নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

বনিকের ঘরনী

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩



ছুড়ে ফেলা একটা সিগারেট রাস্তার পাশে

অবহেলিতদের প্রতিনিধিত্ব করছে আমার মত,যতনে মেসানো চুমু ছিল যার প্রারম্ভিকায়

ঠিক আমাদের পরিচয়কালীন সময়ের মত!

দেখেছ...............

তোমার আমার জীবনের গল্পে সামান্য একটা সিগারেট কেমন করে মিসে আছে

তাই বুঝি ছেলেরা প্রিয়াকে চুমু দেবার আগেই সিগারেটে চুমু খায়

প্রথাগত জীবনের তুচ্ছ রাগ অভিমান এইভাবে সিগারেটের সাথে বিলিন হয়েছে কত

তার হিসাব কেউ রাখেনি,

তুমি দুঃখের নাটক মঞ্চস্থ করতে থাক...............

আর আমি না হয়,সিগারেট শিল্পী হয়েই সমাপ্তি টানব।

পৃথিবীর সকল জীবিত প্রাণ ই এক একটা উপন্যাস



এই উপন্যাসের বাইরে কেউ যেতে পারেনি

আমার জীবন উপন্যাসে তুমি কবি পত্নী হলেও,তোমার উপন্যাসে তুমি বনিকের ঘরনী।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালবাসা........................

২| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভাল লেগেছে কবি আপনার কবিতাখানি

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক অনেক ভাল লেগে গেল আপনার দেয়া কমেন্টস খানি।

ভাল থাকুন পাশে থাকুন।

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !
এই উপন্যাসের বাইরে কেউ যেতে পারেনি
আমার জীবন উপন্যাসে তুমি কবি পত্নী হলেও,তোমার উপন্যাসে তুমি বনিকের ঘরনী।

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি ভাই।

আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

অদৃশ্য বলেছেন:





সমৎকার


শুভকামনা...

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

ডট কম ০০৯ বলেছেন: আপ্নার জন্য ও শুভ কামনা। আচ্ছা অদৃশ্য কোন লিংগ?

হাহাহহা

জানতে মন চাইতেছে।

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ....সুন্দর!!!
+++

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৩

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ভাই স্নিগ্ধ শোভন।

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২

সায়েম মুন বলেছেন: চমৎকার। খুব ভাললাগা রইলো।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৪

ডট কম ০০৯ বলেছেন: আপনার কমেন্টস পেয়ে দারুন অনুপ্রানিত হলাম।

৭| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

রাবেয়া রব্বানি বলেছেন: শেষ লাইনদুটো অনেক ভালো লাগল

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫

ডট কম ০০৯ বলেছেন: শেষ লাইন দুটো আমারও খুব ভাল লেগেছে।হাহাহহাহ

৮| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

মোমেন মুন্না বলেছেন: বেশ ভাল লাগল

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ মোমেন মুন্না ভাই।

৯| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সিগারেটের এই অবস্থা কেন?


কবিতা ভাল্লাগছে।।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৬

ডট কম ০০৯ বলেছেন: ছুড়ে ফেলা একটা সিগারেট রাস্তার পাশে
অবহেলিতদের প্রতিনিধিত্ব করছে আমার মত

এই কারনের এই অবস্থা ভাইডি।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

অদৃশ্য বলেছেন:





দাদা, বানানটা ভুল দেখেই কি এমন প্রশ্ন?

যদি তা না হয় তবে... অদৃশ্যের লিঙ্গ নিয়ে বৃথা ভাবনা না করায় ভালো... অদৃশ্য লিঙ্গ ভাবনার ঊর্ধে...


শুভকামনা...

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

ডট কম ০০৯ বলেছেন: জানিতে চাওয়াটা কি দোষের কিছু ?

উত্তর পেয়ে গেছি!!

জানতে চেয়েছি বলেই জানতে পারলাম।হহাহাহহা

ভাল থাকুন অদৃশ্য।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

অস্পিসাস প্রেইস বলেছেন: "আমার জীবন উপন্যাসে তুমি কবি পত্নী হলেও,তোমার উপন্যাসে তুমি বনিকের ঘরনী"

Classic!

+ :)

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ অস্পিসাস প্রেইস।

ভাল আছেন তো ভাইডি!

১২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর ।। :)

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ আপুটি।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সেরকম হইছে সিগারেট সাহিত্য/কাব্য/গপ্প :) :)

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ কাগজের নৌকা ভাই আপনার প্রথম কমেন্টের জন্য। সালাম।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো আছি ভাইডি, আপনি ভালো আছেন :)

শুভ সকাল :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

ডট কম ০০৯ বলেছেন: আল হামদুলিল্লাহ ভাই।

সালাম জানবেন।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার জীবন উপন্যাসে তুমি কবি পত্নী হলেও,তোমার উপন্যাসে তুমি বনিকের ঘরনী।

আহ! আমার জবানী।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

ডট কম ০০৯ বলেছেন: হাহহাহা

সব বেকার পোলার জীবন কাহিনী।হাহহাহহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.