নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

অগোছালো মেয়ে-০৫

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০





আমি কিছু দিন নিরুত্তাপ থাকতে চাই,

তুমিহীনা,তোমার ভাবনা হীন জীবনটাকে আবার দেখতে চাই

দেখতে চাই আমি হীনা তোমার জীবন যায় কিনা!



জীবনে এসে ছিলে থাকবে সেটাই নিয়ম,নিয়তি যদি লেখা থাকে হারিয়ে যাবার

তবে যেও--



তুমিহীনা যেমন ছিলাম তেমনটা আবার থাকি না হয় কিছু দিন

মনের আকাশে এখন অনেক মেঘ,অ-প্রেমে বাস্প হয়ে উড়ে গেছে চোখের জল

তুমিহীনা বৃষ্টি হোক আমার জানালায়,কষ্ট কমুক,আমি একটু ভেসে যাই।



জীবনের এই সময়ে তুমি,আমি,কেউ কারো জন্য আবশ্যক নই

জীবনের পাঁচটি চাহিদার কোথাও- ই ভালবাসার কথা লেখা নেই।



ভালবাসাহীন জীবন বাঁচে

ভালবাসাহীন তুমিও বাঁচবে

এই জগতের কত মানুষ ভালবাসাহীন বেঁচে আছে!



অগোছালো মেয়ে,

ভালবাসাহীন আমি বাঁচতে পারব কিনা জানিনে

আমি ছাড়া তুমি যে বাঁচবে, এই সত্যও মানিনে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

একজন আরমান বলেছেন:
শেষ লাইনে তো খুব কনফিডেন্ট মনে হল ! ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

ডট কম ০০৯ বলেছেন: কনফিডেন্ট থাকা ভাল তো ভাল না! মিতা।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: আপনি তো দারুন কবিতা লিখেন। প্লাস ঘুরছে তো ঘুরছে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

ডট কম ০০৯ বলেছেন: কন কি?

যাক অনুপ্রেরণা পেলাম।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল হোসেন ভাই।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৩

ডট কম ০০৯ বলেছেন: অভি ভাই কেমন আছেন?

ভাল তো!!

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো। অগোছালো মেয়েকে নিয়ে গোছালো উচ্চারণ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৪

ডট কম ০০৯ বলেছেন: কবি ভাই আপনার কমেন্টস পাইছি তো সব পাইছি!!

আপ্নারে ধইন্ন্যা।

খাইতে আইমু কবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.