নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

জলপরী অথবা সোনালী ফড়িং

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২





জলপরী বৃষ্টি ধরতে চেয়েছিল কোন এক সন্ধ্যায়

আর আমি সোনালী ফড়িঙ্গের পেছন পেছন ছুটতে ছুটতে কখন হারিয়ে গেলাম

আমই নিজেই জানি না

জল পরী ভুলে গেল আমার কথা।



তাই আজ ও খুজি জলপরী কে,আর সল্প চেনা সেই সোনালী ফড়িং কে



দুজন ই ছেড়ে গেছে আমায়,কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায়

আমি খুব জানি জলপরী আর সোনালী ফড়িং একই



একজন কে খুজে পেলে অন্যে এসে কড়া নাড়বে আমার সৌভাগ্যের দরজায়

তোমার আমার এই গল্পের মাঝে ঐ যে উড়ে যাচ্ছে "সোনালী ফড়িং



সোনালী ফড়িং দাঁড়াও আমি আসছি!!



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মাগুর বলেছেন: বেশ ভালো লাগলো :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ডট কম ০০৯ বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ মাগুর মাছ।হাহহাহাহাহ

এইডা কিরাম নাম হইল মাগুর ভাই।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

আমিনুর রহমান বলেছেন:



আপনার সাথে কানে-মুখে কতা আচে :| :| :|

ফড়িং যেইডাই হোক দেখতে মন্দ নয় :|| :|| :||

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

ডট কম ০০৯ বলেছেন: কানে মুখে কী কহিবেন গো

শুনিয়া অন্তর আত্না কাপিয়া উঠিতেছে।

ফড়িং রা সুন্দর ই হয়।

হাহহাহা।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!

:) B-) ;)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ।
আপনার কবিতাও নতুন প্যাটার্ণ পাচ্ছে।
কাহিনি কি কবি?
কোনো আলাদা খবর? :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৭

ডট কম ০০৯ বলেছেন: এত খবর জাইন্না কি হইব কবি ভাই!!

সুখে থাকলে ভূতে কিলায় জানেন তো!!

এই কবিতাটা নিয়া একটু টেষ্ট করলাম অন্য স্ট্যাইল মানুষ খায় কিনা?

কোন কাহিনী নাই। হাহহাহাহ

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

একজন আরমান বলেছেন:
দ্বিধায় পড়ে গেছেন কবি !!

জলপরী নাকি সোনালি ফরিং !!!


বেশ লাগলো। :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

ডট কম ০০৯ বলেছেন: তারা দুইজনেই এক ব্যাক্তি একজনকে ধরতে পারলেই কাজ হয়ে যাবে।

অন্য জন এসে কড়া নাড়বে সৌভাগ্যের দরজায়।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার আগে যা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন তার কথা বলি। ফলাফল কেমন দেখলেন? আশাব্যঞ্জক মনে হচ্ছে?

ছবির মেয়েটি একজন মডলে ও টিভি অভিনেত্রী। গুগল থেকে নিয়ে থাকলে বলবো আপনার পছন্দ আছে ;) আর যদি চলে যাওয়া ফড়িং হয়ে থাকে, সমবেদনা।

কবিতা ভালো লেগেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

ডট কম ০০৯ বলেছেন: ফেসবুক থেইক্কা মাইরা দিছি ছবিটা ফারিহান ভাই।

আশাব্যাঞ্জকই বলা যায়।

কবিতা ভাল লেগেছে শুনে ভাল লাগল।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতা ভাল লেগেছে।
+++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই ধন্যবাদ।

আপনার ব্লগে আইতাছি এখনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.