| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডট কম ০০৯
থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক
![]()
জলপরী বৃষ্টি ধরতে চেয়েছিল কোন এক সন্ধ্যায়
আর আমি সোনালী ফড়িঙ্গের পেছন পেছন ছুটতে ছুটতে কখন হারিয়ে গেলাম
আমই নিজেই জানি না
জল পরী ভুলে গেল আমার কথা।
তাই আজ ও খুজি জলপরী কে,আর সল্প চেনা সেই সোনালী ফড়িং কে
দুজন ই ছেড়ে গেছে আমায়,কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায়
আমি খুব জানি জলপরী আর সোনালী ফড়িং একই
একজন কে খুজে পেলে অন্যে এসে কড়া নাড়বে আমার সৌভাগ্যের দরজায়
তোমার আমার এই গল্পের মাঝে ঐ যে উড়ে যাচ্ছে "সোনালী ফড়িং
সোনালী ফড়িং দাঁড়াও আমি আসছি!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
ডট কম ০০৯ বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ মাগুর মাছ।হাহহাহাহাহ
এইডা কিরাম নাম হইল মাগুর ভাই।
২|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
আমিনুর রহমান বলেছেন:
আপনার সাথে কানে-মুখে কতা আচে
ফড়িং যেইডাই হোক দেখতে মন্দ নয়
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২
ডট কম ০০৯ বলেছেন: কানে মুখে কী কহিবেন গো
শুনিয়া অন্তর আত্না কাপিয়া উঠিতেছে।
ফড়িং রা সুন্দর ই হয়।
হাহহাহা।
৩|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬
ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ
৪|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ।
আপনার কবিতাও নতুন প্যাটার্ণ পাচ্ছে।
কাহিনি কি কবি?
কোনো আলাদা খবর? ![]()
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৭
ডট কম ০০৯ বলেছেন: এত খবর জাইন্না কি হইব কবি ভাই!!
সুখে থাকলে ভূতে কিলায় জানেন তো!!
এই কবিতাটা নিয়া একটু টেষ্ট করলাম অন্য স্ট্যাইল মানুষ খায় কিনা?
কোন কাহিনী নাই। হাহহাহাহ
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
একজন আরমান বলেছেন:
দ্বিধায় পড়ে গেছেন কবি !!
জলপরী নাকি সোনালি ফরিং !!!
বেশ লাগলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
ডট কম ০০৯ বলেছেন: তারা দুইজনেই এক ব্যাক্তি একজনকে ধরতে পারলেই কাজ হয়ে যাবে।
অন্য জন এসে কড়া নাড়বে সৌভাগ্যের দরজায়।
৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার আগে যা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন তার কথা বলি। ফলাফল কেমন দেখলেন? আশাব্যঞ্জক মনে হচ্ছে?
ছবির মেয়েটি একজন মডলে ও টিভি অভিনেত্রী। গুগল থেকে নিয়ে থাকলে বলবো আপনার পছন্দ আছে
আর যদি চলে যাওয়া ফড়িং হয়ে থাকে, সমবেদনা।
কবিতা ভালো লেগেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
ডট কম ০০৯ বলেছেন: ফেসবুক থেইক্কা মাইরা দিছি ছবিটা ফারিহান ভাই।
আশাব্যাঞ্জকই বলা যায়।
কবিতা ভাল লেগেছে শুনে ভাল লাগল।
৭|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতা ভাল লেগেছে।
+++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই ধন্যবাদ।
আপনার ব্লগে আইতাছি এখনি।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মাগুর বলেছেন: বেশ ভালো লাগলো