নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

সুনি তা, সুনি তা এই সুনিতা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭



সুনি তা, সুনি তা এই সুনিতা

এই বুঝি ডাক পড়ল "সুনিতা" বলে

সারাক্ষন মনটা এই ভাবনায় আছন্ন থাকে!কখন সে ডাকবে

ভালবাসার ডাক,সুখের আহবান



বিবাহিত জীবনের এই বড় প্রাপ্তি,তার আহবান আরা আমার সাড়া





সুনি তা, সুনি তা এই সুনিতা



জগতের সব কথামালার চাইতে সুন্দর কথা হল এই ডাক

আমি তোমাকে ভালবাসি বলার চাইতেও মধুর এই আহবান।



সব কিছু বলতে হয় না,কিছু বুঝে নিতে হয়,কিছু অনুভবে পাওয়া যায়

সুমন তোমার অনুভূতি কি বলে তোমায়? আমার এই শাব্দিক পাওয়াকে



সুমন তুমি কি জানো কত ভালোবাসি তোমার কন্ঠে আমার নামকে!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

লাবনী আক্তার বলেছেন: কখন সে ডাকবে
ভালবাসার ডাক,সুখের আহবান

বাহ! ভালো লাগল।


২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

ডট কম ০০৯ বলেছেন: আমি তোমাকে ভালবাসি বলার চাইতেও মধুর এই আহবান।

হাহহাহাহা

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১

জুন বলেছেন: বাহ্‌ ডাকের আশায় থাকা সুনি ...তাআআআআআ :) :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

ডট কম ০০৯ বলেছেন: সুনিতার অপেক্ষার প্রহর এর সাথে আছি আমরাও।

কি বলেন জুন।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

ডট কম ০০৯ বলেছেন: কস কি মমিন!!

লজ্জা পাইলেম।

হইব না।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০

অদৃশ্য বলেছেন:





চমৎকার করে লিখলেনতো... খুবই ভালো লাগলো

সুমন বরং নাই বা জানলো... সবকিছুই জানা হয়ে গেলেতো আর রহস্য থাকেনা... সুমন না জানলেই জমাটবদ্ধ হয়


শুভকামনা...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

ডট কম ০০৯ বলেছেন: আসলেই সুমন রা জানে না এই ডাকের মূল্য

জেনে গেলে সুনিতা লজ্জায় পড়ে যাবে কিন্তুক।

ধন্যবাদ অদৃশ্য আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নাম ধরে কে ডাকে সকাল-সাঝে :)

নাম নিয়ে দারুন কবিতা হয়ে গেলো।
ভালো লাগা, কবি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই!!

আপনার অনুপ্রেরণাই মাঝে মাঝে লিখি।

আপনার মত ওমন সুন্দর করে তো আর লিখতে পারি না।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি ভাই।

আপনার ছোট্ট কিন্তু অর্থপূর্ন মন্তব্যের জন্য।সালাম জানবেন।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০

এম এম কামাল ৭৭ বলেছেন:
সুমন তুমি কি জানো কত ভালোবাসি তোমার কন্ঠে আমার নামকে!

এমন সৌভাগ্য কত জনের কপালে আসে। ধরে রাখুন এই ভাললাগা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

ডট কম ০০৯ বলেছেন: হ ভাই অসাধারন সৌভাগ্যবান সেই সুমন নামে ছেলেটি আর সুনিতা সেই সৌভাগ্যবতী।হাহাহহাহাহা

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

রোমান্টিক। ভালোবাসার মানুষের মুখে মধুর ডাক শুনা অনেক আরমাদায়ক। :)


++++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

ডট কম ০০৯ বলেছেন: হ ভাই মহা রোমান্টিক সেই ডাক।

আমি ত সুনিতার প্রেমে পইড়া গেছি গা। হাহহাহাহহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.