নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

এক টুকরো ছাদ আর সোনালী বিকেল

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

এক টুকরো ছাদ আর সোনালী বিকেল



সময়ের চাওয়াটা চাইলেই হয়,

চাইলেই ছাদের উপর ভরে যেতে পারে সবুজে,তোমার সবুজে

গাছের ডগায় বসে দোল খায় ছোট্ট টুনটুনি

আমি দেখি আর ভাবি,মায়াবিনী চোখে রাখি চোখ



শুন্যতায় ভেসে থাকে আমার সসীম হাত

তোমার হাতের ছোয়া খোজে,খোজে প্রিয় মানুষের মুখের আদল



এক সময়

ভাব আর ভাবনায় ছেদ পড়ে,হাত থেকে খসে যায় সোনালী বিকেল

তোমার কাছে জমা হয় আমার অসম্ভব আবদার,রুদ্ধ দুয়ার।



তারপর অস্তরাগে,চুম্বন একে তুমি নিলে বিদায়



টুনটুনি শুনে যাও

এর বেশী চাইনি,

যা পেয়েছি,তা তোমায় অমরত্ব দিক আমার জীবনে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
টুনটুনি এই কবিতা পড়ছে?

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫১

ডট কম ০০৯ বলেছেন: টুন্টুনির ভাই পড়ছে। হাহাহাহাহাআহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.