![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপ করে থাকা মানে
প্রস্থানে চলে যাওয়া নয়
বরং বুঝিয়ে দেয়া
এ আমার প্রতিবাদ
তোমাকে না পাওয়ার
চুপ করে থাকা মানে
বদলে যাওয়া নয়
সময়ের ঘূর্ণি পাকে আরও কাছে আসা
যত টা কাছে এলে মনে হয়
মৃত্যু যেন ছেলে খেলা
চুপ করে থাকা মানে
তোমাকে ভুলে যাওয়া নয়
বরং তোমাকের পাওয়ার জন্য একধাপ এগিয়ে যাওয়া
চুপ করে থাকা মানে
শূন্যের কোটায় মিলিয়ে যাওয়া ন
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬
ধাবমান বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭
পবিত্র বলেছেন: ভাল লাগলো ...অনেক দিন পর মনে হয় ভাল একটা ব্লগ পড়লাম
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭
ধাবমান বলেছেন:
৩| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
লাল চাঁন বলেছেন: দারুন কবিতা, তবে চুপ করে থাকলে কয়েক ধাপ পিছিয়ে পরার সম্ভাবনাও থাকে। শূন্যস্থান যে পূরন হয়ে যায়...
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
ধাবমান বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে ছুপ করে থাকাই শ্রেয় ,নয়তো পরিস্থিতি হাতের বাহিরে চলে যেতে পারে,। ,ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১
শ্রাবণ জল বলেছেন: ভালো।
সুন্দর।