নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩০ লক্ষ স্বজন হত্যার বিচার চাই

আমার এই ব্লগের কোনো লেখা বা লেখার কোনো অংশ আমার লিখিত অনুমতি ছাড়া যে কোনো প্রকার মিডিয়াতেই প্রকাশ করা যাবেনা। যদি তা করা হয়, তাহলে আমি আইনগত এবং অবস্থাভেদে ব্লগের আইন/প্রসিজিওর অনুযায়ী ব্যাবস্থা নিতে বাধ্য হব

নিঝুম মজুমদার

নিঝুম মজুমদার › বিস্তারিত পোস্টঃ

ভুয়া সাক্ষী নিয়ে এসে হাতেনাতে ধরা খেলো নিজামীর আইনজীবি

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নানাবিধ আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত জামাতের প্রাক্তন আমীর মতিউর রহমান নিজামীর আইনজীবি মিজানুল ইসলাম নিজামীর পক্ষে ভুয়া সাক্ষী, যিনি কিনা এনলিস্টেড সাক্ষী নন, সেরকম একজন সাক্ষীকে নিয়ে এসে হাতে নাতে ধরা পড়েছেন। এই সাক্ষীর নাম কে এম হামিদুর রহমান। তিনি পাবনার একজন আইনজীবিও বটে!! একজন আইনজীবি হয়ে তিনিও কি করে ভুয়া সাক্ষী দিতে এসেছেন এটাও বাংলাদেশের আইন জগতে এক ধরনের বিষ্ময়ের ঘটনা।



গত ২৫ শে মার্চ ২০১০ সাল থেকে এই বিচার শুরু হবার পর থেকেই জামাত সহ অন্যান্য বিচার ও স্বাধীনতাবিরোধীরা এই ট্রাইবুনালের সামালোচনা করে আসছিলো এক যোগে। বার বার তারা বলছিলো এই ট্রাইবুনাল অস্বচ্ছ, নিরপেক্ষ নয়, আন্তর্জাতিক নয় ইত্যাদি। অথচ যে সাক্ষীর নাম লিস্টেই নেই সেই সাক্ষীকে নিয়ে এসে নিজামীর পক্ষে সাফাই গাইতে নিয়ে এসে এত ভয়াবহ জালিয়াতি করেছে নিজামীর আইনজীবি। আনতে ইচ্ছে করে এই জালিয়াতি কতটা আন্তর্জাতিক কিংবা নিরপেক্ষ বা স্বচ্ছ হয়েছে।

বাংলামেইল ২৪ এর একটি প্রকাশিত সংবাদ থেকে জানা যায় যে-

সোমবার সকালে ট্রাইব্যুনালের কার্যীক্রম শুরুতে নিজামীর সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দেন অ্যাডভোকেট কে.এম হামিদুর রহমান। পরে প্রসিকিউটর মোহাম্মদ আলী তাকে জেরা শুরু করেন।এক পর্যায়ে ট্রাইব্যুনাল আসামী পক্ষের আইনজীবী মিজানুল ইসলামের কাছে জানতে চান যে, অন্য সাক্ষীরা ট্রাইব্যুনালে হাজির আছেন কিনা। জবাবে তিনি বলেন, না। ট্রাইব্যুনাল বলেন, গতকালই (রোববার) বলে দেয়া হয়েছে আপনারা একাধিক সাক্ষীকে হাজির রাখবেন। তখন মিজানুল ইসলাম বলেন, ‘আমি গতকাল ছিলাম না, ভুল হয়ে গেছে।’



এর এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি মোহাম্মদ আলী আদালতে অভিযোগ করে বলেন, ‘জবানবন্দি দিয়েছেন কে.এম হামিদুর যার নাম আসামির সাক্ষীর তালিকায় নেই। তখন আদালত প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে আসামীর আইনজীবীকে উদ্দেশে বলেন, ‘আপনি একজন সিনিয়ার আইনজীবী, আপনার কাছ থেকে এমনটি আশা করিনি, আপনি ডিফেন্স সাক্ষী নিয়ে ট্রাইব্যুনালের সঙ্গে ফ্রট (প্রতারণা)করেছেন ‘ এ সময় আদালত ট্রাইব্যুনালের এজলাশ থেকে ডিফেন্সের সাক্ষী অ্যাডভোকেট কেএম হামিদুর রহমানকে সাক্ষীর কাঠগড়া থেকে নেমে যেতে বলেন। ওই সময় সাক্ষী কাঠগড়া থেকে নেমে যান।



এ সময় আদালত মিজানুল ইসলামকে বলেন, ‘আপনি একজন সিনিয়ার ল’ইয়ার, আপনার কাছ থেকে এমনটি আশা করিনি। আইনজীবী বলেন, আই এম ভেরি সরি, ইট ইজ ক্লারিক্যাল মিসটেক।’ আদালত বলেন, ‘আপনারা আদালতের সাথে মিথ্যা কথা বলেছেন, আপনাদের তালিকায় আছে আব্দুল হামিদ আর আপনি দিলেন কে.এম হামিদুর রহমান, এটা আইনজীবী হিসেবে আদালতের সাথে প্রতারণা।’



পরে উপস্থিত নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেনকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘আপনি একজন ব্যারিস্টার, আপনাকে অনেক দূর যেতে হবে। কিন্তু পেশার শুরুতে এটা কি করলেন? তখন নিজামীর ছেলে আদালতকে বলেন, এটা ক্লারিক্যাল মিসটেক, আমি বুঝতে পারিনি যে ট্রাইব্যুনালের কাছে দেয়া পাঁচ জনের তালিকায় ওনার নাম নেই।’ তখন আদালত বলেন, ‘আপনারা সাক্ষীর তালিকায় মিস্টার এ, মিস্টার বি, মিস্টার এক্স, মিস্টার ওয়াই এসব নাম উল্লেখ করেছেন, এটা কোন সাক্ষীর তালিকার নাম হতে পারে না। এমন নাম আমরা জীবনেও দেখিনি। আপনারা কে. এম হামিদের বিষয়ে আদালেতে আগেও বলতে পারতেন। কিন্তু তা বলেননি কেন?



রাষ্ট্রপক্ষের আইনজীবি মোহাম্মদ আলী বলেন, ‘একেক সময় একেক নাম আসামীপক্ষ উপস্থাপন করছেন। সাক্ষীর তালিকায় যে নাম দেয়া হয়েছে সেই ব্যক্তি এখানে নেই। তাই এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আসামীপক্ষ আদালতের সময় নষ্ট করতেই সাক্ষীর নাম নিয়ে এ ধরনের আচরণ করছেন।’



এভাবেই জালিয়াতি করে রাজাকার আর আলবদরদের বাঁচিয়ে দেবার পাঁয়তারা করছে এই স্বাধীনতাবিরোধীরা। একদিকে তারা বলে নিরপেক্ষ আর স্বচ্ছ বিচারের কথা, অন্যদিকে ভুয়া সাক্ষী নিয়ে এসে আদালতে উপস্থাপন। এই এতবড় জালিয়াতির পরেও কিন্তু আদালত নিজামীর এই সাক্ষীকে এলাউ করেছেন শেষ পর্যন্ত কেননা নিজামীর জালিয়াত আইনজীবি মিজানুল প্রকাশ্যে ক্ষমা চেয়েছে এই জালিয়াতির জন্য। এরপরেও কি এই ট্রাইবুনালের বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়? এটা যদি আজকে পৃথিবীর অন্য কোথাও হোতো তবে নিজামীর আইনজীবির বিরুদ্ধে কঠোর আইনী ব্যাবস্থা নিয়ে তার লাইসেন্স বাতিল করা হোতো।



এই জালিয়াতির ঘটনার পরে এখন আর কথা নেই ডেভিড বার্গম্যান কিংবা টবি ক্যাডম্যান দের মুখে। ট্রাইবুনালের সমালোচনাকারী আসিফ নজরুল আর পিয়াসরা এখন মুকে স্কচ টেপ দিয়ে রেখেছে। এত কিছুর পরেও জানি, এই স্বাধীনতা বিরোধিরা এই ট্রাইবুনাল নিয়ে কুৎসা রটাবে। বেঈমানী যাদের রক্তে মিশে আছে তাদের কাছে কোনো কিছুই প্রত্যাশিত নয়। কিন্তু এই জালিয়াতির এত বড় ঘটনা এই ট্রাইবুনালে রেকর্ড হয়ে রইলো তা বলাই বাহুল্য।



মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

এম আর ইকবাল বলেছেন: |-) |-) |-)

২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

নাঈম বলেছেন: তারা জালিয়াতি,বাটপারী করলে সব জায়েজ, আর বিচারে যখন তাদের সাজা হয় তখন বিচার মানিনা, এইসব জারজদের মাথা উঁচু করে বেঁচে থাকার সাহস হয় কি করে?

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

অবিনাশী অন্ধকার বলেছেন: বেঈমানী যাদের রক্তে মিশে আছে তাদের কাছে কোনো কিছুই প্রত্যাশিত নয়। X( X(

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

বশর সিদ্দিকী বলেছেন: আপনে কি এখনো দেশে আছেন??

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আদালত বলেন, ‘আপনারা সাক্ষীর তালিকায় মিস্টার এ, মিস্টার বি, মিস্টার এক্স, মিস্টার ওয়াই এসব নাম উল্লেখ করেছেন, এটা কোন সাক্ষীর তালিকার নাম হতে পারে না। এমন নাম আমরা জীবনেও দেখিনি ... ;) ;) =p~ =p~ :P :P

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

ডাইস বলেছেন: :-B :-B :-B

৭| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১০

চলতি নিয়ম বলেছেন: ধন্যবাদ নিঝুম ভাই।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: জালিয়াতরা জালিয়াতিই করবে। এইটাই স্বাভাবিক।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: দাদা কই আসছেন? আপনাকে পাইনা অনেক দিন হলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.