![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের কাছে পরাজিত আমি । সব কিছুই বুঝি ,সাধারনের চোখ দিয়ে যা দেখার দেখি এবং যা বুঝার তাই বুঝি , আমি যা বুঝি তা হয়তো অন্য কেউ বুঝে না, এও হয়তে পারে আমার চেয়ে অনেকে বেশি বুঝে, আজ কাল নিজেকে বাঙ্গালী বলতে অনেকে লজ্জা পান , হবার কারণ ও আছে বটে , আমাদের দেশের সুশীল সমাজ আমাদের একটি সুসমাজ দিয়েছেন। যারা নিজেরাও জানেন না আমরা কি করে বাংলা এবং বাঙ্গালী চরিত্র লাভ করলাম , আজ আমরা বিভক্ত হিন্দু , মুসলমান , বৌদ্ধ ,চাকমা , মারামা নামে । কই ১০ বছর আগেও তো এমন টা ছিল না , আজ এমন কি হল । যে আগে কাঁধে কাঁধ মিলিয়ে ,হাতে হাত রেখে বন্ধুতের হাজার ও গল্প করতো সে আজ পারলে ধর্মের নামে অন্যের গলায় চুরি চালায়। সব সব ধর্মেই এমন লোকা আছে হাজার ও । ধর্মের নামে আজ আমরা ভুলতে বসেছি আমাদের বাঙ্গালী চরিত্র , আমাদের হাজার বছরের সংস্কৃতি । আসুন আবার আমরা বাঙ্গালী হই , বাংলাদেশী নয়
২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬
বাগসবানি বলেছেন: কিছুই হইতে মন চায় না । একটু শান্তি চাই
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৩
আদরেজহক বলেছেন: একটু শান্তি চাই
৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬
বিডি আইডল বলেছেন: কে কার গলায় ছুরি চালিয়েছে? দুই একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সাম্প্রদায়িকতা উস্কাচ্ছেন কেন? পৃথিবীর সব দেশেই রেসিজমের ঘটনা ঘটে
৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪২
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন:
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৮
আ.র.জা বলেছেন: আমাদের জাতিসত্বা বাংগালি তবে আমাদের জাতীয়তা বাংলাদেশী।
সারা দুনিয়া বাংলাদেশের মানু্ষকে বাংলাদেশী হিসেবে জানে। যেমনিভাবে জানে ভারতের অধিবাসি ভারতীয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: শত রূপে অপরূপা আমার এ দেশের ঢালী
আমরা বাঙালী ও মন আমরা বাঙালী ।।
সবুজ সোনার দেশে
বাউল গায় আউলা কেশে
বায়েন বাজায় তালে তালে দর্শক শ্রুতা দেয় তালি ঐ
ধন্যবাদ পোস্টে ।।