহূর্তে তার আসল রূপ অনেক সময় প্রকাশ পেয়ে যায়। একটা মানুষ অফ লাইনে যে রকম ব্লগেও সেই আচরন করা উচিত। দুই জগতে দুই ধরণের আচরণ করলে মানুষ সন্দেহ করবে।

যাই হোক এতো গবেষণা ব্লগ নিয়ে আমি করতে চাই না। এটা ভার্চুয়াল জগত। এই জগতকে এতো সিরিয়াসলি আমি নেই না। আগে নিতাম। এখন পরীক্ষামূলকভাবে ব্লগিং করি। নিজে কী লিখতে পারি সেটা বুঝতে চেষ্টা করি। সৃষ্টিশীল কিছু করার চেষ্টা অনেক সময় করি। আর সমসাময়িক সমাজ নিয়ে আলোচনা করি। ফান করা কমিয়ে দিয়েছি। সবাই ফান বোঝে না। আর বেশী ফান করলে সেটার পরিণতি অনেক সময় ভালো হয় না।

৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪১

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: সব কিছু নিয়ে ফান করা যায় না। এই ধরণের আচরণ আসলে বিকৃত রুচির বহিঃপ্রকাশ। ফানি লোক বা মজার লোক চেনা যায়।

আমি বলি নাই এরা মজার, প্রশংসা করছি না। এনোনিমাস ব্লগারদের কথাও বলছি না। এনোনিমাস ব্লগার আর টেম্পোরারি মাল্টি থেকে আসা দুইটা এক না। কিছু মাল্টি আসেই জাস্ট উল্টাপাল্টা কমেন্ট করতে, মিনিংলেস। তাদের কথা বলেছি, এরা মনে হয় শুধু সময় কাটাতেই আসে। কিছুদিন থেকে আবার চলেও যায়। এগুলো করে হয়তো তারা একধরণের মজা পায়। এদের সিরিয়াসলি নেবার কিছু নেই। এরা ব্যক্তিজীবনে কেমন আমরা জানিনা। ভালো হতেও পারে, নাও পারে।

যারা খোঁচাখুঁচি করে এরা ফান করে না। এদের রুচি বিকৃতির সমস্যা আছে। যে মানুষ ব্যক্তি জীবনে ভালো সে কু রুচির পরিচয় দিতে পারে না।

yes, this is really bad!
আর এটা সবচেয়ে বেশি করে ব্লগের অনেক বছরের পুরনো এনোনিমাস ব্লগার।
মানুষকে ছোট করা, খোঁচাখুঁচি, অপমান করা, রাতদিন পেছনে লেগে থাকা আর দোষ খুঁজে বেড়ানো।
বিরক্তের চরম পর্যায়ে নিয়ে যাওয়া।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মন্তব্যের সাথে একমত। আসলে শায়মা আপুর মত প্রতিভাশালী ব্লগার ছাড়া মাল্টি নিকের দরকারটা কি। ওনার বিভিন্ন ধরণের প্রতিভার জন্য আলাদা আলাদা মাল্টি লাগে। এক নিকের পক্ষে এতো গুণ ধারণ করা কষ্টকর। হয়তো অনেকে সাময়িক মজা করতে আসে। সেটা ঠিক আছে। কিন্তু অনেকে মাল্টিকে খারাপ উদ্দেশ্য ব্যবহার করে। এদের অনেকেই আবার অনেক বছরের পুরানো এনোনিমাস ব্লগার।

করলে করুক। তাতেও আমার কিছু যায় আসে না। আমি ব্লগকে এখন খুব হাল্কাভাবে নেই। ব্লগের আধা মরা অবস্থা। আল্লাহ ইহাকে শিফা দান করুন। সবাই

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুরোটা লেখার আগেই ভৌতিকভাবে চলে গেল। আমি বলতে চেয়েছিলাম সবাই বলেন আমিন। :)

৪৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪১

নতুন নকিব বলেছেন:



আপনার বিশ্লেষণ সত্যিই চমৎকার! ব্লগারদের লেখা, মন্তব্য ও শৈলী বিশ্লেষণ করে বয়স অনুমান করার দক্ষতা প্রশংসনীয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আপনার অনুমান বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক বা কাছাকাছি হয়েছে! যদিও আমার বয়স ±৫/৭ বছরের পার্থক্য রয়েছে, তবুও এটি সত্যিই দারুণ পর্যবেক্ষণ। দারুণ একটি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ!

আশা করি ভবিষ্যতেও এমন মজার ও তথ্যসমৃদ্ধ বিশ্লেষণমূলক লেখায় ব্লগারদের উৎসাহিত করবেন। জাজাকুমুল্লাহু খাইরান।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে ভাই, আপনার পোস্ট ব্যক্তিগত তথ্য তেমন থাকে না। তাই আপনার বয়স অনুমান করতে সমস্যা হয়েছে। :) সঠিক বয়স নির্ণয় করতে আপনার উপরে আরও গবেষণা করতে হবে। :)

৪৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: আমি নিশ্চিত আপনি জ্বীনেদের মাধ্যমে ব্লগারদের বয়স জানতে পেরেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: জীনদের মাধ্যমে আমি আপনাকে জীনদের দেশে পাঠিয়ে দিতে পারি। ওখানে সুন্দরী পরী আছে। পরী হল মেয়ে জীন। ইচ্ছে হলে জানাবেন।

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৯০ মানে আমরা নব্বই ব্যাচ।

হ্যাঁ পোলা বিয়ার আরেকটু দেরী আছে । সে ইউনিভার্সিটিতে ভর্তি হইছে আলহামদুলিল্লাহ।

ছোটটা এসএসসি দিবে। দোয়া করিয়েন।

আপনাকে ফেসবুকে পেলে খুশি হতাম।

এখানে আসতে ইচ্ছে হয় না। আমার পিছনে কিছু মানুষ লেগেই আছে। তাদের ধারে কাছে যাই না তাও

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপু, আপনি তো হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন। শায়মা আপু যদি জানে যে আপনি তার বয়স ফাঁস করে দিয়েছেন তাহলে আপনার উপর খুব রাগ করবে। :) । উনি স্নো, পাউডার বেশী মাখেন, এই কারণে হয়তো বয়স কম দেখায়। আসল রূপে দেখলে আমার ভুল হতো না। :)

আপনার দুই ছেলের জন্য দোয়া রইল। তারা যেন ইহকাল এবং পরকালে সফল হয়।

আমার বড় ছেলে মেডিক্যাল কলেজে পড়ে।

আপু, আসলে আমি ফেইসবুক ব্যবহার করি না। থাকলে নিশ্চয়ই দিতাম। আমার বউয়েরও নাই।

আপনি এই ব্লগের সবচেয়ে ভালো মানুষ। এটা অনেকেই স্বীকার করবে। কিছু কুলাঙ্গার আছে যাদের কাজ হল মানুষকে খোঁচানো। এদের কথাকে একদম পাত্তা দিবেন না।

৪৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪১

স্প্যানকড বলেছেন:
সাচু ভাই, কিচ্ছু হয় নাই!
আমারটা হয় নাই, মিরোরেরটাও হয় নাই। =p~


০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে কবিদের বয়স নির্ণয় করা কঠিন। কারণ কবিতা তো মুলত কল্পনা। কাল্পনিক বিষয় থেকে বয়স নির্ণয় করা কঠিন।

মিররের বয়স ভুলে ৪৭ লিখেছিলাম। ৫ লিখতে গিয়ে ৪ লিখে ফেলেছি। আসলে লিখতে চেয়েছিলাম ৫৭। টাইপিং ভুলের জন্য দুঃখিত। ওনাকে একটু জানিয়ে দিয়েন।

৫০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২২

নতুন নকিব বলেছেন:



সঠিক বয়স নির্ণয় করতে আপনার উপরে আরও গবেষণা করতে হবে। :)

-আমাকে নিয়ে গবেষনা! বুঝতে পেরেছি, আমার হয়তো গিনিপিগ হতে হবে! ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: না ভাই, এই অসিলায় আপনার পোস্টগুলি পড়া হবে। :)

৫১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৮

জটিল ভাই ২.০ বলেছেন:
লেখক বলেছেন: আপনার বয়সটা যা অনুমান করেছি, সেটা মনে হয় আপনার পছন্দ হয় নাই। :) আপনার নানী শাশুড়ির অবশ্য তার বয়সটা পছন্দ হয়েছে।

বিষয়টা প্রিয় ভাই সেটা নয়। আমি নিজেও জানি আমার ব্লগিং স্টাইলের বয়সটা ৪০+। আর আমি এটা ভীষণ উপভোগও করি। আমার সেই মন্তব্যটা মিমিক্রি ছিলো :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। জটিল ১ নিক ছেড়ে জটিল ২ কেন। প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে নাকি? :)

৫২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

জটিল ভাই ২.০ বলেছেন:
প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে নাকি?

না ভাই, আলহাম্দুলিল্লাহ্ সব ঠিক আছে :)

০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। ফি আমানিল্লাহ।

৫৩| ০২ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৫

রোবোট বলেছেন: কেউ ১০০ করতে পারলো না। আফসোস।

০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৮০ বছরের লোক আছে। তবে ১০০ বছরের কেউ নাই সম্ভবত।

৫৪| ০২ রা মার্চ, ২০২৫ সকাল ১০:২৪

পান্হপাদপ বলেছেন: বাহ।‌অসাধারণ । কিভাবে সম্ভব এভাবে অনুমান করা ।

০৩ রা মার্চ, ২০২৫ রাত ১০:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে অনেকেই পোস্টে নিজের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবন বা বাল্যকাল সম্পর্কে বলেন। অনেকে জীবনের ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজের অজান্তেই বয়স সম্পর্কে আভাস দেন। ফলে কোন ব্লগারের পোস্ট দীর্ঘ দিন পড়লে তার বয়স সম্পর্কে ধারণা করা যায়। আরেকটা ব্যাপার হল লেখার পরিপক্বতা, আবেগের ধরণ ইত্যাদি থেকেও বয়স সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।

৫৫| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনি অনেক মেধাবী ও পরিশ্রমী মানুষ! আপনার সাথে প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর সাদৃশ্য পাই।

ধন্যবাদ, এতো সুন্দর বিশ্লেষণের জন্য।

০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে ভাই আমি একজন গড় পড়তা নগণ্য মানুষ। অনেক বিষয়ে আমি গড়ের চেয়েও কম।

যাই হোক, প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীকে আমি চিনতে পাড়ছি না। হয়তো উনি কোন ব্লগার ছিলেন। ওনার জন্য দোয়া রইল।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আমার ধারণা আপনার বয়স হয়তো ৪২/৪৩ বছর হবে। তবে অনুমান ভুলও হতে পারে। :)

৫৬| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৪

সামিয়া বলেছেন: ইয়া আল্লাহ !! বয়েস টয়েস সব প্রকাশ করে দিচ্ছেন!! কি একটা অবস্থা!! যদিও পোষ্ট ডিফরেন্ট আর মজার ছিল:)

০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে বয়স সংখ্যা ছাড়া আর কিছুই না। দেখছেন না যে ডঃ মোহাম্মদ ইউনুস ৮৫ বছর বয়সে কেমন মনে প্রাণে তরুণ আছেন। আপনার বয়স উপরে ব্লগার ডার্ক ম্যান বলেছেন ৩২। আমার ধারণা সেটাই ঠিক। আমি ইচ্ছে করে একটু বাড়িয়ে বলেছি আপনার প্রতিক্রিয়া দেখার জন্য। :)

৫৭| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: ব্লগে আরো বেশি অবিবাহিত এবং কম বয়সী তরুণ-তরুণীদের লেখায় উৎসাহ দিতে প্রণোদনার ব্যবস্থা করা হোক। :P

০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে হালাল উপায়ে পাত্র পাত্রী খোঁজার কোন ব্যবস্থা রাখা গেলে অবিবাহিত তরুণ, তরুণী এবং বৃদ্ধ, বৃদ্ধাদের আনাগোনা বৃদ্ধি করা যেত। আশা করি ব্লগ কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে ভাববেন। :)

৫৮| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: "আপনার সাথে প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর সাদৃশ্য পাই" - ব্লগার কাওসার চৌধুরী প্রয়াত হলেন কবে? এ কথা তো আমি শুনি নাই!

০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: নীচে সদালাপী এবং জ্ঞানী ব্লগার মিরোরডডল সম্ভবত আপনার এবং আমার ভুল ভাঙ্গিয়ে দিয়েছেন। উনি (ব্লগার কাজী আবু ইউসুফ) সম্ভবত গীতিকার এবং
স্বঘোষিত জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর কথা বলেছেন। আল্লাহতায়ালা ব্লগার কাওসার চৌধুরীর নেক হায়াত দারাজ করুন। আমিন।

৫৯| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:০৫

মিরোরডডল বলেছেন:





খায়রুল আহসান এবং সাচু, দুজনেই বুঝতে ভুল করেছে।
রিফাত কোন ব্লগারের কথা বলেনি। বলেছে, প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর সাদৃশ্য পান, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার এবং জ্যোতিষী। যেখানে সীমান্ত তোমার, কবিতা পড়ার প্রহর, আজ এই বৃষ্টির কান্না দেখে, এরকম অসংখ্য সুন্দর গানের লিরিসিস্ট।







০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল না জানালে আমি তো ব্লগার কাওসার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করা শুরু করতাম। :)

আমার প্রিয় গানগুলি গীতিকার কাওসার আহমেদ চৌধুরী লিখেছেন এটাতো জানতাম না। তবে অনেক আগে একটা পোস্টে সম্ভবত ওনাকে নিয়ে আলাপ হয়েছিল। বয়সের কারণে এখন আমার অনেক কিছু মনে থাকে না। :) অবশ্য বয়স যখন কম ছিল তখনও অনেক কিছু মাথা থেকে পুরোপুরি হারিয়ে যেত। হারানো সুর সিনেমার মত। :) আবার দেখা যায় যে ৪৮ বছর আগের অনেক অদরকারী জিনিসের স্মৃতি মাথায় আছে এবং প্রায়ই মনে পড়ে। মনরোগের ডাক্তার দেখালে আমাকে পাগল বলতে পারে, তাই ডাক্তার দেখাই না। :)

৬০| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:৩৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: ১৩। জেনারেল৭১ – ৭২
বয়স যাই হোক, উনি কোন লিঙ্গের মানুষ?
ওনারে তো আমার বেডা কম, গাউ গেরামের ঝগড়াইটা বেডি বেশি মনে হয়?
কিছু চাচি, ফুফি থাকে না মায়ের বাড়ির মানুষেরে খোঁচান‌ দিয়া কথা কয়,
গাজী খালায় তো ব্লগে এমন করে?

০৮ ই মার্চ, ২০২৫ রাত ২:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ঝগড়াইট্টা খালার বর্তমান নিক হল 'ধুলোপড়া চিঠি'। :) ঝগড়া করে আর ৭ দিনের মধ্যে নিক ব্যান। :)

৬১| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ২:১৮

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: মনরোগের ডাক্তার দেখালে আমাকে পাগল বলতে পারে, তাই ডাক্তার দেখাই না। :)

ডাক্তার না দেখানোর কারণে পাগলতো আর স্বাভাবিক হয়ে যাবে না, যে পাগল সে পাগলই থাকবে।

ডাক্তার দেখালে অন্তত চিকিৎসা হবার সম্ভাবনা থাকে। :)


০৮ ই মার্চ, ২০২৫ রাত ২:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক সময় মানুষকে জীনে ধরে, যেটাকে সবাই পাগলামি ভাবে। তখন ডাক্তার কিছু করতে পারে না। :) জীন মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। :) তখন হুজুর ডেকে জীন তাড়াতে হয়। :) আমার সাথে অবশ্য জীন নাই মনে হয়।

৬২| ০৮ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৪০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমি জনপ্রিয় গীতিকার এবং জ্যোতিষী প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর কথাই বলেছিলাম, অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝির জন্য ক্ষমা প্রার্থী,

৬৩| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৭:৪৩

খায়রুল আহসান বলেছেন: মিরোরডডল বলেছেন: ""খায়রুল আহসান এবং সাচু, দুজনেই বুঝতে ভুল করেছে" - ও আচ্ছা, এবারে বুঝলাম এবং বিষয়টা পরিষ্কার হলো। ধন্যবাদ, বিষয়টি স্পষ্টিকরণের জন্য।
@কাজী আবু ইউসুফ (রিফাত), ক্ষমা প্রার্থনার কোন প্রয়োজনই নেই। বুঝতে তো আমারও ভুল হয়েছে এবং আপনি তো ঠিকই বলেছেন। ভুলটা হয়েছে এ কারণে যে আমি সঙ্গীতজ্ঞ হিসেবে কাওসার আহমেদ চৌধুরী এর নামের সাথে পরিচিত ছিলাম না। Ignorance is mine - আপনাদের তুলনায় আমি একজন "সেকেলে" মানুষ কিনা!
@সাড়ে চুয়াত্তর, "আল্লাহতায়ালা ব্লগার কাওসার চৌধুরীর নেক হায়াত দারাজ করুন" - কণ্ঠ মেলালাম, আমীন! উনি একজন ভালো প্রবন্ধকার। অল্প সময়ের জন্য এসে ব্লগে বেশ উদ্যমী ছিলেন, ভালো পোস্ট দিয়ে অনেকের নজর ও প্রশংসা লাভ করেছিলেন। সিলেটে বন্যার সময় ব্লগারদের ত্রাণ কর্মসূচি সম্পাদনে খুবই আন্তরিকভাবে সাহায্য সহযোগিতে করেছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.