নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

ফরেস্ট গাম্প........১৯৯৪

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০২



ব্লগার ও কবি সোনালী ডানার চিল ও কান্ডারি অথর্ব ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে অনুপ্রানিত হইয়া গতকাল ফরেস্ট গাম্প (১৯৯৪) ছবিটি দেখলাম।যার আইএম ডিবি রেটিং ৮.৭/১০।পাঠকরা খুব সহজেই বুঝতে পারছেন কতখানি ভাল একটা ছবি হলে এমন রেটিং আসতে পারে।চলচ্চিত্রটি নির্মান করা হয়েছে লেখক উন্সটম গ্রুমের ২২৮ পৃষ্ঠার উপন্যাস ফরেস্ট গাম্প বই থেকে।





সোনালী ডানার চিল ভাই অনুরোধ করেছিলেন ছবিটা দেখে আমার অনূভূতিটুকু প্রকাশ করার জন্য সেই কারণে এই লেখা।সিনেমার অভিনেতা টম হ্যাঙ্ক “বিশাল মাপের একজন অভিনেতা তার অভিনীত দ্যা টার্মিনাল চলচিত্রটি এর আগে দেখেছিলামএবং অতি আবেগে কেঁদেও ছিলাম” যাই হোক ফরেস্ট গাম্প চলচিত্রটি দেখার পর এক বাক্যে যদি বলি তবে “আমার অনুভূতি শুন্য”

সমাজের খুব সাধারণ একটা বিষয়কে উপজীব্য করে গল্প গড়ে উঠেছে।একজন অটিস্টিক শিশু যে সমাজের জন্য পৃথিবীর জন্য অনেক কিছু করতে পারে তা একেবারে পরিচালক সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।জগতের কোন কিছুই যে হেলা ফেলার জিনিষ না তা এই চলচ্চিত্র দেখলে জ্ঞানী মাত্রই বুঝতে পারবে।



আসলে এত সুন্দর করে কিছু কিছু বিষয় পরিচালক রবার্ট জেমেকিস ফুটিয়ে তুলেছেন এক কথায় অনন্য।এই ক্ষেত্রে দু একটা দৃশ্য পটের কথা না বললেই নয়, যখন ফরেস্ট প্রথম নিজ পায়ে দৌড়াতে শেখে সেই দৃশ্যটি আবার গল্পের নায়িকা জেনি যখন সুইসাইড করতে যায় সেই দৃশ্য,হাসপাতালে লেফটেনেন্ট ড্যান যখন ফরেস্ট কে রাতের বেলায় জাপ্টে ধরে তার রাগ অভিমান কষ্ট গুলো প্রকাস করে,ছবির শেষের দিকের দৃশ্য যখন নায়িকা জেনি যখন ফরেস্টকে,ফরেস্ট জুনিয়র এর সাথে পরিচয় করিয়ে দেয়।আসলে অসাধারণ সেই মুহূর্তগুলি।



অভিনয়ের কথা আর কি বলব টম হ্যাঙ্ক অসাধারণ অভিনয় করেছেন(বস মানুষ) তার পাশাপাশি লেফটেনেন্ট ড্যান,সহযোদ্ধা বুবা অনেক অনেক ভাল অভিনয় করেছেন এই চলচ্চিত্রে।ছবিটি দেখার সময় আমার বারবার মনে হয়েছে ফরেস্টের সাথে জেনির আবার দেখা হবে তো? এই টেন্সটা আমাকে ভাবিয়েছে!! অনান্য সিনেমা দেখার সাথে সাথে যেমন পরের দৃশ্য কেমন হবে বলা যায় এখানে কখনোই তা মনে হয় নি।



এতক্ষন তো অনেক প্রসংশা করলাম এইবার একটু দোষ বলি সমগ্র ছবিতে অনান্য অভিনেতা বা অভিনেত্রীরা যত সুন্দর অভিনয় করেছেন সেই তুলনায় নায়িকা জেনির অভিনয় খানিকটা ম্লান মনে হয়েছে।এটা নিতান্তই আমার অভিমত।কেউ কেউ দ্বিমত পোষন করতেই পারেন কারন আমি চলচ্চিত্র বোদ্ধা নই।



যারা ক্লাসিক মুভি দেখেন বা মুভি দেখতে পছন্দ করেন তারা দেখতে পারেন।আর যাদের ভালবাসার মানুষটি তাকে ছেড়ে গেছে তারা এই চলচ্চিত্র দেখে নিজের ভালবাসার জোর বাড়াতে পারেন।

সত্যিকারের ভালবাসা ফিরে আসে,ফিরে আসতে হয়।



নোট- কোথাও কোন তথ্যভুল বলে থাকলে নিতান্তই অনিচ্ছাকৃত।ভুল ধরিয়ে দিলে বাধিত হব।

মন্তব্য ৭৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

তামিম ইবনে আমান বলেছেন: মাস্টারপিস একটা।

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

ডট কম ০০৯ বলেছেন: হ তামিম ভাই সেইরাম ছবি!!

দ্যা টার্মিনাল ও সেইরাম ছবি।হাহাহহা।

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

প‌্যাপিলন বলেছেন: রান ফরেস্ট রান....... কি অদ্ভুত.... যে কোন মুভির প্রিয় কিছু মুহুর্তের সেরাদের একটি এটি আমার কাছে

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

ডট কম ০০৯ বলেছেন: রান ফরেস্ট রান

দারুন কথা মনে করছেন। লিখা উচিত ছিল এই ডায়লগ টা।

ধন্যবাদ প্যাপিলন।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

রাবেয়া রব্বানি বলেছেন: শুনেছি ছবিটা নিয়ে । দেখবো

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

ডট কম ০০৯ বলেছেন: দেখে ফেলুন সময় পেলেই। বিফলে যাবেনা সময়টা। হাহহাহাহ

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

তৌফিক আনজাম বলেছেন: অনেক ভালো ছবি

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

ডট কম ০০৯ বলেছেন: আসলেই অনেক ভাল ছবি।

ধন্যবাদ তৌফিক ভাই আপনার মন্তব্যের জন্য।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

মদন বলেছেন: এক কথায় অসাধারন।

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

ডট কম ০০৯ বলেছেন: হ আসলেই অসাধারণ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: অতি শীঘ্রই দেখার ব্যাবস্থা নিতাছি !

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ডট কম ০০৯ বলেছেন: এখনি ব্যাবস্থা নিয়ে ফেলেন। দারুন মজা পাইবেন।হাহহাহাহ

৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

মুর্দা ফকির বলেছেন: Dear god,make me a bird so i can fly far,

far,far away from here.............

এককথাই পুরা অসাধারণ .........

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ডট কম ০০৯ বলেছেন: far,far away from here.............

আরেকটা আছে

রান ফরেস্ট রান।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ফরেস্ট গাম্প-এ এত এত অসাধারণ ডায়লগ আছে, জীবন দর্শন আছে যা ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয়। একটা ডায়লগ যা আমি সবসময় মনে রাখার চেষ্টা করিঃ

My momma always said, "Life was like a box of chocolates. You never know what you're gonna get."

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জীবনান্দদাশের ছায়া।

কিপ ওয়াচিং এপিক মুভিস।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আরিফুর রহমান পলাশ বলেছেন: বেশ কয়েকবার দেখেছি। এককথায় বলতে গেলে অসাধারন... লেগেছে।
রান ফরেস্ট রান... অন্যরকম এক অনুভুতি জাগায়।

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ আরিফুর রহমান পলাশ

ভাল থাকুন।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: তাই নাকি ! :) :P সত্যিকারের ভালবাসা ফিরে আসে,ফিরে আসতে হয় !! তবে যে দেখতেই হয় - মহৌষধ না হোক ভিটামিনের যোগানটুকুই বা খারাপ কি ?! ;)

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২

ডট কম ০০৯ বলেছেন: সত্যিকারের ভালবাসা ফিরে আসে,ফিরে আসতে হয় ।

সত্যি কথা ভাইডি।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ভবঘুরের ঠিকানা বলেছেন: কয়েকবার দেখেছি। সত্যি, অসাধারন মুভি।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভবঘুরে ঠিকানা ভাই।

কিপ ওয়াচিং মুভি।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ রিভিউ লিখেছেন ভাই!
আমি মুগ্ধ আপনার লেখা পড়ে; আর জানতাম, আপনার মত হৃদয়বান মানুষ এ ছবিটা ভালোবাসবেই!

ফরেস্ট গাম্প আসলেই অসাধারণ সৃষ্টি।।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

ডট কম ০০৯ বলেছেন: একটু বেশী বলে ফেললেন দাদা।

জীবনের প্রথম মুভি রিভিউ লিখছি খুব টেন্সে ছিলাম।

কোথায় কি ভুল হয়।

ফরেস্ট গাম্প আসলেই অসাধারণ সৃষ্টি।। সহমত।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সাদা আকাশ বলেছেন: এটা এমন একটা মুভি যা দেখার পর বিশ্বাস ফিরে পাওয়া যায় কিছু একটা করার। অসাধারণ মুভি এবং টম হ্যাঙ্ক (অবশ্যই বস ;) ) এর ব্যক্তিত্ব পূর্ণ অভিনয় মুভিটাকে আরো বেশী অসাধারণ রূপ দান করেছে। আর রিভিউ হিসেবে যথেষ্ট ভাল লিখেছেন :)

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সাদা আকাশ ভাই।

সালাম জানবেন।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২১

মামুন রশিদ বলেছেন: ছোট্ট করে লিখলেও রিভিউ চমৎকার হইছে । ছবিটা অসাধারণ!

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

ডট কম ০০৯ বলেছেন: জীবনের প্রথম লিখছি ভাই

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

ভাল থাকুন।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

মহামহোপাধ্যায় বলেছেন: যারা দেখেনাই তারা জানলোও না তারা কি মিস করলো !!

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

ডট কম ০০৯ বলেছেন: সমস্যা নাই আমার মত জীবন নদীর বাকে কোন এক সময় দেখে নেবেক্ষন মহামহোপাধ্যায়।

ভাল থাকুন।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

আবু শাকিল বলেছেন: অনেক দিন হেয়ালি করে মুভি টা দেখি নাই...এক্কনি ডাউনলোড দিতাছি !
ধন্যবাদ

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৯

ডট কম ০০৯ বলেছেন: তাড়াতাড়ি ডাউনলোড দেন শাকিল ভাই।

আশা করি ভাল লাগবে।

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০

নিরুদ্দেশ বলেছেন: এই একটা মুভি যা বার বার দেখলেও পুরনো হয় না।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

ডট কম ০০৯ বলেছেন: সত্যই বলেছেন বারবার দেখার মত একটা ছবি।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

বাংলাদেশী দালাল বলেছেন: ২০০৫ এ দেখছি। ছবিটা অসাধারণ! রিভিউতে প্লাস।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।ভাল থাকুন।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

নিউজ২৪ বলেছেন: অসম্ভব সুন্দর একটা ছবি। আমি IMDB তে ১০ রেটিং করেছিলাম

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

ডট কম ০০৯ বলেছেন: আমি ত পারলে ১০ এর বেশী দিতাম।হাহহাহাহাহহ

২০| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৭

বশর সিদ্দিকী বলেছেন: আগেই দেখেছি।মাস্টারপিস মনে হয় এই মুভিগুলোকেই বলে। আমার কাছে অসাধারন লেগেছে। আপনার রিভিওটাও খুব চমৎকার লেগেছে।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

ডট কম ০০৯ বলেছেন: হ মাস্টার পিস ই একটা।

২১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো একটা মুভি। দেখছি বেশ আগে

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

ডট কম ০০৯ বলেছেন: আসলেই খুব ভাল একটা চলচ্চিত্র।

২২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই দেশ প্রেমিক বাঙ্গালী।

ভাল থাকুন।

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


একদম সেই আলোচনার পর ছবি ডাউনলোড করে আবার অনুভূতি পর্যন্ত লিখে ফেলেছেন।

শুভ কামনা জানবেন।

আপনি চাইলে আরও কিছু মুভির কথা বলতে পারি আশা করি হৃদয় ছুঁয়ে যাবে।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

ডট কম ০০৯ বলেছেন: এখন বলেন বইসা বইসা দেখুম হাহাহহাহা।

ভাল আছেন তো কান্ডারি অথর্ব।

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০

কান্ডারি অথর্ব বলেছেন:



এইত ভাই ভালো আছি। আপনি কেমন আছেন ?

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

ডট কম ০০৯ বলেছেন: আল হামদুলিল্লাহ ভাই।

তাড়াতাড়ি ছবির নাম বলেন।

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

ড. জেকিল বলেছেন: তাই নাকি ? তাহলে তো দেখতে হয়। :D

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

ডট কম ০০৯ বলেছেন: হ ভাই দেইক্ষালান।

টাইম কিন্তু কম।

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

প‌্যাপিলন বলেছেন: এবার টমের দি লেডি কিলারস দেখেন। মাস্টারপিস না হৈলেও সেরকম মুভি। ফরেস্ট গাম্প এর বিখ্যাত কিছু অংশের মিল পাবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

ডট কম ০০৯ বলেছেন: ডাউনলোড দিছিলাম তিন দিন আগে এখনো শেষ হয় নাই।

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

পাজল্‌ড বলেছেন: ধন্যবাদ আপনাকে,আপনার পোষ্ট দেখে মুভিটা দেখলাম।

জেনির ইচ্ছা গড পূরন করেছিলেন,ও তো পাখির মতো ভ্যাগাবন্ড হয়ে ঘুরছিলো,অসাধারন লিংক-আপ,কি বলেন? আর একটা ব্যাপার খেয়াল করছেন,ফরেস্ট যতজন প্রেসিডেন্ট এর সাথে দেখা করে ,তারা খুন হয় (না হয় পদত্যাগ করে)।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ডট কম ০০৯ বলেছেন: যাক আমি স্বার্থক আমার লেখা স্বার্থক

যাই হোক হ্যাপি মুভি টাইম

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬

মোঃ ইসহাক খান বলেছেন: ক্লাসিক, ইন্সপিরেশনাল এবং আমার দেখা সব মুভির মধ্যে সেরার তালিকায় রাখবো ফরেস্ট গাম্পকে। কিছু মুভি দেখে ভুলে যেতে হয়, আর কিছু সারাজীবন মনে রাখতে হয়। ফরেস্ট গাম্প সারাজীবন মনে রাখার মত মুভি।

এই মুভি নিয়ে পোস্টে অনেক কৃতজ্ঞতা রইলো।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ডট কম ০০৯ বলেছেন: ইয়েস ইসহাক খান ভাই।

অনেক সুন্দর কথা কইলেন। ভাল থাকুন।

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

এহসান সাবির বলেছেন: এই মুভিটা নিয়ে কিছু বলবার নাই আমার। খুব প্রিয় মুভি।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

ডট কম ০০৯ বলেছেন: বলার নাই কেন ভাই।

খুব প্রিয় বুঝি।

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দেখতেই হবে তাহলে :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

ডট কম ০০৯ বলেছেন: চলেন আবার দেখি। দূর্জয় ভাই।

৩১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

জেমস বন্ড বলেছেন: এই ছবিটাতে গাম্প এর বন্ধুর চিংড়ির রেসিপি টাই ছিলো হাসির মোমেন্ট আর বাকি সব রোমান্স এবং কস্টের :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ বন্ড ভাই।

ছবিটা কিন্তু মারাত্নক।

৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বছর দুই আগে এক বড় ভাই ডেকে নিয়ে এই মুভি দেখাছিলো। বড় ভাই যখন মুভি দেখার জন্য ডাকছিলো তখন মনে মনে ওনারে গাইল দিসিলাম, কিন্তু দেখা শুরু করার পর আর উঠার সুযোগ ছিলো না। মুভি শেষে অবশ্য অই বড় ভাইকে মনে মনে থ্যাঙ্কস দিই নাই। দিসিলাম বেশ আয়োজন করে ;)

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

ডট কম ০০৯ বলেছেন: ভাল তো ভাল না

লেডি কিলার টা দেখলাম ওইটাও ভাল ছবি।দেখছেন নি কবি।

৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৫

অনাবিল বলেছেন: ভালোবাসি ফরেস্ট গাম্প.........অন্তত ৫বার দেখেছি।

জেনি'র ব্যাপারে আপনার সাথে অনেকটাই একমত।বড় জেনি'র চেয়ে বরং ছোট জেনি ভালো অভিনয় করেছে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

ডট কম ০০৯ বলেছেন: একেবারে মনের কথা কইলেন অনাবিল।

ভাল থাকুন।

মুভি দেখুন খুলে যাক অন্তরের বন্ধ চোখ।

৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৫

খেয়া ঘাট বলেছেন: পৃথিবীর ম্যুভির ইতিহাসে অন্যতম সেরা ছবি।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

ডট কম ০০৯ বলেছেন: জি ভাই সত্যই বলেছেন পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ছবি।

৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৫

খেয়া ঘাট বলেছেন: মোঃ ইসহাক খান বলেছেন: ক্লাসিক, ইন্সপিরেশনাল এবং আমার দেখা সব মুভির মধ্যে সেরার তালিকায় রাখবো ফরেস্ট গাম্পকে। কিছু মুভি দেখে ভুলে যেতে হয়, আর কিছু সারাজীবন মনে রাখতে হয়। ফরেস্ট গাম্প সারাজীবন মনে রাখার মত মুভি।

এই মুভি নিয়ে পোস্টে অনেক কৃতজ্ঞতা রইলো।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

ডট কম ০০৯ বলেছেন: কিছু মুভি দেখে ভুলে যেতে হয়, আর কিছু সারাজীবন মনে রাখতে হয়। ফরেস্ট গাম্প সারাজীবন মনে রাখার মত মুভি


সম্পূর্ন সহমত ভাই।

৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৪

চাঙ্কু বলেছেন: সেইরাম মুপি

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

ডট কম ০০৯ বলেছেন: হ সেইরাম মুভি চাঙ্কু জি।

৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সেফানুয়েল বলেছেন: আমার কালেকশনে রেখেছি। বার বার দেখি মুভিটা।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

ডট কম ০০৯ বলেছেন: দেখতে থাকুন ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.