নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

মানুষের চাওয়াকে উপেক্ষা করা যায়,প্রকৃতির নয়

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭











এত সময় কোথায় তোমার ফিরে তাকাবার

কেউ ফিরে না,রেললাইনের মত সমন্তরাল লাইন ধরে চলে যায় নির্ধারিত গন্তব্যে

তাই সমন্তরাল ভাবে চলতে না জানলে তুমি পেছনেই পড়ে রইবে

পাশাপাশি অবস্থানকারীর স্থান হয়ে থাকবে শুন্য,

পেছন থেকে আসা কেউ হয়তোবা পূরন করবে সেই শুন্যস্থান

আসলে শূন্যস্থান কখনোই পূরণ হয় না,কোন কিছুতেই না,কাউকে দিয়েই না

তাই

দ্বিধাহীন ভাবে রাতজাগে কেউ কেউ

রাত জাগে, নাকি নিজেকে ফাঁকি দেয় এই নিয়ে বিতর্ক চলে মনের ভিতর

কেউ বলে জীবনের শ্রেষ্ঠ ভোর দেখবে বলে জেগে আছে

কিন্তু সেই ভোর দেখা হয় না কারোর

ভোরের খুব কাছাকাছি এলে মায়াচ্ছন্ন ঘোর লাগে চোখে

জীবনের শ্রেষ্ঠ ভোর দেখতে দেয়না প্রকৃতি।



প্রকৃতি অপূর্নতা ভালবাসে,প্রকৃতি শুন্যস্থান ভালবাসে

মানুষের চাওয়াকে উপেক্ষা করা যায়,প্রকৃতির নয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন।
আপনার অন্যতম সেরা কবিতা এটি।
শুভকামনা, কবি।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

ডট কম ০০৯ বলেছেন: বলেন কি ?

অনুপ্রেরণা পেলুম দূর্জয় ভাই।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

ইখতামিন বলেছেন: দ্বিতীয় ভালো লাগা.

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.