নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় ধ্বনি

ধাবমান

আমি নিরপেক্ষ নই , আমি স্বাধীনতার পক্ষে

ধাবমান › বিস্তারিত পোস্টঃ

আসুন আবার আমরা বাঙ্গালী হই , বাংলাদেশী নয়

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

সময়ের কাছে পরাজিত আমি । সব কিছুই বুঝি ,সাধারনের চোখ দিয়ে যা দেখার দেখি এবং যা বুঝার তাই বুঝি , আমি যা বুঝি তা হয়তো অন্য কেউ বুঝে না, এও হয়তে পারে আমার চেয়ে অনেকে বেশি বুঝে, আজ কাল নিজেকে বাঙ্গালী বলতে অনেকে লজ্জা পান , হবার কারণ ও আছে বটে , আমাদের দেশের সুশীল সমাজ আমাদের একটি সুসমাজ দিয়েছেন। যারা নিজেরাও জানেন না আমরা কি করে বাংলা এবং বাঙ্গালী চরিত্র লাভ করলাম , আজ আমরা বিভক্ত হিন্দু , মুসলমান , বৌদ্ধ ,চাকমা , মারামা নামে । কই ১০ বছর আগেও তো এমন টা ছিল না , আজ এমন কি হল । যে আগে কাঁধে কাঁধ মিলিয়ে ,হাতে হাত রেখে বন্ধুতের হাজার ও গল্প করতো সে আজ পারলে ধর্মের নামে অন্যের গলায় চুরি চালায়। সব সব ধর্মেই এমন লোকা আছে হাজার ও । ধর্মের নামে আজ আমরা ভুলতে বসেছি আমাদের বাঙ্গালী চরিত্র , আমাদের হাজার বছরের সংস্কৃতি । আসুন আবার আমরা বাঙ্গালী হই , বাংলাদেশী নয়

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: শত রূপে অপরূপা আমার এ দেশের ঢালী
আমরা বাঙালী ও মন আমরা বাঙালী ।।
সবুজ সোনার দেশে
বাউল গায় আউলা কেশে
বায়েন বাজায় তালে তালে দর্শক শ্রুতা দেয় তালি ঐ
ধন্যবাদ পোস্টে ।।

২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬

বাগসবানি বলেছেন: কিছুই হইতে মন চায় না । একটু শান্তি চাই :(

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৩

আদরেজহক বলেছেন: একটু শান্তি চাই :(

৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬

বিডি আইডল বলেছেন: কে কার গলায় ছুরি চালিয়েছে? দুই একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সাম্প্রদায়িকতা উস্কাচ্ছেন কেন? পৃথিবীর সব দেশেই রেসিজমের ঘটনা ঘটে

৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪২

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন:

৬| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৮

আ.র.জা বলেছেন: আমাদের জাতিসত্বা বাংগালি তবে আমাদের জাতীয়তা বাংলাদেশী।

সারা দুনিয়া বাংলাদেশের মানু্ষকে বাংলাদেশী হিসেবে জানে। যেমনিভাবে জানে ভারতের অধিবাসি ভারতীয়।






আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.