নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

আমার চোখে বাংলা ব্যান্ডের সেরা ৫০ !!! লিংক সহ!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯

নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আমি। আমি জাতীয়তা, আমার পরিবার, আমার ধর্মবিশ্বাস, আমার শৈশব, আমার কৈশর সব কিছুর জন্যই আমার অনেক গর্ব অনেক সময় অহংকার। তবে তার মাঝে বড় অহংকার হলো আমি ভাল কিছু গান শুনেছি। বাংলা ব্যান্ডের সেরা সময় থেকে আমি বঞ্চিত হই নাই মূলত আমার বড় ভাই-বোনের কারনে। তারাই অনেক কষ্ট করে নতুন নতুন এ্যালবাম সংগ্রহ করতো আর আমি শুনে ফেলতাম। স্বাভাবিকভাবেই বর্তমানে দেশের সঙ্গীতাঙ্গন নিয়ে আমি হতাশ। আমার মত অনেকেই হয়তো হতাশ। তাই ভাবলাম এক কাজ করি, নিজের পছন্দের সেরা ৫০টি গান বাছাই করে সামুতে শেয়ার করি না কেন? হয়তো নতুন পুরানো সঙ্গীতপ্রেমিকদের সাথে টেস্ট শেয়ার করাও হয়ে যাবে।



নিচে আমার টপ ৫০! এর মাঝে আর কোন ক্রমিক সংখ্যা বসানো সম্ভব নয়। এর বাইরেও অনেক গান খুজে পাওয়া যাবে যা সেরা ৫০ এ অনায়াসেই ঢুকে যাবে কিন্তু তবে আপাতত এটাই আমার সেরা ৫০। দেখুন আপনার সাথে মিলে কি না?











আমায় ডেকো না- লাকী আখন্দ

Click This Link

আগে যদি জানতাম- লাকী আখন্দ

http://www.youtube.com/watch?v=M3PkhcOuPRU

এই নীল মনিহার- লাকী আখন্দ

http://www.youtube.com/watch?v=PQkNAjtxaak

আবার এলো যে সন্ধ্যা- হ্যাপী আখন্দ

Click This Link



আমি যারে চাই রে- আজম খান

http://www.youtube.com/watch?v=hD3stg7RstE

কিছু চাওয়া আর কিছু পাওয়া-আজম খান

http://www.youtube.com/watch?v=7YfzNxRyZCg

অভিমানী- আজম খান

http://www.youtube.com/watch?v=7YfzNxRyZCg



হৃদয় কাদা-মাটির কোন মুর্তি নয়- রেনেসাঁ

http://www.youtube.com/watch?v=KASRVROq56Q

ভাল লাগে- রেনেসাঁ

http://www.youtube.com/watch?v=tYki-InsCpE



শ্রাবনের মেঘগুলো- ডিফারেন্ট টাচ

http://www.youtube.com/watch?v=uLrA-b8FfRc

রাজনীতি- ডিফারেন্ট টাচ

http://www.youtube.com/watch?v=6HqJzLiEwWc

মন কি যে চায়- ডিফারেন্ট টাচ

Click This Link



ঐ দুর পাহাড়ের ধারে- উইনিং

Click This Link

সোনার মেয়ে-উইনিং

Click This Link



কৈশর-ওয়ারফেইজ

http://www.youtube.com/watch?v=rPo3fvLF1eo

অবাক ভালবাসা-ওয়ারফেইজ

http://www.youtube.com/watch?v=tijeIi3CFpA

মৌনতা-ওয়ারফেইজ

http://www.youtube.com/watch?v=q4zESlzZCoc



ভাল আছি ভাল থেকো-সিম্ফনী

সিম্ফনীর লিংকটা পাওয়া যাচ্ছে না ইউটিউবে!



নিঃসঙ্গতা- সৌলস

http://www.youtube.com/watch?v=HbvFZuPCRuM

এ এমন পরিচয়- সৌলস

Click This Link

এরই মাঝে- সৌলস

http://www.youtube.com/watch?v=BIv5lZZGBMY

মন শুধু মন ছুয়েছে- সৌলস

http://www.youtube.com/watch?v=coE6J0xlCx8



টিপ টিপ বৃষ্টি- শেখ ইশতিয়াক



মুক্তি দাও- রকস্টার্টা।

http://www.youtube.com/watch?v=zZTYuBt6H6M



সেদিনও আকাশে ছিল চাঁদ-

http://www.youtube.com/watch?v=d_ZcQHV6F7E



মাঝ রাতে চাঁদ যদি- অবসকিউর

http://www.youtube.com/watch?v=YkIaopBTNwM



চাঁদ সাজালো-প্রমিথিউস

http://www.youtube.com/watch?v=_qTada_Q1uU



সূচনা- ডিজিটাল

http://www.youtube.com/watch?v=nochGfpO1dM



অদ্ভুদ সেই ছেলেটি - অর্থহীন

http://www.youtube.com/watch?v=LqcsByQ-r5Y



স্বার্থপর- দ্যা ট্র্যাপ

http://www.youtube.com/watch?v=2vnv9BzAHds



চাঁদের জন্য গান- দলছুট

http://www.youtube.com/watch?v=ruUdxUuvyMI

বাজী- দলছুট

http://www.youtube.com/watch?v=zHZHMa-toUk



গ্রহন- বাউন্ডুলে

http://www.youtube.com/watch?v=bGyT6ZgiU6M



হাসিমুখ- শিরোনামহীন

http://www.youtube.com/watch?v=PhjiNTjfJTc



পদ্মার পাড়ে- নোভা

Click This Link

রাজাকারের তালিকা চাই- নোভা

http://www.youtube.com/watch?v=1yRHuub_T78





মৌসুমী২- ফিডব্যাক

http://www.youtube.com/watch?v=_5bImN5JU9U

চিঠি- ফিডব্যাক



গীতিকবিতা ২- ফিডব্যাক

Click This Link



এতো কষ্ট কেন ভালবাসায়- আর্ক

Click This Link



একাকী-আর্ক

Click This Link

এমন একটা সময় ছিল-আর্ক

http://www.youtube.com/watch?v=qZyR9rNZEmY



আকাশী-ফিলিংস

http://www.youtube.com/watch?v=RsnU2F2HIGQ

জেল থেকে বলছি-ফিলিংস

http://www.youtube.com/watch?v=5angSdc7EL4

লুটপাট- ফিলিংস

http://www.youtube.com/watch?v=ypbcCPdpSgM



কষ্ট পেতে ভালবাসি-এলআরবি

http://www.youtube.com/watch?v=4R5TtADwjc0

চলো বদলে যাই-এলআরবি

http://www.youtube.com/watch?v=qSg9WWlq5I0

রুপালী গিটার-এলআরবি

Click This Link



ফিরিয়ে দাও- মাইলস

http://www.youtube.com/watch?v=4sSxjPojOGo

পাহাড়ি মেয়ে-মাইলস

Click This Link







এই লিস্টে আরো অনেক গানই আসতে পারতো তবে, মিক্সড ও সলো এ্যালবাম তালিকায় আনা হয় নাই।শুধু ব্যান্ড এসেছে। আর ৮০ ও ৯০ এর দশক প্রাধান্য বেশী পেয়েছে কারন আমি কেন যেন ঐ সময়টার পুজারী! এবং কোন ব্যান্ডেরই ৩-৪টার বেশী গান বাছাই করা হয় নাই। তবে আগামীতে এমন আরো উদ্যোগ নেয়া যেতে পারে।



এখানে চলুন আমরা নিজেদের ভাললাগাগুলো শেয়ার ও আলোচনা করি!

ইউটিউব থেকে গান শুনা বাংলাদেশের নেটস্পিডের জন্য খুব সহজ নয় কিন্তু ব্লগাররা আজ অনেক টেকি তাই আশাকরি লিংকগুলো উপকারে আসবে।



ভাল থাকুন, সুন্দর গান শুনে সুন্দর সময় উপভোগ করুন!

মন্তব্য ১১৭ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪২

নাহিয়ান বিন হোসেন বলেছেন: একেকজনের পছন্দের তালিকা একেক রকম হতে পার! কিন্তু এখানে দেয়া বেশির ভাগ গানই যে আমার খুব তা নিয়ে কোন সন্দেহ নেই!

১০ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ নাহিয়ান। অবশ্যই পার্থক্য তো থাকবেই। তারপরও যেমন আপনার টেস্টের সাথে কিছু মিলেছে। এটা জেনেই ভাল লাগে। টেস্ট শেয়ার আর কি!

আপনি চাইলে কিছু গান সাজেস্ট করতে পারেন।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

নাহিয়ান বিন হোসেন বলেছেন: *প্রিয়

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

ঘুমন্ত আমি বলেছেন: আপনার পছন্দ বেশ ভালো

১০ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ। ইউটিউবের লিংক সহ আপডেট করে দেবার চেষ্টা করছি।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

রাখালছেলে বলেছেন: ভাললাগ গানের সমাহার দেখে ভাল লাগল। আমি বরাবরই সোলস এর ভোকলিষ্ট পার্থ এর ভক্ত । সেই শুরু থেকে তার গান শুনে আরাম বোধ করি।

একটা আবদার ছিল ....পার্থ এর পুরারতন কিছু এ্যালবামের নাম আমি জানি কিন্তু কোথায় খুজে পাই না। যদি আপনার কালেকশনে থেকে থাকে তাহলে [email protected] এ পাঠিয়ে কৃতার্থ করবেন।

১) ত্রি রত্নের ক্ষ্যাপা
২) হযবরল
৩) আরও নাম না জানা বা ভুলে যাওয়া কিছু এ্যালবাম আছে ।

আপনার কষ্টের জন্য ধন্যবাদ দিতে চাই না। কারন ব্লগিং করি মনের আনন্দের জন্য। এটার মধ্যেই সুখ আছে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: http://www.youtube.com/watch?v=W5_E70FSBe4 এই পেজে ডান দিকে ত্রি রত্নের ক্ষ্যাপার ৩ টা গান পাবেন। দুঃখজনকভাবে আমার কালেকশনে এখন এগুলো নেই ভাই। আমিও হযবরল খুজছি খুব করে :(

গানের মাঝে নষ্টালজিক হতে আমার খুবই ভাল লাগে। আমার সাধ্যমত চেষ্টা করবো। পেলে আপনাকে পৌছে দিব ইনশাল্লাহ।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

হিবিজিবি বলেছেন: আমার পছন্দের অধিকাংশ গানেই তালিকায় আছে। কোন দিন আপনার মতো তালিকা করে দেখা হয়নি। পছন্দের গান গুলো সব একসাথে রাখতে হবে কিন্তু সময়েই পাইনা!!
ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: পছন্দের মিল দেখে খুব ভাল লাগলো। আসলে এই উদ্দেশ্যেই পোস্ট যে কিছু ভাল গান একত্রিত করে রাখি।

পোস্টে ইউটিউবের লিংক সহ আপডেট করে দিলাম কিছু বাকীগুলোও করে ফেলবো। হয়তো ভাল লাগবে :)

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০১

রাইসুল জুহালা বলেছেন: ভাল তালিকা। আমার কিছু ছোটখাট আপত্তি আছে। তবে একেকজনের পছন্দ একেকরকম। সোলসের মন শুধু মন ছুঁয়েছে গানটা কি ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন নাকি জাস্ট পোস্ট লেখার সময় মনে ছিল না?

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩১

প্রজন্ম৮৬ বলেছেন: রাইসুল ভাই, আপত্তিগুলো বললে খুবই খুশী হতাম। আসলে এই এই পোস্টের উদ্দেশ্যই হলো গানের মাধ্যমে আপনাদের সাথে একটু নষ্টালজিক হওয়া।আশা করি আরো কিছু বলবেন :)

আর মন শুধু মন ছুয়েছে অবশ্যই জাস্ট ভুলে গিয়েছিলাম। আপডেট করে দিয়েছি। ইউটিউব লিংক যোগ করে দিলাম গানগুলোর সাথে!

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১১

টর্‌মেণ্টর্‌ বিষু বলেছেন: আপনি মনে হয় সফট রক বেশি পছন্দ করেন। Cryptic Fate , Artcell এর কিছু গান তালিকায় অনায়াসে থাকতে পারত। Warfaze , LRB , Feelings এরও অনেক অসাধারণ Heavy Metal গান ছিল।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৬

প্রজন্ম৮৬ বলেছেন: আসলে আমি একটু স্মৃতিকাতর। বাংলা ব্যান্ড সঙ্গীতে অন্তত ৫০০ শত গানের এমন তালিকা করা সম্ভব। কিন্তু এখানে আমি মূলত পুরোনো গানগুলো এবং সফট রককেই প্রাধান্য দিয়েছি। আর চেয়েছি বৈচিত্র রাখতে তাই কোন ব্যান্ডেরই ৩-৪টার বেশী গান দেই নাই। মিক্সড এবং সলো এ্যালবামও বাদ রেখেছি। এসব কারনে অনেক গানই আসে নাই। ওয়ারফেইজ, ফিডব্যাক, মাইলস, এলআরবি ও ফিলিংস এগুলো নিয়েই কয়েকটি পোস্ট দেয়া যায় অবশ্যই। তবে বৈচিত্র রাখার উদ্দেশ্যেই গানের সংখ্যা কমিয়ে দিয়েছি।

আর খুব ভাল হবে আপনি যদি কিছু গানের নাম যোগ করে দেন। আপনার টেস্টটাও শেয়ার করলেন :)

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৫

টর্‌মেণ্টর্‌ বিষু বলেছেন: এই গানটা শুনে দেখতে পারেন। এইবার ঈদে বের হওয়া একটি গান। বিস্তারিত View this link

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৯

প্রজন্ম৮৬ বলেছেন: ইম্প্রেসিং!!!

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৩

এ হেলাল খান বলেছেন:
আপনার পছন্দের সাথে আমার পছন্দ পুরোটাই মিলে গেছে। তবে আরো কিছু গান তালিকায় থাকতে পারে
মন শুধু মন ছুঁয়েছে- সোলস
তুমি ভূল করেছ আমায় ভূল বুঝে- এলআরবি
হাসতে দেখ গাইতে দেখ- এলআরবি
ফেরারী এ মনটা আমার- এলআরবি
মেলায় যাইরে- ফিডব্যাক
গনতন্ত্র - মাকসুদ ঢাকা
এ রকম আরো অনেক। যাই হোক তালিকা ভাল লাগল
ভাল কথা গীতিকবিতা ১- ফিডব্যাক না হয়ে মাকসুদ ঢাকা হওয়ার কথা সম্ভবত।
ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫২

প্রজন্ম৮৬ বলেছেন: বাহ! চমৎকার ভাললাগা বোধ হয় যখন পছন্দের গানের রুচি অন্যদের সাথে মিলে যায়!

গানগুলো অবশ্যই থাকতে পারতো। কিন্তু সংখ্যা ৫০ এর ভেতর রাখতে যেয়ে বাদ গেছে :( গীতিকবিতা ২ হবে আসলে আমি ভুলে ১ দিয়েছিলাম। আর গানটা বঙ্গাব্দ১৪০০ এ্যালবামের নয় কি? সেটা তো ফিডব্যাক থেকেই বেরিয়েছিল বলে মনে হয়!

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৩

সানাউল্লাহ তুষার বলেছেন: এখানে দেয়া বেশির ভাগ গানই যে আমার খুব পছন্দ.

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: :) আশাকরি একত্রে এতগুলো গানের লিংক আপনাকে সুন্দর কিছু স্মৃতি ও বর্তমান মুহুর্ত উপহার দিবে।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৭

কাউসার রুশো বলেছেন: নাহিয়ান বিন হোসেন এর সাথে একমত
পোস্ট প্রিয়তে রাখলাম :)

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৯

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ রুশো ভাই। সবগুলো শুনবেন কিন্তু ;)

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৪

পাগলমন২০১১ বলেছেন: প্রিয়তে :) নিলাম।ভাল লাগা টিপে দিলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১০

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ পাগলমন! আর্কের পাগলমন গানটাও কিন্তু থাকতে পারতো!

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৭

বেঈমান আমি বলেছেন: সবগুলোই ভালো।আরো কিছু যোগ করা যেত।যাইহোক এগুলো আপনার প্রিয় গান।তবে এই নীল মনিহার না দেখে কেমন জানি লাগলো।পোস্টে ++++

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১১

প্রজন্ম৮৬ বলেছেন: এহহে, আসলেই তো বিরাট মিস!!!

ভাবছি ৫০টার মাঝে আটকে রেখে অবিচার না করি! আরো গানের নাম দেন। এবার আপনাদের পছন্দের গুলোও আপডেট করে ফেলবো। সংখ্যা ছড়িয়ে যাক কোন সীমাবদ্ধতা ছাড়া!

কি বলেন?

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১১

কায়সার ০৭ বলেছেন: আপনার কালেকশানের প্রশংসা করছি। ভাললাগার সব গানই আপনার লিষ্টে আছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৭

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই! আপনাদের ভাল লাগছে দেখে খুব ভাল লাগছে। চাইলে আপনিও কিছু গানের নাম বা লিংকসহ নাম দিয়ে সাহায্য করতে পারেন। আগামীতে বাংলা ব্যান্ড সঙ্গীতের ভাল একটা কালেকশন করে ফেলি!

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৭

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আমার প্রিয় কিছু গানের কথা তাহলে বলি!

সাবিত্রী রায়- এল আর বি


ঈর্ষা-ব্ল্যাক


মন-চন্দ্রবিন্দু
বন্ধু তোমায়-চন্দ্রবিন্দু


সে যে বসে আছে- অর্নব এন্ড ফ্রেন্ডস

গনতন্ত্র-মাকসুদ ও ঢাকা

কেমন করে হায়-ফিডব্যাক


আমার পথ চলা-আর্টসেল
অবিরত-আর্টসেল

মন ছুয়েছ মন দিয়েছি-দলছুট


বসে আছি একা-ওয়ারফেইজ


আরো যে কত প্রিয় গান আছে! ধন্যবাদ এরকম একটা পোষ্টের জন্য! বেশ নস্টালজিক করে দিলেন!


১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৭

প্রজন্ম৮৬ বলেছেন: নষ্টালজিক হওয়া আমার কাছে বড়ই আনন্দের! তাই আপনাকে নষ্টালজিক করে দিতে পেরে আমি বিরাট খুশী :)

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৪

আশিকুর রহমান অমিত বলেছেন: আর্টসেল নাই ???
তবে আপনার তালিকায় ২৫ টার মত আমারও প্রিয় গান আর লিঙ্ক দেওয়ার জন্য ধন্যবাদ

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৪

প্রজন্ম৮৬ বলেছেন: আর্টসেলের দুঃখবিলাসটা থাকতে পারতো। আমার বোধহয় বয়স হয়ে যাচ্ছে :( আগে সেপলটুরা শুনতে শুনতে ঘুমাতাম এখন আমার পথচলা শুনলেও ঘুম আসে না!

দুঃখবিলাস - আর্টসেল
http://www.youtube.com/watch?v=P04smUInXvs

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৯

গ্রামের মানুষ বলেছেন:
স্মৃতির কথাই যদি তুললেন তাহলে বলেন তো মাকসুদের 'খুজিঁ তোমাকে খুজিঁ' এই গানটা কারও মনে আছে? মাকসুদ ফিডব্যাক থেকে বের হয়ে প্রথম দিকে গেয়েছিল গানটা (মাকসুদ ও ঢাকা নাম দিয়ে- সবাই মুখোশ পরে গেয়েছিল গানটা)। এখন কোথাও পাচ্ছি না অনেকদিন। গানটা কেমন লেগেছিল তাও জানাবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৮

প্রজন্ম৮৬ বলেছেন: :( গানটা তো আমার স্মৃতিতে খুজে পাচ্ছি না ভাই!!!

লিংকটা পেলে জানাবেন কিন্তু।

আপনাকেও একটা স্মৃতির কথা বলি,আপনি কি জানেন?
জেমস একটা ডুয়েট গেয়েছিল। সুমনা হকের সাথে!

মনে করতে পারেন ;)

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩০

গ্রামের মানুষ বলেছেন:
ও ভাল কথা! আপনাকে অনেক ধন্যবাদ!

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৯

প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ গ্রামের মানুষ!

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৭

শিপু ভাই বলেছেন: ৫০% মিলেগেছে!!!
আইয়ুব বাচ্চু, জেমস, হাসানের ওই দুর্দান্ত সময়টা আমি পুরোটাই পেয়েছি।
তার পর থেকে গান আর শুনি না খুব একটা । বর্তমান সময়ের ব্যান্ডগুলোর গান অধিকাংশই ভাল্লাগে না।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৩

প্রজন্ম৮৬ বলেছেন: আমি তো ডাইহার্ড ফ্যান ছিলাম জেমসের। কৈশরটা বলতে গেলে তাকেই উৎসর্গ করে দিয়েছিলাম। কত পাগলামী জেমসকে নিয়ে! বৃষ্টিতে ভিজে ভোরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো! কত কিছু!!!

আমারো আর ভাল লাগে না এখনকার গান :(

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৩

ত্রিনিত্রি বলেছেন: ওয়াও ওয়াও ওয়াও! প্লাস না দিয়ে উপায় নাই! লিঙ্ক সহ দেয়া!

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৮

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ত্রিনিত্রি!

কিন্তু এখন সবগুলো গানের নামগুলো আরেকবার পড়ে বড় বেশী সাদামাটা মনে হচ্ছে :( মনে হচ্ছে বড় বেশী কমন হয়ে গেছে!

যাইহোক, প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৯

টর্‌মেণ্টর্‌ বিষু বলেছেন: যেহেতু কোন কাজ নাই তাই আমার তালিকাটাও দিয়ে দিই।

পুরাতন থেকে নতুন ক্রমে...

Bangladesh - Uccharon

Jibone Kisu Pabona - Uccharon

Sham Kalia (Tribute To Radharaman) - Feedback

Shopno Vhongo - Miles

Shes Thikana - Miles

She Kon Dorodiya - Miles

Shekhano Bornona - Warfaze

Shadhikar - Warfaze

Dhusor Manchitro - Warfaze

Ekti Chele - Warfaze

Oshamajik - Warfaze

Mukti Dao - RockStrata

Pagolta - RockStrata

Kalo Raat - RockStrata

Nishshobdo Kolahol - In Dhaka

Ei Raate - In Dhaka

Haste Dekho - LRB

Ghumonto Shohor - LRB

Nil Bedona - LRB

Jail Theke Bolchi - Feelings

Mannan Miar Titas Molom - Feelings

Nag Naginir Khela - Feelings

Lag Velki Lag - Feelings

Jatra - Feelings

Shraboner Megh - Different Touch

Ei Nosto Shohore - Dolchut

Guti From Hell - Aurthohin

Shomadhir Shohor - Aurthohin

Shrestho - Cryptic Fate

Voboghure - Cryptic Fate

Agnibina - Cryptic Fate

Rahur Grash - Artcell

Vhul Jonmo - Artcell

Chilekothar Sepai - Artcell

Obhiman - Black

Ondho - Black

Bullet Kingba Kobita - Shironamhin

Hoyna - Shironamhin

Shuvro Rongeen - Shironamhin

Chena Ochena - Meghdol

Shohorbondi - Meghdol

Crusade - Meghdol

Ohom - The Watson Brothers

Amar Notun Ami - The Watson Brothers

Obocheton - Nemesis

Aunonto - Breach

Chena Jogot - Vibe

Obak Shob Shopno - Vibe

Kritodas - Reborn

আমি যেহেতু Psychedelic Rock আর Heavy Metal ধাঁচের গান বেশি শুনি তাই আমার তালিকায় এগুলোই প্রাধান্য পেল।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: ২০০০ সালের আগের সবগুলো পছন্দ মিলে গেল!!!

মনে হয় বয়স হয়ে গেছে :(

আমার তরফ থেকে আপনার জন্য জেমসের এটা http://www.youtube.com/watch?v=raawkYibhF4

ভাল থাকবেন!

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: বিশেষ করে মাইলস আর জেমস এর অনেক গানই বাদ দিয়ে গেছেন :(

তবে আপনার পছন্দ ভাল বলতেই হয় :)

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৩

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ চয়ন ভাই!

আসলে এলআরবি, ফিলিংস,আর্ক,মাইলস,ফিডব্যাক ও ওয়ারফেইজের অপছন্দের গানের লিস্ট করা সহজ কারন সংখ্যায় ওগুলোই কম। আর বাকী সবই তো পছন্দের :)

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৪

আশিকুর রহমান অমিত বলেছেন: একেকজনের একেক রকমের পছন্দ আর সবার তালিকার গানগুলো ভাল। এই থেকে একটা জিনিস প্রমান হয় আমাদের ব্যান্ড সংগীত মারাত্নক সমৃদ্ধ :) :) বিশেষ করে ভারত ও পাকিস্তানের ব্যান্ড গুলোর তুলনায় অনেক ভাল।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৮

প্রজন্ম৮৬ বলেছেন: ভারত পাকিস্তানেরগুলো সেই অর্থে ব্যান্ডই না। পিউর ব্যান্ড মিউজিকের হাব হিসেবে বাংলাদেশকেই বলতে হয়। ওয়ারফেইজের লীড গিটারিস্ট কমল ভাই, উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে গিটার শিখাইছে। রাসেল ভাই তো এখন স্টেটে সেটেলই হয়ে গেছে। আমাদের গর্ব আমাদের ব্যান্ড জগৎ!

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৮

টর্‌মেণ্টর্‌ বিষু বলেছেন: জেমস এর প্রায় সব গান ই শোনা আছে। এত ভিন্ন ভিন্ন বিষয়ে অসাধারণ সব গান আর কারো নেই। মাঝখানে গুরু কিছু নিম্নমানের কাজ করেছেন। কিন্তু এখন আবার কনসার্টে মাতাচ্ছেন গুরু। তার মত উত্তেজনা আর কেউ তৈরী করতে পারেনা। ভাই আপনার জন্ম যদি ৮৬ সালে হয়ে থাকে তাহলে বলতে হয় আপনার বয়স একটু বেশি দ্রুত বেড়ে গেছে :P :P
যাই হোক ভালো লাগলো আপনার তালিকাটা অনেক পুরোনো গানের কথা মনে পরে গেল।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৮

প্রজন্ম৮৬ বলেছেন: জেমসের বর্তমান অবস্থা জানি না কিন্তু ও যেই পল্টিটা নিছিল আমাদের সাথে সেই দুঃখ আজো ভুলতে পারি নাই!

:) আর দেহের হিসেবে তো এখনো তরুনই আছি কিন্তু মনের বয়সটা বেড়ে গেছে বহু! কিভাবে যে বুড়িয়ে গেলাম সেটাই এখন ভাবি!

যাক , আপনিও ভালো থাকবেন! শান্তিতে থাকবেন আশা করি!

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০১

বেঈমান আমি বলেছেন: সবাইকে বলছি যে কোনো বাংলা ব্যান্ড গান শুনতে চান..সব বাংলা ব্যান্ডের গান শুনতে চাইলে

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩২

প্রজন্ম৮৬ বলেছেন: বেশ ভাল পেজ তো!!!

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৯

ফয়সাল তূর্য বলেছেন: আপনি সফট টাইপের গান পছন্দ করেন, আমি আবার রক এবং মেটাল ফ্যান!!
আর্টসেল, অর্থহীন, ব্ল্যাকেরনও কিন্তু দারুন কিছু সফট গান আছে, আপনি শুনে দেখতে পারেন, আশা করি ভাল লাগবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫২

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ তুর্য!

আসলে আমি মেলোডির ভক্ত। পপ হোক আর ডেথ মেটাল, মেলোডিয়াস লাগলে সেটাই শুনি। আর্টসেলের কিছু গান আমার অনেক ভাল লাগে। সুমন ভাই মোটা ছিল যতদিন ততদিন পর্যন্ত ওনার গান ভাল লেগেছে বিবর্তনতো চমৎকার ছিল। ব্ল্যাকের প্রথম এ্যালবামটাও ভাল লেগেছে। কিন্তু পরবর্তীতে ভ্যারিয়েশনের অভাব দেখে নিজেকে সরিয়ে এনেছি ওদের কাছ থেকে।

তবে আসল কথা হলো ভাল লাগা, যেটা ভাল লাগে সেটাই ভাল :)

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৯

মাহবু১৫৪ বলেছেন: চোখ বন্ধ করে প্রিয়তে নিলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৬

প্রজন্ম৮৬ বলেছেন: :) অনেক ধন্যবাদ। সময়করে সবগুলো শুনবেন কিন্তু!

২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৬

মোস্তাফিজ রানা বলেছেন: মেলায় যাইরে- ফিডব্যাক-টা থাকলে আরো ভাল লাগত। তারপরও প্রিয়তে।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২২

প্রজন্ম৮৬ বলেছেন: অবশ্যই থাকতে পারতো- কিন্তু ঐযে সীমাবদ্ধতা। তবে মন্তব্যেও আপডেট করা হচ্ছে তাই এখানেই দিলাম http://www.youtube.com/watch?v=Q5oaMDG7iKs

অনেক ধন্যবাদ রানা ভাই।

২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৫

ইমরান০০৭ বলেছেন: সোজা প্রিয়তে

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৮

প্রজন্ম৮৬ বলেছেন: অনেক ধন্যবাদ!

৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৬

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: অনেক কিছুই মিলে গেল................
তবে আরো কিছু আমি এড করতে চাই,,নাইলে অশান্তি অশান্তি লাগে:):)

নোভা--স্কুল পলাতক মেয়ে

সোলস-- মুখরিত জীবন(( এইটা থাকতেই হবে)),,তোরে পুতুলের মত করে সাজিয়ে....

আজম খান-- বাংলাদেশ,,

জেমস- লিখতে পারিনা কোন গান......এপিটাফ(যেদিন বন্ধু চলে যাব)

খালিদ-- নাতি-খাতি বেলা গেল,,প্রিয়তমা,

এল.আর.বি -- তারা ভরা রাত......এখন অনেক রাত...।

হ্যাপি আখন্দ-- কে বাঁশি বাজায়রে.....

ফিডব্যাক-- পালকি,,মেলায় যাইরে

প্রথমেই এগুলার কথা মনে পড়ল........আরো কিছু মনে পড়লে কমেন্টাইমু.

(আগের কমেন্ট ডিলিট করে দিয়েন)

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৬

প্রজন্ম৮৬ বলেছেন: চমৎকার। আমাদের পছন্দ মিলে গেল তো!

ভাল লাগছে দেখে যে, কে বাঁশি বাজায়রে গানটা কমন পড়লো :)

এসবই থাকতে পারতো কিন্তু ঐযে ৫০টার সীমাবদ্ধতায় রাখতে পারলাম না!

ইচ্ছামত অনুভুতি শেয়ার করেন তার জন্য যত কমেন্ট লাগে খরচ করতে দ্বিধা কইরেন না কিন্তু!! :)

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৫

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: তবে ভারত-পাকিস্তানের ব্যান্ড ভালো না.....এই মন্তব্য মনে হয় বেশী একচোখা হয়ে যাবে.......
পশ্চিমবঙ্গের অসাধারন কিছু ব্যান্ডের নাম না নিলে ব্যান্ড সঙ্গীত নিয়ে যেকোন লিখাই অপরিপূর্নজ থেকে যাবে...যেমন....মহীনের ঘোড়াগুলি,,চন্দ্রবিন্দু,,ভূমি.....ক্যাকটাস

তেমনি পাকিস্তানের জুনুন,স্ট্রিংগস বা জাল ........
ব্যান্ডের জগতে তারা কেউই কিন্তু কম না

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: ঐ লাইনটা লেখার সময়ই মনে হচ্ছিল একচোখা হয়ে যাচ্ছে কিন্তু ভেবে দেখলাম কথাটা বলা যায়!

কেন সেটা বলি, ব্যান্ড বলতে আমি পপ-রক-মেটালই ধরি।
আপনি যেসবের নাম নিলেন ওদের অল্পকিছু গান বাদে অন্যগুলো আমাদের ব্যান্ডের সাথে তুলনা করা যায় না।ওরা মেইন স্ট্রীমের মত না বরং ট্র্যাডিশনাল অনেক কিছু দ্বারা প্রভাবিত। হয় সুফী নয় ফোক । পাপীস্তানীরা সুফি আর কলকাতার ব্যান্ডগুলো মূলত ফোক প্রভাবিত । মেইনস্ট্রীম ব্যান্ড মনে হয় না ওদের। গানের দলের মত। তাই ওদের খারিজ করেছি। তবে একথা অবশ্যই মানতে বাধ্য হবো যে, ওদের অনেক গান রয়েছে যেগুলোর নাম না থাকলে সেরা গানের লিস্ট পূর্ণ হবে না!

তবে খুব ভাল লাগলো আলোচনা করতে।

৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: +++++++++++++


একসময় যেই গানগুলো খুব বেশী শুনতাম

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪০

প্রজন্ম৮৬ বলেছেন: :) আপনেও কি প্রজন্ম৮৬ নাকি ভাই???

লেননের গানটা বাদে বাকী সব মিলে গেল!!!

ধন্যবাদ।

৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৬

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: কি বলেন!!!
মহীনের ঘোড়াগুলি পপ-রক-মেটাল সব গান গেয়েই বিখ্যাত......
তেমনি জাল বা স্ট্রিংগস)........
জুনুনের কিছু অসাধারন রক গান আছে.....নেটে পাবেন....

চন্দ্রবিন্দু বা ক্যাকটাসের বেলায় আপনার কথা মানি

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৭

প্রজন্ম৮৬ বলেছেন: এবারও লেখার সময় জুনুন,জাল,স্ট্রিংগসের এবং মহীনের ঘোড়াগুলির কিছু পিউর ব্যান্ড সং মনে আসছিল কিন্তু সেই সাথে জুনুনের তেরী রজা কেয়া হ্যায় আর মহীনের ঘোড়াগুলির লাল নীল রোয়াকের সিড়ি গানগুলো মনে পড়ায় আর বক্তব্য বদলাই নাই :)

হয়তো আমি স্বভাববিরুদ্ধ একগুয়েমী করে ওদের সাথে আনজাস্ট করছি কিন্তু আমি সত্যিই বাংলাদেশের ব্যান্ডের সমতুল্য মনে করি না! কারন আমি কমল ভাই, টিপু ভাই, সাজু ভাই, বাবনা, বাচ্চু , নিলয় দা, বেজ বাবা সুমন ওদের ট্যালেন্টের দেখেছি! তাই অন্য কেউ নজর কাড়তে পারে না তেমন!

৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৮

আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম ।খুব ভালো লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৫৭

প্রজন্ম৮৬ বলেছেন: :) ধন্যবাদ ভাই। ভাল লেগেছে জেনে আমারো খুব ভাল লাগলো!

৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সব কয়টা গানই ভালো লাগে। অনেকগুলোই প্রিয়, বার বার শুনি।
আরো লম্বা হতে পারে প্রিয় তালিকা, এই ধরনের পোস্ট দীর্ঘ হলেই সুন্দর!

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:১৬

প্রজন্ম৮৬ বলেছেন: আগামীতে ক্যাটাগরী ভাগ করে কিছু পোস্ট দিব ইনশাল্লাহ!

ভাল থাকবেন।

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৩৩

সুপান্থ সুরাহী বলেছেন:
আমি ৯৪/৯৫এ পরে আর গান তেমন শুনিইনি...

তখন আমার কাছে আইয়ুব বাচ্চু আর জেমসের গান ভাল লাগতো তবে ঢাকা ব্যান্ডের মাকসুদের গানও ভাল পাইতাম... নিষিদ্ধ শুনতাম ভলিয়ম কমিয়ে... গাঙের পারে বসে...

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪২

প্রজন্ম৮৬ বলেছেন: এখন শুনেন আবার।গানই কিন্তু মনের ঔষধ।

আহ! গাঙের পাড় শুনে মনটাই উদাস হয়ে গেল!

ভাল থাকবেন সুপান্থ!

৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন:
এখন গান শুনা সম্ভব না...


আমার পেছনে বছরে দুইবার অসংখ্য মানুষ দাঁড়ায় এবং অনুসরণ করে স্রষ্টার হুকুমের...

১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: মাশাল্লাহ!

জানতাম না আসলে !
ভাল থাকুন । উজ্জ্বল অনুকরনীয় ব্যাক্তিত্ত্ব হয়ে থাকুন!

৩৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: সারওয়ার ইবনে কায়সার বলেছেন: কি বলেন!!!
মহীনের ঘোড়াগুলি পপ-রক-মেটাল সব গান গেয়েই বিখ্যাত......
তেমনি জাল বা স্ট্রিংগস)........
জুনুনের কিছু অসাধারন রক গান আছে.....নেটে পাবেন....

চন্দ্রবিন্দু বা ক্যাকটাসের বেলায় আপনার কথা মান


ভাইজান, ভুল করতাছেন, মাহীনের ঘোড়া গুলারে আমি রক বা হার্ড রক কইতে পারি, মেটাল কইলে বেশী কওন হইবো। ডাবল পেডাল, কমপ্লেক্স রিদম ব্যাকআপ ওরা স্বপ্নে দেখছে কি না সন্দেহ। কিছু কিছু গানে এমুন যে গলার সাথে গীটার ওয়ার্ক মেলে নাই, মিললেও কথা শুইনা মনে হইতাছে শব্দের ওজনে মেটাল হারায় গেছে। সাহিত্য চর্চা শুনতে মানুষ মেটাল শুনে না, মানুষ মেটাল শুনে নিজের ক্রোধটাকে আগ্নেয়গিরীর জ্বালামুখ বানাইতে। সেই হিসাবে কলকাতার আরও ১০০ বছর ট্রাই করতে হইবো খালি বাংলাদেশের লেভেলে আইতে। আন্তর্জাতিক লেভেলে যাইতে মনে হয় আরো সোয়াশ বছর!

পাকীগো হেভীমেটাল কিছু শুনছি কিন্তু ওগো প্রধান সমস্যা হইলো সমাজ ব্যাবস্হা। ওদের কিছু কিছু মেটাল ওয়ার্ক আছে যেগুলা শুনলে মনে হয় ব্যাটারা মনে হেটফিল্ড বা হেমস্টেড লেভেলের কাজ করে। কিন্তু ওরা ফ্রন্টে আসতে পারে না কারন বাজার নাই তারপর পুরা দেশ মৌলবাদী। মনে করতে পারেন ওদের আন্ডারগ্রাউন্ড মেটাল হইলো প্যালেস্টাইনের মতোন অস হায়!

তবে ইন্ডিয়ার কিছু ব্যান্ড আছে যেগুলো মোটামোটি অল্ট মেটাল ক্রিশ্চিয়ান মেটাল স হ নানা সাবজেনেরায় কঠিন কাজ দেখায় কিন্তু সমস্যা একটাই ওদের বাজার নাই!

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৪

প্রজন্ম৮৬ বলেছেন: কথা সত্য!

৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:২২

মামুন হতভাগা বলেছেন: ধন্যবাদ।
তবে আরো ভাল লাগা ২টা গান
যাদু-মাইলস
একটা তুমি-আর্ক

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

জাদু-মাইলস = http://www.youtube.com/watch?v=BcAMf6p8GzY

৪০| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:৩১

বাংলার আগন্তুক বলেছেন: ডাইরেক্ট! ডাইরেক্ট!! প্রিয়তে। তবে আরো অনেক গান যোগ করা যেতো। এই মুহুর্তে সব মনে পড়ছে না। যেমন: মাকসুদ ও ঢাকার বাংলাদেশ গানটি এবং উইনিং-এর ইচ্ছে করে ও অথবা ঐ দূর পাহাড়ের। চাইমের কিছু গান ছিলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৫

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ আগন্তুক! অবশ্যই , আমাদের দেশে ব্যান্ড জগৎ একটা সোনার খনি। অনেক গানই যোগ করা যায়। তবে উইনিং এর দুর পাহাড় কিন্তু রয়েছে ;)

৪১| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:২২

লর্ড কার্জন বলেছেন: আপনার দেয়া গানগুলা প্রিয় ব্যান্ড গানের তালিকায় আছে, আসলে এগুলো ছাড়া তালিকা হয় না। তবে আপনাকে ধন্যবাদ ইউটিউব লিঙ্কগুলা শেয়ার করায়। আলাদা আলাদাভাবে সার্চ করে খুঁজে বের করা আসলে খুব ঝক্কির ব্যাপার।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৮

প্রজন্ম৮৬ বলেছেন: আসলেই। সেজন্যই তালিকাটা একটু সাদামাটা দেখা যাচ্ছে কিন্তু এসব ছাড়া তালিকা করাও যায় না। অনেকগুলো বাদ পড়েছে। যাইহোক, লিংকগুলো কাজে আসবে আশা করি! :)

৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৯

হিমেল-রনী বলেছেন: ভাই, প্রায় সবগুলো আমার অসম্ভব প্রিও গান.........আমার একটি প্রিও গান ছিলো...Singer এবং band এর নামটা ঠিক মনে নেই... “মিষ্টি মেয়ে চোখ টি তোলো, প্রথম তোমার সাথে দেখা, আর এইতো প্রথম ভালোলাগা...” এই গান টি কি কারো কাছে আছে?

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: :( দুঃখিত হিমেল-রণী আমার স্মৃতিতে ধরা পড়লো না! দেখি অন্য কেউ সাহায্য করতে পারে কি না!

৪৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৫

তোমার জন্য শুধু বলেছেন:

অনেক ধন্যবাদ। সুন্দর পোস্ট।
প্রিয়তে নিলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩০

প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন!

৪৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সিরাম হৈছে বস।



সংগ্রহে রাখলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩২

প্রজন্ম৮৬ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

৪৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩৭

নস্টালজিক বলেছেন: জেনুইন!

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৩

প্রজন্ম৮৬ বলেছেন: :) ধন্যবাদ নস্টালজিক।

৪৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৮

গানচিল বলেছেন: এখানে কিছু ভূল আছে। যেমনঃ উল্লেখিত শিল্পীদের প্রত্যেকেই ব্যাণ্ডের শিল্পী হলেও তাদের গানগুলোও যে ব্যাণ্ডের, এমন মনে করার কোন কারন নেই। "হ্যাপী আখন্দের গাওয়া " আবার এলো যে সন্ধ্যা" গানটা মূলতঃ সৈয়দ সালাহ উদ্দীন জাকী পরিচালিত গুড্ডি ছবির গান। "আগে যদি জানিতাম তবে মন ফিরে পাইতাম"----একটা তুমুল জনপ্রিয় গান। লাকী আখন্দের সুরে ৭৫-৭৬ সালে ফেরদৌস ওয়াহিদ গানটা গেয়েছিলেন। পরে অবশ্য লাকী নিজেও ..এবং খালিদ হাসান মিলুও গানটা গেয়েছিলেন। তেমনি.... টিপ টিপ বৃষ্টি গানটা সারগাম থেকে প্রকাশিত ইশতিয়াকের একটা ব্যক্তিগত এলবামের গান। যাকগে, আমি ব্যাণ্ডের গানের ভাল শ্রোতা নই। তাই বলে একেবারে যে পছন্দ করিনা তা-ও কিন্তু নয়। উইনিং এর " ইচ্ছে করে যাই চলে যাই' হৃদয়জুড়ে যত ভালবাসা" রেনেসাঁর "সুখ তুমি রংধনুর মত " এলআরবির " মেয়ে, তুমি কি দুঃখ চেন" "চল বদলে যাই' তীর্থক এর " তুমি বাসো কিনা" "দুয়ারী"...ফিডব্যাকের " মেলায় যাইরে" চাইমের "কীত্তনখোলা" পড়ালেখা শেষ করে, জয়জগানন্দন ঘটিবাটি বন্ধন" আর্কের "ওরে আমার পাগল মন" জেমসের "কবিতা..তুমি স্বপ্নচারিনী হয়ো...." দলছুটের "তুমি আমার বায়ান্ন তাস"..........এধরনের অনেক গানই সবার মত আমারও প্রিয়। আশ্চর্য্য হলাম এগুলোর কোনটাই আপনার লিস্টে নাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২২

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ গানচিল মন্তব্যের জন্য!

লাকী,হ্যাপী আর শেখ ইশতিয়াকের ক্ষেত্রে স্বআরোপিত নিয়ম একটু শিথিল হয়েছে মুলত বাংলা ব্যান্ড সঙ্গীতের ক্ষেত্র তৈরীতে ওনাদের অবদানের জন্য। কবিতা,মেয়ে গানগুলো মিক্সড এ্যালবামের ছিল বলে নেই নাই আর বায়ান্ন তাস গানটা কিন্তু আছে, দলছুটের -বাজী! তবুও অনেক গানই জায়গা দিতে পারি নাই সীমাবদ্ধতার কারনে :(

আসলে এটি একটি প্রয়াস ভাল গানগুলো জড়ো করার। আগামীতে আরো নিখুত তালিকা করার ইচ্ছা আছে। আর অবশ্যই আপনার সহযোগীতা কাম্য!

ভাল থাকবেন!

৪৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৬

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভালো পোস্ট হইছে...... ধন্যবাদ লিস্ট শেয়ার করার জন্য..।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

৪৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৮

শ্যাম সুব্রত বলেছেন: খুব ভালো :)

১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই!

৪৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪

chinu_138 বলেছেন: মেলায় যাইরে- ফিডব্যাক
গানটা ১ থেকে ৫ া থাকা দরকার।

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

প্রজন্ম৮৬ বলেছেন: থাকাটাই স্বাভাবিক :) তবে এখানে যেই ৫০টি আছে এর মাঝে কিন্তু কোন সিরিয়াল নেই। প্রতিটাই সমান।

ধন্যবাদ আপনাকে।

৫০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৩

কবির চৌধুরী বলেছেন: সেরা ৫০ বললে আরো অসংখ্য গানকে অবিচার করা হয়। বিভিন্ন মন্তব্যে সেগুলো আসছেও। তবুও বাছাই খুব হয়েছে।

গান পোস্টে বাই ডিফল্ট প্লাস।

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: সেরা লিখলেও আমি আসলে কোন গানকেই অন্য গানের সাথে তুলনা করে ক্রমিক সংখ্যা দেই নাই, কারন এগুলো তো অবশ্যই এর বাইরের বহু গানও সেরা হবার দাবীদার!

আমাদের ব্যান্ড জগৎ এতই চমৎকার ছিল যে সেরা ২০০ করলেও ক্রমিকসংখ্যা বসানো যাবে না :)

৫১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪১

মেঘেরদেশ বলেছেন: ভাল লাগল :) আমার সাথে মিলছে বলে ,আমার পছন্দের কিছু ইংরেজি গান দেয়া আছে,মেলডিক টাইপ দেখেন,আশা করি ভাল লাগবে Click This Link

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০০

প্রজন্ম৮৬ বলেছেন: লিংকটার জন্য অনেক ধন্যবাদ। প্রায় সবগুলোই আমার অত্যন্ত প্রিয় গান। আপনার সাথে আমার টেস্ট পুরোটাই মিলে গেছে :)

৫২| ০৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৩

আহাদিল বলেছেন: ভাল্লাগল অনেক!
আমিও যদিও খুব কম শুনি বাংলা ব্যান্ড, তারপরেও অনেকগুলো গানই মিলে গেল!
পোস্ট প্রিয়তে!

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৩

প্রজন্ম৮৬ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৫৩| ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০২

গানগুরু বলেছেন: আমার পছন্দের সাথে অনেক গান মিলে গেল।
গানগুলো আমি শুনেছি অনেক পরে।
আমি বুঝিনা সেই সময়ের গানগুলো কেন আমায় এত টানে।
কি একটা শিহরণ অনুভুত হয় হৃদয়ে।

০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৮

প্রজন্ম৮৬ বলেছেন: :) আপনার মিউজিক টেস্ট জেনে খুব ভাল লাগলো। আসলে সেই সময়টা ছিল স্বপ্নের মতই সুন্দর আর সুন্দরের আকর্ষন চিরকালই থাকে।

৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৯

শাহনেওয়াজ লতিফ বলেছেন: "আর ৮০ ও ৯০ এর দশক প্রাধান্য বেশী পেয়েছে কারন আমি কেন যেন ঐ সময়টার পুজারী! "
আসলেই ঐ সময়টা ছিল বাংলা ব্যান্ডের Golden Age...
ধন্যবাদ আপনাকে।
আমি বুঝিনা সেই সময়ের গানগুলো কেন আমায় এত টানে।
কিছু গান বাদ গেছে । তবু এক লিস্ট এত গুলো ভালো গান..

ওনেক ধন্যবাদ আপনাকে।

৩০ শে মে, ২০১২ রাত ৩:৫০

প্রজন্ম৮৬ বলেছেন: আরে ভাই, দুঃখিত অনেকদিন হয়ে গেল এই পোস্টটাতে আসি নাই, আপনার মন্তব্যের জবাবও দেয়া হয় নাই। দুঃখিত ভাই!

ঐ সময়টা বাংলা ব্যান্ডের গোল্ডেন এইজ ছিল। বাতাসেও নির্মলতা ছিল, সময়টাই চমৎকার ছিল!!!

ভাল জিনিস ভাল মানুষ'কে টানবেই, সেজন্যই আপনাকে টানে! আপনাকেও ধন্যবাদ।

৫৫| ২৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪২

এনটনি বলেছেন: ভাই, শেখ ইশতিয়াক, লাকী আখন্দ বা আযম খান উনারা যার যার যায়গায় অবশ্যই সম্মানের মানুষ, কিন্তু উনারা কেউ তো ব্যান্ড না .... ব্যান্ডের প্রসারে উনাদের অনের অবদান আছে

৩০ শে মে, ২০১২ রাত ৩:৫১

প্রজন্ম৮৬ বলেছেন: আসলে প্রসারে অবদানের কারনেই ব্যান্ডের বলে ধরা।

৫৬| ১১ ই জুন, ২০১২ রাত ৯:০৪

জন রাসেল বলেছেন: আমাদের গান শোনার আমন্ত্রন রইলঃ

১. সাদা তুলির আচরঃ Click This Link

২. নীরব অনুধাবনঃ Click This Link

৩. http://www.youtube.com/watch?v=eXz2Ro3GdgU

সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ। এই লিষ্টের প্রায় সবই শোনা।

১২ ই জুন, ২০১২ ভোর ৫:৪৫

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ আমন্ত্রনের জন্য ভাই। অবশ্যই শুনবো।

৫৭| ১৯ শে জুন, ২০১২ ভোর ৬:০৪

হাসানউজ্জামান বলেছেন: অনেক ধন্যবাদ। ব্যান্ড মিক্সড ক্ষমা এ্যলবাম এর ক্ষমা গানটা থাকলে দয়াকরে লিংক দেবেন।

২০ শে জুন, ২০১২ রাত ১২:০৯

প্রজন্ম৮৬ বলেছেন: দুঃখিত ভাই লিংক পেলাম না :(

৫৮| ১৯ শে জুন, ২০১২ ভোর ৬:৩২

লিন্‌কিন পার্ক বলেছেন:
প্রায় সবগুলাই শোনা :D :D

+++

২০ শে জুন, ২০১২ রাত ১২:১০

প্রজন্ম৮৬ বলেছেন: :)

৫৯| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪০

হাসির মানুষ বলেছেন: চখাম পোস্ট। পোস্টে কইসা দুইটা মাইনাচ। মাইনাচে মাইনাচে প্লাচ হয়ে গেলগা =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই অক্টোবর, ২০১২ ভোর ৫:২২

প্রজন্ম৮৬ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.